Life Care Homeo Laboratories

Life Care Homeo Laboratories Best Homeopathy Laboratories in Bangladesh

02/10/2025
01/10/2025

দুরুদ শরীফ পড়ার অপার ফজিলত

চারটি বিষয় মাথায় রেখে দুরুদ শরীফ পড়ুন,
আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনার নাম জানেন!

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর যখন আপনি দুরুদ পাঠ করেন, তখন একজন বিশেষ ফেরেশতা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এই দুরুদের সংবাদ পৌঁছে দেন।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছায়।"
(সুনান আবু দাউদ, হাদিস: ২০৪২; মুসনাদ আহমদ: ১০৫৯৪)

অন্য হাদিসে এসেছে,
"তোমাদের দুরুদ ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম উল্লেখ করে।"
(মুসনাদ আহমদ: ১৬৩০৩, সহিহ ইবনে হিব্বান: ৯১০, হাদিস সহিহ)

২) একবার দুরুদ পড়লে আল্লাহ দশগুণ রহমত বর্ষণ করেন!

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:
"যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন।"
(সুনান আন-নাসায়ি: ১২৯৭, সহিহ ইবনে হিব্বান: ৯০৮, সহিহ হাদিস)

আর আল্লাহ তাআলা কুরআনে বলেন:
"নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে বিশ্বাসীগণ! তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো।"
(সুরা আল-আহযাব: ৫৬)

৩) দুরুদ শরীফ সমস্যার সমাধান এনে দেয়

যে ব্যক্তি দুরুদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন, এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে।

হাদিসে এসেছে,
"তোমাদের সমস্যার সমাধান ও গুমাহ মাফের জন্য দুরুদকে অধিক পরিমাণে নিজের উপর আবশ্যক করো।"
(সুনান আত-তিরমিজি: ২৩৮১, সহিহ হাদিস)

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বলল:
"হে আল্লাহর রাসূল! আমি আমার দোয়ার একাংশকে আপনার জন্য দুরুদে নির্ধারণ করেছি।"
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন:
"তাহলে তোমার চিন্তা-ভাবনা থেকে দুঃখ-কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে।"
(সুনান আত-তিরমিজি: ২৪৫৭, সহিহ হাদিস)

৪) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছেন

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন!

18/09/2025

হজমের সমস্যা , বাড়তি ওজন, পেট ব্যথা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, গলার সমস্যা সমাধানে এবং রক্ত চলাচল নিয়ন্ত্রণ করতে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন।

12/09/2025

জুম্মা মোবারক
আল্লাহ্‌ আজকের এই বরকতময় দিনে আপনার দোয়া কবুল করুন, দুঃখ কষ্ট দূর করুন এবং রহমতের ছায়ায় রাখুন। 🤲

🔥 দু°র্বল আর অ°ক্ষমতাকে বিদায় জানান! 🔥👉 স°ময় কম দাঁড়ায়?👉 শক্ত থাকে না?👉 বী°র্য পা°তলা?👉 দা°ম্পত্য জীবনে অশান্তি?✅ সমাধান...
04/09/2025

🔥 দু°র্বল আর অ°ক্ষমতাকে বিদায় জানান! 🔥

👉 স°ময় কম দাঁড়ায়?
👉 শক্ত থাকে না?
👉 বী°র্য পা°তলা?
👉 দা°ম্পত্য জীবনে অশান্তি?

✅ সমাধান এখন হাতের নাগালেই!
MH 16 - 450 ml সিরাপ
🩸যৌ°ন ও স্নায়বিক দুর্বলতার জন্য পরীক্ষিত মে°ডিসিন

✨ উপকারিতাঃ
✔ দা°ম্পত্য স°ময় বাড়ায়
✔ পু°রুষত্বে আনে দৃঢ়তা
✔ বী°র্যের ঘনত্ব ও পরিমাণ বৃদ্ধি করে
✔ দীর্ঘমেয়াদী শক্তি যোগায়
✔ সাইড ইফেক্ট মুক্ত ও নিরাপদ

📲 এখনই অর্ডার করুন
☎️ 01968-985371

⚡ আত্মবিশ্বাস ফিরে পান – জীবন হোক শক্তিশালী⚡

💪✨ ওজন না বাড়ায় চিন্তায় আছেন? ✨💪👉 অনেক খাচ্ছেন, তবুও শরীরে মাংস হচ্ছে না?👉 চিকন শরীর নিয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন?👉 সবার স...
04/09/2025

💪✨ ওজন না বাড়ায় চিন্তায় আছেন? ✨💪

👉 অনেক খাচ্ছেন, তবুও শরীরে মাংস হচ্ছে না?
👉 চিকন শরীর নিয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন?
👉 সবার সামনে নিজেকে ছোট মনে হয়?

