Dr Ali Imam Ahsan's honest advice on ENT

Dr Ali Imam Ahsan's honest advice on ENT Senior consultant
Chamber: Specialized ENT & vertigo center, Panthopath. Trauma center & Popular Diag.unit 2 Shamoli
(5)

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি ক্যাম্প
30/11/2025

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি ক্যাম্প

18/11/2025

* আপনার কান থেকে যদি দুর্গন্ধ যুক্ত পুঁজ পানি পড়ে তাহলে এই পোস্ট টি আপনার জন্যে

কানের পর্দা ছিদ্র থাকলেই সাধারণত কান থেকে পানি পুঁজ পড়ে। এই ছিদ্র দুই ধরনের হতে পারে -ভালো /নিরাপদ এবং বিপজ্জনক/ অনিরাপদ । কানের পর্দার উপরের দিকে ছিদ্র হলে সেটাকেই বিপজ্জনক ছিদ্র বলে কারণ এক্ষেত্রে Cholesteatoma নামক একটি অসুখ তৈরি হয় যা কিনা জটিলতা তৈরি করতে পারে

কোলেস্টিয়াটোমা (Cholesteatoma) হলো কানের একটি গুরুতর রোগ যেখানে কানের পর্দার পিছনে বা মধ্যকর্ণে ত্বকের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে।এতে মৃত ত্বকের কোষ ও কেরাটিন (এক ধরনের প্রোটিন) জমা হয়।

এটি একটি টিউমার বা ক্যান্সার নয়, কিন্তু এটি মারাত্মক হতে পারে কারণ এটি আশেপাশের হাড় গলিয়ে ফেলতে পারে এবং শ্রবণশক্তি হ্রাস, মেনিনজাইটিস এমনকি মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে পারে ।
লক্ষণসমূহ
· কান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হওয়া (প্রায়শই চলতেই থাকে)।
· শ্রবণশক্তি ধীরে ধীরে কমে যাওয়া।
· কানে ব্যথা।
· কানে ভোঁ ভোঁ শব্দ (Tinnitus)।
· কানে চাপ বা ভরাভরি অনুভব।
· মাথাঘোরা বা ভারসাম্য হারানো।
· মুখের পেশিতে দুর্বলতা (যদি তা মুখের নার্ভ কে আক্রান্ত করে)।
চিকিৎসা :
কোলেস্টিয়াটোমার একমাত্র স্থায়ী চিকিৎসা হলো মাস্টয়েডেক্টমি (Mastoidectomy) অপারেশন

অস্ত্রোপচারের পর নিয়মিত ফলো-আপ এবং কান পরীক্ষা করা অত্যন্ত জরুরি, কারণ এটি আবারো হতে পারে।

এই অপারেশন কিছুটা ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশের সব জায়গায় এই অপারেশন হয় না । ১৫০০ ( দেড় হাজার ) এর অধিক মাস্টয়ডেকটমি অপারেশন এর অভিজ্ঞতা থাকায় এই অপারেশন এর জন্যে নিশ্চিন্তে স্পেশ্যালাইজড ইএনটি এন্ড ভার্টিগো সেন্টার এ যোগাযোগ করতে পারেন

ডা. আলী ইমাম আহসান
MBBS, FCPS (ENT), DOHNS (England)
সিনিয়র কনসালট্যান্ট
ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হসপিটাল এন্ড ইনস্টিটিউট , আগরগাঁও, ঢাকা

চেম্বার : রবি মঙ্গল ও বৃহস্পতিবার
সন্ধা ৬ টা থেকে রাত ৯ টা
সিরিয়াল: +880 17 2481 2753

স্পেশালাইজড ইএনটি এন্ড ভার্টিগো সেন্টার
পান্থপথ চৌরাস্তার মোড় (পশ্চিম পাশে)

15/11/2025

হঠাৎ মাথা ঘোরা (Dizziness) বা ভার্টিগো (Vertigo)-এর সমস্যা দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করে। এই সমস্যাটি অনেক সময় কান....

বৈশাখী টিভিতে প্রচারিত আমার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ।বিষয়: মধ্য কর্নের প্রদাহ ://youtu.be/R64thmVoNLk?si=Gr8AatuC4X1P...
11/11/2025

বৈশাখী টিভিতে প্রচারিত আমার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ।বিষয়: মধ্য কর্নের প্রদাহ
://youtu.be/R64thmVoNLk?si=Gr8AatuC4X1Pw-FO

কানে ব্যথা, কম শোনা বা কান থেকে পুঁজ বের হওয়ার মতো লক্ষণগুলো সাধারণত মধ্যকর্ণের প্রদাহ (Otitis Media) বা সংক্রমণের ইঙ্গিত...

