Optom.Md.Sajib Hossain

Optom.Md.Sajib Hossain Optometrist

12/05/2023
11/05/2023
11/05/2023
04/11/2022

প্রশ্নঃ শিশুদের চোখ কখন পরীক্ষা করানো উচিত?

উত্তরঃ যে সকল শিশুর চোখের কোন সমস্যা নেই, দেখারও কোন সমস্যা নেই তাদেরও স্কুলে যাবার পূর্বে অন্তত একবার চোখ পরীক্ষা করানো উচিত। চোখের অনেক রোগই আছে যা বাবা-মার নজরে নাও আসতে পারে। অনেক বড় হয়ে ঐ রোগ ধরা পড়লে- সঠিক চিকিৎসার সময় পার হয়ে যেতে পারে। কারণ, আট বছরের মধ্যেই চোখের পরিপূর্ণ গঠন হয়ে যায়। তাই পাচ (৫) বছরের মধ্যেই আপনার শিশুর চোখ অবশ্যই পরীক্ষা করান।

এছাড়া যেসব শিশুর দেখতে সমস্যা হয়, নিকটে গিয়ে টিভি দেখে, চোখের পরিমাপ খুব ছোট বা বড় হলে, চোখের জন্মগত কোন ক্রুটি মনে হলে, চোখের মণিতে সাদা কোন দাগ মনে হলে, চোখ দিয়ে পানি পড়লে ইত্যাদি নানা সমস্যায়- যে কোন বয়সেই শিশুর চোখ পরীক্ষা করানো উচিত।

 সন্তানকে চোখের চিকিৎসকের কাছে নেওয়ার আগে চোখের বিশ্রাম দিন। যেমন সকালে পড়াশোনা না করেই ডাক্তার এর কাছে নিয়ে আসুন। আর যদি বিকেলে যদি চিকিৎসকের চেম্বারে নেওয়ার প্রোগ্রাম থাকে, সে ক্ষেত্রে দুপুরের আহারের পর বিশ্রামে থাকতে সাহায্য করুন।

 চোখের চিকিৎসকের কাছে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে মোবাইল, কম্পিউটার ব্যবহার ইত্যাদি থেকে বিরত রাখুন।

বিভিন্ন ধরনের পাওয়ার গ্লাস হয়, তারমধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলোঃ -১. হোয়াইটঃ এ গ্লাসে শুধু পাওয়ার এর কাজ করবে।২. এন্ট...
02/10/2022

বিভিন্ন ধরনের পাওয়ার গ্লাস হয়, তারমধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলোঃ -
১. হোয়াইটঃ এ গ্লাসে শুধু পাওয়ার এর কাজ করবে।

২. এন্টিরিফ্লেক্টিভ গ্লাসঃ মোবাইল/টিভি/যেকোন ইলেকট্রনিকস ডিভাইসের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে সুরক্ষা প্রদান করতে সক্ষম ৬০-৭০% পর্যন্ত।

৩. ফটোসানঃ রোদের অতিবেগুনী রশ্মি থেকে চোখকে সুরক্ষা প্রদান করে।রোদে গেলে কালো হবে আবার ছায়ায় আসলে পুনরায় স্বচ্ছ সাদা হয়ে যাবে।

৪. ফটোসান এন্টিরিফ্লেক্টিভঃ ফটোসান+এন্টিরিফ্লেক্টিভ গ্লাসের কাজ একসাথে করবে।

৫. ব্লুকাট এন্টিরিফ্লেক্টিভঃ ইলেকট্রনিকস ডিভাইসের ক্ষতিকর নীল আলো/গামা রশ্নি থেকে ৯৯% পর্যন্ত সুরক্ষা প্রদান করে।

৬. ব্লুকাট এন্টিরিফ্লেক্টিভ ফটোসানঃ ব্লুকাট এন্টিরিফ্লেক্টিভ +ফটোসান গ্লাসের কাজ এক সাথে করবে।

Stye নাকি chalazion??? Stye এবং chalazion উভয়ই চোখের পাপড়ির প্রান্তে বা বরাবর পিণ্ড।  কখনও কখনও এটি একটি chalazion এবং...
24/09/2022

Stye নাকি chalazion???

Stye এবং chalazion উভয়ই চোখের পাপড়ির প্রান্তে বা বরাবর পিণ্ড। কখনও কখনও এটি একটি chalazion এবং একটি stye মধ্যে পার্থক্য করা কঠিন হতে পারে।

একটি stye (যাকে hordeolum বলা হয়) হল একটি ছোট, লাল, বেদনাদায়ক পিণ্ড যা আপনার চোখের পাপড়ির গোড়া থেকে বা চোখের পাতার নিচে গজায়। বেশিরভাগ stye একটি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়।

দুই ধরনের stye আছে:

বাহ্যিক hordeolum: একটি stye যা আপনার চোখের পাতার গোড়া থেকে শুরু হয়। বেশিরভাগ চুলের ফলিকলে সংক্রমণের কারণে হয়। এটি একটি ব্রণ মত দেখতে হতে পারে.
অভ্যন্তরীণ hordeolum: আপনার চোখের পাতার ভিতরে একটি stye । বেশিরভাগই আপনার চোখের পাতায় তেল উৎপাদনকারী গ্রন্থিতে সংক্রমণের কারণে ঘটে।

আপনার যদি ব্লেফারাইটিস থাকে তবে আপনার stye হতে পারে। এটি এমন একটি অবস্থা যা চোখের পাপড়ির গোড়ায় আপনার চোখের পাতা লাল এবং ফুলে যায়।

আপনার যখন প্রথম stye হবে , আপনার চোখের পাতা সম্ভবত লাল এবং স্পর্শে কোমল হয়। আপনার চোখও ঘা এবং ঘামাচি অনুভব করতে পারে।

02/08/2022
বাচ্চাদের সামনে ফোন ও টিভির ব্যবহার কম করবেন
02/08/2022

বাচ্চাদের সামনে ফোন ও টিভির ব্যবহার কম করবেন

30/07/2022

মোবাইল এর ব্যবহার বেশি তাই চোখের ব্যাথা ও মাথা ব্যাথার রোগী বাড়ছে দিন দিন।
আপনারা কি বলেন? জানতে চাই কমেন্টে।

ছানি অপারেশনের জন্য কোন লেন্স ভালো?প্রশ্নটা এমন যে ,কোন মোবাইল সবচেয়ে ভালো?এর উত্তর কি দেয়া সম্ভব?যদি উত্তর দিতে হয় তবে ...
16/06/2022

ছানি অপারেশনের জন্য কোন লেন্স ভালো?

প্রশ্নটা এমন যে ,কোন মোবাইল সবচেয়ে ভালো?
এর উত্তর কি দেয়া সম্ভব?

যদি উত্তর দিতে হয় তবে প্রশ্ন আসবে, আপনি র‌্যাম কেমন চাচ্ছেন,ডিসপ্লে,ক্যামেরা কেমন চাচ্ছেন,ইত্যাদি।

লেন্স এর ক্ষেত্রে এমন বেশ কিছু বিষয় আছে...

১. লেন্স শক্ত না নরম (PMMA vs Foldable).
শক্ত লেন্স চোখে ঢুকাতে বড় করে কাটতে হয়।নরম লেন্স (Foldable Lens) ভাঁজ করা যায়।তাই সেটা ছোট ছিদ্র দিয়ে চোখে ঢুকানো যায়। তাই নরম লেন্সের দাম বেশি।

২.হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক (Hydrophobic Vs Hydrophilic).
লেন্স চোখের ভেতরে থাকার সময় চোখের পানির সংস্পর্শে থাকে।পানি যদি লেন্সে ঢুকে তবে লেন্স নষ্ট হয়।হাইড্রোফোবিক লেন্সে পানি ঢুকতে পারেনা।

৩.আল্ট্রাভায়োলেট কোটিং (UV Coating).
চোখের ন্যাচারাল লেন্স সূর্যের ক্ষতিকারক রশ্মি ভেতরে ঠুকতে দেয় না।কৃত্রিম লেন্সে সেটা করার জন্য আলাদাভাবে কোট করতে হয়।

৪. ব্লু ফিল্টার (Blue Filter).
আমাদের চোখের ন্যাচারাল লেন্স কাচের মতো স্বচ্ছ নয় বরং অনেকটা পানি রংয়ের।কিছু লেন্সে ইয়োলো টিন্ট দেয়া থাকে যা ব্লু লাইট ফিল্টার করে এবং রং এর অনুভুতি ন্যাচারাল লেন্সের মতো হয়।

৫.হেপারিন কোটিং (Heparin Coating).
চোখের প্রদাহজনিত কোষ (Inflammatory Cells) লেন্সে আটকে লেন্সকে ঘোলা যেন না করতে পারে সে কোটিং

৬.স্কয়ার এজ (Square Edge).
ছানি অপারেশনের পর লেন্সের পেছনে যেন ময়লা (Posterior Capsular Opacity) না জমতে পারে সেজন্য বিশেষ টেকনোলজি থাকে এ লেন্সে।

৭.অ্যাসফেরিসিটি (Aspheric).
অ্যাসফেরিক লেন্সের শার্প ফোকাসিং অ্যাবিলিটি থাকে।যার কারনে দৃষ্টিশক্তি ভালো হয়।

৮.টরিক (Toric).
অ্যাসটিগমাটিসম ( চোখের এক ধরনের পাওয়ারের সমস্যা) কারেকশন করে।

৯.মাল্টিফোকাল (Multifocal).
সব লেন্সে অপারেশনের পর ,পড়তে চশমা লাগে (Reading Glass). কিন্তু মাল্টিফোকাল লেন্সে কাছে দেখার জন্য আলাদা চশমা লাগে না।তবে এটি নতুন টেকনোলজি যা নিয়ে এখনো গবেষনা এখনো চলছে।

যে লেন্সে যত বেশি কনফিগারেশন থাকে তার দাম ততো বেশি হয়।

কার জন্য কোন লেন্স ভালো সেটা কি ধরনের অপারেশন (ফ্যাকো/ এস আই সি এস),ছানির অবস্থা,রোগীর আর্থিক সামর্থ অনেক কিছুর উপর নির্ভর করে।

ছানি অপারেশন অনেকটা ফটোগ্রাফির মতো।ভালো ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলা সহজ হয়।তবে ক্যামেরাই সব নয়।ভালো ফটোগ্রাফার সাধারন ক্যামেরায় অসাধারন ছবি তুলতে পারে।

তাই লেন্স নিয়ে চিন্তা না করে আপনার প্রত্যাশা সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন।আপনার ডাক্তারের উপর আস্থা রাখুন।আজ যে চোখ ঝাপসা ,তা অপারেশনের পর হয়তো কাল ঝক ঝকে দেখবে, যে আজ অন্ধ,কাল হয়তো সে আবার নতুন স্মৃতির জন্ম দিবে।

(কার্টেসী)

Address

Dhaka

Telephone

+8801775483901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Optom.Md.Sajib Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Optom.Md.Sajib Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category