✅ সমাধান একটাই – আমাদের Weight Gain Package
নিরাপদ, ভেষজ উপাদানে তৈরি – কোনো সাইড ইফেক্ট নেই!

📦 প্যাকেজ সমূহঃ

1️⃣ প্যাকেজ – 01 👉 ২–৪ কেজি ওজন বৃদ্ধির জন্য
2️⃣ প্যাকেজ – 02 👉 ৫–৭ কেজি পর্যন্ত ওজন বৃদ্ধির জন্য
3️⃣ প্যাকেজ – 03 👉 ৮–১০ কেজি পর্যন্ত ওজন বৃদ্ধির জন্য

💡 ১০০% প্রাকৃতিক ও হোমিও সমন্বয়ে তৈরি
💡 শরীর হবে সুস্থ, সবল ও আকর্ষণীয়
💡 খাওয়ার রুচি বাড়াবে, হজম শক্তি উন্নত করবে
💡 মাংসপেশি ও ফ্যাটের সঠিক ভারসাম্য বজায় রাখবে

📲 এখনই অর্ডার করুন –
☎️ 01968-985371
👉 হোম ডেলিভারি সার্ভিস রয়েছে

✨ চিকন শরীরকে বলুন বিদায় – সুস্থ সুন্দর দেহ গড়ুন স্বাভাবিকভাবে! ✨

04/09/2025

দ্রুত বীর্যপাত থেকে রেহাই পেতে ধর্ম চর্চার পাশাপাশি ০৩টি খাবার গুরুত্বপূর্ণ:
✅ আদা ও মধু
✅ ডিম,
✅কাজু বাদাম / কাঠ বাদাম,

02/09/2025

🟦🟦কখন বুঝবেন থাইরয়েড হরমোন ঠিক মতো কাজ করছে না???

*হঠাৎ করে ওজন বেড়ে বা কমে গেলে।
*খাবার গিলতে অসুবিধা হলে।
*গলায় বা ঘাড়ে হঠাৎ করে ব্যাথা অনুভব হলে।
*গলার সামনের অংশ দৃশ্যমান ভাবে ফুলে যাওয়া।
*ক্লান্তিবোধ অনুভব করা।
*অস্বাভাবিক চুলপড়া ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া।
*হজমে সমস্যা।
*মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্রের স্বাভাবিক ক্রিয়ার ব্যাঘাত ঘটলে।
*অতিরিক্ত শীত বা গরম লাগা।
*বুক ধড়ফড় করা
*অবাঞ্চিত লোম বেশি হলে

👉 চিকন শরীরকে বিদায় দিন!👉 হোন সুস্থ, আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী!খেতে ইচ্ছে হয় না❓অনেক খেয়েও শরীরে মাংস জমে না❓ধাতুক্ষয়, দুর...
01/09/2025

👉 চিকন শরীরকে বিদায় দিন!
👉 হোন সুস্থ, আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী!

খেতে ইচ্ছে হয় না❓
অনেক খেয়েও শরীরে মাংস জমে না❓
ধাতুক্ষয়, দুর্বলতা ও ক্লান্তিতে ভুগছেন❓

✅ Original Formula
✅ পুরুষ-নারী সবার জন্য সমান কার্যকরী
✅ প্রাকৃতিকভাবে ওজন ও রুচি বাড়ায়

💥 এখনই অর্ডার করুন – ঘরে বসেই ফ্রি হোম ডেলিভারি!
📞 যোগাযোগ: 01968-985371

#চিকনশরীরবিদায় #সুস্থজীবন

01/09/2025

পিরিয়ড রেগুলার করার জন্য কিছু প্রাকৃতিক TIPS:

