Health Aid

Health Aid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health Aid, Medical and health, Dhaka.

06/06/2025

"Hello, I'm an MBBS student. If anyone needs a কসাই, feel free to inbox me! 🔪"🥴

04/06/2025

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১. নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।

iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।

vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।

viii). ক্ষুধা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

২. এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩. খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪. তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি নাসোফ্যারিঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায়নি, এবং তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫. COVID-OmicronXBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যে কেন COVID-Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে। *

৬. যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।
* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

মোটা হওয়ার ঔষধ খাওয়ার কুফল!,সাভার থেকে চেম্বারে একজন রোগি এসেছেন , সমস্যা হচ্ছে সারা শরীরের বড় বড় ফোড়া হয়, তীব্র ব্যথা এ...
03/06/2025

মোটা হওয়ার ঔষধ খাওয়ার কুফল!
,
সাভার থেকে চেম্বারে একজন রোগি এসেছেন , সমস্যা হচ্ছে সারা শরীরের বড় বড় ফোড়া হয়, তীব্র ব্যথা এবং পুজ , পুজে এত বাজে গন্ধ হয় , ভদ্রলোক নিজেই সহ্য করতে পারেন না।
এই সমস্যা দীর্ঘ ১০ বছর যাবৎ।
তার মতে সমস্যার উৎপত্তি যেভাবে হয়েছে তা হলো।
তিনি ১০ বছর আগে মোটা হবার আশায় স্থানীয় ফার্মেসীর এক ফার্মেসীম্যান এর কাছ থেকে রুচি বাড়ানোর জন্য এবং মোটা হবার আশায় দার্মাসিন নামক একটি ইউনানী মেডিসিন খাওয়া শুরু করেন।
কিছুদিনের মধ্যে তার স্বাস্থ্যের বেশ উন্নতি হলো।
কিন্তু হঠাৎ তার গায়ে ফোড়া শুরু হলো।
তীব্র ব্যথা পুজ এবং গন্ধ।
নানা প্রকার এন্টিবায়োটিক খাওয়ার পর ও কমে না।
অপর দিকে দার্মাসিনে তিনি এমন ভাবে এডাপ্ট হয়ে পড়েন যে , মেডিসিন বন্ধ করার সাথে সাথে তার নানা রকম উপসর্গ দেখা দেয়।
তার ফোড়া গুলো একপর্যায়ে SUPPORATIVE বা পুজ হয়ে স্কিন এবং মার্সেল পযন্ত ছড়িয়ে পড়ে
শরীরের বিভিন্ন স্থান থেকে মাংশ খসে পড়ে।
ছবিতে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যাচ্ছে।
এটি মুলত ফোড়া ভালো হবার পর স্কার বা ক্ষত দাগ।

দীর্ঘ ১০ বছর তিনি এই দার্মাসিন খেয়ে যাচ্ছেন , এলোপ্যাথি ডাক্তারের মতে এর ভিতর স্টেরয়েড আছে,
যা তার ইমিউন সিস্টেম নষ্ট করে ফেলেছে।
ফলে এই মেডিসিনে থাকা স্টেরয়েড তাকে সাময়িক রিলিফ দিচ্ছে ( এবং এই মেডিসিন এর স্টেরয়েড এর কারনে তার রোগ তৈরী হয়েছে)
এই মেডিসিন খেলে কিছুটা কমে বন্ধ করলে মারাত্মক অবস্থা ধারন করে।

আমি জানি না মেডিসিন টিতে স্টেরয়েড আছে কিনা।
তবে কাশির মেডিসিন কেনো একজন ফার্মাসিস্ট ওজন বাড়ানোর জন্য ব্যবহার করলেন?
যদি সত্যি ওজন বেড়ে থাকে তাহলে অবশ্যই স্টেরয়েড থাকার পসিবিলিটি আছে।

উনার মূল রোগের নাম

Hidradenitis Suppurativa , আমি মনে করি।

এটি মূলত শরীরের ঘামগ্রন্থি ও চুলের ফলিকলকে আক্রান্ত করে এবং সাধারণত বগল, কুঁচকি, নিতম্ব, স্তনের নিচে এবং পিঠে ফোসকা, গুটি, পুঁজ ও স্কার তৈরি করে।
বায়োস্পি করতে দিয়েছি।

দেখাযাক কি আসে।

হুট হাট মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন।
হোক সেটা, হোমিওপ্যাথি ,ইউনানী আয়ূরবেদ অথবা এলোপ্যাথি বা হার্বাল।
নিজে সচেতন হোন এবং অন্য কে সচেতন করুন ধন্যবাদ।

“ধূমপানে হারিয়ে যায় জীবনের ছোঁয়া – বারগার্স ডিজিজের ভয়াবহতা”ভাবুন.......আজ সকালে আপনি দাঁড়িয়েছেন আপনার ঘরের বারান্দায়। আ...
01/06/2025

“ধূমপানে হারিয়ে যায় জীবনের ছোঁয়া – বারগার্স ডিজিজের ভয়াবহতা”

ভাবুন.......

আজ সকালে আপনি দাঁড়িয়েছেন আপনার ঘরের বারান্দায়। আপনি এক কাপ চায়ের সাথে জ্বলিয়ে ফেলেছেন আরেকটা বিড়ি। ধোঁয়ার কুণ্ডলী উড়ে গিয়ে মিলিয়ে গেল বাতাসে।

কিন্তু জানেন কি? ঠিক সেই মুহূর্তে আপনার শরীরের ভিতর ধীরে ধীরে মৃত্যু শুরু হয়ে গেছে।

⭕ বারগার্স ডিজিজ – অঙ্গ হারানোর এক নির্মম যাত্রা

বারগার্স ডিজিজ কোনো সাধারণ অসুস্থতা নয়। এটি এমন এক নীরব ঘাতক, যা প্রথমে আঙুলে আক্রমণ করে… তারপর পায়ে… তারপর একে একে কেড়ে নেয় আপনার চলাফেরা, স্পর্শের অনুভূতি, এমনকি জীবন।

▶️ আপনার আঙুল কালো হয়ে যায়
▶️ আপনার পায়ের তলা পচে যায়
▶️ আপনার ঘা শুকায় না, বরং বাড়তেই থাকে এবং শেষে ডাক্তার বলে দেয়: "এই পা আর রাখতে পারছি না, কেটে ফেলতে হবে।"

⚠️ কে সবচেয়ে বেশি ঝুঁকিতে?
> আপনি যদি ধূমপায়ী হন – আপনি ঝুঁকিতে আছেন।
> আপনি যদি ভাবেন "আরও কিছুদিন খাবো, পরে ছেড়ে দিবো" – > আপনি খেলছেন আগুন নিয়ে।
> আপনি যদি তামাক চিবিয়ে খান, বা নস্যি ব্যবহার করেন – আপনিও নিরাপদ নন।

আরোও একটু ভাবুন:
🚸আপনার সন্তানটি যখন বলে, "আব্বু, চলো খেলতে যাই" – আপনি বলবেন, "বাবা, পা নেই তো!"
🚸আপনার স্ত্রী আপনাকে খাওয়াতে বসায়, আর আপনি নিজের হাতটা তুলতেই পারেন না
🚸আপনি হুইলচেয়ারে বসে দেখছেন – এই জীবনটা আপনি নিজেই ধ্বংস করেছেন

⁉️একটি কঠিন প্রশ্ন:

>>>>> একটা সিগারেটের দাম হয়তো ১৫ টাকা। কিন্তু আপনি কি জানেন, একটা কাটা পায়ের দাম কত?

✅ সমাধান একটাই – আজই বন্ধ করুন তামাক
▶️আজই সিদ্ধান্ত নিন – “আর নয় ধূমপান, বাঁচব নিজের জন্য, পরিবারের জন্য”
▶️চিকিৎসকের পরামর্শ নিন, যদি কোনো লক্ষণ দেখা দেয়।

নিজে সচেতন হোন,
অন্যকেও সচেতন করুন।
(সংগৃহীত)

20/05/2025

কিডনি সুস্থ রাখার জন্য ৬টি জরুরি উপদেশ দেওয়া হলো:
১. পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন: প্রতিদিন অন্তত ২ লিটার পানি পান করা কিডনির কার্যকারিতা বজায় রাখতে সহায়ক। এটি শরীরে উৎপন্ন বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে।

২. স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন: ফল, সবজি এবং শস্য সমৃদ্ধ খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত লবণ এবং চিনি খাওয়া কমানো কিডনির জন্য ভালো।

৩. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন: উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতির একটি প্রধান কারণ। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত।

৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন: ডায়াবেটিস কিডনির রোগের ঝুঁকি বাড়ায়। রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা তাই জরুরি।

৫. ওষুধের ব্যাপারে সতর্ক থাকুন: ব্যথানাশক ওষুধ এবং অন্যান্য ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়, কারণ এগুলো কিডনির ক্ষতি করতে পারে।

৬. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান: বিশেষ করে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনি রোগের পারিবারিক ইতিহাস আছে, তাদের নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত। যেমন- Serum Creatinine ..

ধন্যবাদ।

(Post Credit : Dr. Sayed Sujon ,Urologist.)

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
18/05/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

ব্যাথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার  3D rendered CT scan...
17/05/2025

ব্যাথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!

এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার 3D rendered CT scan দেখানো হয়েছে, যিনি প্যারোটিড গ্রন্থির ক্যান্সারে ভুগছেন।দূর্ভাগা এ রোগীর ক্যান্সার ছড়িয়ে পরে হাড়ে ( Bone metastasis)। ছবিতে নিতম্বের ইলিয়াম হাড়ে বড় বড় ক্ষত দেখা যাচ্ছে।এ ক্ষত গুলো প্রচন্ড যন্ত্রণাদায়ক এবং অবিরত হাড় ভেঙে যাওয়ার ব্যাথার মত ব্যাথার সৃষ্টি করে।মেরুদণ্ডে ও ক্যান্সার ছড়িয়ে পড়ায় একটি Compression fracture (চাপজনিত ভাঙন) হয়েছে।এ ধরনের রোগী ব্যথার চোটে প্রতিক্ষণে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে দোয়া করে।

“আসআলুল্লাহাল আযিম, রব্বাল আরশিল আযিমি আন ইয়াশফিয়াক।”
অর্থ:
“আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যিনি মহান আরশের অধিপতি, যেন তিনি আপনাকে আরোগ্য দান করেন।”

Copied

#ক্যান্সার #ক্যান্সারযোদ্ধা
#স্বাস্থ্যসচেতনতা
#মানবিকতা #কমপ্রেশনফ্র্যাকচার

#সহানুভূতি

07/05/2025

প্রাকটিক্যাল খাতা লিখার সময় ই বউয়ের তীব্র অভাব feelহয়।
মনেহয়,
আহা; আমার যদি একটা বউ থাকতো! 😭

24/03/2025

বাঙালি ম্যাংগো পিপলদের জন্য,

তামিম কে ২২ মিনিট ধরে CPR দেয়া হয়েছে।। কেউ কার্ডিয়াক এরেস্টে গেলে তার হার্ট সচল করতে এই CPR দেয়া হয়।

এখানে বুকের পাজরের উপর প্রচুর শক্তি দিয়ে চাপ দিতে হয় এবং মিনিটে ১০০ টির বেশি চাপ দিতে হয়।।

এই CPR এর ফলে পাজরের হাড় ভেঙ্গে যেতে পারে,
ফুসফুসের ক্ষতি হতে পারে এবং সর্বশেষে রোগীর হার্ট সচল না হয়ে রোগী মারাও যেতে পারে।।

তাই কোনো ডাক্তার এভাবে বুকের উপর চাপ দিলে বলবেন না,রোগীকে ডাক্তার চাপ দিয়ে মেরে ফেলেছে।।

আর আপনার আত্মীয়সজন নিয়ে ডাক্তারকে মারতে যাবেন না।
এই মাইরের ভয়ে ডাক্তাররা উপজেলা লেভেলে CPR দিতে যায় না।।

তাই ভবিষ্যতে এমন হলে চিন্তা করবেন,ডাক্তার আপনার রোগীকে বাচানোর জন্য CPR দিচ্ছে।। রোগী বাচতেও পারে আবার মরে যেতেও পারে।

নিজে জানুন অন্যকে জানান।।

©️

কম্বো (ডাক্তার+ ইঞ্জিনিয়ার)যেহেতু তাদের বেসিক কম্পিউটার কোর্স আছে তারা ইঞ্জিনিয়ার লিখতে পারবে 🥴
13/03/2025

কম্বো (ডাক্তার+ ইঞ্জিনিয়ার)

যেহেতু তাদের বেসিক কম্পিউটার কোর্স আছে তারা ইঞ্জিনিয়ার লিখতে পারবে 🥴

১.মানহীন ম্যাটস বন্ধ হবে, আপাতত তাদের ভর্তি অফ।২.প্রাইভেট চিকিৎসকদের পে স্কেল হবে না, সর্বনিম্ন বেতন ঘোষণা করা হবে।৩.স্ব...
13/03/2025

১.মানহীন ম্যাটস বন্ধ হবে, আপাতত তাদের ভর্তি অফ।
২.প্রাইভেট চিকিৎসকদের পে স্কেল হবে না, সর্বনিম্ন বেতন ঘোষণা করা হবে।
৩.স্বাস্থ্য সুরক্ষা আইন সংস্কার হবে ২-৩ সপ্তাহের মধ্যে।
৪.স্বাস্থ্যখাতে যারা কর্মরত তাদের সমস্যা দূর করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
৫.মেডিকেল এসিস্ট্যান্টদের নামের আগে প্রিফিক্স বা সাফিক্স হবে সেটা আলাদাভাবে কমিটি করে নির্ধারণ করা হবে।কিছু দেশে তারাও ডাক্তার ওয়ার্ড ব্যবহার করে, তবে বেশি সংখ্যক দেশে না।
৬.বিসিএস এ যোগদানের বয়স ৩৪ করার প্রস্তাব করা হবে।
৭. মানহীন মেডিকেল কলেজ বন্ধ করা হবে, মেডিকেল একটা ক্রিটিকাল সেক্টর, আমরা সব ঠিক করবো।

দাবিদাওয়া লিখিতভাবে দেওয়া হলে, তারা আলোচনায় বসবে, লিখিত ভাবে সমাধান করবে, আন্দোলনে না নামার আহ্বান।
সবাইকে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ।

--- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

একজন ভূয়া ডাক্তারের অপচিকিৎসার প্রমান।একটু সময় নিয়ে পুরোটা পড়বেন কারন আজ হয়তো কাল আপনি এমন ভুলচিকিৎসার শিকার হতে পারেন।☞...
12/03/2025

একজন ভূয়া ডাক্তারের অপচিকিৎসার প্রমান।
একটু সময় নিয়ে পুরোটা পড়বেন কারন আজ হয়তো কাল আপনি এমন ভুলচিকিৎসার শিকার হতে পারেন।
☞এই মহিলা রোগি কে ওনি সম্পূর্ণ ভুল চিকিৎসা প্রদান করেছেন, এমন কি ওনি চর্ম রোগটি সঠিকভাবে ধরতে পারেননি এবং সম্পূর্ণ বিপরীত অন্য একটি রোগের চিকিৎসা প্রদান করেছেন। এবং অপ্রয়োজনীয় বেশ কিছু টেস্ট করেছেন।
প্রথমদিকে এটা খুব ই ছোট ছিল ২-৩ইঞ্চি পরিমান কিন্ত ওই ষাঁড়ের ভুল চিকিৎসা জন্য এটা মারাত্মক আকার ধারণ করে যা বর্তমানে রোগীর জীবন কে আরো দূর্বিষহ করে তুলেছেন।
➤আসুন জেনে নেয় এই ভুল চিকিৎসা জন্য রোগির কি কি ক্ষতি হয়েছে এবং ভবিষ্যৎ ও হবে।
১/শুরুতে যখন এই ভূয়া ডাক্তার চিকিৎসা প্রদান করে তখন এটা একটা সাধারণ রোগ ছিল যা ভালো করতে বড়জোর সব মিলিয়ে ৫০০-৭০০ টাকার ঔষধ এবং ডাক্তাদের ভিজিট ৩০০ অথবা ৫০০ টাকা ই যতেষ্ট ছিল।
২/কিন্ত ওনি ৩০০০ টাকার উপরে শুধুমাত্র অপ্রয়োজনীয় টেস্ট করিয়েছেন।
এবং ২০০০ টাকার উপরে ঔষধ দিয়েছেন।
৩/যা ব্যবহার করার পর রোগটি আরো মারাত্মক আকার ধারণ করেছে।পাশাপাশি রোগীর শারীরিক মানসিক কষ্টের কথা নাইবা বল্লাম।
৪/এবার আসি রোগির শারীরিক ক্ষতি বাদ দিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ হিসাব করি, এবার এই রোগটি ভাল করতে আরো বেশি টাকা খরচ করতে হবে যেমন এবার কিন্ত বড় চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতেই হবে ৫০০ অথবা ১০০০ টাকা ভিজিট, এবার কিন্ত টেস্ট লাগবে কিছু কারন দেখতে হবে রোগীর কি কি সমস্যা হয়েছে রক্তে মধ্যে+ শরীলে কারণ ভুলভাল ঔষধ সেবনে টেস্ট করচ ২০০০ টাকা ধরলাম ।
৫/ এবার আসি কত সময় লাগতে পারে। এবার ২-৩ মাস সময় লাগতে পারে কমপক্ষে এর মধ্যে ২ বার ডাক্তারের কাছে ফলোআপে যেতে হবে এবং ২-৩ মাস ধরে বেশ দামী ঔষধ ও নরমাল ঔষধ মিলিয়ে ৫০০০ হাজার টাকা লাগতে পারে।
৬/এটার দাগ যেতে অনেক সময় লাগতে পারে যেহেতু ২৩ বছরের মেয়ে সুতরাং এটা আরো বড় সমস্যা তার জন্য।

এবার ফাইনাল কথায় আসা যাক
,,যেখানে সর্বোপরি ১০০০-১৫০০ টাকা করচ হত এবং সময় লাগত বড়জোর ২১ দিনের মত, সেখানে ৯০ দিনের বেশি লাগতে পারে এবং সব মিলিয়ে ১২০০০-১৫০০০ হাজারের মত টাকা খরচ হবে, এবং হাসপাতালে যেতে হবে আরো ২-৩ বার।
সুতরাং আমরা বাঙালি দুধ বেচে পচাঁ মাছ কিনে খাওয়া জাতি আমরা নিজের পিছন নিজে মেরে তারপর বলব ডাক্তার ডাকাত সারাধণ একটা টিনিয়াসিস রোগের জন্য আমার ১৫০০০ হাজার টাকা করচ করাইছে।
দোষ আসলে কার জানেন????

ওহহো ডাক্তাদের ওরা টাকা ছাড়া কিছু বুঝে না
রোগীর কিন্ত কোন দোষ নেই কারণ বলে লাভ নেই
দেশের মানুষ পড়াশুনা করে যদি কোনটা আসল কোনটা নকল না বুঝতে পারে,
কথায় আছে নিজে নিজে সচেতন না হলে ***** সচেতন করা যায় না।

(Copied)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Aid:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram