Comfort Medicare

Comfort Medicare যে কোন মেডিসিন ঘরে বসে হোম ডে-লি-ভা-রি পেতে কল করুনঃ 01974-969092

27/05/2025
আইচুন বিউটি এন্টি স্ট্রেচ মার্ক ক্রিম - ৬০ গ্রাম01974-969092যে কোনো ফাটা দাগ দূর করার,প্রেগন্যান্সির ফাটা দাগের জন্য 100...
22/05/2025

আইচুন বিউটি এন্টি স্ট্রেচ মার্ক ক্রিম - ৬০ গ্রাম
01974-969092
যে কোনো ফাটা দাগ দূর করার,প্রেগন্যান্সির ফাটা দাগের জন্য 100% কার্যকারী এই ক্রিম টা।
ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে।
মা হওয়া প্রতিটা মেয়ের জ্ন্য ভাগ্যের বিষয়। তাই বলে মা হওয়ার পর শরীরে দাগ রয়ে যাবে এটা কোন মেয়েই চায় না।
তাই আইচুন বিউটি এন্টি স্ট্রেচ মার্ক ক্রিম বিশেষত তৈরী করা হয়েছে প্রেগনেন্সি এর সময় পেটে যে দাগ পরে তার জন্য।
এই ক্রিম ব্যবহারে অনায়াসে দাগ কমে যাবে এবং স্কিনের টানটান ভাব ফিরিয়ে দিবে।
এতে আছে কোকোয়া, সিয়া বাটার এবং ভিটামিন ই যা স্কিনকে টানটান এবং দৃঢ় করে খুব সহযেই।
শরীরের অবাঞ্চিত ফাটা ফাটা দাগ, কাটা দাগ দূর করতে সাহায্য করবে এই ক্রিম।

কোষ্ঠকাঠিন্যকে একেবারে হালকাভাবে নেয়াটা এক ধরণের ক্রাইম। দুই সপ্তাহ ধরে পায়খানা না হওয়ার পর অবশেষে এক্সরে করিয়েছে। এখন দ...
18/05/2025

কোষ্ঠকাঠিন্যকে একেবারে হালকাভাবে নেয়াটা এক ধরণের ক্রাইম। দুই সপ্তাহ ধরে পায়খানা না হওয়ার পর অবশেষে এক্সরে করিয়েছে। এখন দেখুন অবস্থা...

বাচ্চাদের তো বটেই, আপনার নিজেরও কোষ্ঠকাঠিন্য হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎকের পরামর্শ নেবেন। কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকার জন্য কিছু খাবারের নাম বলে দিচ্ছি। শেয়ার করে রাখতে পারেন।

শাকসবজি: কোষ্ঠকাঠিন্য দূর করতে আঁশযুক্ত খাবারের কোনো বিকল্প নেই। আর শাকসবজি হলো আঁশের সবচেয়ে ভালো উৎস। প্রতিদিনের খাবার তালিকায় তাজা মৌসুমি শাকসবজি রাখুন। সবজির মাঝে লাউ, পেঁপে, চালকুমড়া, মিষ্টিকুমড়া, ঢ্যাঁড়স রাখুন।

কলা: কলায় প্রচুর আঁশ রয়েছে। তাই যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাঁরা সকালের নাশতায় একটি করে পাকা কলা রাখুন।

আপেল: কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে নিয়মিত খোসাসহ আপেল খান। আপেলের খোসায় পর্যাপ্ত আঁশ রয়েছে, যা মল নরম করে।

নাশপাতি: প্রতিদিন একটি নাশপাতি খেলে আমাদের দৈনন্দিন আঁশের চাহিদা ২২ শতাংশ পূরণ হয়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।

