TriKaya

TriKaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TriKaya, Alternative & holistic health service, k-17, South Banasree, Dhaka.

TRIKAYA is a holistic wellness brand that blends Ayurveda, Cosmic Energy Healing, Psychological Counselling and personalised therapies to balance the body, mind and spirit for overall well-being.

ফ্ল্যাক্সিড = সুস্থ হার্ট + হজমের বন্ধু! ফ্ল্যাক্সিড বা তিসির বীজের ওমেগা-৩ শুধু হার্ট ভালো রাখে না, পাচনতন্ত্রকেও করে খ...
03/12/2025

ফ্ল্যাক্সিড = সুস্থ হার্ট + হজমের বন্ধু!

ফ্ল্যাক্সিড বা তিসির বীজের ওমেগা-৩ শুধু হার্ট ভালো রাখে না, পাচনতন্ত্রকেও করে খুশি।
ছোট ছোট বীজ, কিন্তু বড্ড উপকার!

আপনি কি জানেন সার্জারি বা শল্য চিকিৎসার জনক কে?না জানা থাকলে গুগলে সার্চ করুন বা এআই এর মাধ্যমে জেনে নিন। তার আগে এই লেখ...
02/12/2025

আপনি কি জানেন সার্জারি বা শল্য চিকিৎসার জনক কে?

না জানা থাকলে গুগলে সার্চ করুন বা এআই এর মাধ্যমে জেনে নিন। তার আগে এই লেখাটি মনো যোগ দিয়ে পড়ুন।

সার্জারির জন্ম কোনো আধুনিক অপারেশন থিয়েটারে হয়নি,
হয়েছিল ১৭৯৩ সালে পুনের এক ধুলোমাখা রাস্তায়!

দৃশ্যটা কল্পনা করুন- পুনের এক সাধারণ কুঁড়েঘরের দরজায় বসে আছেন কাওয়াসজি (Cowasjee) নামের এক ব্যক্তি। তাঁর চেহারা বীভৎস, কারণ তাঁর নাকটা নেই। মুখের ঠিক মাঝখানটা যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে চেঁছে তুলে নিয়েছে। সামনে বসে আছেন একজন সাধারণ গ্রামের কুমোর (Potter), যার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, আছে শুধু একটা ধারালো ক্ষুর আর কিছু ভেষজ লতাপাতা। আর তাঁদের ঘিরে দাঁড়িয়ে আছেন দু'জন বিলাত-ফেরত ব্রিটিশ সার্জন টমাস ক্রুসো এবং জেমস ফাইন্ডলে। তাঁদের চোখে-মুখে অবিশ্বাস আর কৌতূহল। তাঁরা দেখছেন, লন্ডনের বড় বড় মেডিকেল কলেজে যা শেখানো হয় না, ভারতের এই ধুলোবালি মাখা রাস্তায় বসে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন এক কুমোর কিভাবে সেটা করেন?

ঘটনার পেছনের গল্প- কাওয়াসজি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গরুরগাড়ির চালক। ১৭৯২ সালে টিপু সুলতানের সঙ্গে যুদ্ধের সময় তিনি ধরা পড়েন। শত্রুসেনারা শাস্তি হিসেবে তাঁর নাক এবং এক হাত কেটে দেয়। সেই যুগে নাক কেটে দেওয়া ছিল মৃত্যুর চাইতেও বড় অপমান। লোকলজ্জায় কাওয়াসজি মুখ লুকিয়ে বেড়াচ্ছিলেন। শেষে তিনি শরণাপন্ন হন পুনের সেই কুমোর বৈদ্যের।

অপারেশন : লস্ট টেকনোলজি- ব্রিটিশ ডাক্তাররা ভেবেছিলেন, কুমার হয়তো কোনো মলম লাগিয়ে ছেড়ে দেবেন। কিন্তু বাস্তবে যা ঘটলো, সেটা দেখে তাঁদের চক্ষু চড়কগাছ!

