Dr.Doza Rahmi Tunazzina

Dr.Doza Rahmi Tunazzina Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Doza Rahmi Tunazzina, Doctor, Dhaka.

Reaching for life!This image depicts a deeply moving moment of a preterm baby, born at just 24 weeks gestation and weigh...
27/08/2025

Reaching for life!

This image depicts a deeply moving moment of a preterm baby, born at just 24 weeks gestation and weighing 570 grams.

"বইয়ের পাতায় পড়েছি, কিন্তু আজ প্রথমবার নিজের চোখে দেখলাম।।ভোরের নরম আলোয় জন্ম নিল এক ছোট্ট বিস্ময়—জন্মগত সাদা চুলের মালি...
15/08/2025

"বইয়ের পাতায় পড়েছি, কিন্তু আজ প্রথমবার নিজের চোখে দেখলাম।।
ভোরের নরম আলোয় জন্ম নিল এক ছোট্ট বিস্ময়—
জন্মগত সাদা চুলের মালিক, একদম চাঁদের মতো উজ্জ্বল।
চিকিৎসা বিজ্ঞান বলে এটা জেনেটিক, কিন্তু আমার চোখে এটা এক অদ্ভুত সৌন্দর্য।

চিকিৎসা বিজ্ঞানে এর নাম Congenital Hypopigmentation বা অনেক সময় Albinism।
এটা হয় যখন জন্মের সময় শিশুর শরীরে Melanin নামের রঙ উৎপাদনকারী পিগমেন্টের ঘাটতি থাকে। জেনেটিক কারণে এই অবস্থা তৈরি হয়।
অনেক সময় শুধু চুল নয়, ত্বক আর চোখেও এর প্রভাব পড়ে।

আজকের এই রাত, এই ভোর, আর এই ছোট্ট সাদা চুলের বিস্ময়—
নিশ্চয়ই আমার ডাক্তারের জীবনের স্মৃতির পাতায় অনেকদিন ধরে থাকবে।।"

✍️sanzida sumi

🔴দ্য লিভিং লিজেন্ড! 🔥প্রফেসর কামরুল ঢাকা মেডিকেল কলেজের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী, ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে ৮টি ম...
14/08/2025

🔴দ্য লিভিং লিজেন্ড! 🔥

প্রফেসর কামরুল ঢাকা মেডিকেল কলেজের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী, ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে ৮টি মেডিকেল কলেজের সম্মিলিত ভর্তি পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদকসহ এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে এফসিপিএস এবং ২০০০ সালে বিএসএমএমইউ থেকে ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেন।

এ পর্যন্ত বিনা পারিশ্রমিকে 2000র অধিক কি-ডনী ট্রান্সপ্লান্ট করেছেন তিনি।
মানুষটার সাক্ষাতকার কেও নিতে গেলে উনি সাক্ষাতকার দিতে চাননা, অনেক কষ্ট করে কয়েকটা মিডিয়া তাঁকে রিচ করার পর, উনি খুব ল-জ্জিত হয়ে বলেছেন -
"দুনিয়ার সব প্রশংসায় আমাকে ভাসিয়ে দিয়ে আখিরাত থেকে ব-ঞ্চিত কইরেন না। আপনাদের প্রশংসায় আমি ভীত, আল্লাহর কাছে ল*জ্জিত।"

টাকার হিসেব করলে ১৫০ কোটি টাকার অপারেশন উনি ফ্রী করে দিয়েছেন বিনিময়ে চান ওনার প্রশংসাটুকুও মানুষ কম করুক!

আহ্ ......দ্যা লিভিং লিজেন্ড!

Collected ©️

Cholesterol is just one piece of the puzzle.Heart attacks often start long before symptoms show up.Understand what’s rea...
12/08/2025

Cholesterol is just one piece of the puzzle.
Heart attacks often start long before symptoms show up.
Understand what’s really going on inside your arteries and how to stop it before it starts.

বয়স ৪০ বার হলে রেগুলার যে পরীক্ষার গুলো করা দরকার আপনার সুস্থতা চেক করার জন্য! ৪০ বছর পার হওয়ার পর শরীরের বিপাকীয় প্র...
10/08/2025

বয়স ৪০ বার হলে রেগুলার যে পরীক্ষার গুলো করা দরকার আপনার সুস্থতা চেক করার জন্য!

৪০ বছর পার হওয়ার পর শরীরের বিপাকীয় প্রক্রিয়া, হরমোনাল ভারসাম্য এবং অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। এই সময়ে কিছু রোগ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, থাইরয়েড রোগ, ক্যান্সার, কিডনি ও লিভারের রোগ—নীরবে শুরু হতে পারে। তাই নিয়মিত কিছু রক্ত ও শারীরিক পরীক্ষা করলে রোগ দ্রুত ধরা পড়ে এবং প্রতিরোধ বা চিকিৎসা শুরু করা সহজ হয়।

৪০ বছরের পর নিয়মিত করণীয় পরীক্ষার তালিকা ও ব্যাখ্যা

১. রক্তচাপ মাপা (Blood Pressure Measurement)

উদ্দেশ্য: উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের প্রধান কারণ।

ফ্রিকোয়েন্সি: বছরে অন্তত ১–২ বার, বা বেশি ঝুঁকিতে থাকলে প্রতি ৩–৬ মাসে।

২. রক্তে শর্করা পরীক্ষা (Fasting Blood Sugar, HbA1c)

উদ্দেশ্য: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিস শনাক্ত করা।

পরীক্ষা:

Fasting Blood Sugar (FBS) – ৮ ঘণ্টা উপবাসের পর।

HbA1c – শেষ ৩ মাসের গড় রক্তে শর্করা দেখায়।

ফ্রিকোয়েন্সি: বছরে অন্তত ১ বার; ঝুঁকি বেশি হলে ৬ মাসে একবার।

৩. লিপিড প্রোফাইল (Lipid Profile)

উদ্দেশ্য: রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নির্ণয়; হৃদরোগ ঝুঁকি নিরূপণ।

অন্তর্ভুক্ত:

Total Cholesterol

LDL (খারাপ কোলেস্টেরল)

HDL (ভাল কোলেস্টেরল)

Triglycerides

ফ্রিকোয়েন্সি: ১–২ বছরে একবার; ঝুঁকি বেশি হলে বছরে একবার।

৪. পূর্ণ রক্ত পরীক্ষা (Complete Blood Count - CBC)

উদ্দেশ্য: রক্তশূন্যতা, সংক্রমণ, কিছু রক্তের রোগ শনাক্ত করা।

ফ্রিকোয়েন্সি: বছরে একবার।

৫. লিভার ফাংশন টেস্ট (Liver Function Test - LFT)

উদ্দেশ্য: লিভারের কার্যক্ষমতা মূল্যায়ন, হেপাটাইটিস, ফ্যাটি লিভার শনাক্ত করা।

ফ্রিকোয়েন্সি: বছরে একবার বা উপসর্গ থাকলে দ্রুত।

৬. কিডনি ফাংশন টেস্ট (Renal Function Test - RFT)

উদ্দেশ্য: কিডনির স্বাস্থ্য নির্ণয়; ডায়াবেটিস/হাইপারটেনশনে কিডনির ঝুঁকি বেশি।

অন্তর্ভুক্ত: Serum Creatinine, Urea, eGFR

ফ্রিকোয়েন্সি: বছরে একবার।

৭. থাইরয়েড ফাংশন টেস্ট (TSH, T3, T4)

উদ্দেশ্য: হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম শনাক্ত।

ফ্রিকোয়েন্সি: প্রতি ১–২ বছরে একবার বা উপসর্গ থাকলে।

৮. ভিটামিন ও মিনারেল চেক

Vitamin D, Vitamin B12, Calcium

উদ্দেশ্য: হাড় ও স্নায়ুর স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা।

ফ্রিকোয়েন্সি: বছরে একবার বা চিকিৎসকের পরামর্শে।

৯. ইউরিক অ্যাসিড (Uric Acid)