ইসবগুলের ভুসি: ইসবগুলের ভুসি প্রাকৃতিকভাবেই মল নরম করতে, মলের পরিমাণ বৃদ্ধি করতে ও সহজে মলত্যাগ করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণ অদ্রবণীয় আঁশ রয়েছে, যা প্রচুর পানি শোষণ করে। সকালে খালি পেটে ১ গ্লাস কুসুম গরম পানিতে ২ চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে সঙ্গে সঙ্গে পান করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে একইভাবে ইসবগুলের ভুসি খেলে সকালে মলত্যাগে কোনো সমস্যা হয় না। তবে ইসবগুলের ভুসি খেলে সারা দিন প্রচুর পানি পান করতে হবে। না হলে ইসবগুলের ভুসি শরীর থেকে পানি শোষণ করে মলত্যাগ আরও কষ্টসাধ্য করে তুলবে।
সংগৃহীত

আমাদের দেশের বিভিন্ন পেশার মানুষের যে দক্ষতা; তা কল্পনাতীত। এরা সীমিত ও ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে বিশ্বমানের কাজ করে ফেল...
16/05/2025

আমাদের দেশের বিভিন্ন পেশার মানুষের যে দক্ষতা; তা কল্পনাতীত। এরা সীমিত ও ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে বিশ্বমানের কাজ করে ফেলেন।

16-05-2025

আমার ডাক্তার, আমাদের ফায়ার ফাইটাররা রোজ এভাবে জীবন বাচাচ্ছেন। এরা কন্ডোম ব্যবহার করে জরুরী ডেলিভারি করান, এরা সরঞ্জাম ছাড়া আগুনে ঢোকেন, এরা বুলেটপ্রুফ জ্যাকেট ছাড়া সংঘ'র্ষের মধ্যে দাড়ান।
আজ এরকম এক জাদুকরী দক্ষতা দেখালেন একজন পাইলট। কক্সবাজার থেকে ৭১ জন যাত্রী নিয়ে একটি বিমান ফ্লাই করেছিলো ঢাকার উদ্দেশ্যে। ওড়ার পরপরই পেছনের একটি চাকা খুলে পড়ে।

আমি খবরটা পাওয়ার সাথে সাথে অবশ হয়ে গিয়েছিলাম। বিমানে এক গাদা নারী-শিশু। শেষ পর্যন্ত একেবারে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া পাইলট ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পেরেছেন ঢাকায়।

আমি এই পাইলটের নাম জানি না। তবে এটা জানি যে, ইউরোপ-আমেরিকা হলে ওনাকে নিয়ে সারভাইবাল ডকুমেন্টারি হতো। আমাদের সেটা করার দরকার নেই। কারণ, আমাদের পেশাজীবিদের জন্য প্রতিটা দিনই বেয়ার গ্রেইলের চেয়ে ভ'য়ঙ্কর। এদের ডকুমেন্টারি হয় না। তারপরও একটা স্যালুট রইলো।
পোস্ট সংগৃহীত

ভিগোজেলতিলা জাদীদইউনানী ঔষধঅর্ডার করতে কল করুনঃ 01974-969092 বিবরনঃ ভিগোজেল একটি অয়েন্টমেন্ট জাতীয় ঔষধ যা যৌনাঙ্গের শি...
14/05/2025

ভিগোজেল

তিলা জাদীদ

ইউনানী ঔষধ
অর্ডার করতে কল করুনঃ 01974-969092


বিবরনঃ ভিগোজেল একটি অয়েন্টমেন্ট জাতীয় ঔষধ যা যৌনাঙ্গের শিথিলতা, যৌন দুর্বলতা, লিঙ্গের বক্রতায় ব্যবহৃত হয় ।

রোগ নির্দেশনাঃ যৌনাঙ্গের শিথিলতা, যৌন দুর্বলতা, লিঙ্গের বক্তৃতা। মাত্রা ও ব্যবহার বিধি ও প্রয়োজনমতো নিয়ে দিনে ১-২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য

পার্শ্বপ্রতিক্রিয়া ও ইউনানী ঔষধ ভিগোজেল এ কোন ধরনের

পার্শ্বপ্রতিক্রিয়া জানা নেই । বিরূপ প্রতিক্রিয়া ঃ তেমন কোন বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তবে এর যে কোন উপাদান এর প্রতি সংবেদনশীল রোগীদের জন্য প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

সতর্কতা ঃ ব্যবহারের পর পরই সহবাস করা যাবে না।
কমপক্ষে ত্রিশ (৩০) মিনিট পর সহবাস করা যাবে।

সংরক্ষণ ঃ আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন । সরবরাহ রূপ ও প্রতিটি টিউব এ আছে ১৫ গ্রাম ভিগোজেল।

01974-969092
ভিগোজেল ক্রীম Vigogel Ointment
Vigogel Ointment Ibn sina

এই চার জনকে আমরা অনেকে ই বট বলি তাই আর বিভ্রান্তি নয় এবার চিনে নেই। প্রথম জন রাবার বা ফাইকাস ইলাসটিকা,২য় পাকুড় ,৩য় অশ্বথ...
03/05/2025

এই চার জনকে আমরা অনেকে ই বট বলি তাই আর বিভ্রান্তি নয় এবার চিনে নেই। প্রথম জন রাবার বা ফাইকাস ইলাসটিকা,২য় পাকুড় ,৩য় অশ্বথ এবং ৪র্থ বট। অশ্বথ এবং পাকুড়ের পাতা অনেকটা এক ই তবে অশ্বথের পাতায় লম্বা ল্রজ আছে যা পাকুড়ের নেই

প্রাচীন যুগে, যখন মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছিল খুবই কম, তখন নারীদের উদ্বেগ, বিষণ্ণতা, বা আচমকা মুড পরিবর্তনের মতো ...
02/05/2025

প্রাচীন যুগে, যখন মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছিল খুবই কম, তখন নারীদের উদ্বেগ, বিষণ্ণতা, বা আচমকা মুড পরিবর্তনের মতো উপসর্গকে বলা হতো "ফিমেল-হিস্টেরিয়া"। এই অসুস্থতাকে ভাবা হতো শারীরিক, বিশেষত নারীত্বের সঙ্গে জড়িত একটি সমস্যা। তাই চিকিৎসকের কাছে গেলে তাদের জন্য নির্ধারিত হতো একটি বিশেষ চিকিৎসা "পেলভিক ম্যাসাজ", যার উদ্দেশ্য ছিল সেই সময়ের ভাষায় "পেলভিক প্যারক্সিজম", অর্থাৎ অর্গাজম ঘটানো।

এমন "চিকিৎসা" এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, অল্প সময়েই চিকিৎসকদের কাছে নারীদের ভিড় বেড়ে যায়। ফলে সময় বাঁচাতে ও চিকিৎসা আরও কার্যকর করতে তৈরি করা হয় একটি বিশেষ যন্ত্র, যা নিয়মিত কম্পনের মাধ্যমে ম্যাসাজ দিতো। এই ডিভাইস প্রথমে ধনী পরিবার বা সম্ভ্রান্ত নারীদের ঘরেই ব্যবহার হতো, যেন "হিস্টেরিয়ার" কোনো প্রভাব দেখা দিলে ঘরেই তা মোকাবিলা করা যায়। এভাবেই ইতিহাসে জন্ম নেয় প্রথমদিকের ভাইব্রেটর, এমন এক যন্ত্র যা তখন ছিল চিকিৎসার অংশ, কিন্তু সময়ের সঙ্গে এটি পায় পুরোপুরি যৌনতা-সম্পর্কিত ডিভাইস হয়ে ওঠে।
ইন্টারনেট থেকে সংগৃহীত

শুভ নববর্ষ বাংলা ১৪৩২
14/04/2025

শুভ নববর্ষ বাংলা ১৪৩২

13/04/2025

মেয়েদের মোটা হওয়ার পাউডার | ১ মাসে স্থায়ী মোটা | ফিমেল কেয়ার গোল্ড | Fimale Care Gold Powder
01974969092

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Comfort Medicare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Comfort Medicare:

Share