Hijama Treatment World

Hijama Treatment World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hijama Treatment World, Medical and health, House/09, Road/20/D, Sector/4, Uttara, Dhaka.
(7)

হিজামা ট্রিটমেন্ট ওয়াল্ড একটি বিশ্বস্ত হিজামা সেন্টার। আমরা ১০ বছর যাবত আপনাদের সেবায় নিয়োজিত আছি। আধুনিক পদ্ধতিতে হিজামা কাপিং থেরাপি চিকিৎসা সেবা দেওয়া হয়। এখানে অপারেশন ছাড়া #হিজামা_কাপিং #নাকের_পলিপাস #পাইলস #ফিস্টুলা চিকিৎসা সেবা দেওয়া হয়। হাদিসে এসেছে, নিশ্চয় হিজামাতে রোগমুক্তির উপায়৷ ও রোগের শিফা রয়েছে।

আর কোন রোগের জন্য হিজামা নিলে যে কোন তারিখে নেয়া যায়। হাদীসে আছে তোমরা আরবি ম

াসের ১৭, ১৯, ২১ এই তারিখগুলিতে হিজামা নাও কারণ এতে শেফা রয়েছে।
অন্য হাদীসে আছে তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা নাও তন্মধ্যে হিজামা সর্বোত্তম চিকিৎসা। ( সহিহ বুখারী, হাদিস নং-৫৬৯৭)

হিজামা এমন একটি চিকিৎসা যেটা মানুষের শরীরকে ফ্রেশ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বড় বড় রোগ (যেমন হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, ষ্ট্রোক) থেকে নিরাপদ রাখে।

আমাদের চেম্বারে লাইভ টক্সিন (মানবদেহের বিষ পদার্থ) রিমুভ করা হয় কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই । আন্তর্জাতিক মানের সর্বাধুনিক পদ্ধতিতে ঔষধ বিহীন হিজামা কাপিং থেরাপি গ্ৰহন করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।

ফিজিওথেরাপিস্টের পাশাপাশি আধুনিক সরঞ্জাম ব্যাবহারের মাধ্যমে সঠিক হিজামা কাপিং থেরাপি ও ফিজিও থেরাপি নিশ্চয়তা পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে।

বাতব্যাথা, মাইগ্রেনের ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাটু ব্যথা, ব্যাক পেইন ইত্যাদি সহ যে কোন ব্যথার পার্ফেক্ট সমাধান পাচ্ছেন আমাদের কাছে।

সেবা নিন সুস্থ থাকুন,
যেকোনো প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন !!

চিকিৎসক:
MD. Faridul Islam

✅ আমাদের সেবা সমূহ
১) হিজামা কাপিং থেরাপি
২) হিজামা ট্রেনিং সেন্টার

📌আমাদের শাখা সমূহ:-
উত্তরা ঢাকা ৩ নম্বর সেক্টর ৯ নম্বর রোড ৫ নম্বর হাউস ও টাঙ্গাইল মেডিকেল কলেজ সংলগ্ন টাঙ্গাইল সদর।

বিস্তারিত জানতে আ্যপয়েন্টমেন্ট পেতে কল করুনঃ
☎️01303825222

আধুনিক পরিভাষায় কাপিং থেরাপি নামের চিকিৎসা পদ্ধতি কে আরবিতে বলা হয় হিজামা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বর...
15/01/2025

আধুনিক পরিভাষায় কাপিং থেরাপি নামের চিকিৎসা পদ্ধতি কে আরবিতে বলা হয় হিজামা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বর্ণিত ও নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা। তিনি নিজে এ পদ্ধতিতে চিকিৎসা ব্যবহার করেছেন। এমনকি অন্যকে হিজামা পদ্ধতির চিকিৎসা নিতে উৎসাহিত করেছেন। হিজামা আরবী আল- হাযম থেকে এসেছে যার অর্থ চোষা বা টেনে নেয়া। এই প্রক্রিয়ায় সূচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বা টক্সিন বের করে আনা হয়। এতে শরীরের মাংস পেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভেতরে অর্গান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু তা' আলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হিজামায় শিফা রয়েছে [ সহীহ মুসলিম হাদীস নাম্বার ২২০৫] । হযরত আনাস রাদিয়াল্লাহু তা' আলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবি মাসের ১৭,১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারনে যেন কারো জন্য মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রাখিও। [ সুনানে ইবনে মাজাহ হাদীস নাম্বার ৩৪৮৬] । হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা' আলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, " হিজামাকারী কতই উত্তম ব্যাক্তি যে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টি শক্তি প্রখর করে"। [ সুনানে তিরমিজি হাদীস নাম্বার ২০৫৩]।
হিজামা আমাদের শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রেও এফেকটিভ একটি ট্রিটমেন্ট প্রসেস। এইতো রিসেন্ট সময় করোনা পরিস্থিতিতে চায়নাতে যখন করোনা রোগীদের ক্ষেত্রে কোনো মেডিসিন কাজ করতেছিলনা তখন সেখানকার কিছু ডাক্তাররা সেখানকার রোগীদের উপর ট্রেডিশনাল কাপিং থেরাপি প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কেননা এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা হচ্ছে রোগীদের নিজস্ব হিউম্যান সিস্টেমকে ডেভেলপ করা আর হিজামা এই কাজটাই খুব ভালোভাবে করে থাকে। কিভাবে করে সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানব। হিজামা মূলত একটি নাট্রিক অক্সাইড বুস্টার থেরাপি। আমাদের শরীরের প্রায় ১০০ ট্রিলিয়ন কোষ আছে। এই কোষগুলো একটির সাথে আরেকটি যোগাযোগ মাধ্যম হচ্ছে এই নাইট্রিক অক্সাইড। সত্যি বলতে কি এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরের সকল ফাংশনকে প্রভাবিত করে। হিজামা করার সময় যেসকল ছোট ছোট স্ক্র্যাচ করা হয় এগুলো স্কিনের ঠিক নিচের বেসমেন্ট মেমব্রেন ক্যাপিলারিগুলো পাংচার করে। এই স্ক্র্যাচ গুলো এত সুক্ষ্ম হয় যে এটা শুধু স্কিন ও স্কিনের বেসমেন্ট মেমব্রেন এর মধ্যকার ক্যাপিলারিগুলোকে ইঞ্জুরি করে। এর ফলে ইনফ্লামেশন শুরু হয়। আর এই ঈনফ্লামেশন মেডিয়েটর্স এর মধ্যে একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড । এই স্ক্র্যাচ গুলো এতই সুক্ষ্ম যে কোনো ব্যাথায় লাগেনা একটু সুড়সুড়ি মত অনুভূতি হয়। এই ক্যাপিলারি বা ছোট ব্লাড ভেসেলগুলো পাংচারের ফলে এর এন্ডোথেলিয়াম থেকে নিংসৃত হয় নাইট্রিক অক্সাইড। আর এই নাইট্রিক অক্সাইডই মূলত রোগ নিরাময়ের এবং আমাদের ইমিউনি সিস্টেমকে ডেভেলপ করে।
আমাদের চেম্বার:- ঢাকা উত্তরা সেক্টর #৪ রোড #২০/ডি হাউস # ৯
01303-825222 Hijama Treatment World #হিজামা
hijamatreatmantworld.com

14/01/2025

"সাইয়িদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো‘আ"

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’।

বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।

11/01/2025

হাসান আল বসরীকে জিজ্ঞেস করা হল, আপনার ধার্মিকতার গোপন সূত্র কি?

তিনি বললেনঃ আমি চারটি ব্যপার অনুধাবন করেছি। সেগুলো হলঃ

১। আমি জানি, আমার রিজিক আর কাউকেই দেয়া হবে না। এজন্য আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে।

২। আমি জানি, আমার করণীয় (ইবাদত) আর কেউ করে দিতে পারবে না। তাই আমি নিজেই সেগুলো করা শুরু করেছি।

৩। আমি জানি, আল্লাহ আমাকে দেখছেন। এজন্য আমি গুণাহ করতে লজ্জিত বোধ করি।

৪। আমি জানি, মৃত্যূ আমার জন্য অপেক্ষা করছে। এজন্য আমি আল্লাহর সাথে দেখা করার জন্য নিজেকে তৈরী করতে শুরু করেছি।

আল্লাহ্ আমাদের বোঝার এবং আমল করার তাওফিক দান করুন। আমীন!

