Few minutes for Cancer by Dr Md N Roney

Few minutes for Cancer by Dr Md N Roney ক্যান্সার এবং এর চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষদের সঠিক ধারণা দিতে, সচেতন করতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা। MBBS, FCPS (Radiotherapy)
Cancer Specialist

14/11/2024

স্তন ক্যান্সার নির্ণয়ে কি কি পরীক্ষা করতে হয়?

11/11/2024

Breast cancer / স্তন ক্যান্সার হবার সম্ভবনা বেশী কাদের?

24/10/2024

Breast cancer / স্তন ক্যন্সার হয়েছে কিনা কিভাবে জানতে পারি?

22/10/2024

স্তন ক্যান্সার চিকিৎসায় core biopsy এর প্রয়োজন কি?

অক্টোবর মাস- স্তন ক্যান্সার বা Breast cancer সচেতনতার মাস।সঠিক সময়ে আর সঠিক চিকিৎসায় স্তন ক্যান্সার বা Breast cancer প...
03/10/2024

অক্টোবর মাস- স্তন ক্যান্সার বা Breast cancer সচেতনতার মাস।

সঠিক সময়ে আর সঠিক চিকিৎসায় স্তন ক্যান্সার বা Breast cancer পুরোপুরি সেরে যেতে পারে।

আসুন সচেতন হই, সচেতন করি।

29/09/2024

ক্যান্সার চিকিৎসার ১০ ধাপ:

29/05/2024

করোনা থেকে বেঁচে ফেরাদের জন্যঃ
মহামারী করোনায় আমরা অনেকে আপনজন হারিয়েছি। অনেকে মরতে মরতে বেঁচে ফিরেছি। কিন্তু সত্যিই কি বিপদ কেটে গেছে আমাদের? করোনায় আক্রান্তরা ভবিষ্যতে ক্যান্সারে, বিশেষতঃ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকিতে থাকতে পারেন। আশঙ্কা সত্যি কিনা জানতে একটি গবেষনা করতে ইচ্ছুক।
এজন্যে আপনাদের সহযোগিতা ও সতঃস্ফুর্ত অংশগ্রহন প্রয়োজন।
গবেষণা পদ্ধতি- করোনা থেকে যারা বেঁচে ফিরেছেন তারা যোগাযোগ করে নাম নিবন্ধন করবেন ও আনুষ্ঠানিক অনুমতি দিবেন। এরপর ছয় মাস অন্তর ক্যান্সার বিশেষজ্ঞের সাথে ফ্রি কনসাল্টেশন করে ফলোআপে থাকবেন অন্ততঃ দশ বছর।
আপনার সহযোগিতা ও সতঃস্ফুর্ত অংশগ্রহণে তৈরী গবেষণা ক্যান্সার প্রতিরোধে রাখতে পারে বিশাল অবদান।
অনুরোধে, নাম নিবন্ধনে ও আনুষ্ঠানিক অনুমতি দিতে-
ডাঃ মোঃ নূরুন্নবী (রণী)
ক্যান্সার বিশেষজ্ঞ
ও ক্যান্সার প্রতিরোধে/ সচেতনতায় কর্মী।

