CarePlus: Psychological Test And Online Counselling Services

CarePlus: Psychological Test And Online Counselling Services অনলাইনে কাউন্সিলিং, সাইকোথেরাপি ও সাইকোলজিক্যাল টেস্ট সেবা প্রদান করা হয়।

Care+ দেশের প্রতিটি মানুষের মানসিক স্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে দীর্ঘ এই পথের যাত্রা শুরু করেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহনের ক্ষেত্রে ব্যক্তিগত , পারিবারিক , সামাজিক ও আর্থিক প্রতিবন্ধকতা দূরীকরণ ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে সকলের মানসিক স্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

🌱 দৈনন্দিন মানসিক চাপ কি আপনাকেও কাবু করে ফেলছে ?একাডেমিক পড়াশোনা, চাকরির প্রস্তুতি, রিলেশনশিপ ইস্যু, পারিবারিক টানাপোড...
06/07/2025

🌱 দৈনন্দিন মানসিক চাপ কি আপনাকেও কাবু করে ফেলছে ?

একাডেমিক পড়াশোনা, চাকরির প্রস্তুতি, রিলেশনশিপ ইস্যু, পারিবারিক টানাপোড়েন বা কর্মক্ষেত্রের চাপ—সব কিছু একসাথে কখনো কখনো নিঃশ্বাস নিতে না দেওয়ার মতো মনে হয়?

আপনার জন্যই Moner Bondhu নিয়ে এসেছি এক ঘন্টার অনলাইন ওয়ার্কশপ 🧘

📌 তারিখ: ১১ জুলাই (শুক্রবার)
🕓 সময়: বিকাল ৪:০০টা - ৫.০০টা
📍 প্ল্যাটফর্ম: Google meet

একটু সময় বের করে নিজেকে দিন।

📋 ফর্ম ফিলআপ করে রেজিস্ট্রেশন করুন 👉
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScWTLaUgklWu2kWltkEO8itu1K54e6hUXpu8DNFi5PMSyWHpg/viewform?usp=ডায়লগ

একসাথে শিখি, বুঝি এবং নতুনভাবে বাঁচি।

ডিপ্রেশন বা বিষণ্নতা কী ? → বিষণ্নতা মানসিক স্বাস্থ্য ব্যাধি। যা চিন্তা, অনুভূতি এবং আচরণে প্রভাব ফেলে। ব্যক্তিকে দুঃখ, ...
29/06/2025

ডিপ্রেশন বা বিষণ্নতা কী ?

→ বিষণ্নতা মানসিক স্বাস্থ্য ব্যাধি। যা চিন্তা, অনুভূতি এবং আচরণে প্রভাব ফেলে। ব্যক্তিকে দুঃখ, হতাশা, অনিচ্ছা এবং আত্মবিশ্বাসহীনতায় ডুবিয়ে রাখে। এটি একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা দৈনন্দিন জীবন, কাজ এবং সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

(২)বিষণ্নতার প্রকারভেদ

→ বিষণ্নতা বিভিন্ন রূপে প্রকাশ পায় এবং প্রতিটি ব্যক্তিকে ভিন্নভাবে প্রভাবিত করে।

(ⅰ) মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার(Major Depressive Disorder)

(ii) বাইপোলার ডিসঅর্ডার(Bipolar Disorder)

(iii) পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার(Persistent Depressive Disorder)

(iv)প্রসব-পরবর্তী বিষণ্ণতা(Postpartum Depression)

(ⅴ) সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার(Seasonal Affective Disorder)

(vi) সাইকোটিক ডিপ্রেশন(Psychatic Depression) ইত্যাদিও বিষণ্ণতার অন্তর্ভুক্ত।

(ⅰ) মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার (Major Depressive Disorder):-এটি বিষণ্নতার সবচেয়ে সাধারণ ধরন,অন্তত দুই সপ্তাহ ধরে ক্রমাগত দুঃখ এবং ক্রিয়াকলাপে আগ্রহ হারানো সাথে জড়িত।

(ⅱ) বাইপোলার ডিসঅর্ডার (Bipolar Disorder):- এই
রোগে আক্রান্ত ব্যক্তি বিষণ্নতা এবং ম্যানিয়ার মধ্যে পর্যায়ক্রমে ওঠানামা করেন। ম্যানিয়া হল অতিরিক্ত প্রফুল্লতা এবং শক্তির একটি অবস্থা।

(iii)পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার(Persistent Depressive Disorder):- ক্রমাগত বিষণ্নতাজনিত ব্যাধি, একে ডিস্ট্রাইমিয়া ও বলা হয়। দুই বছর বা তার বেশি সময় ধরে হালকা কিন্তু দীর্ঘস্থায়ী বিষণ্নতার লক্ষণ সৃষ্টি করে।

