Dr. Farzana Ali - Mitu

Dr. Farzana Ali - Mitu Dr Farzana Ali
MBBS, FCPS, MCPS, DGO
DMUD(Ultra),CCD(Birdem hospital)
Assistant professor(Gynae & ob)

18/02/2025

এত বেশি মিসক্যারেজ কেন হচ্ছে আমাদের চারপাশে??

এই প্রশ্নের উত্তর আপনাদের অনেকের মত আমিও খুজেছি এবং বুঝতে পেরেছি, প্রশ্নের উত্তরটা এক কথায় দেয়া সম্ভব না।

মিসক্যারেজ বাড়ার সবচেয়ে বড় কারন হিসেবে আমি যে কারনটাকে নোটিস করেছি তা হল লো প্রজেস্টেরন বা শরীরে(রক্তে ও টিস্যুতে) প্রজেস্টেরন হরমোনের অভাব, অথবা, প্রজেস্টেরনের তুলনায় অতিরিক্ত পরিমান এস্ট্রোজেনের উপস্থিতি।

মেয়েদের প্রধান দুটো সেক্স হরমোন হচ্ছে এস্ট্রোজেন ও প্রজেস্টেরন।

এরমধ্যে প্রজেস্টেরনের মূল কাজ হল জরায়ুর লাইনিংটা ইনট্যাক্ট রেখে নিষিক্ত ডিম্বানু বা ভ্রুণকে জরায়ুর সাথে ধরে রাখা।

মেনোপজের আগ পর্যন্ত নারীদেহে রজঃচক্রের লুটিয়াল ফেইজে প্রজেস্টেরন উৎপাদন বাড়তে থাকে এবং এর মাধ্যমে শরীর নিশ্চিত করতে চায় যৌনতার মাধ্যমে কোন পরিপক্ক ডিম্বানু নিষিক্ত হলে তা যেন ভ্রুনে পরিনত হয়ে গর্ভধারন নিশ্চিত হয়। ওভুলেশনের সময়ে যদি পুরুষের বীর্যের মাধ্যমে নারীর ডিম্বানু নিষিক্ত হয় তখন মূলত ঐ নিষিক্ত ডিম্বানুই দ্রুত গর্ভাশয়কে প্রজেস্টেরন তৈরিতে উৎসাহিত করে।

এখন, আমি কয়েকটা লক্ষন তুলে ধরবো যা দেখলে আপনি সন্দেহ করবেন আপনার সম্ভবত লো প্রজেস্টেরন ইস্যু আছে।

১)অযথাই মাঝারি ধরনের মাথাব্যথা
২)যখন তখন বেশ ঘাম হওয়া, শরীর থেকে ভাপ বের হচ্ছে মনে হওয়া
৩)মেজাজ খিটখিটে থাকা
৪)প্রায়শই হতাশায় ভোগা, অল্পতেই খুব হতাশ হয়ে যাওয়া
৫)রাতে ভাল ঘুম না হওয়া
৬)দুর্বল স্মৃতিশক্তি
৭)কাজে ফোকাস করতে না পারা
৮)মাসিক একবার শুরু হলে চলতেই থাকা বা মাসব্যাপী স্পটিং হতে থাকা
৯)যৌনশক্তি-আকাঙ্ক্ষার অভাব
১০)পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম

এগুলো প্রজেস্টেরনের অভাবে ঘটে(সবসময়ই এগুলো প্রজেস্টেরনের অভাবে হয় না, কিন্তু প্রতি মাসের একটা বড় সময় ধরে এমন থাকলে মেয়েদের ক্ষেত্রে এটা ধরে নেয়া যেতে পারে যে তার প্রজেস্টেরন হরমোনের স্বল্পতা আছে) প্রতি মাসে মাসিকের আগের ৬-৭ দিন এমনটা থাকা অস্বাভাবিক নয়, কিন্তু ১০ দিনের বেশি এই লক্ষনগুলো থাকলে আপনাকে সাবধান থাকতে হবে।

প্রজেস্টেরনের স্বল্পতা মিসক্যারেজের একটা লিডিং কজ, বিশেষ করে আর্লি মিসক্যারেজের।

প্রজেস্টেরন স্বল্পতার ৮টি কারন এখানে আমি উল্লেখ করবো।

১)যথেষ্ট হেলদি ফ্যাটস না খাওয়া-প্রজেস্টেরন স্টেরয়েড হরমোন, হেলদি ফ্যাটস ছাড়া শরীর স্টেরয়েড হরমোন তৈরি করতে পারে না
২)সঠিক সময়ে না ঘুমানো-রাত ১০টা-১টার ডেল্টা স্লিপ ওয়েভটা মিস করেন যারা, প্রজেস্টেরন লো থাকার সম্ভাবনা তাদের বেশি।
৩)হাইপোথাইরয়েডিজম বা হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া থাকলে প্রজেস্টেরন কম থাকার সম্ভাবনা থাকে
৪)এনোভুলেশান-ডিম্বানু উৎপাদন না হওয়া
৫)সঠিক বয়সে স্বাস্থ্যকর যৌনতা শুরু না হওয়া(দেরিতে বিয়ে)
৬)অতিরিক্ত স্ট্রেস এবং ভিটামিন ডির অভাব
৭)টিনেজ বয়সে জিরো ফিগার হবার জন্য অনেকদিন ক্র‍্যাশ ডায়েটিং করা
৮)পিসিওএস বা পেরিমেনোজাল সিন্ড্রোম

যাদের এই ধরনের সমস্যা আছে তারা সন্তানধারনের পরিকল্পনা করার সময় অন্তত ৬-৮ মাস প্রস্তুতির সময় রাখবেন যে সময়ে আপনি আপনার প্রজেস্টেরন লেভেল বৃদ্ধি করবেন।

প্রজেস্টেরন লেভেল বৃদ্ধির কয়েকটি উপায় নিয়ে আমরা ধারাবাহিক ভাবে কিছু পোস্ট করবো শিগগিরই, ইনশা আল্লাহ।

আমরা চাই মিসক্যারেজের কষ্ট থেকে মুক্তি পাক নারীসমাজ,
আর না ভাঙ্গুক কারো মাতৃত্বের স্বপ্ন.

আলহামদুলিল্লাহ।। সফলভাবে আরও একটি জরায়ুর অপারেশন সম্পন্ন হল । রোগী  ১০০ কেজি ওজন, তিন মাস আগে এক পাশের কিডনি অপসারণ করা...
26/11/2024

আলহামদুলিল্লাহ।। সফলভাবে আরও একটি জরায়ুর অপারেশন সম্পন্ন হল । রোগী ১০০ কেজি ওজন, তিন মাস আগে এক পাশের কিডনি অপসারণ করা ছিল, রোগীর উচ্চ রক্তচাপ ,ডায়াবেটিকস,হাইপো থাইরয়েডিজম সহ বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এসেছিলেন। মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, মেডিসিন খেয়েও যখন কোন কিছুতেই কাজ হচ্ছিল না, বারংবার রক্ত দিতে হচ্ছিল তখন আমাদের জরায়ুর অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয় ।
আলহামদুলিল্লাহ, আলিফ জেনারেল হসপিটাল টঙ্গী গাজীপুর অপারেশন সম্পন্ন হয়।
ডক্টর ফারজান আলী ম্যাডাম ও তার দক্ষ টিম মেম্বাররা সফলভাবে অপারেশনটি করতে সক্ষম হয়। আলহামদুলিল্লাহ রোগী সম্পূর্ণভাবে সুস্থ আছে।

21/11/2024

আলহামদুলিল্লাহ সফলভাবে আরও একটি অপারেশন সম্পন্ন হল ।
রোগীর ডায়াগনোসিস ছিল PID with TO mass with Fibroid uterus with Endometriosis.. পূর্বে দুটি অপারেশন করা ছিল একটি সিজারিয়ান সেকশন , আরেকটি ওভারিয়ান টিউমার অপারেশন । এতগুলো প্যাথলজিকাল কন্ডিশন এবং পূর্বে দুটি অপারেশনের জন্য frozen pelvis.. অনেক বেশি Adhesion ছিল ।
আলহামদুলিল্লাহ, আলিফ জেনারেল হাসপাতাল, টঙ্গী গাজীপুর. ..Total abdominal Hysterectomy with left sided salpingoophorectomy.. রোগীর জরায়ু সহ তার বাম পাশের টিউব এবং ওভারি ফেলে দেওয়া হয়েছে ।অপারেশন টি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ রোগী এখন সুস্থ আছে। ।

মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং তীব্র পেটে ব্যথা নিয়েঅনেক রকম মেডিসিন এবং চিকিৎসা নেবার পরও যখন রোগী সুস্থ হতে পারছ...
09/07/2024

মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং তীব্র পেটে ব্যথা নিয়ে
অনেক রকম মেডিসিন এবং চিকিৎসা নেবার পরও যখন রোগী সুস্থ হতে পারছিল না ,
তখন সে আমাদের কাছে আসে ।আমরা‌ টিভিএস করে জরায়ুর এবং ডিম্বাশয় টিউমার সনাক্ত করি । অবশেষে ৪৫ বছরের এই নারীর ডিম্বাশয় এবং জরায়ুর টিউমার অপসারণ করতে সার্থক হয়েছি । আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে।

রোগী কথন :- আল্লাহর অশেষ রহমতে   ১৭ বছর বয়সী একজন রোগীর ডিম্বাশয় এর বড়  একটি প্যাঁচানো টিউমার (Twisted Dermoid Ovaria...
09/07/2024

রোগী কথন :-
আল্লাহর অশেষ রহমতে ১৭ বছর বয়সী একজন রোগীর ডিম্বাশয় এর বড় একটি প্যাঁচানো টিউমার (Twisted Dermoid Ovarian tumour) অপারেশন সার্থকভাবে করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ মেয়েটি সুস্থ হয়ে বাসায় ফিরতে পেরেছে।

01/07/2024
মধ্য বয়সী একজন নারী, বিভিন্ন ধরনের জরায়ু সমস্যা নিয়ে ভুগছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণ, বেশ কয়েকবার গর্ভপাত নিয়ে মানসিকভ...
21/04/2024

মধ্য বয়সী একজন নারী, বিভিন্ন ধরনের জরায়ু সমস্যা নিয়ে ভুগছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণ, বেশ কয়েকবার গর্ভপাত নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। কয়েকজন চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়ার পর তার জরায়ুতে একটি বড় এবং কয়েকটি ছোট টিউমার ধরা পড়ে । অবশেষে রোগী আমার উপর অপারেশন করাতে আস্থা রাখেন।
আলহামদুলিল্লাহ আমরা স্বল্প খরচে, সুন্দরভাবে কোন প্রকার জটিলতা ছাড়া সম্পূর্ণ টিউমার গুলো অপসারণ করতে সক্ষম হয়েছি। এখন রোগী সম্পূর্ণ সুস্থ আছেন।
সবার দোয়া কামনা করছি। ধন্যবাদ।

Happy women's day to All  Lovely 💕💖💕 women..
08/03/2024

Happy women's day to All Lovely 💕💖💕 women..

আলহামদুলিল্লাহ ।
21/02/2024

আলহামদুলিল্লাহ ।

21/02/2024

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Farzana Ali - Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Farzana Ali - Mitu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram