29/09/2025
আবদুল্লাহ ভাই আমার প্রাকটিস এর শুরুর দিকের রোগী, ওনার দুই ছেলে কে অনেকদিন দেখেছি , এর পর মেয়ের অপারেশন করতে হয়েছে । সব সময় ওনাকে একজন ভালো মনের মানুষ মনে হয়েছে । দরিদ্র রোগী দের জন্যে উনি একবার বিনা মূল্যে কানে শুনার যন্ত্র এনে দিয়েছেন আমাদের হাসপাতালে ।
আজকে ওনার লেখা নতুন বই আল মাহি উল মুলক উপহার হিসেবে নিয়ে এসেছিলেন ।
বইটি হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে লেখা ।
সবাই কে অনুরোধ থাকবে বইটি পড়ার জন্যে ।
আবদুল্লাহ ভাই এর এই মহৎ উদ্যোগের জন্যে রইল অনেক শুভকামনা ।