উদ্দেশ্য: গেঁটেবাত (Gout) প্রতিরোধ ও শনাক্ত।

ফ্রিকোয়েন্সি: বছরে একবার।

১০. ইউরিন টেস্ট (Urine Routine & Microscopy)

উদ্দেশ্য: কিডনি ও মূত্রনালীর স্বাস্থ্য যাচাই।

ফ্রিকোয়েন্সি: বছরে একবার।

১১. ইসিজি (ECG)

উদ্দেশ্য: হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ, হার্ট অ্যারিদমিয়া বা পূর্ববর্তী হার্ট অ্যাটাক শনাক্ত।

ফ্রিকোয়েন্সি: প্রতি ১–২ বছরে একবার, বা উপসর্গ থাকলে সঙ্গে সঙ্গে।

১২. BMI ও কোমরের মাপ (Body Mass Index & Waist Circumference)

উদ্দেশ্য: ওজন ও ফ্যাট ডিস্ট্রিবিউশন দেখে ডায়াবেটিস/হৃদরোগ ঝুঁকি নিরূপণ।

ফ্রিকোয়েন্সি: বছরে অন্তত ২–৩ বার।

বিশেষ লিঙ্গভিত্তিক পরীক্ষা

পুরুষদের জন্য: Prostate-Specific Antigen (PSA) – প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিং (৪৫+ এ শুরু)।

নারীদের জন্য:

Pap Smear – জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং।

Mammogram – স্তন ক্যান্সারের স্ক্রিনিং (৪০+ বছরে নিয়মিত)।

পরামর্শ: এই পরীক্ষাগুলো শুরু করার আগে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যক্তিগত ঝুঁকি ও পারিবারিক রোগের ইতিহাস অনুযায়ী ফ্রিকোয়েন্সি ঠিক করা ভালো।

Disclaimer: I have written this article with the help of chat GPT 5 and my clinical understanding.

07/08/2025
এটা কোনো কার্পেট কিংবা পাপোস নয়৷ 1128 টা ক্লিকসান ইনজেকশনের পর একজন মায়ের কোল আলো করে উনি দুনিয়ায় এসেছেন।❤️
06/08/2025

এটা কোনো কার্পেট কিংবা পাপোস নয়৷ 1128 টা ক্লিকসান ইনজেকশনের পর একজন মায়ের কোল আলো করে উনি দুনিয়ায় এসেছেন।❤️

ছবিটা জুম করে দেখুন...আঁতকে ওঠার মতো তথ্য...১৮ কোটির বাংলাদেশে ১ কোটি লোক হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি তে আক্রান্ত!এই আক...
04/08/2025

ছবিটা জুম করে দেখুন...আঁতকে ওঠার মতো তথ্য...১৮ কোটির বাংলাদেশে ১ কোটি লোক হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি তে আক্রান্ত!
এই আক্রান্তের ১০ জনের মধ্যে ৯ জনেই জানেনা সে খবর!
সবচেয়ে বিপদে...কিডনি রোগীরা!
ডায়ালাইসিস করতে গেলেন...ব্যাস, মেশিন থেকেই হেপাটাইটিস বি/সিতে আক্রান্ত হলেন!
কিডনি রোগীদের বিপদ এখানেই শেষ না...চিকিৎসায় হেপাটাইটিস সি মুক্ত হলেন...লাভ নাই! আবার আক্রান্তের সম্ভাবনা অনেক বেশি...কারণ চিকিৎসায় মুক্তি পাওয়া হেপাটাইটিস সি রোগীদের আলাদা মেশিনের ব্যবস্থা নাই বললেই চলে!
ঝুঁকিতে দাঁতের চিকিৎসা নেয়া রোগীরাও...গেলেন দাঁতের চিকিৎসা করাতে...ফিরে এলেন হেপাটাইটিস বি/সি এর জীবাণু নিয়ে!
আমি নিজেও ঝুঁকিতে...আমার মত অনেক চিকিৎসক...অনেক জায়গায় হেপাটাইটিস বি বা সি পজিটিভ রোগীদের ফিস্টুলা অপারেশনের সুযোগ নেই...আমিও যদি না করি ওনারা যাবে কোথায়...সেজন্যে স্বাস্থ্যসেবকরাও এ রোগের ঝুঁকিতে!
হেপাটাইটিস বি/সি চিকিৎসায় ভাল হয়...ভাল হয় বলতে ভাইরাল লোড একেবারেই কমিয়ে আনা যায়!
যায় প্রতিরোধ করা...আসুন আপনি আমি সবাই প্রতিরোধ যোদ্ধা হয়ে উঠি।

**গ্রেড ২ ফ্যাটি লিভার। ****(অ্যালকোহল)   খায়না । **ভালো  (Clean) খাবার খায়।তাহলে কী হলো? 🤔এক রুগি নাম করন, তার গল্প:– ব...
03/08/2025

**গ্রেড ২ ফ্যাটি লিভার। **
**(অ্যালকোহল) খায়না । **
ভালো (Clean) খাবার খায়।
তাহলে কী হলো? 🤔

এক রুগি নাম করন, তার গল্প:

– বয়স: লেট ৩০—কর্পোরেট চাকুরি
– দেহের গঠন: পাতলা (Lean)
– খাদ্যাভ্যাস: সঠিক (Clean eating)
– নিষিদ্ধ: না ড্রিংক, না রেড মাংস, না চিনির অতিরিক্ততা
কিন্তু তার আল্ট্রাসাউন্ড রিপোর্ট? Grade ২ fatty liver 🧬

করন বলেছিল:
“খাবার সঠিক করে খাই।
তবুও ক্লান্তি। তলিয়ে পড়া লাগছে। আমি কী ভুল করছি?” 🤷‍♂️

রিপোর্টগুলো বলছিল:
– ট্রাইগ্লিসারাইড সামান্য বেড়েছে 📈
– এচডিএল (HDL) নিচে 📉
– মৃদু ইনসুলিন রেজিস্ট্যান্স আছে
– লিভার এনজাইম্স সীমার ধারে

বহিরাগত দৃষ্টিতে—সব ঠিক মনে হচ্ছিল।
কিন্তু গভীরে গিয়ে দেখা হলো: 🔍

Lifestyle – lifestyle issues:

– দীর্ঘ সময় ডেস্কে, শারীরিক কার্যকলাপ কম 🪑
– ঘুম: মাত্র ৪–৫ ঘণ্টা, ছিন্ন–ভিন্ন 😴
– সকালের শুরু: কফি ☕, রাতের শেষ: স্ক্রিন 💻
– মন: কখনো থামেনি, সবসময় চলমান 🧠💭

এটা কোনও খাদ্য সমস্যা ছিল না 🚫🍔
লিভার চাপ অনুভব করছিল স্ট্রেস, ঘুমের সমস্যা এবং ক্রমাগত উত্তেজনা থেকে ⚡

ছোট–খাট পরিবর্তন শুরু করল:

✔ খাবারের পর ১৫ মিনিট হাঁটা 🚶‍♂️
✔ সহজ ঘুমের রুটিন + প্রয়োজনীয় সাপ্লিমেন্ট 💊
✔ সপ্তাহে ২ দিন স্ট্রেন্থ ট্রেনিং 🏋️
✔ মানসিক চাপ ও উদ্বেগ পরিচালনায় প্রাথমিক উপকরণ 🧘‍♂️
✔ তার বহন করা মানসিক ও আবেগজনিত ভার নিয়ে কাজ 💬❤️

৯০ দিনের মধ্যে পরিবর্তনটিতে ফল‍ প্রকাশ পেল: ✨
– শক্তির অনুভূতি ফিরে এল 🔋
– ঘুমের মান রোজ ভালো হলো
– কাজ কম করে, রেজাল্ট ভালো সম্ভব হলো ✅

তার সহকর্মীদের মন্তব্য:
“তুমি অনেক শান্ত,” “তুমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে” 🧘‍♂️⚡

মূল কথা:

ফ্যাটি লিভার? এটা শুধু অ্যালকোহল বা ওজনের ব্যাপার নয়। ❌🍷
পুরোপুরি শুদ্ধ দেখনেও—যারা খাঁটি খায় বা ফিট বলে মনে হয়… তাদেরও হতে পারে সে সমস্যা…
যদি তারা সবসময় Fight‑or‑Flight Mode এ থাকে 🚨

খাবার নয়, জীবনযাপনটাই—লিভারকে বেশি চাপে দেয় 🌪
স্ট্রেস, Sleep deprivation, Burnout—এই গুলো যেকোনো প্রসেসড খাবারের চেয়েও বিষাক্ত হতে পারে।

তাই শুধুই উপসর্গ চিকিৎসাই যথেষ্ট নয়: 🚫💊
তোমার “কেন?” খুঁজে বের করো 🔎
প্রভাবিত হও না, শিক্ষিত হও 📚

liver
people

28/07/2025

রক্তে হিমোগ্লোবিন কম,বা অ্যানিমিয়া মানেই কি রক্তে আয়রনের অভাব?
উত্তর: না, সবসময় নয়।
অ্যানিমিয়ার তার পিছনে লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী কোনও কারণ। লিখলেন ডাঃ ত্রিবর্না সিনহা চক্রবর্তী।

এরকম প্রায়শই বলতে শুনি,
" এই তোমার অ্যানিমিয়া আছে? রক্তে হিমোগ্লোবিন কম? আয়রন ট্যাবলেট খাও"। আবার আয়রন বেশী থাকে সেরকম খাবারের নাম ও কেউ কেউ বলে দেন অযাচিত ভাবে।
একজন ডাক্তার এবং পাথোলজিস্ট হবার সুবাদে বলছি, এই অযাচিত উপদেশ গুলো দেওয়া please বন্ধ করুন।
👉🏻 অ্যানিমিয়ার নেপথ্যে থাকতে পারে কোনো Chronic disease — যেমন Arthritis, Infection, Kidney problem।
👉🏻হতে পারে Thalassemia trait — যেখানে আয়রন দিলে উল্টে ক্ষতি হতে পারে, হতে পারে Vitamin B12 বা Folate deficiency, হতে পারে Hemolytic anemia .

তাই শুধু হিমোগ্লোবিন দেখে ওষুধ দেবেন না , বা খাবেন না Please. বরং ডাক্তার দেখিয়ে অ্যানিমিয়ার কারন টা কি সেটার Proper investigation করান।

⚫ এই প্রসঙ্গে কদিন আগেই ঘটে যাওয়া একটি নির্মম বাস্তব কাহিনি বলি।
একটা সত্যি ঘটনা… অ্যানিমিয়ার নেপথ্যে এক জীবন চলে যাওয়ার বাস্তব ঘটনা ।

প্রায় ১৫ বছর আগের কথা। বাড়ির প্রথম ইন্টিরিয়র কাজের সময় এক অসাধারণ কার্পেন্টারকে পেয়েছিলাম। ছেলেটি খুবই পরিশ্রমী আর নিখুঁত হাতে ফার্নিচার তৈরি করত। তাই, বাড়ির যে কোনো কাঠের কাজেই ওকে মাঝে মধ্যেই ডেকে পাঠাতাম।

তারপর হঠাৎ একদিন—এই তো বছর তিনেক আগে—আমায় ফোন করল। বলল, " দিদি, আপনার কাছে আমার স্ত্রী কে একবার দেখাতে চাই।"
আমি বললাম, " নিয়ে এসো।"
নিয়েও এলো। মেয়েটি শান্ত, মিষ্টি চেহারার । প্রথম দেখাতেই আমি চমকে উঠলাম।
বললাম, “তোমার স্ত্রীর শরীরে তো একদম রক্ত নেই। কী করেছো?”

