Mokka Hijama & Ruqayyah Center

Mokka Hijama & Ruqayyah Center নববী চিকিৎসা পদ্ধতি প্রতিষ্ঠান

🔹রোগ অনুযায়ী প্যাকেজ চার্জের তালিকাসমূহ🔹১. প্রতি কাপ                            = ১০০টাকা।২. ডিটক্সিফেশন সুস্থ মানুষের ...
19/09/2022

🔹রোগ অনুযায়ী প্যাকেজ চার্জের তালিকাসমূহ🔹
১. প্রতি কাপ = ১০০টাকা।
২. ডিটক্সিফেশন সুস্থ মানুষের জন্য=২৫০০টাকা।
৩.ব্লাক ম্যাজিক (কালো জাদু) বদ নজর = ২৫০০টাকা।
৪.যৌন সমস্যা = ২৫০০টাকা।
৫. উচ্চ রক্তচাপ = ২৫০০ টাকা।
৬. ডায়বেটিস = ২০০০ টাকা।
৭. ডিপ্রেশন, মানসিক সমস্যা। = ২৫০০ টাকা।
৮. ব্যাক পেইন ( কোমর ব্যথা) =১০০০টাকা।
৯.মাথা ব্যথা, মাইগ্রেন = ১০০০টাকা।
১০. ঘাড় ব্যথা = ১০০০টাকা।
১১. ফ্রোজেন শোল্ডার এক হাতে = ১০০০টাকা।
১২.ফ্রোজেন শোল্ডার উভয় হাতে = ১৮০০টাকা।
১৩.পিঠে ব্যথা = ১৫০০ টাকা।
১৪. ঘাড় থেকে কোমর পর্যন্ত ব্যথা = ২০০০টাকা।
১৫.সায়টিক সমস্যা একপায়ে = ১৫০০টাকা।
১৬. সায়টিকা সমস্যা উভয় পায়ে = ২৫০০ টাকা।
১৭.কোমর থেকে উভয় পায়ে ব্যথা = ২৫০০ টাকা।
১৮. হাঁটু ব্যথা = ১০০০ টাকা।
১৯. উভয় পায়ের টাখনু গিড়ায় ব্যথা = ১০০০ টাকা।
২০. পায়ের মাংসপেশিতে টান ও ব্যথা = ১৫০০ টাকা।
২১.বাত ব্যথা ( যে কোন ধরনের) = ২৫০০ টাকা।
২২. চুল পড়া সমস্যা = ১৫০০ টাকা।
২৩. নিউরোলজিক্যাল(যে কোন ধরনের)=২০০০ টাকা।
২৪. কার্ডিয়াক সমস্যা(হার্টের সমস্যা ) =২০০০টাকা।
২৫.ফুসফুসের সমস্যা(এজমা বা হাঁপানি)=২০০০টাকা।
২৬.পেটের সমস্যা(যে কোন ধরনের) = ২০০০ টাকা।
২৭.চর্ম রোগ( সকল স্কীন ডিজিজ) = ২০০০টাকা।
২৮. কিডনী সমস্যা =১৫০০ টাকা।
২৯. হরমোন সমস্যা =২০০০ টাকা।
৩০. গাইনী সমস্যা(সকল প্রকার) =২০০০ টাকা।
৩১. ফুল বডি ৩৫ এর অধিক কাপ = ৩০০০ টাকা।
৩২. উপরে উল্লেখিত প্যাকেজ কেউ না নিতে চাইলে তাদের জন্য রয়েছে প্রতি কাপ/পয়েন্ট ১০০ টাকা।

👉অফার_গ্রহণের_নিয়মাবলী:
🔹অগ্রিম সিরিয়াল নিয়ে আসতে হবে।
🔹অফারের কথা সিরিয়াল এর সময় উল্লেখ করতে হবে।
🔹হোম সাভিসের ক্ষেত্রে অফার প্রযোজ্য হবে না।

 #হিজামা_হোম_সার্ভিসশুধু মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট হোম সার্ভিস দিবেন। ☎️+8801618913633 #বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সি...
17/09/2022

#হিজামা_হোম_সার্ভিস

শুধু মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট হোম সার্ভিস দিবেন। ☎️+8801618913633

#বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy

হিজামা করানোর ফলে -
শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
ব্লাড সার্কুলেশন বাড়বে।
টক্সিন দূর হবে।
এনার্জি লেভেল বেড়ে যাবে।
যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।

হিজামা সম্পর্কে কয়েকটি হাদিস -
1. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাঈল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম । (আল-হাকিম : ৭৪৭০)

2. হযরত আনাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন ।” (সুনানে তিরমিযী হাদীছ : ২০৫৩)

3. হযরত জাবির (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে ।” (সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫)

4. হযরত আব্দু্ল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্নিত : রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হিজামাকারী কতই উত্তম লোক । সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে । (সুনানে তিরমিযী,২০৫৩)

5. হযরত আনাস (রা.) হতে বর্নিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে । (আল- হাকিম :৭৪৮২)

6. হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে যে রাসূল (সাঃ) মাথা ব্যথার জন্য ইহরাম অবস্থায় হিজামা করিয়েছেন । (বুখারী : 5698। ইবনে মাজাহ : 2082)

7. হযরত সালমা (রা.) বর্ণনা করেছেন, যখন কেউ রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে মাথাব্যাথার কথা বলত, তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন। (আবু দাউদ : 3858)

☎️হটলাইন+8801301809347
ইমো,হোয়াটসঅ্যাপ। 01913147248

🏛️ মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের পাশে।

 #বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ...
17/09/2022

#বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy

বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

#হিজামার_আরো_উপকারিতা:-

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
(১৩) চুল পড়া বন্ধ হয়।

হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:---https://mokkahijamahealthcare.com

সামসুন নাহার সুমা
🔹ডিপ্লোমা ইন হিজামা
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত। 🔹DUMS (study)
তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকা।

☎️হটলাইন+8801301809347
ইমো,হোয়াটসঅ্যাপ। +8801618913633

🏛️ মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের পাশে।

আগে সিরিয়াল দিয়ে আসতে হবে।

হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। হিজামা শেফা, হিজামা আমল, হিজামা সুন্নাহ„ এটা রোগের জন্য চি...
11/09/2022

হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। হিজামা শেফা, হিজামা আমল, হিজামা সুন্নাহ„ এটা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।

11/09/2022

গর্ভবতী_মহিলাদের_আমলঃ-
🌾প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।
🌾দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে।
🌾তৃতীয় মাসে সূরায়ে মারয়াম পড়লে সন্তান সবরকারী হবে।
🌾চতুর্থ মাসে সূরায়ে লোকমান পড়লে সন্তান হেকমত ওয়ালা হবে।
🌾পঞ্চম মাসে সূরায়ে মুহাম্মাদ পড়লে সন্তান চরিত্রবান হবে।
🌾ষষ্ঠ মাসে সূরায়ে ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে।
🌾সপ্তম,অষ্ঠম,নবম এবং দ্বশম মাসে সূরা-ইউসুফ,মুহাম্মদ এবং ইবরাহিম এর প্রথম থেকে দশ আয়াত পড়বে।
✓✓ ব্যাথা উঠলে সূরা-ইনশিকাক পড়ে পানিতে ফুক দিয়ে পান করবে।
আল্লাহ তাআ‘লা সকল গর্ভবতি মহিলাদেরকে উক্ত আমলগুলো করার তাওফীক দান করুন৷ আমীন!!

পেসেন্টের রিভিউ শুনুন তার মুখে।
11/09/2022

পেসেন্টের রিভিউ শুনুন তার মুখে।

সুদূর চাঁদপুর থেকে এসে - হিজামা করার পর যা বললেন - আমাদের আজকে পেসেন্ট - সকলের উদ্দ্যেশে, আমাদের আজকে পেসেন্টের রিভি...

I am Shamsun Nahar Soma the first Woman Hijama Therapist in Bangladesh who obtained an advanced diploma degree in Hijama...
11/09/2022

I am Shamsun Nahar Soma the first Woman Hijama Therapist in Bangladesh who obtained an advanced diploma degree in Hijama Cupping directly from India.

I have a diploma degree in cupping therapy and am certified to perform medical hijama on people. We take special care and precaution to ensure that our equipment is 100% sterile. New cups and suction guns are used for each patient. I am currently practicing in my clinic and Ruqqaya medical center, located at 314/B J & Shaha Road Lalbag, Dhaka, Bangladesh.

Please do contact us to make an appointment or if you have any queries regarding the matter.

�যোগাযোগ�
�সামসুন নাহার সুমা �
�ডিপ্লোমা ইন হিজামা
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত।
�DUMS (study) তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকা।

�হটলাইন+8801301809347ইমো,হোয়াটসঅ্যাপ।

� মক্কা হিজামা হেলথ কেয়ার
৩১৪/বি জে এন সাহা রোড লালবাগ
কেল্লার মোড় সোনালী ব্যাংকের পাশে।

� ওয়েবসাইট:

Hijama, Rukiyah Shariah, Acupuncture, Physiotherapy, Device circumcision, Polypus, Piles, Sexual problems,

Address

Dhaka
1211

Telephone

+8801301809347

Website

http://mokkahijamahealthcare.com/

Alerts

Be the first to know and let us send you an email when Mokka Hijama & Ruqayyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mokka Hijama & Ruqayyah Center:

Share