Oxygen Pharma

Oxygen Pharma Medicine home delivery, Doctor Appointment All kinds of medicine are available here

অ্যান্টিবায়োটিক কোনো মিষ্টি ট্যাবলেট নয়!আজকাল বাবা-মায়েরা সামান্য সর্দি-কাশি বা জ্বর হলেই পাশের বাসার ভাই/ভাবীর কথায় বাচ...
16/08/2025

অ্যান্টিবায়োটিক কোনো মিষ্টি ট্যাবলেট নয়!
আজকাল বাবা-মায়েরা সামান্য সর্দি-কাশি বা জ্বর হলেই পাশের বাসার ভাই/ভাবীর কথায় বাচ্চাদের অ্যান্টিবায়োটিক খাইয়ে দিচ্ছেন!

👉 এতে রোগ ভালো হয় না, বরং শিশুর শরীরে তৈরি হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স।
👉 ভুল ডোজে বা অযথা দিলে হতে পারে অ্যালার্জি, ডায়রিয়া, কিডনি-লিভারের ক্ষতি।

💡 মনে রাখবেন:
অ্যান্টিবায়োটিক কেবল ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত।
নিজের ইচ্ছায় নয়, অন্যের পরামর্শেও নয়।

21/07/2025
🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬প্রাথমিক ভাবে ধারণা করা হয় 🔹 জ্বর বা ইনফেক...
17/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন।

ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজাসফলতা আসলে এক কোমল আলো—যার তাপ নেই, কিন্তু উজ্জ্বলতা আছে। আমরা সবাই সেই আলো পেতে চা...
05/07/2025

ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজা

সফলতা আসলে এক কোমল আলো—যার তাপ নেই, কিন্তু উজ্জ্বলতা আছে। আমরা সবাই সেই আলো পেতে চাই, কিন্তু খুব কম মানুষই তার উৎসের দিকে হাঁটতে রাজি। কারণ সেই পথটা সহজ নয়। পথের পাশে কাঁটা, মাঝে মাঝে ঘোর অন্ধকার, সামনে বাতাসের ঝাপটা।

মানুষ চায় জিততে, কিন্তু জয়ের আগেই হেরে যাওয়ার ভয় তাকে দুর্বল করে তোলে। আমরা ভুল ভাবি, যে ভুল করে না, সোজা চলে, তারাই সফল হয়। অথচ প্রকৃতি নিজেই বলছে—বীজকে মাটি ফুঁড়ে না উঠলে সে কখনো গাছ হয় না, ফুল ফোটায় না।

জীবনে একবার না একবার, কেউ না কেউ হোঁচট খায়। চাকরিতে রিজেকশন, সম্পর্কের ভাঙন, স্বপ্নভরা ব্যবসায়ের ধ্বস—সবই ব্যর্থতার অংশ। কিন্তু ক’জন সেই ধ্বংসের নিচ থেকে নিজেকে টেনে তোলে?

যে মানুষ হেরে গিয়েও উঠে দাঁড়ায়, ব্যর্থতার গ্লানি পেরিয়ে হাসে, সেই মানুষই ইতিহাস গড়ে। ব্যর্থতা তাকে কঠিন করে না, বরং কোমল করে তোলে, গভীর করে তোলে তার চিন্তাকে, দৃঢ় করে তোলে তার সিদ্ধান্তকে।

এডিসনের আলো জ্বালানোর গল্প আমরা জানি, কিন্তু তার রাতের অন্ধকারগুলো আমরা দেখিনি।
তিনি আমাদের শিখিয়েছেন—“ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, বরং নতুনভাবে শেখা।”

প্রতিটি ব্যর্থতা যেন একেকটি আয়না—যেখানে আমরা নিজের সত্যিকারের চেহারাটা দেখি। এই আয়নায় নিজেকে চিনতে পারলে তবেই শুরু হয় সাফল্যের সত্যিকার যাত্রা।