কুমোর বৈদ্য প্রথমে একটি পাতলা মোম দিয়ে কাওয়াসজির নাকের মাপ নিলেন। এরপর সেই মাপ বসালেন কাওয়াসজির কপালে। তারপর খুব ধীরস্থির হাতে ক্ষুর চালালেন। কপাল থেকে চামড়া ও টিস্যুর একটি অংশ এমনভাবে কাটলেন, যাতে সেটা পুরোপুরি আলগা হয়ে না যায়— একটা সরু অংশের সঙ্গে ঝুলে থাকে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে 'Pedicle Flap'। এই ঝুলে থাকা অংশটিই চামড়াটাকে জীবিত তথা রক্ত সঞ্চালন বজায় রাখে।

কুমোর সেই চামড়াটা উল্টে নামিয়ে আনলেন নাকের ওপর। নিপুণ হাতে সেলাই করে জুড়ে দিলেন কাটা জায়গায়। যেন মাটির কলসিতে তালি দিচ্ছেন- এতোটাই সহজ তাঁর ভঙ্গি! এরপর তিলের তেল আর ভেষজ প্রলেপ দিয়ে জায়গাটা বেঁধে দিলেন।

কয়েক সপ্তাহ পর যখন ব্যান্ডেজ খোলা হলো, ব্রিটিশ ডাক্তাররা বাকরুদ্ধ। কাওয়াসজি ফিরে পেয়েছেন তাঁর নাক! দাগ আছে সামান্য, কিন্তু গঠন প্রায় আগের মতোই।

লন্ডনে তোলপাড় এবং সুশ্রুতের প্রত্যাবর্তন- চোখের সামনে ঘটলেও এই ঘটনা ব্রিটিশ ডাক্তারদ্বয় ঠিক বিশ্বাস করতে পারছিলেন না?
তাঁরা কাওয়াসজির ছবি আঁকালেন এবং বিস্তারিত রিপোর্ট পাঠালেন লন্ডনে। ১৭৯৪ সালের অক্টোবর মাসে বিখ্যাত 'Gentleman's Magazine'-এ এই ঘটনা ছাপা হলো।
শিরোনামে লেখা ছিল : "একটি অদ্ভুত অপারেশন- যা কোনো ডাক্তার করেননি, করেছেন পুনের এক কুমোর।"

ইউরোপের চিকিৎসাজগত নড়েচড়ে বসলো। ১৮১৪ সালে এই রিপোর্ট পড়েই বিখ্যাত সার্জন জোসেফ কনস্টানটাইন কার্পু (Joseph Constantine Carpue) দীর্ঘ ২০ বছর গবেষণা করে ইউরোপে প্রথমবারের মতো সফল নাক প্রতিস্থাপন করেন। তিনি এর নাম দেন "The Indian Method"।

আসল নায়ক : মহর্ষি সুশ্রুত- মজার ব্যাপার হলো, পুনের সেই কুমোর কিন্তু কোনো জাদুকর ছিলেন না। তিনি প্রয়োগ করেছিলেন ২৬০০ বছরের পুরানো এক ভারতীয় জ্ঞান। খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে (অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে) মহর্ষি সুশ্রুত তাঁর অমর গ্রন্থ 'সুশ্রুত সংহিতা'-য় (অধ্যায় ১৬) ঠিক এই পদ্ধতিটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে গিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন কিভাবে গাল বা কপালের চামড়া দিয়ে নাক মেরামত করা যায়?

কালের বিবর্তনে বড় বড় শিক্ষালয় ধ্বংস হয়ে গেলেও ভারতের নাপিত, কুমোর আর বৈদ্যরা বংশ পরম্পরায় এই বিদ্যা বাঁচিয়ে রেখেছিলেন। বাবা শিখিয়েছেন ছেলেকে, ছেলে শিখিয়েছেন তাঁর ছেলেকে। এভাবেই সুশ্রুতের জ্ঞান হাজার বছর পাড়ি দিয়ে ১৭৯৩ সালে পুনের সেই কুমোর পর্যন্ত এসে পৌঁছেছিল।

আজ বিশ্বজুড়ে কসমেটিক সার্জারি বা রাইনোপ্লাস্টি নিয়ে যে এতো মাতামাতি, তার শেকড় কিন্তু পশ্চিমা ল্যাবরেটরিতে নয়, প্রোথিত আছে আমাদের এই উপমহাদেশের মাটিতেই।

ইতিহাসের পাতাগুলো বড় অদ্ভুত- আমরা ভাবি আধুনিক বিজ্ঞান মানেই পশ্চিমের দান, অথচ তার Blue Print হয়তো হাজার বছর আগেই আমাদের পূর্বপুরুষরা তৈরি করে (লিখে রেখে) গিয়েছিলেন।

পুনশ্চ:- পাশ্চাত্যের বাণিজ্যিক ধারার চিকিৎসাবিদ্যায় প্রাতিষ্ঠানিক ডিগ্রি লাভ করে যারা নিজেদেরকে বড় চিকিৎসক মনে করেন, তাঁদের উচিত প্রাচীন ভারতীয় প্রাকৃতিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণ করা।
( উক্ত লেখা অন্তঃর্জাল থেকে নেয়া ও নতুন করে সাজিয়ে লেখা হয়েছে এবং ছবি এআই এর মাধ্যমে নির্মিত হয়েছে। )

** সবার জানার জন্য শেয়ার করুন।

TriKaya ফাউন্ডার জনাব Kazi Hasnain Ahmed ৩৩ বারের মতো আজ লাল ভালোবাসা উপহার দিলেন।মহান আল্লাহ সবাইকে এমন ভালোবাসা দান কর...
30/11/2025

TriKaya ফাউন্ডার জনাব Kazi Hasnain Ahmed ৩৩ বারের মতো আজ লাল ভালোবাসা উপহার দিলেন।
মহান আল্লাহ সবাইকে এমন ভালোবাসা দান করার সক্ষমতা দিন।
এই পোস্ট অন্যদের উৎসাহিত করার উদ্দেশ্যে প্রচারিত।

যারা মিস করেছেন তারা নিচের লিংকে ক্লিক করে উপভোগ করুন এক অনাবিল শান্তি-
05/11/2025

যারা মিস করেছেন তারা নিচের লিংকে ক্লিক করে উপভোগ করুন এক অনাবিল শান্তি-

Today’s Affirmation:“I breathe in peace.I breathe out gratitude.This morning, I am fully alive.”একটি নতুন সকাল, একটি নতুন শুরু...এই ৩০ মিনিটের Morning Mindfu...

দিন শুরু হোক শান্ত মনে...মন, শরীর ও আত্মার একত্র প্রশান্ত যাত্রায় যোগ দিন 🌿👉 Trikaya আয়োজিতFREE ONLINE MEDITATION CLASS✨...
03/11/2025

দিন শুরু হোক শান্ত মনে...
মন, শরীর ও আত্মার একত্র প্রশান্ত যাত্রায় যোগ দিন 🌿

👉 Trikaya আয়োজিত
FREE ONLINE MEDITATION CLASS
✨ Morning Mindfulness ✨

🕖 সময়: ০৫ নভেম্বর ২০২৫, বুধবার | সকাল ৭:৩০ (বাংলাদেশ সময়)
📍 অনলাইন (Zoom/Meet সেশনে)

এই সেশনে আপনি শিখবেন—
🌬️ শ্বাসের মাধ্যমে মন শান্ত রাখার কৌশল
🧘‍♀️ মনোযোগ ধরে রাখার ধ্যান
💫 আত্মিক প্রশান্তি ও ইতিবাচক শক্তি অনুভবের উপায়

🪷 প্রশিক্ষক: Kazi Hasnain Ahmed
Holistic Wellness Strategist | Life Transformation Coach |
Mindfulness & Meditation Mentor
Founder – TRIKAYA

📞 Helpline: 01777-013801

🌿 সীমিত আসন, নিচের লিংকে ক্লিক করে এখনই রেজিস্টার করুন –
নিজেকে দিন এক নতুন সকালের উপহার!

https://chat.whatsapp.com/GQJSeSQWB2CFPyvWcFkRsn?mode=wwt

আপনি কি জানেন?যদি রাতে ৬ ঘণ্টার কম ঘুমান, তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা ২৫% পর্যন্ত বেড়ে যেতে পারে!গবেষণায় দেখা গেছে ...
30/10/2025

আপনি কি জানেন?
যদি রাতে ৬ ঘণ্টার কম ঘুমান, তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা ২৫% পর্যন্ত বেড়ে যেতে পারে!