09/11/2025

কান ফুড়ানোর পরে অনেকেরই এরকম গোটা বা টিউমার তৈরি হয় - যা আসলে keloid

keloid হলো ত্বকের একটি নিরীহ (বিনাইন) টিউমার বা অতিরিক্ত ক্ষত শুকানোর টিস্যু। ত্বক কেটে যাওয়া, পোড়া বা আঘাতের পর ক্ষতস্থান সারার সময় শরীর অতিরিক্ত কোলাজেন প্রোটিন তৈরি করলে এই দাগ তৈরি হয়। এটি মূল ক্ষতের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে।

গঠন ও বৈশিষ্ট্য:

· এটি ত্বকের উপর উঁচু, মসৃণ, গোলাপি বা গাঢ় বর্ণের শক্ত গুঁটি হিসেবে দেখা দেয়।
· সাধারণত ব্যথাহীন হতে পারে, তবে অনেক সময় চুলকানি, জ্বালাপোড়া বা সংবেদনশীলতা হতে পারে।

চিকিৎসা:
কেলোইডের চিকিৎসা করা কঠিন এবং পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকে। কিছু সাধারণ চিকিৎসা পদ্ধতি হলো-
· কর্টিকোস্টেরয়েড ইনজেকশন: দাগটি চিকনো ও সমতল করার জন্য সবচেয়ে সাধারণ চিকিৎসা।
· ক্রায়োথেরাপি: তরল নাইট্রোজেন দিয়ে দাগটি জমিয়ে চিকনো করা।
· লেজার থেরাপি: দাগের রং হালকা করা এবং উঁচু অংশ কমাতে।
· সার্জারি: শল্য চিকিৎসার মাধ্যমে দাগটি কেটে ফেলা, তবে পুনরায় হওয়ার উচ্চ সম্ভাবনা থাকে।

সতর্কতা:
যাদের কেলোইড হওয়ার প্রবণতা আছে, তাদের ত্বকে অপ্রয়োজনীয় আঘাত, ছিদ্র করা বা অস্ত্রোপচার এড়িয়ে চলা উচিত।

কমেন্ট সেকশন এ অপারেশন এর আগে ও পরের ছবি দেয়া হলো

ডা. আলী ইমাম আহসান
MBBS, FCPS (ENT), DOHNS (England)
সিনিয়র কনসালট্যান্ট
ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হসপিটাল এন্ড ইনস্টিটিউট , আগরগাঁও, ঢাকা

চেম্বার : রবি মঙ্গল ও বৃহস্পতিবার
সন্ধা ৬ টা থেকে রাত ৯ টা

স্পেশালাইজড ইএনটি এন্ড ভার্টিগো সেন্টার
পান্থপথ চৌরাস্তার মোড় (পশ্চিম পাশে)

03/11/2025

আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টায় মধ্য কর্ণের প্রদাহের কারণ ও প্রতিকার
নিয়ে কথা বলব বৈশাখী টেলিভিশনে

আমার কাছে অনেক স্পেশাল বাচ্চারা আসে আর তার মধ্যে সবচেয়ে স্পেশাল হলো রাহিজা । অসাধারণ সুন্দর ছবি আঁকে আর সুন্দর গান গায় ...
03/11/2025

আমার কাছে অনেক স্পেশাল বাচ্চারা আসে আর তার মধ্যে সবচেয়ে স্পেশাল হলো রাহিজা । অসাধারণ সুন্দর ছবি আঁকে আর সুন্দর গান গায় ।

প্রতিবছর ছবি আঁকার প্রতিযোগিতায় পুরস্কার পায় আর আমার জন্য ছবি বাঁধাই করে নিয়ে আসে । একটা সমস্যার জন্যে আমার কাছে মাঝে মাঝেই আসতে হয় । দোয়া করবেন সবাই যেন ওর সমস্যা টা ভালো হয়ে যায়

অসংখ্য ধন্যবাদ MD Akash . আপনার রোগী অপারেশন এর পর ভালো হয়েছে এটাই আমার জন্যে আনন্দের, আর আপনার উপহার আরও ভালো কিছু করা...
29/10/2025

অসংখ্য ধন্যবাদ MD Akash . আপনার রোগী অপারেশন এর পর ভালো হয়েছে এটাই আমার জন্যে আনন্দের, আর আপনার উপহার আরও ভালো কিছু করার প্রেরণা হয়ে থাকবে

19/10/2025

সোমালিয়া আর পাকিস্তান থেকে পড়তে আশা দুইজন স্টুডেন্ট এসেছিলেন স্পেশালাইজড ইএনটি এন্ড ভার্টিগো সেন্টার এ।উত্তরা থেকে দুজন মেট্রো রেল এ করে এতদূর এসেছেন ।তাদেরকে ধন্যবাদ আমাদের সেবা নিতে আশার জন্যে ।

৩ মাস হলো আমাদের সেন্টার এর । সীমিত প্রচারণার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি । এর মধ্যে এই সোমালিয়ান তরুণ স্টুডেন্ট আবদুল্লাহ আমাদের খুঁজে বের করেছেন অনলাইন এ । তার কথা শুনে বুঝলাম যে ভালোই ইন্টারনেট এ রিসার্চ করে তারপর আমাদের সেন্টার সিলেক্ট করেছেন তিনি ।

আমাদের সার্ভিস এ তারা অত্যন্ত সন্তুষ্ট যা নতুন সেন্টার হিসেবে আমাদের জন্যে যথেষ্টই অনুপ্রেরণা দায়ক ।

ডা. আলী ইমাম আহসান
MBBS, FCPS (ENT), DOHNS (England)
সিনিয়র কনসালট্যান্ট
ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হসপিটাল এন্ড ইনস্টিটিউট , আগরগাঁও, ঢাকা

চেম্বার : রবি মঙ্গল ও বৃহস্পতিবার
সন্ধা ৬ টা থেকে রাত ৯ টা

স্পেশালাইজড ইএনটি এন্ড ভার্টিগো সেন্টার
পান্থপথ চৌরাস্তার মোড় (পশ্চিম পাশে)

16/10/2025

Address

Trauma Center 22/8/A Mirpur Road
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801911692774

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Ali Imam Ahsan's honest advice on ENT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram