25/04/2021
আর্জেন্ট মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভিবিন্ন পদে লোক নিয়োগ।
গভঃরেজিঃ- ১২৭৭৭৪।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এলিট প্রোটেকশন ফোর্স সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড এর আওতায় কিছু সংখ্যক লোক
*সুপারভাইজার
*জুনিয়র অফিসার
*এডমিন অফিসার পদ সহ ভিবিন্ন পদে নেওয়া হচ্ছে। আগ্রহী প্রাাথীগণকে খুব দ্রুত যোগাযোগ করার জন্যে বিষেশ ভাবে অনুরুধ করা যাচ্ছে।
প্রয়োজনীয়তাঃ-
১) চেয়ারম্যানের সার্টিফিকেট
২)জন্মনিবন্ধন/ ভোটার আইডি কার্ডের ফটোকপি
৩)২কপি পাসপোর্ট সাইজ ছবি
৪)শিক্ষাগত যোগ্যতার সনদ/মার্কশীট এর ফটুকপি।
কাজের বিবরনঃ-
১)১০-১২জন ওয়ার্কারদের দেখাশুনা ও পরিচালনা করতে হবে।
২) শ্রমিকদের সকল কিছুর তদারকি করতে হবে। মালামাল ইন আউট এর হিসাব রাখতে হবে।
৩)আমাদের কর্মচারিরা ডিউটি করতেছে কি না তা দেখাশুনা করতে হবে
৪) প্রতিদিন হাজিরা শীটে ওয়ার্কারদের স্বাক্ষর নিতে হবে।
৫)দায়িত্ব নিয়ে সততার সাথে কাজ করতে হবে।
সর্বনিম্ন যৌগ্যতাঃ- জে এস সি/এস এস সি থেকে এইচ এস সি পর্যন্ত।
বেতন ঃ ১৫০০০/- থেকে ১৮০০০/-
ডিউটি সময়ঃ- ৮থেকে ১০ ঘন্টা।
অন্যান্য সুবিধা সমুহঃ-
★- ২ ঈদে বোনাস প্রধান করা হয়।
♊থাকা ফ্রি
♊খাবারের সুব্যবস্থা আছে
♊কোন জামানত প্রয়োজন নেই
♊হাজিরা বোনাস এবং চিকিৎসা বাতার ব্যবস্থা আছে
বিদ্রঃ- (করুনা ভাইরাসের সংক্রমণের আতংকে অনেক কর্মচারী চলে যাওয়ার কারণে আমাদের কোম্পানি তে অনেক কর্মচারী/ কর্মকর্তা প্রয়োজন)
আগ্রহী প্রার্থিগন ঢাকা সহ, দূর থেকে যারা আসতে চান(খুলনা,বরিশাল, যশোর,সিলেট,চট্রগ্রাম, কুমিল্লা,রাজশাহী, রংপুর,দিনাজপুর,) তাদের উদ্দেশ্য বলা যাচ্ছে যে আপনারা চাইলে জামা-কাপড় সহ সব কিছু নিয়ে একবারে ই চলে আসতে পারেন, যদি কাগজপত্র সঠিক থাকে তু আসামাত্র ই ডিউটি তে যোগদান করতে পারেন।
ঠিকানাঃঢাকা, যমুনা ফিউচার পার্কের সাথেই, কুড়িল চৌরাস্থা,ন্যাশনাল ব্যাংক সংলগ্ন।