গবেষণায় দেখা গেছে ডায়াবেটিক রোগীরা গড়ে মাত্র ৫–৬ ঘণ্টা ঘুমান,
যেখানে সুস্থ জীবনের জন্য প্রয়োজন ৭–৮ ঘণ্টা গভীর ঘুম।

ঘুমের ঘাটতিতে যা ঘটে:
ইনসুলিন কাজ করে না ঠিকমতো ।
কর্টিসল (স্ট্রেস হরমোন) বেড়ে যায় ।
মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যা...

তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ঘুমকেও দিন ওষুধের মতো গুরুত্ব!

মানুষের শরীরে আছে চারটি বিশেষ হরমোন, যেগুলো আপনার মনোভাব, আত্মবিশ্বাস, ভালোবাসা আর আনন্দের অনুভূতি নিয়ন্ত্রণ করে।
28/10/2025

মানুষের শরীরে আছে চারটি বিশেষ হরমোন, যেগুলো আপনার মনোভাব, আত্মবিশ্বাস, ভালোবাসা আর আনন্দের অনুভূতি নিয়ন্ত্রণ করে।

তুমি কি জানো, সুখের আসল রহস্য তোমার ভেতরেই লুকিয়ে আছে?মানুষের শরীরে আছে চারটি বিশেষ হরমোন — যেগুলো তোমার মনোভাব, .....

“কখনও ভেবেছেন, যদি মনটা আবার শান্ত হয়ে যেত?”হয়তো অনেকদিন হলো হাসিটা সত্যিকারের লাগেনি...জীবনের চাপ, সম্পর্কের টানাপোড়েন,...
26/10/2025

“কখনও ভেবেছেন, যদি মনটা আবার শান্ত হয়ে যেত?”

হয়তো অনেকদিন হলো হাসিটা সত্যিকারের লাগেনি...
জীবনের চাপ, সম্পর্কের টানাপোড়েন, ঘুমহীন রাত — সবকিছুই যেন আপনাকে ক্লান্ত করে দিয়েছে।

কিন্তু সুখবর হলো —
🌿 পরিবর্তন সম্ভব।
🌿 প্রশান্তি আপনার নাগালের মধ্যেই আছে।
🌿 শুধু দরকার একজন সঠিক শ্রোতা, যিনি মন খুলে শুনবেন এবং পথ দেখাবেন।

✨ভারতের বিখ্যাত Magical Mind Coach পার্থ প্রতীম পাল
এখন TRIKAYA-তে দিচ্ছেন
One-on-One Counselling & Talk Therapy,
২০০০ টাকার প্রতি সেশন শুধু মাত্র ত্রিকায়-এর জন্য ৬০০ টাকা!
৫০ মিনিট থেকে ৬০ মিনিট সময়।

🕊️ মনকে মুক্ত করুন উদ্বেগ, ভয় ও অনিদ্রা থেকে।
একটি নতুন শান্ত জীবনের পথে হাঁটুন আজ থেকেই।

📞 বুক করুন এখনই: 01777-013801
TRIKAYA — যেখানে শুরু হয় আপনার মানসিক পুনর্জন্ম।

আপনার জানা উত্তর কমেন্টে লিখুন।
19/10/2025

আপনার জানা উত্তর কমেন্টে লিখুন।

আজই ফ্রি অনলাইন যোগা ক্লাসে যোগ দিন! 🌿স্ট্রেস, ক্লান্তি আর মনোযোগহীনতা দূর করতে চাইলে—সময় এখন নিজেকে নতুনভাবে গড়ার!📅 আজ ...
16/10/2025

আজই ফ্রি অনলাইন যোগা ক্লাসে যোগ দিন! 🌿
স্ট্রেস, ক্লান্তি আর মনোযোগহীনতা দূর করতে চাইলে—
সময় এখন নিজেকে নতুনভাবে গড়ার!
📅 আজ | ১৬ অক্টোবর ২০২৫
🕖 সন্ধ্যা ৭:০০টা (বাংলাদেশ সময়)
আজকের ইয়োগা ট্রেইনারঃ
লিটন দে – আয়ুর্বেদিক ডাক্তার ও আন্তর্জাতিক যোগা ইন্সট্রাক্টর
🌼 শিখুন কীভাবে—
✔ শরীরের শক্তি ও নমনীয়তা বাড়াবেন
✔ মনকে প্রশান্ত রাখবেন
✔ আত্মবিশ্বাস ও ভারসাম্য ফিরিয়ে আনবেন
📞 01777-01 38 01
TriKaya – শরীর, মন ও আত্মার পরিপূর্ণ ভারসাম্য।
ইয়োগা ক্লাসে যুক্ত হতে এই লিংকে ক্লিক করে জয়েন করে থাকুন- https://chat.whatsapp.com/IS5tFnL4g1w2Ej4T0FLst6

আজকের ব্যস্ত জীবনে আমরা বাহ্যিক যত্ন নিচ্ছি ঠিকই, কিন্তু ভেতরের শান্তি হারিয়ে ফেলেছি।ফলাফল —মানসিক অশান্তি,হরমোনের ভারসা...
15/10/2025

আজকের ব্যস্ত জীবনে আমরা বাহ্যিক যত্ন নিচ্ছি ঠিকই, কিন্তু ভেতরের শান্তি হারিয়ে ফেলেছি।

ফলাফল —

মানসিক অশান্তি,
হরমোনের ভারসাম্যহীনতা,
ঘুমের সমস্যা,
স্ট্রেস, ক্লান্তি ও রোগপ্রবণতা।

ত্রিকায়া’র লক্ষ্য হলো ,আপনার ভেতরের সেই সামঞ্জস্যে ফিরিয়ে আনা
প্রকৃতি ও আপনার নিজের শরীরের সহজ নিয়মের মাধ্যমে।

ত্রিকায়া’র উদ্দেশ্যঃ

আয়ুর্বেদিক জ্ঞানের আলোয় মানুষকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা।
ইয়োগা ও মেডিটেশনের মাধ্যমে শরীর, মন ও আত্মার ভারসাম্য রক্ষা করা
রোগমুক্ত নয়, রোগ প্রতিরোধমূলক জীবনধারা গড়ে তোলা।দ
প্রতিটি মানুষকে সচেতন, শান্ত ও ইতিবাচক জীবনের পথে পরিচালিত করা।

নতুন পুরাতন সবার জন্য অনলাইনে যোগব্যায়াম।মানসিক শান্তি এবং সুস্থ জীবন এর জন্য।------------------------------------আপনি ক...
01/10/2025

নতুন পুরাতন সবার জন্য অনলাইনে যোগব্যায়াম।
মানসিক শান্তি এবং সুস্থ জীবন এর জন্য।
------------------------------------
আপনি কি এমন একটি ইয়োগা ক্লাসের খোঁজ করছেন যা আপনার শরীর ও মনকে সতেজ করে তুলবে? এবং যেটা আপনি আপনার বাসায় বসেই করতে পারবেন?

চিন্তা করবেন না, ইয়োগা-তে আপনি নতুন হলেও আমাদের ক্লাসে আপনাকে স্বাগত!

আমাদের কাছে সব স্তরের জন্য ক্লাস আছে। আপনার ইয়োগা যাত্রা শুরু করুন TriKaya -এর সাথে।

🧘 ইয়াগা বা যোগা বা যোগ ব্যায়াম কেন জরুরি?

# # শরীরের নমনীয়তা বাড়ে।

# # দৈনন্দিন মানসিক চাপ কমায়।

# # নিঃশ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এনার্জি বৃদ্ধি করে।
# # বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি মেলে ।

তাই আর দেরি না করে, ইয়োগার মাধ্যমে একটি সুস্থ ও শান্ত জীবন শুরু করুন!

✅ এখনই বুক করুন এবং আপনার ফ্রী ক্লাসের সিট কনফার্ম করুন!
📞 যোগাযোগ: 01777-013801

Free ইয়োগা ক্লাস করতে নিচের লিনহকে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হোন।
https://chat.whatsapp.com/IS5tFnL4g1w2Ej4T0FLst6?mode=ems_copy_t

Address

K-17, South Banasree
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when TriKaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram