Dr kusum

Dr kusum Dr fazilatun nesa kusum MBBS
MS (Gynae &obs) ICMH
Fellowship Course - Sir Salimullah Medical College& hospital.
(2)

Ex-Specialist in Evercare hospital
Present work place - United medical college & Hospital,
chamber - popular diagonostic center north badda

04/12/2025

a sweet dream 🛌😴
4.12.25

“ডেলিভারি কাছে এলেই দুশ্চিন্তা নয়, প্রস্তুতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।নিজের আর বেবির নিরাপদ আগমনের জন্য আজই গুছিয়ে নিন আপনার Hospital Bag — ছোট্ট প্রস্তুতি বড়্টা স্বস্তি এনে দেয়.”

🎒 Hospital Bag List (Mom + Baby Together)

🧡 For Mom
• Medical reports & prescriptions
• 2–3 front-open nightdresses
• Maternity pads
• Underwear (comfortable)
• Towel&Toothbrush & toothpaste
• Soap/shampoo (small pack)
• Comb / hair tie
• Socks
• Shawl or cardigan
• Water bottle
• Mobile charger
• Light snacks (biscuits, dates)
👶 For Baby
• 3–4 baby outfits
• 3–4 diapers
• Hat + socks + mittens
• Swaddle / soft blanket
• Baby towel
• Baby wipes
• Diaper cream (optional)
• Warm blanket (if winter)
N/B: Please share the video if it is helpful👍🏻🧑‍⚕️🩺
bag

04/12/2025

Good evening ❤️
4.12.25

Pregnancy Routine Investigation—কেন এত দরকারি?

গর্ভাবস্থায় নিয়মিত কিছু রুটিন টেস্ট করলে মা ও শিশুর ঝুঁকি আগেভাগেই ধরা পড়ে। সময়মতো সঠিক চিকিৎসা নেওয়া যায়। তাই প্রতিটি প্রেগন্যান্সিতেই এসব টেস্ট খুব গুরুত্বপূর্ণ।

1️⃣ Complete Blood Count (CBC):
• রক্তস্বল্পতা (Anemia) আছে কি না জানা যায়
• ইনফেকশন বা শরীরের কোন ইনফ্লেমেশন আছে কি না
• প্লেটলেট কম কি না (Delivery time bleeding risk)
2️⃣ Blood Group & Rh Typing:
• Rh Negative হলে শিশুর জন্য ঝুঁকি থাকতে পারে
• Rh incompatibility আগেভাগে ধরতে পারলে Anti-
D দেওয়া যায়
3️⃣ Urine Routine & Culture:
.প্রস্রাবে ইনফেকশন, সুগার বা প্রোটিন আছে কিনা ও
.UTI untreated থাকলে preterm labor এর ঝুঁকি বাড়ে
4️⃣ Blood Sugar Test (FBS / RBS / OGTT):
• গর্ভকালীন ডায়াবেটিস (GDM) আগাম ধরা পড়ে
• শিশুর অতিরিক্ত ওজন, জটিল ডেলিভারি,
প্রিএক্ল্যাম্পসিয়ার ঝুঁকি কমে
5️⃣ Thyroid Function Test (TSH):
• মা’র থাইরয়েড সমস্যা থাকলে শিশুর মস্তিষ্কের বিকাশ
প্রভাবিত হয়
• আগেভাগে চিকিৎসা পেলে ঝুঁকি থাকে না

6️⃣ Viral Screening (HBsAg, HCV, HIV, VDRL):
• মা’র শরীরে ভাইরাস থাকলে শিশুর কাছে ছড়াতে পারে
•Early detection হলে Preventive treatment দেওয়া যায়
• Delivery planning ঠিক করা যায়

7️⃣ USG (Dating Scan / NT Scan / Anomaly Scan / Growth Scan:
.শিশুর বয়স, ওজন, নড়াচড়া, প্লাসেন্টা—সব ঠিক আছে কি
না দেখা
.জন্মগত ত্রুটি (congenital anomaly) আগেভাগে ধরা
পড়ে
• Baby growth ঠিক আছে কি না বোঝা যায়

8️⃣ Urine Albumin & Blood Pressure Monitoring

• প্রি–এক্ল্যাম্পসিয়া/বিপি সমস্যা আগে থেকে শনাক্ত হয়
• মা ও শিশুর বড় ধরনের জটিলতা প্রতিরোধ করা যায়

✨ সারসংক্ষেপ: কেন রুটিন টেস্ট দরকার?
• মা’র স্বাস্থ্য ভালো রাখে
• শিশুর বৃদ্ধি স্বাভাবিক রাখে
• জটিলতা আগেই শনাক্ত হয়
• ঝুঁকি কমিয়ে Safe Delivery নিশ্চিত করে
যদি মনে হয় আমার vedio টা helpful তাহলে share করে দিবেন 👍🏻

Have a good day( 4.12.25)🌅🌸 Early Pregnancy (১ম ট্রাইমেস্টার) – Routine Test ✅ 1. CBC (Complete Blood Count)✅ 2. Blood G...
04/12/2025

Have a good day( 4.12.25)🌅

🌸 Early Pregnancy (১ম ট্রাইমেস্টার) – Routine Test

✅ 1. CBC (Complete Blood Count)

✅ 2. Blood Group & Rh Typing

✅ 3. Urine R/E & C/S

✅ 4.OGTT/Fasting Blood Sugar / RBS

✅ 5.Thyroid Function Test (TSH)

✅ 6.Viral Markers:
• HBsAg
• HCV
• HIV

✅ 7.VDRL / RPR (Syphilis Screening)

✅ 8.Early Pregnancy Ultrasound (6–9 weeks) – Dating & Viability Scan .

03/12/2025

শুভ রাত্রি 😴
৩.১২.২৫🧑‍⚕️

“ডেলিভারির ব্যথা শুরু মানেই দেরি নয়… সময়মতো হাসপাতালে যাওয়া মা ও শিশুকে নিরাপদ রাখে। নিজে জানুন, অন্যকেও সচেতন করুন।”❤️

🌸ভিডিও টা ভালো লাগলে শেয়ার করবেন 🩺🧑‍⚕️

03/12/2025

Good morning everyone 🌅
3.12.2025 Wednesday.
🤰Pregnancy তে BP বেশি থাকলে কী সমস্যা

প্রী-এক্ল্যাম্পসিয়া বা হাই ব্লাড প্রেশার গর্ভাবস্থায় খুবই গুরুত্বের সাথে দেখা উচিত। কারণ—
• মা’র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা হতে পারে
• হাত-পা অস্বাভাবিক ফুলে যাওয়া
• বেবির গ্রোথ কমে যাওয়া (IUGR)
• প্লাসেন্টা কম কাজ করা
• আগে থেকেই প্রসব বেদনা শুরু হওয়া
• মারাত্মক অবস্থায় এক্ল্যাম্পসিয়া (খিঁচুনি) হতে পারে যা মা-শিশু দুজনের জন্য ঝুঁকিপূর্ণ

🩺 করণীয় কী?
• নিয়মিত BP চেক করুন—যদি 140/90 এর বেশি থাকে, অবহেলা করবেন না
• ডাক্তারের পরামর্শ অনুযায়ী BP medicine নিন
• হাত-পা ফোলা, মাথা ব্যথা, চোখে ঝাপসা—এসব হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ
• লবণ কম খাওয়া, বেশি পানি পান
• হালকা হাঁটা ও বিশ্রাম
• প্রতি ভিজিটে urine protein চেক
• বেবির গ্রোথ মনিটরিং (USG)

🌸Pregnancy তে BP বেশি মানেই সতর্কতার সময়। নিজের ও বেবির সুরক্ষায় নিয়মিত চেকআপই নিরাপদ গর্ভাবস্থার চাবিকাঠি।”
🌼আপনাদের ভালো লাগলে আমার vedio টা শেয়ার করে দিয়েন যাতে সকল প্রেগন্যান্ট মারা হাই প্রেসার হলে সতর্ক থাকতে পারেন 🧑‍⚕️🩺🧑‍⚕️

Have a sweet dream 😴
02/12/2025

Have a sweet dream 😴

  a good day 🌅🌸”7–8 months e baby’s movement হলো মায়ের সবচেয়ে সুন্দর অনুভব—strong, rhythmic, আর প্রতিদিনের এক নতুন con...
02/12/2025

a good day 🌅

🌸”7–8 months e baby’s movement হলো মায়ের সবচেয়ে সুন্দর অনুভব—strong, rhythmic, আর প্রতিদিনের এক নতুন connection।”

Pregnancy-r 7–8 months e baby’s movement স্পষ্ট, rhythmic এবং প্রতিদিনই অনুভবযোগ্য হওয়া উচিত।
এ সময়ে সাধারণত যেভাবে নড়াচড়া অনুভূত হয়:

⭐ 7th Month (28–31 weeks)
• Baby প্রতিদিন নিয়মিত নড়াচড়া করে।
• Kick, roll, stretching—সবই স্পষ্টভাবে বোঝা যায়।
• কখনও কখনও baby এর hiccup ও হালকা vibration মতো লাগে।
• দিনে ও রাতে movement pattern একটু আলাদা হতে পারে—অনেকে রাতে বেশি অনুভব করে।

⭐ 8th Month (32–35 weeks)
• Baby বড় হয়ে যাওয়ায় movement একটু strong কিন্তু slow অনুভূত হতে পারে।
• আগের মতো জোরে “kick” কম, কিন্তু pressing, rolling, turning বেশি অনুভূত হয়।
• প্রতিদিন কমপক্ষে 10+ strong movements 2 ঘন্টার মধ্যে সাধারণত পাওয়া যায়।
• Baby এর হাত-পা, body stretch দুটোই বেশ স্পষ্ট লাগে।

❗যখন টেনশন করতে হবে

নিচের যেকোনোটা হলে doctor কে জানাবেন:
• হঠাৎ baby movement অনেক কমে যাওয়া বা না অনুভব হওয়া
• আগের pattern এর তুলনায় অর্ধেকের কম movement
• 2 ঘন্টা শুয়ে থাকলেও 10 টা movement না পাওয়া

🧡 ছোট টিপস (Movement কম লাগলে)
• বাম পাশে শুয়ে বিশ্রাম নিন
• একটু ঠান্ডা পানি বা হালকা খাবার খান
• শান্ত হয়ে baby movement গুনুন
moves

01/12/2025

Good night everybody 💤 😴

✨ “Pregnancy te 14–28 weeks holo safest time to travel.🌸🌺🌼🌸

🌸Doctor er advice niye, comfort r safety নিশ্চিত করে then plan your abroad journey.🧑‍⚕️🩺🧑‍⚕️
Healthy mom, safe journey!” ✨

Have a good day 🌅
01/12/2025

Have a good day 🌅

30/11/2025

Good night 💤😴

🤰 Pregnancy 1st USG (First Ultrasound) — কবে করবেন & কেন করবেন?

🧑‍⚕️কবে করবেন?
সাধারণত গর্ভধারণের ৬–৮ সপ্তাহে (১.৫–২ মাসে) প্রথম USG করা হয়।

✨ কেন করা জরুরি?
• 👶 বাচ্চার অবস্থান ঠিক কোথায় আছে তা দেখা হয়।
• ❤️ বেবির হার্টবিট এসেছে কি না জানা যায়।
• 🔢 সঠিক gestational age বা কয় সপ্তাহ চলছে তা
নির্ণয় করা হয় ও কয় টা বেবী single না multiple.
• ⚠️ Ectopic pregnancy বা অন্য কোনো ঝুঁকি আছে
কি না তা ধরা পড়ে।
সর্বশেষ বলবো:• 🫶 মা ও বেবির সেফটি নিশ্চিত করা হয়।

30/11/2025

Good morning 🌅🌅
🤰 Pregnancy-তে BP বেশি হলে কী সমস্যা হতে পারে?

1️⃣ মায়ের ঝুঁকি
• Severe headache, চোখ ঝাপসা দেখা
• ফিট (seizure) হওয়ার ঝুঁকি — একে Eclampsia বলা হয়
• লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া
• রক্ত কমে যাওয়া বা clotting সমস্যা
• Placental abruption – প্লাসেন্টা আগেভাগে ছিঁড়ে যাওয়া
• প্রসবের সময় জীবনের ঝুঁকি বেড়ে যাওয়া

2️⃣ বাচ্চার ঝুঁকি
• বাচ্চার growth কমে যাওয়া (IUGR)
• অক্সিজেন কম পাওয়া
• আগে প্রসব ব্যথা শুরু হওয়া বা premature delivery
• Stillbirth-এর ঝুঁকি বাড়া

⚠️ জরুরি লক্ষণ (তৎক্ষণাৎ ডাক্তার দেখাতে হবে)
• চোখে ঝাপসা দেখা
• মাথা ব্যথা কমছে না
• হাত-পা অতিরিক্ত ফুলে যাওয়া
• পেটে ডান পাশে তীব্র ব্যথা
• কম নড়া–চড়া করছে বাচ্চা #

💡 কী করলে ঝুঁকি কমবে?
• নিয়মিত BP চেক করা
• ডাক্তারের দেওয়া ওষুধ ঠিকমতো খাওয়া
• লবণ কম খাওয়া
• পর্যাপ্ত পানি পান
• স্ট্রেস কমানো ও হালকা হাঁটা
• নিয়মিত antenatal check-up

29/11/2025

Have a sweet dream 😴😴

🌸 Pregnancy Perfume & Chemical Safety 🌸

গর্ভাবস্থায় perfume বা chemical ব্যবহার করলে কী কী সতর্কতা মানা উচিত?

💐 কেন সতর্ক থাকতে হবে?

🔸 তীব্র ঘ্রাণ মাথা ব্যথা, বমি ভাব বাড়াতে পারে
🔸 কিছু perfume–এ থাকা রাসায়নিক পদার্থ skin irritation করতে পারে
🔸 Aerosol spray—শ্বাসের মাধ্যমে body-তে গেলে discomfort হতে পারে

🧴 কীভাবে নিরাপদে ব্যবহার করবেন?

1️⃣ Strong perfume try করা কমান-

🔸 খুব তীব্র বা long-lasting scent avoid
🔸 Light, mild, alcohol-free perfume বেছে নিন

2️⃣ Skin এ নয়—কাপড়ে স্প্রে করুন

🔸 সরাসরি skin এ লাগালে irritation হতে পারে
🔸 হালকা করে dress বা scarf-এ apply করুন

3️⃣ Chemical products–এ সতর্কতা

🔸 Hair dye, nail polish, room freshener—যতটা সম্ভব chemical-free বা natural ব্যবহার করুন
🔸 Spray ব্যবহার করলে ventilation থাকা জরুরি

4️⃣ নতুন কিছু ব্যবহার করার আগে patch test

🔸 Skin sensitive হয়ে যেতে পারে
🔸 তাই wrist বা elbow–তে test করে নিন

5️⃣ যেকোনো product ব্যবহার নিয়ে doubt হলে doctor এ ফলো করুন

🔸 বিশেষ করে strong fragrance বা salon treatment

🧑‍⚕️🧑‍⚕️“Pregnancy te mild perfume, less chemical — more safety. মা ও বাচ্চা দুজনের জন্যই নিরাপদ ঘ্রাণ, নিরাপদ যত্ন ❤️🤰✨”🩺🩺

Address

Bashundhara Residential Area
Dhaka

Telephone

+8801734441738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr kusum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category