24/07/2025
বর্ষা মানেই ঠান্ডা নয়
— এবার বর্ষায় গরমে সাবধান হোন!
বাংলাদেশে এখন বর্ষা কাল হলেও, আবহাওয়ায় ভ্যাপসা গরম আর অতিরিক্ত আর্দ্রতা আমাদের শরীর ও মন দুটোতেই প্রভাব ফেলছে।
এই সময়টাতে বাড়ে—
✔ পানিশূন্যতা (ডিহাইড্রেশন)
✔ চুলকানি ও ত্বকের ফাঙ্গাল ইনফেকশন
✔ ঘামজনিত দুর্বলতা ও ক্লান্তি
✔ খাদ্যে অরুচি ও হজমের সমস্যা
✔ মশাবাহিত রোগের ঝুঁকি
🩺 TRIKAYA -এর পক্ষ থেকে থাকছে বর্ষার এই গরমে সুস্থ থাকার ৫টি সহজ টিপসঃ
💧 ১. প্রচুর পানি ও লেবু পানি খান: শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখতে প্রতিদিন ২.৫-৩ লিটার পানি পান করুন।
🥗 ২. হালকা, ঠান্ডা ও সহজপাচ্য খাবার খান: গরম ভাজাভুজি বা ঝাল খাবার এড়িয়ে চলুন। তাজা ফলমূল খান বেশি করে।
🧴 ৩. ত্বকের যত্ন নিন: প্রতিদিন স্নান করুন, শরীর পরিষ্কার রাখুন। ঘাম বেশি হলে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন।
🌬 ৪. দুপুরে ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলুন: ভ্যাপসা গরমে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে, তাই প্রয়োজনে ছাতা বা হালকা কাপড়ের টুপি ব্যবহার করুন।
🦟 ৫. মশা নিয়ন্ত্রণ করুন: ডেঙ্গুর আশঙ্কা বাড়ে এসময়। মশার স্প্রে, কয়েল বা মশারি ব্যবহার করুন।
🌱 সুস্থ জীবন মানেই প্রাকৃতিক ছন্দে নিজেকে মানিয়ে চলা।
TRIKAYA – আপনার আয়ুর্বেদিক ও হোলিস্টিক সুস্থতার সঙ্গী।
📞 বিস্তারিত পরামর্শের জন্য যোগাযোগ করুন: ০১৭৭৭ - ০১ ৩৮ ০১
🔗 আমাদের পেইজে নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে ফলো করুন.
#বর্ষা