21/08/2022
"হিজামার উপকারিতার নেপথ্যে"
'হিজামা' এর আভিধানিক অর্থের প্রতি লক্ষ্য করলে জানা যায় যে, এর অর্থ হচ্ছে 'কমিয়ে আনা' বা 'মূল অবস্থায় ফিরিয়ে আনা'। যদি কেউ 'হিজামা' গ্রহণ করে, তাহলে সে রোগাক্রামণকে প্রতিহত করলো। অর্থাৎ রোগাক্রান্ত হওয়া থেকে তার শরীরকে বাঁচিয়ে রাখলো। আবার রোগাক্রান্ত লোক 'হিজামা' গ্রহণ করলে সে যেন তার স্বাভাবিক স্বাস্থ্যে ফিরে আসলো এবং নিজেকে সুস্থ রাখলো।
শরীরে রক্তের ধ্বংসপ্রাপ্ত কোষ ও অন্যান্য দূষিত পদার্থ নতুন নতুন কোষ উৎপাদন ব্যাহত করে এবং বিশ বছর বয়স থেকে এ-ই সকল ধ্বংসাবশেষ শরীরের শান্ত অংশসমূহে যেমন দ'কাধেঁর মধ্যবর্তী অংশে জড়ো হতে থাকে।
পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে এ-ই পুঞ্জিভূত ধ্বংসাবশেষ রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে এবং পরিশেষে রক্তকণিকার কাজকে স্থবির করে দেয়। ফলে শরীর ধীরে ধীরে দূর্বল হতে থাকে এবং বিভিন্ন ধরনের রোগের আক্রমণ সহজতর হয়।
তাই যখন কেউ 'হিজামা' গ্রহণ করে, তখন রক্ত প্রবাহ হতে রক্তের ধ্বংসাবশেষ সমূহ বিদূরিত হয়ে প্রবাহ সচল হয় এবং রক্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পাশাপাশি আরও একটি বিষয় হলো, রক্তের প্লাজমা কমে যাওয়ায় রক্তচাপও কিছুটা কমে যায়। ফলে নবীন RBC গুলো দ্রুত খাদ্যসার কোষে কোষে পৌঁছাতে শুরু করে। সেই সাথে কোষে উৎপাদিত দূষিত পদার্থসমূহ কোষ থেকে দূরীভূত করে।
এজন্যই তো রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "হিজামা" হচ্ছে সর্বোত্তম চিকিৎসা!
Cell No_01533663387
Hijama Health CARE