Digital Hearing BD Page

Digital Hearing BD Page Digital Hearing BD is an organization that provides services to those people who are suffering from hearing & speech impairment.

21/03/2025
কানে শুনতে সমস্যা হচ্ছে? অবহেলা না করে দ্রুত শ্রবণশক্তি পরীক্ষা করান।কানে কম শোনার সকল সমস্যার সমাধান দিতে আমরা আছি আপনা...
25/08/2023

কানে শুনতে সমস্যা হচ্ছে?
অবহেলা না করে দ্রুত শ্রবণশক্তি পরীক্ষা করান।
কানে কম শোনার সকল সমস্যার সমাধান দিতে আমরা আছি আপনার পাশে।
দীর্ঘদিন যাবত সাফল্যের সাথে কানের সমস্যা সমাধান দিয়ে আসছে
Digital Hearing Solution
কানে শোনার সমস্যা থাকলে চলে আসুন আমাদের যে কোন সেন্টারে।

আমাদের সেবা সমূহ-
# শ্রবণ সমস্যা নির্ণয়ের সবধরনের পরীক্ষা
যেমন: পিটিএ, ইমপিডেন্স, এস. আর. টি এবং নবজাতকের শ্রবণ পরীক্ষা করা হয়।
# Hearing Aid এর ফ্রি ট্রায়াল ও কাউন্সেলিং।
# সম্পূর্ণ ডিজিটাল ও সফটওয়ার প্রোগামের মাধ্যমে Hearing Aid বাছাইয়ের সুবিধা।
# আমাদের কাছে আছে বাহির থেকে সম্পূর্ণ অদৃশ্যমান ও ফ্যাশনেবল Hearing Aid।
# বিশ্ববিখ্যাত মেশিন দ্বারা শ্রবণশক্তি নির্ণয়।
# বাসায় গিয়ে শ্রবণ সমস্যা নির্ণয়ের পরীক্ষা এবং শ্রবণযন্ত্র বাছাইয়ের সুবিধা।

হিয়ারিং এইড এর মূল্য যেমন: ১৫ হাজার টাকা, ২০ হাজার টাকা, ৩০ হাজার টাকা, ৪০ হাজার টাকা এইভাবে ৪ লক্ষ টাকা পর্যন্ত হয়। ওয়াইডেক্স ব্র্যান্ডের রিচার্জেবল হিয়ারিং এইড পাচ্ছেন মাত্র ৬০ হাজার টাকায়।

এই মেশিনগুলো শুধুমাত্র কানে কম শুনতে পাওয়া ব্যক্তিদের জন্য প্রযোজ্য।

যোগাযোগ: ঠিকানা:
মোঃ মিজান আহমেদ
অডিওলজিস্ট এন্ড হিয়ারিং এইড
স্পেশালিস্ট, করিম টাওয়ার (২য় তলা)
44/7/A, পশ্চিম পান্থপথ ঢাকা ১২০৫
ওয়েবসাইট: www.hearingbd.com
মোবাইল: 01711 055540, 01711 046247
আসার আগে অবশ্যই এপয়েন্টমেন্ট করে আসবেন।

আপনি কি কানে কম শুনতে পান অথবা দীর্ঘদিন ধরে কানে শোনার যন্ত্র ব্যবহার করছেন কিন্তু কথা পরিষ্কার বুঝতে পারছেন না তাহলে আম...
11/01/2023

আপনি কি কানে কম শুনতে পান অথবা দীর্ঘদিন ধরে কানে শোনার যন্ত্র ব্যবহার করছেন কিন্তু কথা পরিষ্কার বুঝতে পারছেন না তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জেনে সমাধান করে নিন।
মোবাইল নাম্বার: +88 01711 055540

 কানের শোঁ শোঁ শব্দঅনেক সময় কানে শোঁ শোঁ শব্দ হয়ে থাকে। যেকোনো বয়সেই এমন সমস্যা দেখা দিতে পারে। শব্দ হঠাৎ করে আসে, আবার ...
10/12/2022


কানের শোঁ শোঁ শব্দ
অনেক সময় কানে শোঁ শোঁ শব্দ হয়ে থাকে। যেকোনো বয়সেই এমন সমস্যা দেখা দিতে পারে। শব্দ হঠাৎ করে আসে, আবার অনেক সময় চলেও যায়। কারও কারও ক্ষেত্রে এটি স্থায়ী হয়ে যায়। যা বেশ যন্ত্রণাদায়ক।

কেন হয় এই শব্দ

কারণগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কানের সমস্যার কারণে ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও কানে শোঁ শোঁ শব্দ হতে পারে।কানের সমস্যাগুলো

✦ কানে ময়লা জমলে
✦ বহিঃকর্ণে কোনো বস্তু আটকে গেলে
✦ মধ্যঃকর্ণে কফ জমে গেলে
✦ কানের পর্দা ফেটে গেলে
✦ কানে প্রদাহের সৃষ্টি হলে
✦ মধ্যঃকর্ণের অস্থিগুলো নড়াচড়া না করলে
✦ অন্তঃকর্ণের চাপ বৃদ্ধি পেলে
✦ শ্রবণ-সংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন খেলে

অন্যান্য সাধারণ সমস্যা

✦ ৬০ বছরের বেশি বয়স হলে
✦ শরীরে রক্তশূন্যতা দেখা দিলে
✦ দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে
✦ মানসিক অস্থিরতার কারণে হতে পারে
✦ কিছু কিছু ভাইরাসজনিত সংক্রমণের কারণেও হতে পারে

লক্ষণ

✦ কানে কম শোনা
✦ মাথা ঘোরানো
✦ কান বন্ধ লাগা ভাব ইত্যাদি

প্রতিকার ও চিকিৎসা

✦ যেকোনো কিছু দিয়ে কানের ময়লা পরিষ্কার করা যাবে না
✦ প্রদাহ ও পর্দা ফেটে গেলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে হবে
✦ অনেক সময় শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে
✦ স্নায়ু সমস্যায় শ্রবণযন্ত্র বা টিনিটাস মাসকার ব্যবহার করলে শোঁ শোঁ শব্দ ভালো হয়ে যায়
✦ কিছু কিছু ওষুধ প্রয়োগেও কানের শোঁ শোঁ শব্দ কমে যায়
✦ রিলাক্সেশন থেরাপি বা যোগব্যায়ামের মাধ্যমেও শোঁ শোঁ শব্দ কমে।

ডিজিটাল হিয়ারিং সেন্টার
হাউজ নং ৩ রোড নং ৩ ধানমন্ডি ঢাকা-১২০৫
ভিজিট করুন: www.hearingbd.com
ইমেইল: digitalhacd@gmail.com
মোবাইল: 01711 055540, 01711 046247

হিয়ারিং এইড বা শ্রবণযন্ত্র সম্পর্কে জেনে রাখুন জরুরি কিছু তথ্য। হিয়ারিং এইড হচ্ছে অত্যাধুনিক শ্রবণ সহায়ক যন্ত্র। মানুষের...
21/08/2022

হিয়ারিং এইড বা শ্রবণযন্ত্র সম্পর্কে জেনে রাখুন জরুরি কিছু তথ্য। হিয়ারিং এইড হচ্ছে অত্যাধুনিক শ্রবণ সহায়ক যন্ত্র। মানুষের শ্রবণশক্তির তারতম্যের জন্যই এই চিকিৎসা যন্ত্রটি বিভিন্ন রকমের হয়ে থাকে। হিয়ারিং এইড বিভিন্ন রকমের থাকেলেও এদের মৌলিক গঠন একই রকম। সব মেডিক্যাল হিয়ারিং ডিভাইসই শব্দকে কয়েকগুণ বাড়িয়ে দেয়, যা শ্রবণ সমস্যা আক্রান্ত ব্যক্তিকে শুনতে সাহায্য করে। কানে কম শুনতে পারার সমস্যা আছে যাদের তাদের ৯৫ শতাংশেরই শ্রবণশক্তির উন্নতি ঘটায় হিয়ারিং এইড নামক ছোট যন্ত্রটি। হিয়ারিং এইড ব্যাটারি চালিত যন্ত্র। এর ৩টি অংশ থাকে –
• ১টি এমপ্লিফায়ার
• ১টি মাইক্রোফোন ও
• ১টি রিসিভার
বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে শ্রবণ যন্ত্রেরও অনেক উন্নতি হয়েছে যার ফলে শ্রবণের সমস্যা আছে এমন রোগীদের জীবন অনেক সহজ হয়ে উঠেছে। কিভাবে এই যন্ত্রটি কাজ করে জেনে নেই আসুন:
• যন্ত্রটির মাইক্রোফোনের অংশটি শব্দ গ্রহণ করে।
• এই ডিভাইসের মধ্যে থাকা প্রসেসিং চিপটি শব্দকে বিশ্লেষণ
করে।
• প্রসেসিং চিপের বিশ্লেষিত শব্দ এমপ্লিফায়ার গ্রহণ করে।
• এমপ্লিফায়ার শব্দকে বিবর্ধিত করে লাউড স্পিকারে পাঠায়।
লাউড স্পিকারে এই শব্দকে মধ্যকর্ণে সঞ্চালন করে। মধ্যকর্ণে শব্দ রূপান্তরিত হয় যাকে “ইলেকট্রিক্যাল ইম্পালস” বা “বৈদ্যুতিক স্পন্দন” বলে।
• পরিশেষে মস্তিষ্ক এই স্পন্দন গ্রহণ করে এবং প্রসেস করে।
ক্রয় প্রক্রিয়া: প্রেসেন্ট কে অত্তাধুনিক যন্ত্রের সাহায্যে শ্রবণ পরীক্ষা করে শ্রবণ লস এর সঙ্গে অ্যাডজাস্ট করে হিয়ারিং এইড বিক্রয় করা হয়।
প্রয়োজনে যে কোনো সময় কল, মেসেজ, ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিসে এসে কথা বলতে বিস্তারিত জানতে পারেন।

ঠিকানা
মিজান আহমেদ (হিয়ারিং এইড স্পেশালিস্ট)
ডিজিটাল হিয়ারিং সেন্টার (হিয়ারিং বিডি)
হাউজ নং ৩ রোড নং ৩ ধানমন্ডি ঢাকা- ১২০৫
ওয়েবসাইট: www.hearingbd.com
মোবাইল: +88 01711 055540

Address

Concept Tower 1st Floor 68, 69 Green Road Panthopath Signal Dhaka
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Digital Hearing BD Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Digital Hearing BD Page:

Share

Category