উত্তরে মেয়েটি নিজেই হেসে বলল,
"আমি ওকে কতোদিন থেকে বলি, আমার শরীর ভালো লাগে না, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে....হাঁপ ধরে, ক্লান্ত লাগে...আর ও বলে, আমি নাকি ফরসা হচ্ছি, সুন্দর হচ্ছি!!"

এটাই সবচেয়ে ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি।
এর পিছনে যে নিঃশব্দ বিপদ ঘাপটি মেরে বসেছিল, তা তখনও ওরা জানত না।

শরীর ফরসা হলে যে সবসময় সৌন্দর্য বাড়ে না—এই কথা যেন মেয়েটির মুখেই তখন ফুটে উঠছিল।

আমি বললাম, আসলে , তোমরা যাকে ফরসা ভাবছো আমাদের চোখে সেটা ফ্যাকাশে বা Pale হয়ে যাওয়া।
Severe anaemia তে blood supply কমে গিয়ে রক্তচাপ নেমে যায় তাই skin হয়ে যায় pale, চোখের conjunctiva হয় রঙহীন, ঠোঁট বিবর্ণ।

মেয়েটিকে দেখে বুঝলাম , ব্যাপারটা হালকা নয়। দুই পা ও দেখলাম ফুলে গেছে।
আমি বিস্তারিত জিজ্ঞাসা করলাম। জানা গেল, মেয়েটি দীর্ঘদিন ধরেই ক্লান্ত, খাওয়া-দাওয়া ঠিক নেই, মাথা ঘোরে, বুক ধড়ফড় করে, দাঁড়ালেই চোখে অন্ধকার দেখে।

জিজ্ঞেস করলাম, “তোমার আগে কখনও হিমোগ্লোবিন টেস্ট করানো হয়েছে?”

মেয়েটি মাথা নেড়ে বলে, “এক কবিরাজের পরামর্শে অনেকদিন ধরে আয়রনের ট্যাবলেট খেয়েছি দিদি। তেমন কিছু লাভ হয়নি। কেউ বলেছিল পালং শাক, কুলেখাড়া খেতে—সেগুলিও খেয়েছি। কিছুদিন ভালোও লাগতো, তারপর আবার শরীর খারাপ... মাথা ধরে, বুক ধড়ফড় করে... ইত্যাদি ।"

এরপর শুরু হল পরীক্ষা-নিরীক্ষা। রক্ত পরীক্ষা করতেই ধরা পড়ল Severe anaemia, হিমোগ্লোবিন নাম মাত্র । Severe anaemia র সাথে, ওর ছিল Raised creatinine & urea level, Shrunken kidneys on USG.

Diagnosis: Chronic Kidney Disease (CKD) – Stage 5 (ESRD)end-stage renal disease।
Treatment: Urgent Kidney Transplantation.

ওদেরকে বোঝালাম, এই অ্যানিমিয়া আসলে সেকেন্ডারি টু কিডনি ফেইলিওর।
বেঁচে থাকার একমাত্র উপায় ছিল kidney transplantation।

দুঃখজনকভাবে—অর্থনৈতিক সীমাবদ্ধতা আর সঠিক সময়ে সিদ্ধান্ত না নিতে পারার কারণে, ওদের পক্ষে কিডনি ট্রান্সপ্লান্ট সম্ভব হলো না... এবং কয়েক মাসের মধ্যেই মেয়েটি চলে গেল... নিঃশব্দে, অকালে।

আজও সেই স্মৃতি মনে পড়লে বুকের মধ্যে হাহাকার জেগে ওঠে।

- যদি রোগটি আরো আগে ধরা পড়ত!!...
- যদি আয়রন ট্যাবলেট খেয়ে রোগ টা কে এতোদিন চাপা না দেওয়া হতো!!.....
- যদি কেউ ওদেরকে আগে সাবধান করত!!...
- যদি 'ফর্সা হওয়া'কে রঙ নয়, রোগের লক্ষণ হিসেবে দেখা যেত!!...

এই ঘটনাটি বললাম , কারণ এর পেছনে লুকিয়ে আছে এক বড় শিক্ষা।

সচেতন হোন,
👉🏼 সব এনিমিয়া মানেই আয়রনের ঘাটতি নয়।
👉🏼 সব ক্লান্তি মানেই শরীর দুর্বল না। পিছনে অন্য রোগও থাকতে পারে।
👉🏼 আর শুধু আয়রনের ট্যাবলেট খেলেই রোগ ভালো হয় না—অনেক সময়ে তাতে রোগ চাপা পড়ে, কিন্তু মূল কারণটা থেকে যায় অচেনা, অজানা।

এবার প্রশ্ন জাগবে, কিডনি রোগে কেনো অ্যানিমিয়া ?

কিডনি Erythropoietin (EPO) নামের হরমোন তৈরি করে, যা Bone marrow কে RBC / লোহিত রক্ত কণিকা তৈরি করতে বলে। দুটো কিডনিই যখন অকেজো হয়ে যায়, তখন EPO উৎপাদন বন্ধ, ফলে Bone marrow থেকে রক্ত তৈরী বন্ধ, আর দেখা দেয় মারাত্মক রকমের এনিমিয়া।

তাই ,
দীর্ঘদিন ধরে চলা অ্যানিমিয়া, শরীরের ক্লান্তি, অরুচি, বমি ভাব, পা ফুলে যাওয়া – এগুলোকে অবহেলা করবেন না।

এমনকি ফর্সা হয়ে যাওয়া ত্বকও হতে পারে এক বিপজ্জনক সংকেত।

রক্ত পরীক্ষা (CBC) ও কিডনি ফাংশন টেস্ট (KFT) সময়মতো করানো জরুরি। সাথে Peripheral smear, Iron profile, Vitamin B12, বা Hb Electrophoresis দরকার অনুযায়ী করলে অ্যানিমিয়ার কারণ জানা যায়, সঠিক রোগ ধরা পড়ে।

তাই কেউ যদি আপনার সামনে বলে, আমার অ্যানিমিয়া আছে বা হিমোগ্লোবিন কমে গেছে, তাকে উল্টে বলুন,
" কি কারণে তোমার অ্যানিমিয়া একটু ভালো করে investigation করাও। ওষুধ খাবার আগে অ্যানিমিয়ার কারণ টা কি সেটা জানা দরকার।"

— অনুমান নয়, প্রমাণে ভরসা রাখুন।

Dr✍️ Tribarna Sinha Chakraborty,
MBBS, MD (Pathology).

You will only live once.Be good to all!
28/07/2025

You will only live once.
Be good to all!

26/07/2025

জীবনটা উপভোগের।
যে জিনিসটা ডাক্তাররা জানেনা।
জানলেও মানেনা।
মানতে চাইলেও পারেনা।।

বয়সের
২৫-২৭ পর্যন্ত এমবিবিএস এর প্যারা।
২৮-৩২ পর্যন্ত বিসিএস এর প্যারা(কম বেশী)
২৮-৪০ পর্যন্ত ভালো একটা ডিগ্রি করার প্যারা(কম বেশী)

৩৫-৫০ বছর পার হয় চেম্বার জামাইতে জমাইতে।
এর পর চেম্বার ম্যানটেইন......

জীবনটা উপভোগের
এ কথা বুঝতে বুঝতে সময় ফুরায় জীবনের।।

শুক্রবারগুলো হারিয়ে যায় পেরিফেরি চেম্বারের চার দেয়ালের অন্ধকারে।।

সারাজীবন শেষে
তথাকথিত ফাইন্যান্সিয়ালি সফলদের সন্চয়

বড়জোর
একটা গাড়ী
দু/একটা ফ্ল্যাট।।

কিছু গালি।
কিছু অপবাদ....।

কারো কাছে...
অসামাজিক আত্নীয়
কোথাও
দায়িত্বহীন সন্তান/পিতা।
বেরসিক স্বামী।

আহা জীবন
আহারে জীবন।।।।
বেরসিক জীবন।।।

-কালেক্টেড

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Doza Rahmi Tunazzina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category