(IV) প্রসব-পরবর্তী বিষণ্ণতা (Postpartum Depression):-গর্ভাবস্থা বা প্রসবের পর মহিলাদের মধ্যে এই বিষণ্ণতা দেখা যায়। এর ফলে চরম দুঃখ, উদ্বেগ এবং ঘুমের সমস্যা হতে পারে।

(ⅴ) সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডা(Seasonal Affective Disorder) :- এটি বছরের একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত শরৎ এবং শীতকালে বিষণ্নতার কারণ হতে পারে। এর কারণ দিনের আলোর অভাব ও হতে পারে।

(VI) সাইকোটিক ডিপ্রেশন (Psychotic Diepression):- এটি বিষণ্নতার একটি গুরুতর রূপ, যেখানে হ্যালুসিনেশন (কল্পনা দেখা বা শোনা) বা বিভ্রম (মিথ্যা বিশ্বাস) অন্তর্ভুক্ত থাকে।

(৩) বিষণ্নতার লক্ষণ

→ বিষণ্ণতা ব্যক্তিদেরকে ভিন্নভাবে প্রভাবিত করে এবং মানসিক, শারীরিক এবং আচরণগত লক্ষণে প্রকাশ পায়।

(ⅰ) দিনের বেশির ভাগ সময় মন খারাপ বা দুঃখবোধ।

(ii)আগ্রহের অভাব-পূর্বে যে কাজগুলো করতে ভালো লাগত, সেগুলোতেও আগ্রহ কমে যায়।

(iii)ঘুমের সমস্যা-ঘুম না হওয়া অথবা অতিরিক্ত ঘুম, উভয়ই বিষণ্নতার লক্ষণ হতে পারে।

(iv) মূল্যহীনতা বা অতিরিক্ত অপরাধ বোধ।

(V) আত্মহত্যার চিন্তা বা চেষ্টা করা।

(vi) মনোযোগ দিতে বা ছোটখাটো বিষয়েও সিদ্ধান্ত নিতে দ্বিধা বোধ করা।

(Vⅱ) খাওয়া-দাওয়ার পরিবর্তন খুব বেশি বা খুব কম খাওয়া ।

(৪) বিষণ্নতার কারণ :-

⇒(i)মানসিক চাপ এবং ট্রমাঃ-জীবনের কঠিন পরিস্থিতি, যেমন-প্রিয়জনের মৃত্যু, সম্পর্কের সমস্যা,আর্থিক সংকট, কর্মক্ষেত্রে চাপ, বিষণ্নতার কারন হতে পারে।

(ii)জেনেটিক্স:-বিষণ্নতার পারিবারিক ইতিহাস থাকলে, সেই ব্যক্তির বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

(iii)দীর্ঘস্থায়ী রোগঃ- স্ট্রোক, হৃদরোগ বা ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগ বিষণ্নতার কারন হতে পারে।

(iv) পদার্থের অপব্যবহারঃ-অ্যালকোহল বা "মাদক দ্রব্যর অপব্যবহার বিষণ্নতার ঝুঁকি বাড়িয়ে তোলে।

(ⅴ) ব্যক্তিত্বের বৈশিষ্ট্যঃ- কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। মেমন- আত্মবিশ্বাসের অভাব বা হতাশাবাদী দৃষ্টিভঙ্গি,বিষণ্নতার কারণ হতে পারে।

(vi) হরমোনের পরিবর্তন:-গর্ভাবস্থা বা মেনোপজের কারণেও বিষণ্নতা হতে পারে।

(Vⅱ) পুষ্টির অভাবঃ-শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব ও বিষণ্নতার একটি কারণ হতে পারে।

(৫) বিষণ্নতা প্রতিরোধ:-

(i)থেরাপি
(ii)ওষুধ
(iii) নিয়মিত ব্যায়াম
(iv)পর্যাপ্ত ঘুম
(v)ভালো খাদ্যাভ্যাস।

তামান্না আহাম্মেদ
ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট

17/06/2025

আপনার কি এমনটা মনে হয় যে, বিখ্যাত কোন এক সেলেব্রিটি আপনাকে ভালোবাসে ?

'EROTOMANIA'
এটি এমন এক ধরণের mental disorder , যে ডিজ*অর্ডারে আক্রান্ত ব্যক্তি ভেবে থাকে যে , খুব বিখ্যাত কোন এক ব্যক্তি বা কোনো সেলেব্রিটি তাকে ভালোবাসে । এই সম*স্যাই আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা থেকে দূরে রাখে । আবার সেই সেলিব্রিটির কোন ধরনের ক্ষ*তি হলে বা মা*রা গেলে , সে নিজের ক্ষ*তি করার চেষ্টা করে অনেক সময় আত্ম*হ*ত্যাও করে থাকে।

মানসিক স্বাস্থ্য কী?  মানসিক স্বাস্থ্য হচ্ছে ব্যক্তির অভ্যন্তরীণ চিন্তাধারা,ভাব,আবেগ,ও বুদ্ধির সমন্বয়ে গঠিত স্বাস্থ্য।য...
11/10/2024

মানসিক স্বাস্থ্য কী?

