Asthma Cure

Asthma Cure ❌ হাঁপানি ও শ্বাসকষ্টে পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত মেডিসিন এবং ইনহেলার কে না বলুন।

31/08/2023

কেমন হয় যদি শ্বাসকষ্ট বা হাঁপানি রোগীদের ৭-১০ দিনে ইনহেলার থেকে মুক্তি মিলে রেগুলার ৬ মাস থেকে ১ বছর সেবনে চিরতরে মুক্তি মিলে।“

28/08/2023

৭ থেকে ১০ দিনে ইনহেলার থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ।

আলহামদুলিল্লাহ।
28/08/2023

আলহামদুলিল্লাহ।

কেন আমাদের থেকে অ্যাজমা কিউর নিবেন?১। যারা  #ইনহেলার ব্যবহার করেন -তারা প্রথম সপ্তাহ অ্যাজমা কিউর সেবন করার পর থেকেই ইনহ...
26/08/2023

কেন আমাদের থেকে অ্যাজমা কিউর নিবেন?
১। যারা #ইনহেলার ব্যবহার করেন -তারা প্রথম সপ্তাহ অ্যাজমা কিউর সেবন করার পর থেকেই ইনহেলার পরিপূর্ণ পরিত্যাগ করতে পারবেন ইনশাল্লাহ।
২।নতুন এবং পুরাতন সকল ধরনের #অ্যাজমা #হাঁপানি ও #শ্বাসকষ্টে দুর্দান্ত পজিটিভ ফিডব্যাক
৩।ইহা শ্বসনতন্ত্রের শক্তি ও কার্য ক্ষমতা বৃদ্ধি করে।
৪।গলা ব্যথা এবং টনসিলের ব্যথা উপশম করে।
৫।শ্বাসনালীর প্রদাহ স্বরভঙ্গ ইনফ্লুয়েঞ্জা দ্রুত নিরাময় করে।
৬।যাদের শ্বাস গ্রহণের সময় কষ্ট হয় শ্বাসনালী বন্ধ হওয়ার আশঙ্কা বা উপক্রম দেখা দেয় তাদের জন্য চূড়ান্ত ভাবে দ্রুত পজেটিভ কাজ করে।
৭।ঠান্ডা সর্দি কাশি ও গলা ব্যথা নিরাময়েও অত্যন্ত পজেটিভ কাজ করে।
যারা 20-30 বছর যাবত অথবা আরও অধিক সময় ধরে হাঁপানি এবং শ্বাসকষ্ট কষ্ট অনুভব করে আসতেছেন,,,,
তাদের প্রাকৃতিক নিরাপদ নির্ভরযোগ্য এবং স্থায়ীভাবে শ্বাসকষ্ট নিরাময়ে চমৎকার একটি প্রাকৃতিক ঔষধ।

26/08/2023
অ্যাজমা, শ্বাসকষ্ট বা হাঁপানি স্বভাব ঃ1.হাপানী একটি কষ্টদায়ক দীর্ঘমেয়াদী রোগ।2.এটি এমন একটি শ্বাসকষ্ট দায়ক রোগ, যেখানে শ...
26/08/2023

অ্যাজমা, শ্বাসকষ্ট বা হাঁপানি স্বভাব ঃ
1.হাপানী একটি কষ্টদায়ক দীর্ঘমেয়াদী রোগ।
2.এটি এমন একটি শ্বাসকষ্ট দায়ক রোগ, যেখানে শ্বাস যন্ত্রের সংকোচনের জন্য রোগী নিঃশ্বাস নিতে এবং ফেলতে খুবই কষ্ট পায়।
3.রোগী শ্বাস গ্রহন করার চাইতে শ্বাস ফেলতে বেশী কষ্ট পায় ফলে রক্ত সংবহনে ব্যাঘাত ঘটে।
4.হাপানী রোগে ফুসফুসের বায়ুনালী গুলো সংকুচিত বা খিচা হয়ে যায় এবং বায়ুনালী গুলো আবর্জনা দ্বারা রুদ্ধ হয়ে যায়।
5.ফলে শ্বাস গ্রহন এবং শ্বাস ত্যাগের সময় প্রবল কষ্ট হয়।
6.বাতাস পরিমাণমতো ফুসফুসে প্রবেশ করতে না পারলে দেহে তখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। সহজে দেহস্থিত বাতাস কে ফুসফুস বাহির করতে পারে না, তাই দেহে কার্বনডাই-অক্সাইড বেড়ে যায় এবং তাহা রক্তে মিশে, রক্তের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায়।
7.আর মনব দেহের জন্য এ দুটুই ক্ষতিকর।

কেন অ্যাজমা, শ্বাসকষ্ট বা হাঁপানি হয় ???১।দেহে ফুসফুস সব সময় সংবেদনশীল থাকা২।উওেজক বস্তু/ অবাঞ্ছিত রক্ত বিশেষ এলার্জি ফু...
26/08/2023

কেন অ্যাজমা, শ্বাসকষ্ট বা হাঁপানি হয় ???
১।দেহে ফুসফুস সব সময় সংবেদনশীল থাকা
২।উওেজক বস্তু/ অবাঞ্ছিত রক্ত বিশেষ এলার্জি ফুসফুসের কাছে আসলে ৩।ফুসফুস সংবেদনশীল হয়ে খিচে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।
৪।রক্তে ইয়োসিনোফিল বৃদ্ধি পাওয়া
৫।পুরাতন ব্রংকাইটিস রোগে ভোগা
৬।কফ সর্দি কাশি ইত্যাদি রোগের সুচিকিৎসা না হওয়া
৭।বংশগত কারনেও এ রোগ হয়।
৮।ঘাস/ ফুলের রেণু/ ধুলাবালি / লেপ তোশক / বালিশ কার্পেট ইত্যাদিতে থাকা আবর্জনা/ ময়লা এবং তথায় বসবাস কারী এক প্রকার জীবাণু এর মাধ্যমেও ফুসফুসে পৌঁছে এ রোগ হয়।
৯।বিড়ি সিগারেট / কল কারখানার ধূয়া/ ঠান্ডা খাদ্য ও পানীয়/ ঠান্ডা বাতাস।

Address

Demra
Dhaka
1361

Telephone

+8801841193016

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asthma Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram