Gulsan Ara Zahid Orthopaedic Center Dhaka

Gulsan Ara Zahid Orthopaedic Center Dhaka A trusted place for finding the solution of your orthopaedic problems.

20/08/2025
ভাইপারনামা। সরাসরি কথা হল:১. রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সহ আরো তিনটা অতি বিষধর সাপের বিষ প্রতিষেধক (পলিভ্যালেন্ট অ্যান্টি...
22/06/2024

ভাইপারনামা।

সরাসরি কথা হল:

১. রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সহ আরো তিনটা অতি বিষধর সাপের বিষ প্রতিষেধক (পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম) বাংলাদেশে আছে, আছে, আছে। অনেক উপজেলা লেভেলেই আছে৷ অ্যান্টিভেনম শুধু রাসেল ভাইপারই নয় গোখরা, কেউটে এদের বিষের বিরুদ্ধেও কার্যকর।

২. অ্যান্টিভেনমের কার্যকারিতা ২০% বলে যা ছড়ানো হচ্ছে সেটার ভিত্তি জানা নাই। কেউ জানালে উপকৃত হব। তবে আমার জানামতে বিষ প্রতিষেধক বেশ কার্যকর।

৩. রাসেল ভাইপার নাকি মানুষ দেখলে তাড়া করে কামড়ায়। সম্পূর্ণ মিথ্যা তথ্য। এরা অলস প্রকৃতির। অন্যান্য সাপের মতই কেবল কোন বিপদ টের পেলে এরা আগ্রাসী হয়ে ওঠে। তবে অপ্রাপ্তবয়স্ক সাপেরা একটু কম অলস হয়ে থাকে।

৪. সমানে বাচ্চা পয়দা করে। এটা অতিরঞ্জন কিন্তু খুব বেশি না। এই প্রজাতির সাপ অন্যান্য বিষধর সাপের তুলনায় বেশি বাচ্চা দেয়।

৫. এই সাপের বিষের ধরন ৫-৬ ধরণের। ভুল তথ্য। এই সাপের বিষ মূলত হিমোটক্সিক, মানে রক্তে বিষ্ক্রিয়াকারী, তবে নিউরোটক্সিক( মস্তিষ্কে বিষক্রিয়াকারী) বিষও আছে। কাজেই দুই ধরণের।

৬. বন্যার পানিতে নাকি সারাদেশ ছড়ায়ে যাবে। আমার সাধারণ বুদ্ধি বলে পানিতে সাঁতরায়ে এখানে সেখানে যেতে চাইলে বন্যার পানি লাগবে কেন? নদী আছে, মন চাইলে নদী দিয়েই যেতে পারে। এই সাপ থাকে শুকনায় ; খেত, ঝোপ, আবাদী জমিতে যেখানে প্রচুর ইঁদুরজাতীয় প্রাণী পাওয়া যায়। বন্যায় সাপ শুকনো যায়গা খুঁজবে। কাজেই বাড়ি ইঁদুরমুক্ত রাখুন।

৭. 'এই সাপের কোন অবদান নাই।' অম্লমধুর হলেও সত্য, এই সাপের বিষ দিয়ে বিরল রোগ ধরার টেস্ট করা হয়।

এই সাপের কামড়ে অধিক মৃত্যু হারের মূল কারণ কী তাহলে?

শুধু এই সাপ নয়, যেকোন বিষধর সাপের কামড়ে মৃত্যুর সম্ভাবনা বেশি হবার মূল কারণ ওঝা, কবিরাজের কাছে ঘুরাঘুরি করে শেষে অবস্থা খারাপ করে হাসপাতালে যাওয়া। মোট কথা দেরিতে চিকিৎসা শুরু করা।

আতঙ্কিত হব না?

না। সাবধান হোন। অতি বিষধর রাসেল ভাইপারের চেয়ে বিষাক্ত সাপ (গোখরা, কেউটে) আপনার আশেপাশে এমনকি বাড়িতেই থাকে।
ক। বাড়ি ইঁদুরমুক্ত রাখুন।
খ। আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন।
গ।বাড়িতে পর্যাপ্ত লাইটিং করুন রাতের বেলা।
ঘ। রাতেরবেলা খেত খামারের আশেপাশে ঘুরাঘুরি করবেন না।
ঙ। মশারী টাঙাবেন।

কামড় দিয়েই ফেলল। কী করব?

শুধু রাসেল ভাইপারই নয়, যেকোন বিষধর / অবিষধর সাপ কামড় দিলে যায়গাটা অচল ( immobilise) করে সোজা নিকটস্থ হাসপাতালে যাবেন। কারো কথায় কান দিবেন না। কোন সাপে কামড় দিয়েছে নিশ্চিত হতে পারলে ভাল, না পারলেও সমস্যা নাই।

পরিশেষেঃ
অ্যান্টিভনম নিয়ে অনেকের আতঙ্ক আছে।
অ্যান্টিভেনম নিরাপদ। এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে তবে প্রাণঘাতী নয়৷

জনসচেতনতায়:
ডক্টর'স জোন
শের এ বাংলা রোড,রায়ের বাজার,পশ্চিম ধানমন্ডি,(সুলতানগন্জ ছাতা মসজিদের বিপরীতে),ঢাকা।
যোগাযোগ:01312393552

Address

Dhaka

Telephone

+8801754393552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gulsan Ara Zahid Orthopaedic Center Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Gulsan Ara Zahid Orthopaedic Center Dhaka:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category