1. দারুচিনি: দারুচিনি রক্ত সঞ্চালন বাড়ায় এবং পিরিয়ড সাইকেল নিয়মিত করতে সাহায্য করে।
2. আদা: আদা পিরিয়ডের ব্যথা কমায় এবং হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে।
3. অ্যালোভেরা: অ্যালোভেরা জুস হরমোনাল ভারসাম্য রক্ষা করে পিরিয়ড নিয়মিত করে।
4. মেথি: মেথি বীজ পিরিয়ড সাইকেল নিয়মিত করতে সাহায্য করে।
5. পুদিনা পাতা: পুদিনা পাতার চা পিরিয়ডের ব্যথা কমায় এবং সাইকেল নিয়মিত করে।
6. কাঁচা হলুদ: হলুদ প্রদাহ কমায় এবং হরমোনাল ভারসাম্য বজায় রাখে।
7. তিল বীজ: তিল বীজ পিরিয়ডের সময় রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে।
8. পেঁপে: কাঁচা পেঁপে পিরিয়ড নিয়মিত করতে এবং হরমোনাল সমস্যা কমাতে সাহায্য করে।
9. যষ্টিমধু: যষ্টিমধু হরমোনাল ভারসাম্য বজায় রাখে এবং পিরিয়ড নিয়মিত করে।
10. অ্যাপল সাইডার ভিনেগার: এটি ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণ করে পিরিয়ড সাইকেল নিয়মিত করতে সাহায্য করে। নিয়ম মেনে খেতে হয়। নো মা ন

খাওয়ার নিয়ম:

১. হাফ চা চামচ দারচিনি গুঁড়ো এক গ্লাস কুসুম গরম পানিতে গুলিয়ে খাবেন আহারের ৩০ মিনিট আগে। এক বা দু বেলা।
২. আদা: দু ইঞি আদা চিবিয়ে খাবেন পানি সহ সকালে খালিপেটে বা আহারের পর।
৩. এলোভেরা জুস খাবেন সকালে খালিপেটে ২-৩ চা চামচ
৪. এক চা চামচ মেথি বীজ / গুঁড়ো এক গ্লাস পানিতে ৭-৮ ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা ছেঁকে নিয়ে পান করবেন। একবেলা।
৫. কয়েকটা পুদিনা পাতা অল্প পানিতে ফুটিয়ে চা এর মত করে পান করতে পারেন খালিপেটে।
৬. এক চা চামচ খাঁটি কাঁচা হলুদ গুঁড়ো এক গ্লাস কুসুম গরম পানিতে গুলিয়ে খাবেন আহারের এক ঘন্টা আগে। এটির সাথে চেষ্টা করবেন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া মিশাতে।
৭. দিনে ১-২ চা চামচ তিল বীজ খেতে পারেন যেকোন সময়
৮. কাঁচা পেঁপে খাবেন অল্প দু তিন স্লাইস। খালিপেটে।
৯. যষ্টিমধু: হাফ চা চামচ যষ্টিমধু গুঁড়ো অল্প পানিতে গুলিয়ে খাবেন খালিপেটে। দু বার।
১০. এক চা চামচ আপেল সিডার ভিনেগার এক গ্লাস কুসুম গরম পানিতে গুলিয়ে খাবেন আহারের ১০ মিনিট আগে। দু বেলা করে।

সঠিক লাইফস্টাইলের কোন বিকল্প নেই 💪

এই পোস্টটি যদি আপনার কাজে লাগে, তাহলে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ দিন। 🌸

29/08/2025

পৃথিবীর জীবনটা তিনটি দিনের– গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে; আগামীকালের দিনটিতে হয়ত আপনি না-ও পৌছতে পারেন; কিন্তু আজকের দিনটি আপনার জন্য। সুতরাং যা করার আজই করে নিন।

[ইমাম আল-হাসান আল-বাসরী (রহ)]

22/08/2025

"জুম্মা মোবারক 🌙
হে আল্লাহ্‌, আমাদের জীবনে রহমত ও বরকত নাযিল করুন। আমিন 🤲"

Address

South Dania
Dhaka
1236

Telephone

+8801576441415

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Care Homeo Laboratories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram