03/12/2025
——---বিচার—
—আনাস আহমেদ সানি—--
দিসনে ওদের আর পাহারা
যা ছুটিয়া বনে
মানুষ নামে অধম তারা
কি করে তোর সনে।
চোর আসে না তোর ভয়েতে
শিয়াল দৌড়ে পালায়
হাঁস-মুরগি রয় বেশ নিরাপদ
চোর ছুটে তোর জ্বালায়।
মাস শেষে তোর বেতন নাহি
মাঘের শীতে কাঁথা
রৌদ্রে কেহ দেয় না ছায়া
ঝড়বাদলে ছাতা।
দুমুঠো ভাত দেয় না ডেকে
ঝুট হলো তার আহার
মাঝেমধ্যে তাও মিলে না
উপোস রাত্রি যাহার।
মালিক ঘুমায় লেপ তোসকে
কনকনে রাত জাগে
দ্বার ঘেসিয়া দেখলে মালিক
লাথি মারে রাগে!
ছোট্ট তাহার শাবক রেখে
খাবার খুঁজতে গেলো
বস্তায় ভরা পুকুর জলে
মৃত তাদের পেলো!
তাহার কাছে ঘরবাড়ি তোর
মস্ত আমানত
মানুষ হয়ে কেমনে পশুর
করলে খেয়ানত!
"পশুর ঘরে জন্ম নিছি
পশুর মত দেখো,
জন্মগত মানুষ তুমি
মানুষ হতে শেখো!"
আমার কান্না কেউ দেখে না
বিচার আল্লাহর দ্বারে
এই জগতের কোট কাচারি নয়
তিনি করতে পারে!
—-------সমাপ্ত—----