মানসিক স্বাস্থ্য হচ্ছে ব্যক্তির অভ্যন্তরীণ চিন্তাধারা,ভাব,আবেগ,ও বুদ্ধির সমন্বয়ে গঠিত স্বাস্থ্য।
যে সকল বিষয়ের উপর মানসিক স্বাস্থ্য নির্ভর করে:-

যে সমস্ত বিষয়ের উপর ব্যক্তির মানসিক স্বাস্থ্য নির্ভর করে মূলত সেই সমস্ত বিষয়কে আমরা মানসিক স্বাস্থ্যের উপাদান বলে থাকি।

মানসিক স্বাস্থ্যের প্রধান উপাদান গুলো হচ্ছেঃ

১। ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা।
২। সামাজিক অবস্থান।
৩। পারিবারিক অবস্থা।
৪। মত প্রকাশের স্বাধীনতা।
৫। চিত্ত বিনোদনের সুযোগ।
৬। ব্যক্তির অর্থনৈতিক অবস্থা।
৭। বন্ধুবান্ধব তথা সহপাঠীদের সহচার্য।
৮। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম তথা ঘুম।
৯। ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্যের পরিধি।
মানসিক স্বাস্থ্যের গুরুত্ব:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর মতে স্বাস্থ্য হল ব্যক্তির শারীরিক , মানসিক এবং সামাজিক এই তিন অবস্থার একটি সুস্থ সমন্বয়।
আমরা বলতে পারি শুধুমাত্র ব্যক্তির শারীরিক এবং সামাজিক অবস্থার সমন্বয়ে একজন ব্যক্তি কখনোই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন না বরং তাকে অবশ্যই মানসিকভাবে সুস্থ হতে হবে।

মানসিক স্বাস্থ্য আমাদের দৈনন্দিন বা ব্যক্তি জীবনে কি পরিমান প্রভাব বিস্তার করে তা নিচে দেয়া হলো-

১) কার্য দক্ষতা বৃদ্ধি
২) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
৩) শারিরীক সুস্বাস্থ্যের উপর মানসিক স্বাস্থ্যের প্রভাব অপরিসীম

৪) দৈনন্দিন কাজকর্ম সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে
৫) বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের সমাধান করতে
৬) পরিবার ও সমাজের সঙ্গে সঙ্গতি বিধান করে চলতে, স্বাভাবিক ও সুষ্ঠ অভিযোজনে সক্ষম হতে।
৭) বিভিন্ন বিষয়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে।
৮) আরও উৎপাদনশীল হয়ে ওঠা এবং নিজের ও সমাজের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে।

পরিশেষে বলা যায় জীবনের প্রতিটা পদক্ষেপ আমাদের মানসিক স্বাস্থ্যর সাথে জড়িত তাই জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করতে মানসিক ও শারীরিক স্বাস্থ্যর যত্নের গুরুত্ব অপরিহার্য , কারন সুস্বাস্থ্যই সকল সুখের মূল।

content writing -
Nusrat jahan sumaya ,
BSMRSTU (session -17-18)
# BIFPS # Mentalhealthawareness

আজ বিশ্ব প্রবীণ দিবস। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি প্রতি বছর ১ অক্টোবর সারা বিশ্বে পালিত হয়। বাংলাদেশেও পালিত হচ্ছে ৩৩তম বিশ্ব...
01/10/2024

আজ বিশ্ব প্রবীণ দিবস। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি প্রতি বছর ১ অক্টোবর সারা বিশ্বে পালিত হয়। বাংলাদেশেও পালিত হচ্ছে ৩৩তম বিশ্ব প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা।'

এই বয়সটা যদিও অভিজ্ঞতায় পরিপূর্ণ তবুও বয়সে বিভিন্ন দুশ্চিন্তা ও একাকীত্বের কারণে অনেক মানসিক সমস্যা তাকে ঘিরে ধরে।

দেশের ইতিহাসে সর্ববৃহৎ ছাত্র আন্দোলন এবং চলমান প্রাকৃতিক দুর্যোগে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হাজারো শিক্ষার্থী। অন...
15/09/2024

