OrnoKoli

OrnoKoli Ornokoli এর সকল পন্য শত ভাগ অরজিনাল এবং কার্যকারী, কসমেটিকস জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান।

বাড়িতে যদি না থাকেন গাছে পানি দেওয়ার লোক না থাকলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন।collected
20/09/2023

বাড়িতে যদি না থাকেন গাছে পানি দেওয়ার লোক না থাকলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন।
collected

সিয়ামের স্ত্রী অবন্তী৷ এই মেয়েটার সবচেয়ে পছন্দের দিক হলো, সে কিন্তু গর্ভবতী ছিলো,তখনকার সময়ে কত সুন্দর বাসায় বসে বসে লাই...
17/09/2023

সিয়ামের স্ত্রী অবন্তী৷ এই মেয়েটার সবচেয়ে পছন্দের দিক হলো, সে কিন্তু গর্ভবতী ছিলো,তখনকার সময়ে কত সুন্দর বাসায় বসে বসে লাইভে আসছে৷ নিজের প্রোডাক্ট সেল করছে৷

সে চাইলেও অনন্য সেলিব্রিটি স্ত্রীদের মতন নাম ভাঙিয়ে শো অফ করতে পারতো৷ কিন্তু সে সিয়াম না! নিজের পরিচয়ে চলতে চেয়েছে৷ ইন্ডিপেন্ডেন্ট নারী হিসেবে থাকতে চেয়েছে৷

অন্যের ভরসায় না থেকে নিজে প্রোডাক্ট সেল করে৷ নিজে ঘন্টার পর ঘন্টা লাইভ করছে৷ আর এটার সবচেয়ে সাপোর্টিভ সাইড হলো সিয়াম৷ সে সবসময় অবন্তীকে সাপোর্ট দিয়ে আসছে৷

টিপিক্যাল হাজবেন্ডের মতন ফোর্স করেনি বরং এটাই বুঝিয়েছে কোনো কাজই ছোট না৷ কারো ক্ষতি না করে যে কাজে শান্তি পাবে সেটাই করো ❤
সম্মান মন থেকে আসে 💜

🍁প্রয়োজনীয় টুকিটাকি কয়েকটি টিপস; জেনে রাখুন পরে কাজে লাগবে...... 🍁🌺 অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপস...
15/09/2023

🍁প্রয়োজনীয় টুকিটাকি কয়েকটি টিপস; জেনে রাখুন পরে কাজে লাগবে...... 🍁

🌺 অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে।

🌺 ইস্ত্রি করার সময় কাপড়ে যে পানি ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।

🌺 চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পলিশ করুন এতে চশমা ঝকঝকে হয়ে যাবে।

🌺 কাঠের আসবাবপত্রে চা-পাতা ফোটানো ঠান্ডা পানি দিয়ে পলিশ করুন।দেখবেন ঝকঝকে হয়ে উঠবে।

🌺 ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে

🌺 জানালা, দরজার কাঁচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে পানি আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের ওপর মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন।দেখবেন ঝকঝকে হয়ে গিয়েছে।

🌺 ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।

🌺 হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।

🌺 ছোট্ট একটুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে। চামড়ার ঔজ্বল্ল্য বাড়বে।

🌺 গ্যাসস্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হল অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত পানি ঢেলে তাতে দু টেবিল চামচ ড্রেনেক্স (Drainex) পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে দু ঘণ্টা ডুবিয়ে রাখুন। জলে ঘসে ঘসে ধুয়ে নিন। দেখবেন নতুনের মতো সুন্দর হয়েছে।

🌺 উলের পোশাক ধোওয়ার পর এক বালতি পানিতে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন। পোশাকের নরম ভাব বজায় থাকবে।

🌺 বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায়, তবে কাচার পর পানিতে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় ডুবিয়ে নেবেন। দুর্গন্ধ দূর হবে।

🌺 সুগন্ধির শিশি সবসময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন। তাতে সুগন্ধি বেশি দিন টিকবে।

🌺 ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম পানি ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঘসে নিয়ে পানি ফেলে দিন। ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে।

🌺🌺 চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।

#কিচেন #টিপস #কিচেনটিপস
Collected

কি সুন্দর শুভ্রতা 🥰
15/09/2023

কি সুন্দর শুভ্রতা 🥰

10/09/2023

#প্রয়োজনীয়_কিছু_টিপস

🍀 যদি তেলাপিয়া মাছে কোন গন্ধ থাকে তবে তেলাপিয়া/পাঙ্গাশ মাছে গন্ধ থাকলে ভিনিগার/লেবুর রস মাখিয়ে মিনিট ১৫ রেখে ধুয়ে নিলে গন্ধ থাকেনা।