তাই আজ যদি হেরে যান, ভয় পাবেন না। নিজেকে বলুন—
"এই হেরে যাওয়া, হয়তো আমার জয়ের পথে সবচেয়ে প্রয়োজনীয় অধ্যায়।"

কারণ, যে ব্যর্থতা গ্রহণ করতে জানে, সেই একদিন এমন আলোয় দাঁড়ায়, যেটা চোখে লাগে অন্যদের।
আর নিজের মধ্যে যে আলো জ্বালাতে পারে, তার সামনে পৃথিবীর সমস্ত অন্ধকার নত হয়।

05/07/2025

জার্মানি থেকে আমদানিকৃত অথেন্টিক এবং সুস্বাদু স্বাদের। এখন Oxygen Pharma তে এভেইলেবল।

Mosquito repellent cream
03/07/2025

Mosquito repellent cream

01/07/2025

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian

30/06/2025

A Healthy Breakfast for your family.

আপনি কি জানেন, এমন কিছু খাবার আছে যেগুলো শুধু পেট ভরায় না, বরং শরীরের ইমিউন সিস্টেমকে করে আরও শক্তিশালী? এখনকার দিনে এমন...
30/06/2025

আপনি কি জানেন, এমন কিছু খাবার আছে যেগুলো শুধু পেট ভরায় না, বরং শরীরের ইমিউন সিস্টেমকে করে আরও শক্তিশালী?

এখনকার দিনে এমন একজন প্রাপ্তবয়স্ক মানুষ খুঁজে পাওয়া কঠিন, যার
❌ লিপিড বা ট্রাইগ্লিসারাইড (TG) বেড়ে যায়নি,
❌ গাট হেলথ (পেটের উপকারি ব্যাকটেরিয়া) কমে যায়নি
❌ কিংবা ব্লাড সুগার নিয়ন্ত্রণের বাইরে না।

🍀 কেন এমন হচ্ছে?
কারণ আমরা দিনে দিনে হারিয়ে ফেলছি প্রাকৃতিক, কার্যকরী ফাইবার — যার অন্যতম নাম বেটা-গ্লুকান।

🍀 বেটা-গ্লুকান কী করে?
🔹 রক্তের খারাপ কোলেস্টেরল (LDL) ৫-১০% পর্যন্ত কমায়
🔹 খাবার পর রক্তে শর্করার বাড়া ধীরে করে — ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
🔹 ইমিউন সিস্টেমকে করে আরও সক্রিয়
🔹 প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার খাবার — gut microbiome ভালো রাখে

হোল গ্রেন বা হাই ফাইবার ফুড মানেই বেটা-গ্লুকান বেশি ব্যাপারটা এমন না। যেমন ব্রাউন রাইস, কিনোয়া বা হল হুইট কোনটাতে তেমন বেটা-গ্লুকান নাই।

✅ ওটস (Oats) – ৪-৫% বেটা-গ্লুকান
✅ যব (Barley) – ৩-৮% বেটা-গ্লুকান
✅ মাশরুম (Reishi, Shiitake) – বেটা-গ্লুকানের দারুণ উৎস

তাই বেটা-গ্লুকানের জন্য প্রতিদিনের খাবারে রোল্ড ওটস বা যবের আটার রুটি বা ছাতু রাখুন।

২০২৫ সালে ইতোমধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪১ জন, আক্রান্ত হয়েছেন ৯,৪৮৪ জন*! এখনই সময় সতর্ক হওয়ার।✅ জমে থাকা পানি অপসার...
29/06/2025

২০২৫ সালে ইতোমধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪১ জন, আক্রান্ত হয়েছেন ৯,৪৮৪ জন*!

এখনই সময় সতর্ক হওয়ার।

✅ জমে থাকা পানি অপসারণ করুন
✅ বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন
✅ জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন

আপনার সচেতনতা বাঁচাতে পারে একটি জীবন।

Address

28/6, Pallabi, Mirpur
Dhaka
1216

Telephone

+8801886325861

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oxygen Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Oxygen Pharma:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram