26/10/2025
সতর্ক হোন!!! সতর্ক হোন!!!
এটি স্তন ক্যান্সারে আক্রান্ত একজন পুরুষের ছবি।
স্তন ক্যান্সার যে শুধু মহিলাদের হয়ে তা নয়। পুরুষরাও স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে।
স্তন ক্যান্সারে ১ শতাংশের কম পুরুষ আক্রান্ত হয়।তবে যারা আক্রান্ত হয়ে তাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়। বেশিরভাগ স্তন ক্যান্সারের রুগি ৫০ বছরের পরে
আক্রান্ত হয়।
লক্ষন :
⇨ স্তনে ব্যাথাবিহীন পিন্ড দেখা দেওয়া।
⇨স্তনের নিপল দিয়ে তরল পদার্থ বের হওয়া।
⇨স্তনের আশেপাশে গরতের মতো হওয়া।
⇨স্তন বা স্তনের ত্বক মলিন হওয়া।