10/01/2025

কোনো মুসলমান যদি রাসুল (সা) এর উপর বেশি বেশি দরুদ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার হৃদয় আলোকিত করে দেন।

তার অন্তরে প্রশস্ততা দান করেন। তার কাজ-কর্ম সহজ করে দেন।তাকে রহমতের বারিধারায় সিক্ত করেন"

(ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ; বুসতানুল ওয়াইজিন : ০১/২৯২)

09/01/2025

পাইলস কি.. ? পাইলস কেনো হয়......? পেসেন্ট রিভিউ এর
*পাইলস হল পায়খানার রাস্তায় বিদ্যমান রক্তনালী যা_পায়খানা নিয়ন্ত্রণ করে, তা ফুলে যায় এবং কারো কারো ক্ষেত্রে রক্ত পড়ে থাকে।
সাধারণত বর্তমানে আমরা যে খাবারগুলো খাচ্ছি _তার বেশিরভাগ খাবারের মধ্যেই ফরমালিন এবং রাসায়নিক ব্যবহার করা হয়। আমাদের চিকিৎসা গ্রহণ করলেই স্থায়ীভাবে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ! ফোন 01303-825222

07/01/2025

পেসেন্ট সুস্থ হওয়ার পর রিভিউ দিয়েছেন । পাইলস কি.. ? পাইলস কেনো হয়......?
*পাইলস হল পায়খানার রাস্তায় বিদ্যমান রক্তনালীসিপ্রোফ্লক্সাসিন যা_পায়খানা নিয়ন্ত্রণ করে, তা ফুলে যায় এবং কারো কারো ক্ষেত্রে রক্ত পড়ে থাকে।
সাধারণত বর্তমানে আমরা যে খাবারগুলো খাচ্ছি _তার বেশিরভাগ খাবারের মধ্যেই ফরমালিন এবং রাসায়নিক ব্যবহার করা হয়। আমাদের চিকিৎসা গ্রহণ করলেই স্থায়ীভাবে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ! ফোন - 01303-825222

ব্যাক পেইন সমস্যায় ভুগছেন..? হিজামা কাপিং থেরাপি গ্রহণ করুন বিষাক্ত টক্সিন রিমুভ করুন। যেকোনো ব্যথার জন্য পারফেক্ট সমাধ...
04/01/2025

ব্যাক পেইন সমস্যায় ভুগছেন..? হিজামা কাপিং থেরাপি গ্রহণ করুন বিষাক্ত টক্সিন রিমুভ করুন। যেকোনো ব্যথার জন্য পারফেক্ট সমাধান কি হিজামা কাপিং থেরাপি ইনশাআল্লাহ সুস্থ হবে।
#কেন_আপনি_হিজামা_করাবেন #হিজামা ্রেম

পায়ের তালু এবং lBP/ কোমর ব্যথা অনেক কারনেই হতে পারে তারমধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত সমস্যা হলো  PLID( prolapse  lumber ...
02/01/2025

পায়ের তালু এবং lBP/ কোমর ব্যথা অনেক কারনেই হতে পারে তারমধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত সমস্যা হলো PLID( prolapse lumber intravertibral disk)
অথাৎ মেরুদন্ডের হাড়গুলোর সংযোগস্থলে যে ডিস্ক গুলো থাকে সেগুলো স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যাওয়া।এই বিকৃত ডিস্কগুলো মেরুদণ্ডের হাড়ের পিছনের দিকে থাকা মেরুরজ্জু / স্পাইনাল কর্ড অথবা স্পাইনাল নার্ভ যেগুলো সাধারণত পেলভিস এবং পায়ের দিকের অনুভূতি বহন করে সেগুলোতে প্রেসার দেয় এবং এটি পায়ে ও কোমরে তীব্র ব্যথা/ জ্বালাপোড়া ও ঝিনঝিন /অসারতার সৃষ্টি করে।

এর চিকিৎসা হিসেবে আমরা সাধারণত পেইন কিলার , ক্যালসিয়াম অনেকসময় স্টেরয়েড নেই যা পরবর্তীতে কিডনি ফেইলিউর সহ নানা জটিলতা সৃষ্টি করতে পারে।

সাধারণত এর জন্য দায়ী হলো আমাদের অতিরিক্ত ওজন, নিয়মিত শারীরিক ব্যায়াম না করা।
অতিরিক্ত ওজন বহন করা, একই অবস্থানে অনেক সময় ধরে বসে থাকা বা দাড়িয়ে থাকা । পুষ্টিকর খাবার পরিমিত পরিমাণে গ্রহন না করা, অনিয়ন্ত্রিত জীবনব্যাবস্থা ইত্যাদি।

এই জাতীয় সমস্যার শুরুতে অসহ্য ব্যথা কমাতে হিজামা খুব ভালো কাজ করে করে। এছাড়া ও হিজামা এই অবস্থা ক্রমশ খারাপ হওয়া থেকে বাঁচায়। এছাড়াও হিজামা আমাদের শরীরকে ফ্লেক্সিবল করে। পেশী ও হাড়কে সুগঠিত ও শক্তিশালী করতে ভূমিকা রাখে যা এসব রোগ হওয়া থেকে আমাদেরকে রক্ষা করে।

মনে রাখতে হবে কোমর ব্যথা মানে PLID এমনটা নয়।কোমর ব্যথা আরোও অনেক কারনে হতে পারে যেমন ইউরিনারী ট্র্যাক ইনফেকশন ( প্রস্রাব ইনফেকশন), কিডনি ওমূত্রথলীতে পাথর ও ইনফেকশন, অস্ট্রিয়োপোরেরসিস ও কিছু গাইনেকোলজিক্যাল ইস্যুতেও কোমর ব্যথা হতে পারে।

🔸হিজামা এপয়েন্টমেন্টের জন্য আমাদের পেইজে যোগাযোগ করুন— বিস্তারিত জানতে অ্যাপয়েন্টমেন্ট পেতে কল 01303-825222 Dhaka Uttara sector-4 road-20 D House-9
Hijama Treatment World hijama treatment world
#হিজামা #হিজামা_কাপিং_থেরাপি #উওরা #ঢাকা
#কেন_আপনি_হিজামা_করাবেন ্রেম

With Dr. Faridul Islam – I'm on a streak! I've been a top fan for 2 months in a row. 🎉
02/01/2025

With Dr. Faridul Islam – I'm on a streak! I've been a top fan for 2 months in a row. 🎉

02/01/2025

হে আল্লাহ আমি তোমার ভালোবাসা এবং তোমাকে যে ভালোবাসে তার ভালোবাসা পেতে চাই।

(তিরমিজি ৩৪৯০)

01/01/2025
29/12/2024

মাইগ্রেন সমস্যায় ভুগছেন..? হিজামা কাপিং থেরাপি গ্রহণ করুন বিষাক্ত টক্সিন রিমুভ করুন। যেকোনো ব্যথার জন্য পারফেক্ট সমাধান কি হিজামা কাপিং থেরাপি ইনশাআল্লাহ সুস্থ হবে।
#কেন_আপনি_হিজামা_করাবেন #হিজামা ্রেম

27/12/2024

#হাদিসশুক্রবার (জুমআর দিন) আমল যেন ছুটে না যায়।

👉বেশি বেশি দরুদ পাঠ করুন

▪️ রাসুল (সঃ)বলেন, ‘দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে শিঙ্গায় ফুঁ দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুঁশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে।’
❤️আবু দাউদ: ১০৪৭❤️

উপরের হাদিস থেকে এটা স্পষ্ট যে, জুমার দিনের আমলের ফজিলত অনেক। বেশি বেশি দুরুদ শরীফ পড়ার কথা বলা হয়েছে অধিকাংশ হাদিসে।
©️ Dr.Faridul Islam Dr. Faridul Islam

পলিপাস এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলো হলো-১. নাকের দুপাশে মাংস বৃদ্ধি পাওয়া। ২. ঠান্ডা, সর্দি, হাঁছি, লেগেই থাকা।৩. মাথা ...
26/12/2024

পলিপাস এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলো হলো-
১. নাকের দুপাশে মাংস বৃদ্ধি পাওয়া।
২. ঠান্ডা, সর্দি, হাঁছি, লেগেই থাকা।
৩. মাথা ব্যথা করা, মাথার সামনের অংশ টনটন করা।
৪.শ্বাস ক্লিয়ার না থাকা, শ্বাস কষ্ট হওয়া।
৫. ঘ্রাণ নির্ণয় করার ক্ষমতা হারানো।
৬. খাবারের স্বাদ নষ্ট হওয়া।
৭. চোখে জাপসা দেখা, কানে শোঁ শোঁ শব্দ আসা।
৮. নাক ডাকা, নাক থেকে রক্ত পড়া, নাক চুলকানো।
৯. মাথার সামনের অংশে ভার ভার লাগা।

এই লক্ষন বা উপসর্গ থাকলে আপনি বুঝে নিবেন আপনার নাকে পলিপাস হয়েছে।

ঢাকা উত্তরা ৪ নম্বর সেক্টর ২০/ডি নম্বর রোড ৯ নম্বর হাউস ঢাকা ১২৩০

অ্যাপয়েন্টমেন্ট পেতে কল করুনঃ 01303-825222
#পাইলস #পলিপাস #পলিপাসের_চিকিৎসা #পাইলসের_চিকিৎসা

25/12/2024

যিনি সকলের মঙ্গল চান সৃষ্টিকর্তা অবশ্যই তার মঙ্গল করেন।❤️

24/12/2024

দুর্বল ঈমানের ৭ টি লক্ষণ।

১. কোরআন মাজিদ না পড়া।

২. গরিব মিসকিন দের প্রতি দান-সদকা না করা।

৩. নামাজ পড়তে অবহেলা এবং পড়লেও অমনোযোগী হয়ে থাকা।

৪. পাপ করা সত্ত্বেও মনে পাপবোধ সৃষ্টি না হওয়া।

৫. আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকা এবং দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া।

৬. খিটখিটে মেজাজী (সামান্য বিষয়ে তুলকালাম করে ফেলা)

৭. বিপদে ধৈর্য্য ধারন করতে না পারা।

24/12/2024

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ০৩ বার।
ইয়া আরহামার রাহিমীন ০৩ বার।
ইয়া জালজালালি ওয়াল ইকরাম ০৩ বার।
ইয়া হাইয়ূ ইয়া কাইয়ূম বিরাহমাতিকা আস্তাগিছু ০৩ বার।
লা ইলাহা ইল্লা আনতা সোবহানাকা ইন্নী কুনতু মিনাজ জোয়ালিমিন ০৩ বার।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ূল কাইয়ূম ০৩ বার।
লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা ০৩ বার।
ইয়া ওয়াহহাবু, ইয়া মুজীবু, ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া রাহীম, ইয়া রাজ্জাকু, ইয়া আহাদু, ইয়া সামাদু, ইয়া আউয়ালাল আউয়ালীন, ইয়া আখিরাল আখেরীন, ইয়া রাহীমাল মাসাকীন, ইয়া যুলকুয়াতিল মাতীনু
০১ বার।
লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ ০৩ বার।,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ০৩ বার।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ০১ বার।
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।
🌿আস্তে আস্তে পড়তে থাকেন 🌿
১.সুবাহানআল্লাহ
২.আলহামদুলিল্লাহ
৩.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪.আল্লাহু আকবর
৫.আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
৭. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৮. আল্লাহুমাগফিরলি
৯. আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
১০. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
১১.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
১২. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
১৩. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
১৪.লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
১৫. ইয়া হালালাল মুশকিলাত
১৬.আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
১৭.ইয়া আরহামার রাহিমীন
১৮.ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
১৯. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
২০. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
২১. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
২২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
২৩. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ১১ বার।
ইয়া আল্লাহ এই আমলগুলো পাঠ করার উচিলায় আমাদের সবার দোয়া কবুল করুন এবং আমাদের মনের আশা পূরণ করে দেন।
আমিন 🤲🤲

Address

House/09, Road/20/D, Sector/4, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Treatment World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Treatment World:

Videos

Share