19/11/2025
শিশুর বিকাশের যে কোনো দেরি বা পরিবর্তন চোখে পড়লে অনেক অভিভাবকই ভাবেন—“এখনি থেরাপি শুরু করবো, নাকি আরও কিছুদিন অপেক্ষা করবো?”
বিশেষজ্ঞরা বলেন, থেরাপি শুরু করার সবচেয়ে ভালো সময় হলো—যত তাড়াতাড়ি সমস্যা ধরা পড়ে।
🌟 কেন আগেভাগে থেরাপি জরুরি?
শিশুর মস্তিষ্ক জীবনের প্রথম ৫ বছরে সবচেয়ে দ্রুত উন্নতি করে। এই সময় সঠিক থেরাপি পেলে—
✔️ ভাষা ও যোগাযোগ দ্রুত উন্নতি করে
✔️ আচরণগত সমস্যা কমে
✔️ শেখার ক্ষমতা বাড়ে
✔️ সামাজিক দক্ষতা গড়ে ওঠে
কখন থেরাপি শুরু করা উচিত?
👉 ১২–১৮ মাসেও শব্দ না আসলে
👉 নিজের নাম ধরেও সাড়া না দিলে
👉 ইশারা, পয়েন্টিং বা চোখে চোখ না করলে
👉 ২ বছরেও বাক্য না বলতে পারলে
👉 নির্দেশ বুঝতে দেরি হলে
👉 অনেক বেশি ঘুরঘুর, লাফালাফি বা আচরণগত সমস্যা থাকলে
👉 অটিজম, ADHD বা ডেভেলপমেন্টাল ডিলে সন্দেহ হলে
👉 খাবার চিবানো বা গিলতে সমস্যা থাকলে
এসব লক্ষণ দেখলে অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব থেরাপি নেয়া উচিত।
আগে শুরু = ভালো ফলাফল
সময়মতো থেরাপি শুরু করলে শিশুর অগ্রগতি চোখে পড়ার মতো হয়।
প্রতিটি দিন মূল্যবান—অপেক্ষা করলে শুধু সময়ই নষ্ট হয়।