Dr. Md. Khorshed Alam

Dr. Md. Khorshed Alam Working as a Lecturer at Govt. Homeopathic Medical College & Hospital, Mirpur-14, Dhaka-1206

বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধির জন্য মিষ্টি আলুবাচ্চার স্বাস্থ্য এবং বিকাশের জন্য মিষ্টি আলু একটি বিশেষ খাবার। এটি শুধু বাচ্চা...
11/05/2025

বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধির জন্য মিষ্টি আলু

বাচ্চার স্বাস্থ্য এবং বিকাশের জন্য মিষ্টি আলু একটি বিশেষ খাবার। এটি শুধু বাচ্চার শরীরের জন্য নয়, তাদের মানসিক বিকাশেও সাহায্য করে।

🟠 মিষ্টি আলুর পুষ্টিগুণ: 👇

🟣 ওজন বৃদ্ধি:

মিষ্টি আলু দ্রুত বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করে। এতে থাকা পুষ্টিগুণ বাচ্চার শক্তি বৃদ্ধি করে, যা তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়ক।

🟣 ক্যালসিয়াম ও আয়রন:

এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম এবং আয়রন, যা রক্তশূন্যতা কমায় এবং হাড়ের গঠন শক্তিশালী করে।

🟣 হজমে সহায়তা:

মিষ্টি আলু হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি বাচ্চার পেটের সমস্যাগুলোর জন্যও খুব উপকারী।

🟣 বিটা ক্যারোটিন ও ভিটামিন A:

মিষ্টি আলুতে প্রচুর বিটা ক্যারোটিন এবং ভিটামিন A থাকে, যা বাচ্চার চোখের দৃষ্টি শক্তি বাড়ায় এবং তাদের চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

🟣 রোগ প্রতিরোধ ক্ষমতা:

এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, যার ফলে তারা বেশি সুস্থ ও সক্রিয় থাকে।

নিয়মিত খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখার চেষ্টা করুন, আপনার বাচ্চা হয়ে উঠুক আরো শক্তিশালী, সুস্থ এবং প্রাণবন্ত।

পরামর্শ নিন : ডাঃ মোঃ খোরশেদ আলম
+8801552574600(What's app/Imo)

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।নির্দেশনাগুলো হলো-১. বজ্...
05/05/2025

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাগুলো হলো-
১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

শিশুর হাড়ে টিউমারঃমাত্র ২৬ দিন বয়সী শিশুটিকে ক্ল্যাভিকল বোনে একটু বড় ধরনের টিউমারসহ নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, মাত্র ১৪ ...
14/04/2025

শিশুর হাড়ে টিউমারঃ
মাত্র ২৬ দিন বয়সী শিশুটিকে ক্ল্যাভিকল বোনে একটু বড় ধরনের টিউমারসহ নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, মাত্র ১৪ দিন পরই সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা নিয়ে ২য় সাক্ষাৎ করেন।
অযথাই সার্জনের দ্বারস্থ না হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন।।
Dr. Md. Khorshed Alam
+8801552574600(What's app/Imo)

Eid is a day to cheer & to laugh with all your heart. It’s a day to be grateful to Allah for all of his heavenly blessin...
30/03/2025

Eid is a day to cheer & to laugh with all your heart. It’s a day to be grateful to Allah for all of his heavenly blessings on us. Takabbalahu minna wa minkum.

নিজে জানুন, অন্যকে জানতে দিন।
13/03/2025

নিজে জানুন, অন্যকে জানতে দিন।

লিভার সুস্থ রাখার ১০ টি নিয়ম জেনে নিনঃ ১। লো ফ্যাট ফুডে ‘না’- ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে মদ্যপান, তেল-মশলাযুক্ত খাবার ...
22/02/2025

লিভার সুস্থ রাখার ১০ টি নিয়ম জেনে নিনঃ

১। লো ফ্যাট ফুডে ‘না’- ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে মদ্যপান, তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত ঠিকই, তবে লো ফ্যাট ফুড হইতে সাবধান। সুপারমার্কেটে গিয়ে লো ফ্যাট বা ৯৯ শতাংশ লোয়ার ইন ফ্যাট লেখা ফুড কেনা অবিলম্বে ত্যাগ করুন। এই সব খাবার থেকে ফ্যাট বাদ দেওয়া হয় ঠিকই, কিন্তু স্বাদ ধরে রাখতে যোগ করা হয় প্রচুর পরিমাণ চিনি। এতে লিভারের সমস্যা আরও বেড়ে যায়।

২। স্ট্রেস থাকলে খাবেন না- বোর হলে, এনার্জি কম লাগলে কী করি আমরা? অনেকেই এই সময় খাবার খেয়ে মুড ঠিক করতে চান। চিকিত্সকরা জানাচ্ছেন লিভার সুস্থ রাখতে স্ট্রেসের সময় খাবার ছোঁবেন না। এই সময় হজম ঠিক মতো হয় না।

৩। হার্বাল কেয়ার- শুনতে অদ্ভুত লাগলেও বেশ কিছু গাছের মূল রয়েছে যা লিভার সুস্থ রাখতে সাহায্য করে। ড্যানডেলিওন, মিল্ক থিসল বা হলুদের মূল লিভারের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

৪। সাপ্লিমেন্ট- প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার সময় সতর্ক থাকুন। এমন সাপ্লিমেন্ট বাছুন যা লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি লিভার পরিষ্কার রাখে। প্রোটিনের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডও লিভার পরিষ্কার রাখার জন্য ভাল। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভার সুস্থ রাখতে সাহায্য করে।

৫। ওষুধ থেকে সাবধান- বেশি কিছু ওষুধ লিভারের ক্ষতি করে। এ সব ওষুধ থেকে দূরে থাকুন। কিছু পেনকিলার, যেমন টাইলেনল বা কোলেস্টেরলের ওষুধ লিভারের প্রভূত ক্ষতি করে।

৬। কফি- চা, কফি খেলে শরীরের ক্ষতি হয় এই কথাটা কত বার শুনেছেন? কফি খাওয়ার কিন্তু অনেক সুফল রয়েছে। গবেষণা জানাচ্ছে, নিয়মিত কফি খেলে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত ১৪ শতাংশ কমে যায়।

৭। টক্সিন- ত্বকে বিষক্রিয়া লিভারের উপর খারাপ প্রভাব ফেলে। ত্বকের মাধ্যমে বিষ রক্তে শোষিত হয়। তাই স্প্রে, টক্সিন থেকে দূরে থাকুন।

৮। প্লান্ট প্রোটিন- লিভার সুস্থ রাখতে সবচেয়ে বেশি জরুরি সঠিক খাবার বাছা। অ্যানিমাল প্রোটিনের থেকে লিভারের জন্য বেশি ভাল প্লান্ট প্রোটিন। ডাল, সবুজ শাক-সব্জি, বাদাম, ফাইবার খান।

৯। ইজি বুজিং- অ্যালকোহল লিভারে টক্সিন জমা করে। ফলে অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি করে। তবে হালকা অ্যালকোহল শরীরের পক্ষে ভাল।

১০। হেলদি ফ্যাট- ফ্যাট শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই লিভার সুস্থ রাখতে ফ্যাট ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দেবেন না। হেলদি ফ্যাট খান। অলিভ, ওয়ালনাট জাতীয় খাবারে হেলদি ফ্যাট থাকে।
পরামর্শ নিন: +8801552575600(What's app/Imo)

TSH/Prolactin hormone: থাইরয়েড সমস্যায় প্রায় সবক্ষেত্রেই বিশেষজ্ঞদের পরামর্শ থাকে আজীবন থাইরক্স ট্যাবলেট খেতে হবে। আলহাম...
25/01/2025

TSH/Prolactin hormone:
থাইরয়েড সমস্যায় প্রায় সবক্ষেত্রেই বিশেষজ্ঞদের পরামর্শ থাকে আজীবন থাইরক্স ট্যাবলেট খেতে হবে। আলহামদুলিল্লাহ, মাত্র ৩ মাস হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে TSH/Prolactin hormone সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
পরামর্শ নিন: +8801552575600(What's app/Imo)

সকলের জানা উচিৎ - মানবদেহ ও অঙ্গসমূহ০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিডনি কখন আ...
18/01/2025

সকলের জানা উচিৎ - মানবদেহ ও অঙ্গসমূহ

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ৮/১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

28/12/2024
কিডনি পাথর: বিশেষজ্ঞগণের পরামর্শ ছিল, অপারেশন করতে হবে। বয়স মাত্র ১১ বছর, অপারেশনে অপারগতার কারনে রোগী হোমিওপ্যাথির সরনা...
31/10/2024

কিডনি পাথর:
বিশেষজ্ঞগণের পরামর্শ ছিল, অপারেশন করতে হবে। বয়স মাত্র ১১ বছর, অপারেশনে অপারগতার কারনে রোগী হোমিওপ্যাথির সরনাপন্ন। আলহামদুলিল্লাহ, ২ মাস চিকিৎসা নিয়ে রোগী পাথর মুক্ত।
পরামর্শ নিন: +8801552575600(What's app/Imo)

থাইরয়েড রোগ সম্পর্কে জানুনথাইরয়েড রোগ হল এমন একটি অবস্থা যা থাইরয়েড গ্রন্থিকে সঠিক পরিমাণে হরমোন তৈরি করা থেকে বিরত রা...
28/10/2024

থাইরয়েড রোগ সম্পর্কে জানুন

থাইরয়েড রোগ হল এমন একটি অবস্থা যা থাইরয়েড গ্রন্থিকে সঠিক পরিমাণে হরমোন তৈরি করা থেকে বিরত রাখে। সুস্থ অবস্থায় থাইরয়েড সাধারণত হরমোন তৈরি করে যা আপনার শরীরকে স্বাভাবিকভাবে কাজ করতে সহায়তা করে। কিন্তু থাইরয়েড হরমোন উৎপাদনের অতিরিক্ত হ্রাস বৃদ্ধি ঘটলে মানবদেহে অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়।

একজন থাইরয়েড রোগগ্রস্ত ব্যক্তির দেহে বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে। থাইরয়েড রোগের লক্ষণগুলিকে দুটি গ্রুপে ভাগ করা যেতে পারে – যাদের অপর্যাপ্ত হরমোন উৎপাদন হয় (হাইপোথাইরয়েডিজম) এবং যাদের অত্যধিক হরমোন উৎপাদন হয় (হাইপারথাইরয়েডিজম)।

হাইপোথাইরয়েডিজমের লক্ষণঃ

১. অতিরিক্ত ক্লান্তি বোধ করা।
২. অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া।
৩. বিস্মৃতি অনুভব হওয়া।
৪. মহিলাদের ঘন ঘন এবং বেশী পরিমাণে মাসিক হওয়া।
৫. শুষ্ক ও মোটা চুল থাকা।
৬. কর্কশ কণ্ঠস্বর।
৭. ঠান্ডা তাপমাত্রায় অসহিষ্ণুতা অনুভব করা।

হাইপারথাইরয়েডিজমের লক্ষণঃ

১. উদ্বেগ, বিরক্তি এবং স্নায়ুদৌর্বল্য অনুভব করা।
২. ঘুমাতে সমস্যা হওয়া।
৩. ওজন কমে যাওয়া।
৪. বৃদ্ধি পাওয়া থাইরয়েড গ্রন্থি অথবা গলগন্ড।
৫. পেশী দুর্বলতা এবং কম্পন থাকা।
৬. মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিকের অভিজ্ঞতা বা আপনার মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়া।
৭. তাপের প্রতি সংবেদনশীল বোধ করা।
৮. দৃষ্টি সমস্যা বা চোখের জ্বালা।

কারা থাইরয়েড রোগে বেশী আক্রান্ত হয়?

থাইরয়েড রোগ যে কোন ব্যক্তিকে প্রভাবিত করতে পারে - পুরুষ, মহিলা, শিশু, কিশোর এবং বয়স্ক। তবে গবেষণায় দেখা যায় যে, মহিলারা পুরুষদের তুলনায় থাইরয়েড রোগে বেশি আক্রান্ত হন। এবং তাদের আক্রান্ত হবার সম্ভাবনা প্রায় পাঁচ থেকে আট গুণ বেশি।

পরামর্শ নিন: +8801552574600 (What's app/Imo)

Address

Baily Road
Dhaka

Telephone

+8801552574600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Khorshed Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Khorshed Alam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category