19/02/2024
তিব্বে সানা সানুতঃ কোষ্ঠকাঠিন্য দূর করতে নিয়মিত তিব্বে সানা সানুত খান। #নবী_ছল্লাল্লাহু_আলাইহি_ওয়া_সাল্লাম বলেন, "তোমরা #কোষ্ঠকাঠিন্য (প্রস্রাব বা পায়খানার সমস্যা) দূর করতে সানা সানুত খাও।" (সুনানে ইবনে মাজাহ-৩৪৫৭)
তিব্বে সানা সানুত এর উপাদানঃ সানা মাক্কী, হুলবাহ, আমলকি, হরতকি, বহেরা, মেথি ইত্যাদি সহ অনেক ধরনের সুন্নতি হার্বস।
তিব্বে সানা সানুত প্লাস এর #উপকারিতাঃ
(১) #কোষ্ঠকাঠিন্য (প্রস্রাব বা পায়খানার সমস্যা) দূর করে। (২) #পাইলস এর প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে। (৩) #গ্যাস্ট্রিক এর সমস্যা দূর করে। (৪) #চর্মরোগ ( #ব্রন, #একজিমা ইত্যাদির) এর প্রতিষেধক ও প্রতিরোধক। (৫) #কৃমিনাশক (৬) #ব্ল্যাক_ম্যাজিক ( #কালোযাদু) এর চিকিৎসায় ব্যবহৃত হয়। (৭) #স্থুলতা কমাতে সাহায্য করে। (৮) #উচ্চ_রক্তচাপ কমাতে সাহায্য করে।(৯) #রুচি বৃদ্ধি করে। (১০) #বাত, #আরথ্রাইটিস এর প্রতিষেধক। (১১) পুরুষের শারীরিক #শক্তি বৃদ্ধি করে। (১২) মহিলাদের বিভিন্ন রকম #মেয়েলী_সমস্যা দূর করে। (১৩) পুরুষ ও মহিলার #হরমোনের_সমস্যা দূর করে। (১৪) #ডায়াবিটিস এর প্রতিষেধক ও প্রতিরোধক। (১৫) রক্তের #কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
তাই আজই অর্ডার করুন #প্রফেটিক_মেডিসিন #তিব্বে_সানা_সানূত যা সম্পুর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং যা ব্যবহার করা খাছ #সুন্নত।
মূল্যঃ ৮০০ টাকা (২৫০ গ্রাম) [সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পন্য ডেলিভারী দেয়া হয়। কুরিয়ার চার্জঃ ১০০ টাকা।]
তিব্বে সানা সানূত খাওয়ার নিয়মঃ ১ চা চামচ তিব্বে সানা সানূত পাউডার ১ গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেতে হবে। স্বাদ বৃদ্ধির জন্য ১ চা চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। সাধারণত দিনে ১ বার খাওয়া যথেষ্ট। প্রয়োজনে পাউডারের পরিমান কম বেশি করা যেতে পারে।
তিব্বে সানা সানূত কিনতে আমাদের সাথে #ইনবক্সে যোগাযোগ করুন অথবা #ফোন করুনঃ 01782-048922 প্রফেটিক মেডিসিন সেন্টার, সাগরপাড়া, রাজশাহী।
পরিচালকঃ ফার্মাসিস্ট মুহম্মদ শফিকুল ইসলাম (M. Pharm)