🍀লাল সর্ষে তিতা বা ঝাজ বেশী হয়। সর্ষে বাটার সময় লবন আর কাচামরিচ এক সাথে বাটলে তিতা হয়না।

🍀বর্ষাকালে লবণ গলে যায়। এক মুঠো পরিষ্কার চাল পুটলি করে বেঁধে লবণের পাত্রে রেখে দিলে লবণ গলবে না।

🍀আলু এবং আদা বালির মধ্যে রাখলে অনেক দিন টাটকা থাকে।

🍀শিশি বা কৌটোর মধ্যে বিস্কুট রাখার আগে সামান্য চিনি বা মোটা কাগজের ঠুকরো রেখে দিলে বিস্কুট অনেকদিন মচমচে থাকে।

🍀আঙ্গুর, টমেটো প্রভৃতি ফল ফুটন্ত পানিতে দু’মিনিট রেখে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে রেখে সহজেই খোসা ছড়ানো যায়।

🍀কাঁচামরিচের বোঁটা ফেলে পানি শুকিয়ে কাপড়ের বা কাগজের প্যাকেটে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে।

🍀চিকেন ফ্রাই, চিকেন রোল—এসব খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখলে সহজে নষ্ট হয় না।

🍀সিরকা দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে।

🍀রান্না পুড়ে পাত্রের তলায় এঁটে গেলে পাত্রটিকে নুনপানিতে ভর্তি করে পানি ফুটালে পোড়া অংশ আলগা হয়ে উঠে যাবে

🍀যে কোনো মসলা শীতল ও অন্ধকার জায়গায় রাখলে বেশিদিন ভালো থাকে।

🍀 ন্যুডলস সিদ্ধ করার পর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ঝরঝরা থাকে।

🍀ভাত সিদ্ধ হওয়ার আগে পানিতে কয়েক ফোটা লেবুর রস ও এক চামচ তেল দিলে ভাত ঝরঝরা থাকে।

🍀ভারী বেগুণের থেকে হালকা বেগুণ ভালো। কারণ ভারী বেগুণে বিচি বেশি থাকে।

🍀পেয়াঁজ এবং আলু একসাথে একই পাত্রে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

🍀 আচারে তেল কম হলে তেল ফুটিয়ে ঠাণ্ডা করে দিলে গন্ধ হয় না।

🍀 আটার ভুষি/ছাই দিয়ে বাসন মাজলে পরিষ্কার ও ঝকঝকে হয়।

🍀 একসাথে অনেক রসুন ছাড়াতে সময় বেশি লাগে। আস্ত রসুন ফুটন্ত পানিতে মিনিট দুয়েক ভিজিয়ে হাতে ঘষলে ওপরের খোসা ছেড়ে যায়।
🍀দেশলাই বাক্সে কয়েকটা শুকনো চাল রেখে দিলে বর্ষাকলেও দেশলাই কাঠির বারুদ ভাল থাকে।

🍀আচার তৈরি করার সময় তেলে একটু ভিনিগার মিশিয়ে নিলে আচার অনেকদিন ভালো থাকে।

🍀বিস্কুটের টিনের ভেতরে ব্লটিং পেপার রেখে দিলে বর্ষাকালেও বিস্কুট মচমচে থাকে।
🍀মাছ, মাংস বা ডিমের ঝোলে লবণ বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটি সিদ্ধ আলু ভেঙে দিন। স্বাদ ঠিক হয়ে যাবে।

🍀আগামী দিন কী রান্না করবেন তার প্রস্তুতি রাতেই নিন, তা হলে সময় বেচে যাবে।

🍀মুরগির মাংস বা কলিজা রান্নায় ১ টেবিল চামচ সিরকা দিন। এতে মাংসের গন্ধ থাকবে না আবার তাড়াতাড়ি সিদ্ধও হবে।

🍀মাছ ভাজার সময় তেল ছিটা রোধ করতে একটু লবণ ছড়িয়ে দিন।

🍀বেরেস্তা করার সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিন। এতে পেঁয়াজ তাড়াতাড়ি লালচে হবে।

🍀কাঁচামাছ বা মাংস ছুরি-চপিং বোর্ডে কাটতে চাইলে বেশ কিছুক্ষণ আগে থেকেই পানিতে ভিজিয়ে নরমাল করে নিন।

🍀 মাংসজাতীয় রান্না করে শেষে বেরেস্তা (পেঁয়াজ কুচি ভাজি) ছড়িয়ে দিন। এতে স্বাদ বেড়ে যাবে।

🍀ডিম সিদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিয়ে নিন। এতে ডিম খেতে সুস্বাদু হবে। আর ঠাণ্ডা করে ডিম ছিলুন, তা হলে খোসায় লেগে ডিম নষ্ট হবে না।

🍀 ডালে বাগার দিতে রসুন কুচি তেলে ভেজে ডালে দিয়ে দিন।

🍀 মাছ রান্না করে কাঁচা ধনিয়া পাতা থাকলে তা কুচি করে কেটে বিছিয়ে দিন, স্বাদ অনেকগুণ বেড়ে যাবে।

🍀 আগামী দিন কী রান্না করবেন তার প্রস্তুতি রাতেই নিন, তা হলে সময় বেচে যাবে।

🍀ভর্তা বানাতে মরিচ খালি হাতে ডলবেন না, এতে হাত জ্বালা করবে

🍀ভর্তা বানানোর সময় হাতে সামান্য সরিষার তেল মেখে নিন এতে হাত জ্বালা করবে না।
🍀আলু ও ডিম একসঙ্গে সিদ্ধ করুন, আলাদা কাজে ব্যবহার করলেও তাড়াতাড়ি সিদ্ধ হবে।

🍀স্যুপ রান্নার সময় পাতলা হয়ে গেলে দুটি সিদ্ধ আলু ম্যাশ করে স্যুপে মিশিয়ে ফুটিয়ে নিন।

🍀ডাল তাড়াতাড়ি রান্না করতে আগের রাতেই ভিজিয়ে রাখুন।

🍀সহজে মসলাপাতি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখুন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টিপসগুলো কাজে লাগলে এই পেইজটি লাইক ও ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তীতে আরও তথ্য পেতে পারেন। ❤️❤️

07/09/2023

🧩ত্বক উজ্জল করতে বেসনের ফেসপ্যাক ---

একটি পাত্রে দুই চামচ বেসন নিন। তার সঙ্গে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। এবং এক চামচ গোলাপ জল মেশাতে পারেন। এতে তৈরি হবে একটি ভালো ফেসপ্যাক। যা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে খুব ভালো কাজে দেবে। সেটি আপনার মুখেই ভালো করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

Our Harbal oil review 😍 প্রায় ৪০ টি হারবাল উপাদান রয়েছে এই অয়েলে।  যা মাত্র ১৫ দিনে চুল পড়া বন্ধ করতে সক্ষম।  নিয়মিত ব্য...
07/09/2023

Our Harbal oil review 😍

প্রায় ৪০ টি হারবাল উপাদান রয়েছে এই অয়েলে। যা মাত্র ১৫ দিনে চুল পড়া বন্ধ করতে সক্ষম।
নিয়মিত ব্যবহারে ১ মাসেই নতুন চুল গজাবে।

⛔Offer price- 200 tk🍂3w Clinic Brown Rice Cleansing Foam🍂এটি একটি হাইপোয়ালার্জেনিক ফেসিয়াল ব্রাইটেনিং ফোম।যা ত্বকে এলার...
02/09/2023

⛔Offer price- 200 tk

🍂3w Clinic Brown Rice Cleansing Foam

🍂এটি একটি হাইপোয়ালার্জেনিক ফেসিয়াল ব্রাইটেনিং ফোম।যা ত্বকে এলার্জেনিক রিএকশন করে না।

😊এটি ত্বককে শুষ্ক করে দেয় না।ত্বকের কোষের ভেতরে যত প্রকার ময়লা জমে থাকে পোরস থেকে মেকআপ তুলে আনতে ভেতর থেকে সাহায্য করে। 😊

☺️ব্রাউন রাইস এর নির্যাস থাকায় ভেতর থেকে ত্বককে ব্রাইটেনিং করতে সাহায্য করে এবং নরম তুলতুলে করে তোলে ত্বককে। ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করায় ব্রাউন রাইস এর অন্যতম কাজ। ☺️

🌿সারাদিন ধুলোবালির মধ্যে থেকে যদি দিন শেষে ত্বককে সুন্দর ভাবে ক্লিন না করা হয় করা হয় তাহলে কিন্তু, ত্বকে বিভিন্ন প্রকার ময়লা জমার ফলে ব্রণ দেখা দিতে পারে। দেখা দিতে পারে, আরও নানান ধরনের সমস্যা। তাই সবারই ত্বকের যত্ন নিতে হবে খুবই সুন্দরভাবে।কারণ ত্বকের যত্ন না নিলে হতে পারে আরো নানা ধরণের সমস্যা।🌿

❤️ত্বককে নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরী না হলে ত্বকের সৌন্দর্যতা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। ❤️

⛔Offer price-850 tk3D Whiting Clinic MultiSet Melasma-x Total Care Solution Starter Kit◾স্কিনের অতিরিক্ত অয়েল, সিবাম কন্...
02/09/2023

⛔Offer price-850 tk

3D Whiting Clinic MultiSet
Melasma-x Total Care Solution Starter Kit
◾স্কিনের অতিরিক্ত অয়েল, সিবাম কন্ট্রোল করে।মেলাজমা, ফ্রিকেলস বা বাদামি তিল,মেছতার দাগ দূর করে স্কিন ময়েশ্চারাইজ করতে সহায়তা করে।

◾স্কিনে হোয়াইট হেডস বা ব্লাক হেডস থাকলে তা স্কিন এর ভেতরের লেয়ার থেকে স্কিনকে রিপেয়ার করে আপনার স্কিন প্রাকৃতিক ভাবে স্বাস্থ্যজ্জ্বল করতে সহায়তা করে।

◾অতিরিক্ত ব্রণ,ব্রণের দাগ কমিয়ে আপনার স্কিন করবে প্রাণবন্ত!

◾স্কিনের মৃত কোষ রিপেয়ার করে স্কিনকে আবার পুনরুজ্জীবিত করে স্কিনকে প্রাকৃতিকভাবে সজীব করে লাবন্যতা ফিরিয়ে আনতে সহায়তা করে।

◾ওপেন পোরস মিনিমাইজ করে।স্কিনের গ্লোয়িং ভাব বজায় রাখে।

◾ডাল ও ড্যামেজড স্কিন রিপেয়ার করতে সহায়তা করে।

◾রেগুলার স্কিন কেয়ারে অসাধারণ। যাদের ত্বকে কোন সমস্যা নেই তাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

◾রোদে পোড়া ভাব দূর করে, রোদ থেকে জ্বালাপোড়া করা সমস্যার সমাধান করে ত্বক সতেজ করতে সাহায্য করে।

◾সেটটি তে উপস্থিত টোনার ও এম্পুল বয়সের ভাজ ও ছাপ বা রিঙ্কেলস দূর করতে সাহায্য করে।

◾ভালো ফলাফল পেতে অবশ্যই এর সাথে সানস্ক্রিন ক্রিম বা সান প্রটেক্টর
ব্যবহার করতে হবে।

🔘ট্রায়াল কিটে আছে

💁‍♀️ক্লিনজার ➡️৩০ মি.লি
💁‍♀️টোনার ➡️৩০ মি.লি
💁‍♀️এম্পুল ➡️১৫ মি.লি
💁‍♀️সুদিং জেল ➡️ ৩০ মি.লি
💁‍♀️ক্রিম ➡️২০ মি.লি

ব্যবহার বিধি :

🧏‍♀️প্রতিদিন সকালে এবং রাতে ভালো করে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে পরিমাণ মতো ক্লিঞ্জার হাতের তালুতে নিয়ে ফোম তৈরি করে ত্বকে ১/২ মিনিট মেসেজ করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
🧏‍♀️ত্বক পরিস্কার করার পর স্কিনের পানিগুলো তাওয়াল বা টিস্যু দিয়ে না মুছে হাত দিয়ে ঝরিয়ে নিন। পরিমান মত টোনার বাম হাতে নিয়ে ডান হাতের ২-৩ আঙুল দিয়ে চেপে চেপে ড্যাব ড্যাব করে এপ্লাই করতে হবে।এরপর যথাক্রমে এম্পুল,সুদিং জেল,ক্রিম পরিমাণ মত নিয়ে আলতোভাবে ত্বকে মিশিয়ে দিতে হবে।

⛔Regular price-850 tkOffer price-500 tk ঠোট আমাদের দেহের অনেক সেন্সিটিভ পার্ট।সুন্দর ঠোট আমাদের সৌন্দর্য কে আরো কয়েক গুন...
02/09/2023

⛔Regular price-850 tk
Offer price-500 tk

ঠোট আমাদের দেহের অনেক সেন্সিটিভ পার্ট।
সুন্দর ঠোট আমাদের সৌন্দর্য কে আরো কয়েক গুন বারিয়ে দেয়

আমাদের মদ্ধ্যে অনেকে সারাবছর ঠোট ফাটা নিয়ে ভুগে থাকি ,কোন লিপস্টিক দিলে ভালোমতো বসে না তাই চিনি দিয়ে আরো কত কিছু দিয়ে ঠোটে ঘষামাজা করে থাকি এতে করে ঠোট কেটে যেতে পারে তাই আমরা নিয়ে এসেছি RiRe - Bubble Lip Mask

আপনার ঠোটের কোন রকম ক্ষতি না করেই ডেড সেল তুলে ফেলবে আর এতে আছে ভিটামিন সি যা ঠোট করবে উজ্জ্বল,নরম আর ঠোটের ন্যাচারাল কালার ফিরিয়ে আনবে

⛔Offer price- 280 tk 🌸 3w clinic Rose eye cream টিনেজারদের ডার্কসার্কেল এর সমস্যাটা সবচেয়ে বেশি হয়। রাত জেগে পড়ার অভ্যাস...
02/09/2023

⛔Offer price- 280 tk
🌸 3w clinic Rose eye cream

টিনেজারদের ডার্কসার্কেল এর সমস্যাটা সবচেয়ে বেশি হয়। রাত জেগে পড়ার অভ্যাস টা লক্ষ্য করা যায় বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে। ফলসরূপ দেখা দেয় বিভিন্ন স্কিন প্রবলেম। যেহেতু স্টুডেন্ট তাই বাজেট এর কথা টা ও ভুললে চলবে না। সব কথা মাথাই রেখেই নিয়ে এসেছি একটি বাজেট ফ্রেন্ডলি আই ক্রিম 👁️

Key benefits

This eye cream revitalize and firm up the thin skin around the eyes
Including rose water complex
Rose extract helps to smoothing wrinkle your eye rims
It gives nourishing and whitening effect to your skin
Made in Korea
Net weight 40ml

How to use

Apply a proper amount onto eye area
And spread in circular motions from inner to outer skin
Gently tap for better absorption

Join our group ---
https://www.facebook.com/groups/3301546523209907/?ref=share_group_link
🔰Follow us on Instagram --
https://www.instagram.com/invites/contact/?i=jxzstn22r27v&utm_content=hgw63bt

𝑰𝒏𝒏𝒊𝒔𝒇𝒓𝒆𝒆 𝑮𝒓𝒆𝒆𝒏 𝑻𝒆𝒂 𝑺𝒑𝒆𝒄𝒊𝒂𝒍 𝑲𝒊𝒕⛔Offer Price-650 tk🌱যাদের স্কিন একনে প্রোন, অয়েলি, সেনসিটিভ অথবা ড্রাই, তাদের জন্য এই কিট...
30/08/2023

𝑰𝒏𝒏𝒊𝒔𝒇𝒓𝒆𝒆 𝑮𝒓𝒆𝒆𝒏 𝑻𝒆𝒂 𝑺𝒑𝒆𝒄𝒊𝒂𝒍 𝑲𝒊𝒕
⛔Offer Price-650 tk

🌱যাদের স্কিন একনে প্রোন, অয়েলি, সেনসিটিভ অথবা ড্রাই, তাদের জন্য এই কিটটি হলি গ্রেইল।
🌱এটি একইসাথে অ্যাক্টিভ একনে ট্রিট করে এবং স্কিনকে হাইড্রেট রাখতে হেল্প করে।

এতে আছে
Green Tea Balancing Skin EX (25 ml)
Green Tea Balancing Lotion (25 ml)
Green Tea Seed Serum (15 ml)
Green Tea Seed Cream (10 ml

Address

ROWSHAN DOM-INNO Prodigo House-285/2, Road 8/A(Old 15), West Dhanmondi Dhaka
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when OrnoKoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to OrnoKoli:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Original Korean Products Treatment

আমাদের পেজটি ট্রিটমেন্ট ওরিয়েন্টেড । এখানে আপনার ত্বকের ধরন এবং যাবতীয় সমস্যা যেমনঃ- হোয়াইটহেডস,ব্লাকহেডস, ব্রন, ব্রনের দাগ, ব্রনের ক্ষত, ওপেন পোরস, পিগমেন্টেশেন, মেসতা, ফ্রিকেল, মেলানিন, ডেন্ড্রাফ এবং হেয়ার ফল সম্পর্কে সম্পুর্নভাবে অবগত হয়ে শতভাগ অথেনটিক এবং অরিজিনাল কোরিয়ান কসমেটিক দিয়ে প্রপার ট্রিটমেন্ট করা হয়। যার কারণে আমাদের নিকোট থেকে ক্রয় কৃত প্রোডাক্ট শতভাগ কাজ করে।