Family Health Care Service

Family Health Care Service সেবাই আমাদের একমাত্র লক্ষ্য।সেবা নিন সুস্থ থাকুন।

18/10/2022
16/10/2022

আমরা আপনার বৃদ্ধ ও অসুস্থ প্রিয়জনের প্রতি শ্রদ্ধাশীল।

নার্সিং সেবা এমনি একটা পেশা যেটা মানুষের সু-স্বাস্থ্যর সাথে সরাসরি জড়িত। যে কোনো অসুস্থ ব্যক্তির দ্রুত সুস্থ হয়ে ওঠার পেছনে একজন নার্সের ভূমিকা অনেক।

সেই সুযোগ করে দিচ্ছে "Family Health Care Service"

আমাদের সাথে যোগাযোগ করুন সুস্থ থাকুন

01711 36 99 36

01611 36 99 36

অসুস্থ ব্যক্তির চাহিদা অনুযায়ী, নিজের আপনজন মনে করে আন্তরিকতার সাথে স্বাস্থ্য সেবা প্রদান করা।

#হোমকেয়ারসার্ভিসআসলেকি?

হোম কেয়ার বলতে আমরা সাধারণত বুঝি একজন বৃদ্ধ বা অসুস্থ মানুষের দেখাশুনা ও সেবা করা এবং তাকে সঠিক ভাবে যন্ত নেওয়াকে বুঝায়। রোগীর বাসায় গিয়ে অভিজ্ঞ ও রেজিস্টার্ড নার্সের মাধ্যমে সেবা দিয়া কে বুঝায়।

আপনি কি আপনার বৃদ্ধ পিতা/ মাতা অথবা প্রিয়জনের সঠিক দেখাশোনা নিয়ে চিন্তিত?
দিন বদলের সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে ,আপনার সারাদিন কর্মব্যস্ততা অথবা প্রবাসী / দূরে থাকায় একাকী জীবনযাপন করছেন আপনার প্রিজন? বাসায় বৃদ্ধ বাবা- মা কে দেখাশোনা করা ও তাদের ভালোলাগা ভালোবাসা ইত্যাদির গুরুত্ব কমে যাচ্ছে। এইসব কথা বিবেচনা করে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছে সকল স্বাস্থ্য সেবা।

আপনার প্রিয়জনের সেবায় বাসায় ২৪ ঘণ্টা/১২ ঘন্টা / ০৮ ঘণ্টা নিয়োজিত করুন আমাদের অভিজ্ঞ নার্স।প্রতিটি নার্স এবং ওয়ার্ড বয় ডিপ্লোমা ডিগ্রীধারী।

আমরা অভিজ্ঞ নার্স ও ওয়ার্ড বয় দ্বারা আপনার বাসায় গিয়ে রোগীর যথোপযোগী সেবা প্রদান করি।একজন রোগীর সেবা করার জন্য যা যা দরকার সব কিছু আমাদের আওতার মধ্যে।

ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস কি ধরনের সেবা প্রদান করে।

গর্ভবতী ও প্রসূতি মায়ের সেবা করা, আপনার বেবিকে মায়ের আদরে যত্ন করা,নোংরা কাপড় পরিবর্তন, ডায়াপার পরিবর্তন, সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়ান,
গোসল করানো, গায়ে লোশন লাগিয়ে দেয়া, হাত পায়ের নখ কেটে দেওয়া, টয়লেটে যেতে সহযোগিতা করা, বিছানা গুছিয়ে দেওয়া, রক্তচাপ পরীক্ষা করা, ডায়াবেটিস পরীক্ষা করা, পত্রিকা- বই পড়ে শোনানো, ব্যায়াম করতে সহযোগিতা করা,খাবার গরম করে দেওয়া এবং খাবার খাইয়ে দিয়া, ইনসুলিন এবং ইনজেকশন পুশ করা, সেলাইন দিয়া, ড্রেসিং করা, ক্যানোলা, ক্যাথেটর চেঞ্জ করা ইত্যাদি।

কি কি সার্ভিস প্রোভাইড করা হয়:-

বয়স্ক ব্যক্তিদের চলমান স্বাস্থ্য সমস্যা এবং ইমারজেন্সি সময় "Family Health Care Service" হোম নার্সিং সেবা দিতে সর্বদা প্রস্তুত। আমাদের সার্ভিস গুলো হচ্ছে :-

ডিমেনশিয়া রোগীর সেবা , বেবী কেয়ার , এনজি টিউব, ট্র্যাকস্ট্রমী রোগী সেবা , নিউরো রোগীর যত্ন, ফিজিওথেরাপি সার্ভিস, বৃদ্ধ -বৃদ্ধাদের যত্ন, গর্ভবতী মহিলাদের যত্ন, আলঝেমাইর রোগীর যত্ন , নবজাতক শিশুর যত্ন, পোস্ট অপারেশন কেয়ার, ক্রিটিকাল কেয়ার, ভেন্টিলেটার কেয়ার, ক্যান্সারের যত্ন, উপশমকারী, জেরিয়াট্রিক কেয়ার,অর্থোপেডিক কেয়ার, নার্সিং হোম সার্ভিস,আইসিইউ পেশেন্ট কেয়ার , বাসায় ফিজিওথেরাপি , এল্ডারলি কেয়ার হোম সাপোর্ট।

ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস মূলত একটি সেবা মূলক প্রতিষ্ঠ, তাই সেবা প্রদান করা এর প্রধান কাজ। সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চয়তা, সাশ্রয় এবং নির্ভরযোগ্য এবং উন্নত মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

বাড়িতে অভিজ্ঞ ও বিশেষ নার্স দ্বারা সেবা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন : -📞 +880 1711369936📞 +880 1611369936আমরা সব বয়স...
27/09/2022

বাড়িতে অভিজ্ঞ ও বিশেষ নার্স দ্বারা সেবা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন : -

📞 +880 1711369936

📞 +880 1611369936

আমরা সব বয়সের, সব ধরনের রোগীদের জন্য নার্সিং কেয়ার সেবা প্রদান করি – নবজাতকের যত্ন থেকে শুরু করে বয়স্কদের যত্ন পর্যন্ত।

যেসব অসুস্থ ব্যক্তিদের সতর্ক নজরদারি ও তত্ত্বাবধানের প্রয়োজন আছে কিন্তু নার্সিংহোম বা উপশমকেন্দ্রের সেবা নিতে চান না!
অসুস্থ ব্যক্তিদের অভিভাবকরা চায় বাড়িতে বসে উন্নতমানের সেবা ও পরিচর্যা।
পেশাদার ও অভিজ্ঞ নার্সদের সহায়তায় অসুস্থ রোগীদের বাড়িতেই স্বাধীনতা বজায় রেখে ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছে হসপিটালের নার্সিং সেবা।

বয়স্ক ব্যক্তিদের চলমান স্বাস্থ্য সমস্যা এবং ইমারজেন্সি সময় "Family Health Care Service" হোম নার্সিং সেবা দিতে সর্বদা প্রস্তুত। আমাদের সার্ভিস গুলো হচ্ছে:-

ডিমেনশিয়া রোগীর সেবা , বেবী কেয়ার , এনজি টিউব, ট্র্যাকস্ট্রমী রোগী সেবা , নিউরো রোগীর যত্ন, ফিজিওথেরাপি সার্ভিস, বৃদ্ধ -বৃদ্ধাদের যত্ন, গর্ভবতী মহিলাদের যত্ন, আলঝেমাইর রোগীর যত্ন , নবজাতক শিশুর যত্ন, পোস্ট অপারেশন কেয়ার, ক্রিটিকাল কেয়ার, ভেন্টিলেটার কেয়ার, ক্যান্সারের যত্ন, উপশমকারী, জেরিয়াট্রিক কেয়ার,অর্থোপেডিক কেয়ার, নার্সিং হোম সার্ভিস,আইসিইউ পেশেন্ট কেয়ার , বাসায় ফিজিওথেরাপি , এল্ডারলি কেয়ার হোম সাপোর্ট।

যেসব রোগী জটিল চিকিৎসা এবং অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে আসে, তাদের যত্ন, তত্ত্বাবধান, থেরাপিউটিক,পেশাগত চিকিৎসা সরঞ্জাম এবং পর্যবেক্ষণ। দীর্ঘমেয়াদী অসুস্থ ব্যক্তিদের সাস্থ্য সেবা এবং সহায়তা পরিষেবাগুলির বিস্তৃত পরিসেবা দিয়ে থাকি আমরা।

আমরা জানি রোগীরা বাড়িতে ভালো নার্সিং সেবা পেলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠে। অসুস্থ রোগীদের হসপিটালে দীর্ঘ সময় নার্সিং সেবা নেওয়া অনেক বড় বিড়ম্বনার কাজ। এই কাজকে সহজ করার জন্য আমাদের পেশাদার "Family Health Care Service" দিচ্ছে দক্ষ ডিপ্লোমা নার্স যারা বাসায় গিয়ে আন্তরিকতার সহিত নার্সিং সেবা প্রদান করে থাকে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Family Health Care Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram