16/07/2024
আলহামদুলিল্লাহ!!!
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ
উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান-নাসির।
অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।
আল্লাহপাক রব্বুল আলামীন এর অশেষ রহমতে সম্প্রতি অতিব জটিল ও ঝুঁকিপূর্ণ Modified Bentall Operation (Ascending Aorta, Aortic root & Aortic valve replacement with coronary buttoning) সার্জারি সম্পন্ন করি এবং পরবর্তীতে পরিপূর্ণ সুস্থতা নিয়ে রোগী (Diagnosed as Symptomatic Severe Calcific Aortic Stenosis with bicuspid aortic valve with Aortic root & Ascending Aortic Aneurysm with CKD ST-3A) হাসপাতাল ত্যাগ করে। বাংলাদেশে কার্ডিয়াক সার্জারিতে এমন অপারেশন সরকারি হাসপাতালেই যেখানে খুব একটা প্রচলিত না, সেখানে প্রাইভেট হাসপাতালে এই অপারেশন সফলভাবে সম্পন্ন করা আমার জন্য আল্লাহর এক অসীম করুনার প্রকাশ। কিছুদিন পূর্বে সিঙ্গাপুর থেকে মিনিম্যালী ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি এবং এওর্টিক সার্জারিতে সম্মানসূচক ফেলোশিপ ডিগ্রী অর্জন শেষে বাংলাদেশে এসে সেই উচ্চতর দক্ষতা প্রয়োগের এমন সুযোগ পাওয়ায় আল্লাহর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আজ আমার এমন সাফল্যে সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ প্রাপ্য রোগী ও তার পরিবার, যারা আমার উপর বিশ্বাস রেখেছিলেন। এই কর্মযজ্ঞ উদিয়মান কার্ডিয়াক সার্জন Dr Noor E Elahi Raju , এনেস্থিসিয়ার প্রফেসর ডাঃ এটিএম খলিল স্যার, ডাঃ আতিক, পারফিউশনিশট, নার্স, ওটি স্টাফ রবিন ও অন্যান্য, আইসিইউতে কর্মরত নার্স ও অন্যদের সহযোগিতা ছাড়া সম্ভবপর ছিলো না। আবশ্যক প্রানিধানযোগ্য আমার জীবনসনঙ্গী Dr Iram Shahzadi এর অনুপ্রেরণা, যা আমার এগিয়ে যাওয়ার মূল অনুঘটক। পাশাপাশি, আমার কার্ডিয়াক সার্জারির গুরু অধ্যাপক Dr Kamrul Hasan Milon স্যার ও আমার আরেক মেন্টর সহোযোগী অধ্যাপক Dr Sanjay Raha স্যারকে শ্রদ্ধা জানাই, যাদের হাতেই আমার কার্ডিয়াক সার্জারির হাতেখড়ি।
Aneurysm
Aneurysm
Aortic Valve
ডাঃ মোঃ সালাহ্উদ্দিন রহমান
এমবিবিএস (ডিএমসি), এমএস, এফসিপিএস, বিসিএস, এমআরসিএস (এডিনবার্গ; ইউকে), এফএসিএস (ইউএসএ), ক্লিনিক্যাল ফেলো ইন কার্ডিয়াক সার্জারি (এনইউএইচ; সিংগাপুর)