Dr. Jafrin Jabin Rahman

Dr. Jafrin Jabin Rahman There is no disease that Allah has created, except that He also has created its treatment."

RAMADAN MUBARAK
01/03/2025

RAMADAN MUBARAK

01/09/2023

বাংলাদেশে ডাক্তার কারা---

১/ আমি ডাক্তার.....
৩ বছর ডিপ্লোমা পড়েছি ম্যাটস এ, ১ বছর সদর হাসপাতালে ইন্টার্নশিপ করেছি, রেজিস্ট্রেশন দিয়েছে BMDC... তাই মেডিকেল এসিসট্যান্ট থেকে চিকিৎসক হয়ে গেছি! উপজেলা হাসপাতালগুলোতে আমরাই সকল চিকিৎসা দিই!! ৭৩ টি ঔষধ লিখার অনুমতি থাকলেও আমি সবই লিখি।

২/ আমি ডাক্তার.....
ALTERNATIVE MEDICINE (হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক) পড়েছি ৫ বছর, ইন্টার্নশিপ করেছি। এখন হোমিও'র পাশাপাশি এ্যালোপেথিকও চিকিৎসা করি! সরকার আমাকে ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে নিয়োগ দিছে হাসপাতালগুলোতে!! আমিও সকল আ্যান্টিবায়োটিকসহ সকল আ্যলোপ্যাথিক ঔষধ প্রেসক্রাইব করি।

৩/ আমি ডাক্তার....
ফিজিওথেরাপি পড়েছি, টুকটাক ওষুধের নাম জানি, হাইকোর্টে রিট করে ফিজিওথেরাপিস্ট থেকে ডাক্তার বনে গিয়েছি!!আমার আ্যান্টিবায়োটিক লিখতে তো কোন বাধা নাই।

৪/ আমিও ডাক্তার....
ক্লিনিকে অনেক বছর নার্স হিসাবে আছি। ডেলিভারী করাই আমরা, চিকিৎসাও দিতে পারি!! প্যাড ছাপিয়ে সকল ঔষধ লিখি।

৫/ আমি ডাক্তার....
কারণ আমি মেডিকেল টেকনিশিয়ান। ল্যাবে টেস্ট করি, রিপোর্ট দেই, আর ডাক্তারি করতে পারবো না?

৬/ আমি ডাক্তার... কারণ, আমি ওটি/ওয়ার্ড বয়! এত বছর স্যারদের সাথে কাজ করি,কোন রোগীর কি ঔষধ লিখে তা দেখে দেখে আমিও ডাক্তার।আমিও প্যাড ছাপিয়ে নিয়েছি। না হয় এক টুকরা সাদা কাগজে বাজারের লিষ্টের মত লিখে দিলাম সমস্যা কি?

৭/আমি ডাক্তার, কারণ আমি স্বাস্থ্য কর্মী। বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা দিই। গ্রামের মানুষ আমাদের ডাক্তার বলেই জানে!! গ্রামে আমার কর্মস্থলে বা বাড়ির পাশে ফার্মেসী দিয়েছি। প্যাড ছাপিয়ে নিয়েছি।সকল রোগের চিকিৎসা করি। প্রতি ছিলিপে আ্যান্টিবায়োটিক না দিলে কি চিকিৎসা হয়????

৮/আমি ডাক্তার....
কারণ ২ মাস বড় স্যারদের থেকে ট্রেনিং পেয়েছি! ইন্টার মেডিয়েট পাশের পর সরকার আমাকে সিএইচসিপি হিসেবে নিয়োগ দিয়েছে। কমিউনিটি ক্লিনিকের বড় ডাক্তার আমি!! নামের পাশে ডাক্তার লিখে দুস্তুর মত প্যাড ছাপিয়ে নিয়মিত রোগী দেখি!! তাতে কার কি!!! সকল রোগীরই আ্যান্টিবায়োটিক ছাড়া কি চিকিৎসা হয়????

৯/ আমি ডাক্তার....
কারণ, আমি বড় ডাক্তারের চেম্বারের কম্পাউন্ডার!! একটু পুঁজি ফাট্টা হলেই কিছুদিন পরই একটা ঔষধের দোকান দিয়ে প্যাড ছাপিয়ে চিকিৎসা শুরু করব,এখনও চিকিৎসা করি। দোয়া চাই।

১০/ আমিও ডাক্তার....
কারণ, গলির মোড়ে একখান ঔষধের দোকান আছে আমার! গ্যাসের সমস্যা, পাতলা পায়খানা থেকে শুরু করে বাচ্চা না হওয়া পর্যন্ত সব চিকিৎসাই দিই!! জানেন,আমাদেরও সমিতি আছে। কয়েকদিন ট্রেনিং করে একটা সার্টিফিকেট পেয়ে যাই। জানেন আমি নামের পাশে,কখনো ডাক্তার,কখনো গ্রাম ডাক্তার,আবার কখনো ভি ডি,লিখে দেদারসে প্রাক্টিস করি,আ্যান্টিবায়োটিক! সেতো আমার কাছে ডালভাত! এ না হলে কি চিকিৎসা হয়!!!

১১/ আমি ডাক্তার....
কারণ, আমি ক্লিনিকের ম্যনেজার।

১২/আমি ডাক্তার....
কারণ, আমি ঔষুধ কোম্পানিতে চাকুরী করি।

১৩/ আমি ডাক্তার....
কারণ, আমি ১৫ বছর ধরে বাচ্চা ডেলিভারি করাই। আমারও ছাপানো প্যাড আছে!!! ডেলিভারির পর বাচ্চা মা সকলের জন্যই ঔষধ লিখে দেই!!!

১৪/ আমি ডাক্তার....
কারণ, আমি পাড়ায় পাড়ায় খৎনা করাই। আমারও প্যাড আছে!!!

১৫/ আমি ডাক্তার....
কারণ, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ভুল কিনা তদন্ত ছাড়াই আমি সাংবাদিকই বলতে পারি।

১৬/ আমি ডাক্তার.... যেহেতু আমি জন্মসূত্রেই বাংলাদেশী।!! যেখানে মুদি দোকানের চেয়ে ঔষধের দোকান বেশী!! সেখানে আমি যেভাবে মুদি বাজার করি,সেভাবে ঔষধের বাজারও করি,জানেন আমিও অনেক ঔষধের নাম জানি,নিজে কিনে খাই,অন্যদের পরামর্শও দিই!!!! কথায় কথায় কিসের ডাক্তার দেখাব!!!!

মানুষের স্বাস্হ্য নিয়ে যার যা খুশি তাই করতেছে.....সব চেয়ে বড় অশনিসংকেত হল,বিভিন্ন ক্যাটাগরির আ্যান্টিবায়োটিকের কার্যকারিতা দ্রুতই ফুরিয়ে আসছে!!! অনেক আ্যান্টিবায়োটিকই এখন আর কাজ করে না!!!! এখনই এর লাগাম টেনে না ধরলে সামনে ভয়াবহ দুর্দিন অপেক্ষা করছে। তবুও আমরা সুস্থভাবে বেচে আছি, এটাই বড় কথা বলে মনে হয় আমার! 😱 আসুন সবাই সচেতন হই
-- সংগৃহীত।

16/08/2023

যে সব লক্ষণে বুঝবন ডেঙ্গু হয়েছে!ডেঙ্গু আক্রান্ত হলে কখন হাসপাতালে যাবেন? Dengue Symotoms।Dr. Jafrin Jabin Rahman

16/08/2023
ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এবং এটি ভাইরাস বাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে হয়ে থাকে।
24/07/2023

ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এবং এটি ভাইরাস বাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে হয়ে থাকে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Jafrin Jabin Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Jafrin Jabin Rahman:

Share

Category