Dr. Md. Atiqur Rahman

Dr. Md. Atiqur Rahman আমি আমার মতনই
(1)

01/11/2025
01/11/2025

প্রিয় Kazi Jesin আপু, ক্ষমা করবেন। আমি ধরেই নিচ্ছি শেখ হাসিনা পৃথিবীর অত্যন্ত খারাপ মানুষ এবং অত্যন্ত নির্দয় শাসক। তবুও বলতে বাধ্য হচ্ছি, শেখ হাসিনা তো দূরের কথা তাসনীম জারার মতো সদ্যফোটা রাজনীতিবিদের ইন্টারভিউ নেওয়ার জন্যও যথেষ্ট প্রজ্ঞাবান বা যোগ্যতা সম্পন্ন নন আপনি। আপনার লেভেল ঐ চাটুকার প্রভাষ আমিন, ফারজানা রুপা, নাঈমুল ইসলাম, গোলাম মুর্তজা, শফিকুল আলম বা মাহাবুব মোর্শেদের লেভেলের। আপনার ইন্টারভিউ গুলো আমি নিয়মিত দেখি। আমার মতে এই গড়পড়তা সাংবাদিকতার লেভেল থেকে উপরে ওঠার জন্য যে অন্তর্দৃষ্টি, সাহস, যোগ্যতা আপনার থাকা প্রয়োজন আপনার সেটা নেই। হাসিনার মতো এতো বৃহৎ পার্সোনালিটির ইন্টারভিউ করার জন্য যে পরিমাণ কলিজা লাগে তা আপনার নেই। এটা শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্য। ধৈর্য্য থাকলে বাকি লেখাটুকুও পড়ুন, ব্যাখ্যা করছি।

১. সাংবাদিক বা গণমাধ্যম কর্মীকে সবচেয়ে বেশি সাহস দেখাতে হয় তার প্রতিকূল সময়ে। তবেই না সে সাংবাদিক। উদাহরণ হিসেবে আপনি তাসলিম খলিলকে রিড কর‍তে পারেন। আপনি হলেন অনুকূল সময়ে বিকশিত হওয়া সাংবাদিক। আওয়ামিলীগ আমলে যার কোনই ভয়েজ ছিলো না। থাকলেও তা যথেষ্ট শক্তিশালী ছিলো না। এমন একজন দুধভাত সাংবাদিককে শেখ হাসিনার মতো বর্ষীয়ান নেতা ইন্টারভিউ দিতে যাবেন কোন দু:খে? দুনিয়ায় কি সাংবাদিকের অভাব পরেছে? ভালো হয়েছে আপনি নিজে হাসিনার ইন্টারভিউ নেওয়ার ব্যপারে অনাগ্রহ প্রকাশ করেছেন। কারন যদি আগ্রহ প্রকাশ করতেন তাহলে এক জীবনে আপনার পক্ষে তা সম্ভবপর ছিলো না। হাসিনা ইজ বিয়ন্ড ইওর ক্যাপাসিটি।

এগেইন, আমি মোটেই বলছি না যে হাসিনা ভালো মানুষ বা খারাপ মানুষ। কিন্তু হাসিনা বড় মানুষ। সে এতোটাই বড় যে তাকে টাচ করা আপনার যোগ্যতার সীমা অতিক্রম করে যাবে।

আপনি মানেন আর না মানেন, খালেদ মহিউদ্দিনের সেই কলিজাটা আছে। আছে বলেই সে এই হাসটা দেখাইতে পারবেন। আপনি যে বললেন কোটি টাকা দিলেও আপনি হাসিনার ইন্টারভিউ করবেন না, সে থেকেই বোঝা যায় যে আপনার যোগ্যতা স্রেফ টাকা গোনা পর্যন্তই। এটা যে টাকার ম্যাটার নয়, সাহস ও কলিজার ম্যাটার সেটাই আপনার এন্টিনায় ধরা দেয়নি।

২. যেমন সাংবাদিকের কাজ নয় কোন রাজনৈতিক দল বা নেতাকে মহিমান্বিত করা, তেমনই সাংবাদিকের কাজ নয় কোন রাজনৈতিক নেতা বা দলকে বিদ্রুপ করা। দল মত নির্বিশেষে সাংবাদিকদের কাজ নির্মোহ ভাবে ব্যক্তি ও ঘটনাকে বিচার করে পাঠক বা দর্শকের সামনে তুলে ধরা। আপনি যখন কোন নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর ইন্টারভিউ নিতে অস্বীকৃতি জানান তখন আপনি সাংবাদিকতার মূল এসেন্স থেকেই বিচ্যুত হয়ে পরেন।

সাংবাদিকের কাজ নয় এটা বিচার করা যে কে ভালো, কে মন্দ। তার কাজ হলো তার অন্তর্দৃষ্টিকে শানিত করা, তার প্রশ্নকে তীরের ফলার মতো তীক্ষ্ণ করা এবং সেই তীর দিয়েই দুনিয়ার সকল ক্ষমতা, অপক্ষমতাকে ছিদ্র করে সত্য বের করে আনা। ইটস নট সো ইজি। সাংবাদিকের কাজ জাজমেন্টাল হওয়াও নয়, জাজমেন্ট পাস করাও নয়। জাজমেন্ট পাস করা আদালতের কাজ। ঠিক এই কারনেই খালেদ মহিউদ্দিন বলেন, "আমি কেউকে খুনি বলতে যাবো কেন? এই রায় তো আমি দেওয়ার কেউ না। এই রায় দিবেন আদালত"। খালেদ মহিউদ্দিনের যে স্থর সেটাও আপনার থেকে বহু উচ্চতায়।

৩. সাংবাদিকতার ভাষা আর রাজনীতির ভাষা এক নয়। ফ্যাসিস্ট, খুনি, মাফিয়া এগুলো রাজনীতির ভাষা। সেই রাজনীতির ভাষা থেকে কোন শব্দটিকে আপনি নির্মোহ ভাবে পিক & চুজ করতেছেন সেটাই সাংবাদিকতার পুলসিরাত। এনসিপি শেখ হাসিনার নামের আগে ফ্যাসিস্ট বসাইতে চায় এটা তার রাজনৈতিক এজেন্ডা। আওয়ামিলীগ শেখ হাসিনার নামের আগে জননেত্রী বসাইতে চায় এটা তাদের এজেন্ডা। কিন্তু সাংবাদিকের এজেন্ডা তো তা হওয়া উচিৎ নয়।

আপনি যখন রাজনৈতিক কর্মীদের মতো কারো নামের আগে;পরে এডজেক্টিভ বসিয়ে দেন তখনই বোঝা যায় সাংবাদিক হয়ে ওঠার বহু পথ আপনার বাকি। এডজেক্টিভ সংবাদকে বায়াজড করে, সাথে সাংদিককেও বায়াসড করে। এসব রাজনৈতিক এডজেক্টিভ উপেক্ষা করতে পাটাই যোগ্যতা। আপনার সেটা নাই।

৪. সাংবাদিকতার কাজ নয় আইন মেনে সাংবাদিকতা করা। খালেদ মহিউদ্দিন এটা জানে বলেই তিনি তিনি বলতে পারেন "হাসিনার ইন্টারভিউ নেওয়াটা আইনে কাভার না করলেও আমি নিতে চাই"। হাসিনার মতো এমন একজন মানুষের ইন্টারভিউ নিতে পারাটা, তাও এই সময়ে যে কোন সাংবাদিকের কেরিয়ারের জন্য মাইল ফলক। আপনি যে বললেন আপনাকে কোটি টাকা দিলেও ইন্টারভিউ নিবেন না, রূঢ় সত্য হলো আপনি কোটি টাকা দিলেও আপনার প্রডিউসার আপনাকে এই সুযোগটা দেবেন না। কারন তিনি নিশ্চয় জানেন যে হাসিনার ইন্টারভিউ নেওয়ার যোগ্য আপনি না। আপনার চ্যানেল আপনাকে এই সুযোগ দিয়ে কখনো সেই সুযোগটা মাটি করতে চাইবে না। দুনিয়ার সাংবাদিকতা যদি আইন মেনে চলতো তাহলে The Pentagon Papers, Wikileaks, Edward Snowden Leaks, Cambridge Analytica, বা বাংলাদেশের হাল আমলের নেত্র নিউজের আয়নাঘর নিউজ ব্রেক মানুষের চোখের সামনে আসতো না। বা আত্মগোপনে থাকা ওসামা বীন লাদেনের ইন্টারভিউও কোন সাংবাদিক করতো না।

মোদ্দা কথা হলো, সাংবাদিক বা উপস্থাপক হিসেবে আপনি মিডিওকার। আপনার কোন গার্টস নাই। যোগ্যতায় আপনি খালেদ মহিউদ্দিন থেকে বহু পিছে। তাই হাসিনার ইন্টারভিউ করার সুযোগকে আপনি টাকা দিয়ে মাপেন। আসলে এটা কলিজার বিষয়।

ধন্যবাদ।
সংগৃহিত

 # না, না, না
01/11/2025

# না, না, না

 ゚viralシalシ  ゚viralシviralシfypシ゚viralシalシ
31/10/2025

゚viralシalシ
゚viralシviralシfypシ゚viralシalシ

বিজ্ঞানীরা এমন এক বিস্ময়কর আবিষ্কার করেছেন যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ধরণ পরিবর্তন করে দিতে পারে। গবেষণায় দেখা গেছে, মৌমাছির বিষ (Honeybee venom) মাত্র ৬০ মিনিটেরও কম সময়ে ১০০% আক্রমণাত্মক স্তন ক্যান্সারের কোষ ধ্বংস করতে সক্ষম। এর মূল উপাদান হলো মেলিটিন (Melittin)—একটি প্রাকৃতিক যৌগ যা মৌমাছির বিষে পাওয়া যায়। এটি ক্যান্সার কোষের ঝিল্লিতে ছিদ্র তৈরি করে তাদের আক্রমণ করে, অথচ বেশিরভাগ সুস্থ কোষ অক্ষত থাকে।

এই আবিষ্কার চিকিৎসা মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এমন উপায় খুঁজছিলেন যাতে ক্যান্সার কোষ ধ্বংস করা যায় কিন্তু আশেপাশের সুস্থ টিস্যুর ক্ষতি না হয়। মৌমাছির বিষ হয়তো সেই প্রাকৃতিক ও নিখুঁত সমাধান এনে দিতে পারে—যা সরাসরি প্রকৃতি থেকেই এসেছে।

প্রায়োগিক পরীক্ষায় দেখা গেছে, মেলিটিন খুব দ্রুত কাজ করে, ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে দেয় এবং বিশেষ করে ট্রিপল-নেগেটিভ স্তন ক্যান্সার (সবচেয়ে কঠিন ধরনের ক্যান্সার) এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। যদিও গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে, তবুও ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক এবং ভবিষ্যতে নতুন, কম আক্রমণাত্মক চিকিৎসার পথ খুলে দিতে পারে।

একটি ছোট্ট পতঙ্গের মধ্যে এত শক্তিশালী নিরাময়ের সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে—এটি যেমন বিস্ময়কর, তেমনি অনুপ্রেরণাদায়ক। মৌমাছি শুধু আমাদের পরিবেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং অসংখ্য জীবন বাঁচানোর চাবিকাঠিও বহন করতে পারে।

আমরা যে চিকিৎসার সন্ধান করছিলাম, হয়তো তা আমাদের চারপাশে ভনভন করে উড়েই বেড়াচ্ছিল।

31/10/2025

না

31/10/2025
বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ; অথচ তারওসংসার টিকে নাই, ডি'ভো'র্স হয়ে গেছে_____________অথচ তারও সংসার টিকে নাই, ডি'ভো'র্স হ...
28/10/2025

বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ; অথচ তারও
সংসার টিকে নাই, ডি'ভো'র্স হয়ে গেছে
_____________
অথচ তারও সংসার টিকে নাই, ডি'ভো'র্স হয়ে গেছে। হাজবেন্ড বিশ্বখ্যাত হলিউড অভিনেতা জনি ডেপের সাথে বনাবনি হয়নি!

বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ– অ্যাম্বার হার্ড! গ্রীক গোল্ডেন রেশিও অনুযায়ী, তার মুখের গঠন নিখুঁতভাবে পারফেক্ট।”

এটা আংশিক সত্য তবে কিছু ব্যাখ্যার প্রয়োজন..

২০১৬ সালে লন্ডনের একজন কসমেটিক সার্জন Dr. Julian De Silva এক গবেষণায় মুখের সৌন্দর্য বিচার করতে "Golden Ratio" (Phi = 1.618) ব্যবহার করেছিলেন। এই মাপকাঠিতে তিনি কিছু সেলিব্রিটির মুখ বিশ্লেষণ করেন এবং তার গবেষণায়: Amber Heard -এর মুখ 91.85% গোল্ডেন রেশিওর সঙ্গে মিলে গেছে।

সে অনুযায়ী তাকে বলা হয় “scientifically most beautiful face” among celebrities tested.

ভ্রান্ত বা অতিরঞ্জিত অংশ:

১. এই গবেষণা সারা বিশ্বের বা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কোন একমাত্র সত্য নয়। এটি একটি ব্যক্তিগত গবেষণা, একটি নির্দিষ্ট স্কেল অনুযায়ী করা।

২. বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ" বলা বেশ সাবজেক্টিভ– সৌন্দর্য নানা সংস্কৃতি, রুচি, ও দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে।

৩. এই ধরনের গবেষণা মূলত জনপ্রিয়তার ভিত্তিতে করা হয় এবং সবসময় বৈজ্ঞানিক কঠোরতা বজায় রাখে না।

Amber Heard -এর মুখ সত্যিই গোল্ডেন রেশিওর অনুযায়ী বেশ "সিমেট্রিক" (সামঞ্জস্যপূর্ণ)। তবে তাকে “বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ” বলা সম্পূর্ণ বৈজ্ঞানিক সত্য নয়, বরং এক বিশেষ দৃষ্টিভঙ্গি বা গবেষণার ফল।

Source: Times of India –Golden Ratio beauty list.

সংগৃহিত

21/07/2025
21/07/2025

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত এই শিশুটিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এখন পর্যন্ত তার কোনো পরিচিত বা অভিভাবক খুঁজে পাওয়া যায়নি।

যদি কেউ চিনে থাকেন বা তার পরিবার বা স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে এই নম্বরে দ্রুত যোগাযোগ করতে বলুন:
01811-696033

28/08/2024

আমরা ছিলাম "গর্ধভ টাইপ" ছাএ/ছাএী।শিক্ষকদের বেতের বাড়ি আর বকা খেয়ে বড় হয়েছি আলহামদুলিল্লাহ ❤️।
বর্তমানে ছাত্রছাত্রীরা হচ্ছে অসাধারন মেধাবী, তারা কেন শিক্ষকদের মার খাবে???
তারা শিক্ষকদেরকে মারবে, বহিষ্কার করাবে😭

Address

Dhaka
1711

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Atiqur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Atiqur Rahman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category