দেশের ইতিহাসে সর্ববৃহৎ ছাত্র আন্দোলন এবং চলমান প্রাকৃতিক দুর্যোগে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হাজারো শিক্ষার্থী। অনেকেই নিজে ঘটনার শিকার হয়েছেন, আবার অনেকেই চোখের সামনে ঘটতে দেখেছেন। এরফলে অনেক শিক্ষার্থী মানসিক ভাবে ভেঙে পরেছে, অনেকে এক মাসের বেশি সময় ধরে নিজে থেকে অনেক চেষ্টা করার পরেও এই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না। ফলে তাদের মধ্যে পিটিএসডি, ফোবিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি এবং হোপলেসনেস সহ প্রভূতি মানসিক অসুবিধাগুলো দেখা দিচ্ছে। যা দিনকে দিন আরো জটিল থেকে জটিল তরো হয়ে উঠছে।
তাই আমরা আপনাদের পাশে দাঁড়াতে ফ্রি কাউন্সেলিং সেবা প্রদান করছি। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আত্মহ*ত্যা সম্পর্কিত বাংলাদেশে প্রচলিত দুইটি আইন রয়েছে, যা হয়তো আমরা অনেকেই অবগত নয়। চলুন আইন দুইটি সম্বন্ধে জেনে নেও...
23/06/2024

আত্মহ*ত্যা সম্পর্কিত বাংলাদেশে প্রচলিত দুইটি আইন রয়েছে, যা হয়তো আমরা অনেকেই অবগত নয়।
চলুন আইন দুইটি সম্বন্ধে জেনে নেওয়া যাক...

১. আত্মহ*ত্যায় সহায়তা বা প্ররোচনাকারীকে দণ্ডবিধির ৩০৬ ধারা অনুযায়ী ১০ বছরের কা*রাদণ্ডের বিধান রয়েছে।

২. এছাড়াও আত্মহ*ত্যার চেষ্টাকারীর (আত্মহ*ত্যাই সফল না হলে) শাস্তি হিসেবে দণ্ডবিধির ৩০৯ ধারায় এক বছর কা*রাদণ্ড ।

আত্মহ*ত্যা প্রতিরোধে সকলের সচেতনতা এবং অগ্রণী ভূমিকায় পারে আত্মহ*ত্যার বিরুদ্ধে শক্ত প্রতি*রোধ গড়ে তুলতে ।

নীচের শব্দগুলি দেখুন।  প্রাথমিকভাবে, এগুলি পড়তে আপনার অসুবিধা হবে।  তবে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক শব্দগুলি সঠিকভাবে বুঝত...
21/06/2024

নীচের শব্দগুলি দেখুন। প্রাথমিকভাবে, এগুলি পড়তে আপনার অসুবিধা হবে। তবে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক শব্দগুলি সঠিকভাবে বুঝতে পারবে।

7H15 M3554G3 53RV35 7O PR0V3 H0W 0UR M1ND5 C4N D0 4M4Z1NG 7H1NG5
1MPR3551V3 7H1NG5!
1N 7H3 B3G1NN1NG 17 WA5 H4RD BU7
N0W, 0N 7H15 LIN3,
Y0UR M1ND 1S R34D1NG 17 4U70M471C4LLY
W17H0U7 3V3N 7H1NK1NG 4B0U7 17,
B3 PROUD!
0NLY C3R741N P30PL3 C4N R3AD 7H15.
PL3453 F0RW4RD 1F U C4N R34D 7H15

এটি মস্তিষ্ককে পরীক্ষা-নিরীক্ষার একটি খুব ভাল উদাহরণ: আপনি যদি এটি পড়তে পারেন তবে আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী, অভিনন্দন!

এটি একটি প্রকৃত নিউরোলজিকাল স্ক্রিনিং টেস্ট

18/06/2024

'EROTOMANIA'
এটি এমন এক ধরণের mental disorder , যে ডিজ*অর্ডারে আক্রান্ত ব্যক্তি ভেবে থাকে যে , খুব বিখ্যাত কোন এক ব্যক্তি বা কোনো সেলেব্রিটি তাকে ভালোবাসে । এই সম*স্যাই আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা থেকে দূরে রাখে । আবার সেই সেলিব্রিটির কোন ধরনের ক্ষ*তি হলে বা মা*রা গেলে , সে নিজের ক্ষ*তি করার চেষ্টা করে অনেক সময় আত্ম*হ*ত্যাও করে থাকে।

Eid Mubarak.
16/06/2024

Eid Mubarak.

আপনি কি ফ্রয়েডের সাথে একমত ???আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিতে পারেন।
31/05/2024

আপনি কি ফ্রয়েডের সাথে একমত ???
আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিতে পারেন।

Identify your automatic negative thought.
29/05/2024

Identify your automatic negative thought.

Address

Dhaka

Telephone

+8801772003222

Website

Alerts

Be the first to know and let us send you an email when CarePlus: Psychological Test And Online Counselling Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CarePlus: Psychological Test And Online Counselling Services:

Share