08/05/2024

বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর তথ্যমতে ২০২২ সালে প্রায় ২.২৬ মিলিয়ন রোগী ফুসফুসের ক্যান্সার এ আক্রান্ত হয়েছিলেন আর ১.৭৯ মিলিয়ন রোগী ক্যান্সার এ মৃত্যুবরণ করেছিলেন I আক্রান্ত আর মৃত্যুর হার হিসেবে ফুসফুসের ক্যান্সার সারাবিশ্বে প্রথম I আমাদের দেশেও এর ব্যতিক্রম নয় I তাই ফুসফুসের ক্যান্সার সম্পর্কে সচেতন হওয়া আমাদের জন্যে খুবই জরুরি I
ফুসফুসের ক্যান্সার এর কারণসমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তামাক এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার- যেমন প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান, জর্দা সহ পান, সাদাপাতা, গুল ইত্যাদি I এছাড়া ফুসফুসের ক্যান্সার এর পারিবারিক ইতিহাস, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ যেমন যক্ষা, এবং পরিবেশ দূষণ অন্যতম I
ফুসফুসের ক্যান্সার এর লক্ষণগুলোর মধ্যে অন্যতম হলো দীর্ঘমেয়াদি কাশি, কাশির সাথে রক্ত, শ্বাসকষ্ট I অনেক সময় যখন রোগ অন্যখানে ছড়িয়ে পরে তখন সেখানকার লক্ষণ নিয়েও আসতে পারে I যেমন হাড্ডিতে ছড়ালে হাড়ে ব্যথা, ব্রেইন এ ছড়ালে খিঁচুনি বা হাত পা অবশ, লিভার এ ছড়ালে জন্ডিস নিয়ে আসতে পারে I
একজন রোগী ফুসফুসের ক্যান্সার এর লক্ষণ সহ আসলে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে প্রথমে এক্সরে এবং পরে Core biopsy এর মাধ্যমে ফুসফুসের ক্যান্সার এবং এর ধরণ নির্ণয় করতে হয় I এরপর প্রয়োজন অনুসারে রোগীর বুকের সিটি স্ক্যান, পেটের আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান, বোন স্ক্যান বা পেট স্ক্যান করে ক্যান্সার এর স্টেজ নির্ণয় করা হয় I এরপর একজন ক্যান্সার বিশেষজ্ঞ রোগের স্টেজ অনুসারে চিকিৎসার ধরণ নির্ণয় করেন I
ফুসফুসের ক্যান্সার এর চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমুনোথেরাপি, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর অন্যতম I
প্রথম দিকের স্টেজ বা স্তরের ক্যান্সার হলে সাধারণত অপারেশন এর জন্যে বিবেচনা করা হয় I এর মধ্যে লোবেক্টোমি, নিউমোনেক্টমি, VATS অন্যতম I
অনেকসময় রোগী ডাক্তার এর কাছে দেরিতে আসার কারণে, অপারেশন করা সম্ভব হয়নাI তখন কেমোথেরাপি দেয়া হয় I
কখনো দেখা যায় যে অপারেশন বা কেমোথেরাপি দেবার পরেও ক্যান্সার এর কিছু অংশ অবশিষ্ট থাকে কিংবা থাকতে পারে বলে সন্দেহ করা হয় I এই অবশিষ্ট ক্যান্সার কে ধ্বংস করতে বা ক্যান্সার ফিরে আসার সন্দেহ দূর করতে রেডিওথেরাপি দেয়া হয় I রেডিওথেরাপি এর মাধ্যমে উচ্চক্ষমতাসম্পন্ন এক্সরে বা গামা রে বা প্রোটন- কে ক্যান্সার কোষ ধ্বংসের জন্যে ব্যবহার করা হয় I
অত্যাধুনিক ইমুনোথেরাপি এর মাধ্যমে রোগীর রোগপ্রতিরোধ ক্ষমতাকে পুনরুজ্জীবিত করা হয় যাতে তা ক্যান্সার এর বিরুদ্ধে লড়াই করতে পারে I ইমুনোথেরাপি অনেক ব্যয়বহুল এবং তা সাধারণের সামর্থের মধ্যে নয় I দেশীয় কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসব তৈরী করে I
TKI বা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর - একধরণের মুখে খাবার কেমোথেরাপির ঔষধ I ফুসফুস ক্যান্সার এর রোগী যখন কেমোথেরাপি নেয়ার উপযুক্ত থাকেন না, বা নিতে চান না- তখন এই ধরণের ঔষধ প্রয়োগ করা হয়I সব ধরণের ফুসফুসের ক্যান্সারের জন্যে এইসব ঔষধ প্রযোজ্য হয় না I এই সব ঔষধ কাজ করবে কিনা তা নির্ণয়ের জন্যে আগে বিশেষ এবং দামি পরীক্ষা করে নিতে হয় I
ফুসফুসের ক্যান্সার এর চিকিৎসা শেষ হবার পরে কমপক্ষে ৫ বছর ক্যান্সার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকতে হয় I
ফুসফুসের ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে সহজ উপায় হলো সবধরণের তামাক ও তামাকজাত দ্রব্য সেবন চিরতরে বাদ দেয়া I নিজের পাশাপাশি পরিবার এর সদস্যদেরও তামাক ও তামাকজাত দ্রব্য সেবন বন্ধ করতে হবে I পরিবারের কেউ ফুসফুসের ক্যান্সার এ আক্রান্ত হয়ে থাকলে নিজেদের ও নিয়মিত চেক আপ করতে হবে I ক্যান্সার এর লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তার এর কাছে যোগাযোগ করতে হবে I

22/04/2024
22/04/2024

ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে আই সি ইউ বা লাইফ সাপোর্টের সিদ্ধান্ত নেয়া অন্যতম কঠিন সিদ্ধান্ত। এই ধরনের সিদ্ধান্ত এককভাবে না নিয়ে পরিবারের সব সদস্য আর চিকিৎসার খরচ প্রদানকারী অভিভাবকদের একত্রে বসে নেয়া উচিত। ক্যান্সারের রোগীদের আই সি ইউ বা লাইফ সাপোর্টে খুব ভাল কিছু আশা করা হয় না। খুব অল্প ক্ষেত্রেই হয়ত জরুরী কারণে আই সি ইউ বা লাইফ সাপোর্টের দরকার হয় যাতে অল্প কয়েকদিনেই রোগীকে স্বাভাবিক পর্যায়ে নামানো যায় অধিকাংশ ক্ষেত্রেই এমন হয় যে আই সি ইউ বা লাইফ সাপোর্ট দিয়ে রোগিকে নুন্যতম স্বাভাবিক জীবনে ফেরানো যায় না। তাই আই সি ইউ বা লাইফ সাপোর্টে রোগীকে দেয়ার আগে রোগীর স্বাভাবিক জীবনে ফেরার সম্ভবনা কতটুকু জেনে নিন। কারণ, প্রথমতঃ এর খরচ অনেক। ভাল মানের আই সি ইউ তে প্রথম কয়েকদিনে প্রতিদিন প্রায় লাখ টাকা খরচ হয়। কম খরচের আই সি ইউ মানে সেবার মানের পতন। আপনার অর্থনৈতিক সক্ষমতার উপর নির্ভর করে আপনার রোগী কতদিন আই সি ইউ বা লাইফ সাপোর্টে থাকবে। একবার আই সি ইউ বা লাইফ সাপোর্টে থাকার পর অর্থনৈতিক অক্ষমতার জন্যে তা খুলে ফেলা অনেক অনেক কষ্টের। যেই আপনি আপনার আপনজনকে বাঁচাতে আই সি ইউ বা লাইফ সাপোর্টে দিলেন সেই আপনিই নিজের অক্ষমতায় তা খুলে ফেললেন। এতে হয়ত আপনার সামনেই আপনার আপনজন কষ্ট পেতে পেতে চলে গেলেন। তাই ঝোঁকের মাথায় আই সি ইউ বা লাইফ সাপোর্টের সিদ্ধান্ত নিবেন না।
দ্বিতীয়ত, আই সি ইউ বা লাইফ সাপোর্টে সকলের প্রবেশ নিষেধ। সেখানে রোগী যাবার পর তার শরীর হয় উন্নতি নিয়ে বাইরে আসবে অথবা চিরনিথর শরীর বাইরে আসবে। শেষ সময়ে পাশে থাকা ও ইসলামী বিধিবিধান পালন করে তার কষ্ট কমানোর চেষ্টা করা, শেষ সাক্ষাতে সুযোগ পাওয়া আই সি ইউ তে কম। এসব বিষয় ভাবাও জরুরী।
আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।

Address

Dhaka

Opening Hours

Monday 20:00 - 22:00
Wednesday 20:00 - 22:00
Thursday 20:00 - 22:00
Saturday 20:00 - 22:00
Sunday 20:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Few minutes for Cancer by Dr Md N Roney posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram