Roufian's Medical & Dental Forum

Roufian's Medical & Dental Forum Roufian’s Medical and Dental Forum is a non-political platform of medical and dental students and doctors from Birshreshtha Munshi Abdur Rouf Public College.

We aim to enhance skills, foster creativity, and empower students to build a modern society.

"যেখানে প্রতি রাতে চলে জীবন মৃত্যু নিয়ে দরকষাকষির খেলা..."জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে ভয়ানক কয়েক ঘণ্টাবুধবার রাত ...
25/10/2025

"যেখানে প্রতি রাতে চলে জীবন মৃত্যু নিয়ে দরকষাকষির খেলা..."

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে ভয়ানক কয়েক ঘণ্টা

বুধবার রাত ১১টা।

হঠাৎ করে হাসপাতালের সিসিইউ রুমের গেটের দিকে শোরগোল। দ্রুত ট্রলি নিয়ে ছুটলেন কয়েকজন সেদিকে। তাতে তুলে আনা হলো মাঝবয়সী এক যুবককে। পরনের জামাকাপড় দেখে বোঝা গেল দরিদ্র ঘরের সন্তান। হার্ট অ্যাটাক করেছে সে। মৃত্যুর একেবারে কাছাকাছি অবস্থায়। ডাঙায় পড়ে যাওয়া পুটি মাছের মতো ছটফট করছিল সে। বাঁচবে যে, তেমন আশাও নেই।

ইতোমধ্যে স্বজনরাও মহাকান্নাকাটি শুরু করে দিয়েছে। নার্স-ডাক্তাররা কয়েকজনকে রুম থেকে বের করে দিলেন। এরপর যা শুরু হলো, তা দেখে একজন সুস্থ মানুষও অজ্ঞান হবার দশা। একজন জওয়ান পুরুষ নার্স তার বুকের ওপর জোরে জোরে চাপ দিতে শুরু করলেন। একজন সুস্থ মানুষকে ওভাবে আঘাত করলে সে নির্ঘাত দম বন্ধ হয়ে মারা যেত।

যাই হোক, এই ধুরুমধারুম আঘাত চলল প্রায় দশ মিনিট। এরপর কাজ না হওয়ায় নিয়ে আসা হলো কাপড় ইস্ত্রি করার মতো দুটি শক দেওয়ার যন্ত্র। এই জিনিস আমি শুধু সিনেমাতেই দেখেছি। এরপর সেটি দিয়েও চলল সেই “নির্যাতন”। একদিকে যমে টানছে যুবকটিকে, আরেকদিকে বাংলাদেশের হাসপাতালের কয়েকজন অসহায় নার্স— তাদের নেতৃত্বে একজন ডাক্তার।

এ কাজ করতে গিয়ে ঘেমে নেয়ে একাকার সবাই। বাইরে পাল্লা দিয়ে চলল যুবকটির পরিবারের কান্না।

আমি অনেক শক্ত মানসিকতার মানুষ। কিন্তু তারপরও ভেতরে ভেতরে চুরমার হচ্ছিলাম। তবে বুঝতে দিচ্ছিলাম না। কারণ আমার পাশেই আমার নিজের রোগী — তিনি আমার শাশুড়ি। তিনি যদি বুঝতে পারেন আমার নিজেরই এই অবস্থা, তিনি ভেঙে পড়বেন। তাই তাকে সাহস যোগাচ্ছিলাম।

এদিকে শুনতে পেলাম নার্সরা বলাবলি করছে — “এ যাত্রা বেঁচে গেলো ছেলেটি।” আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম।

আমি তখন চিকিৎসক-ভলান্টিয়ার দলটির দিকে তাকালাম। দেখলাম সবার মুখে বিজয়ের হাসি চিকচিক করছে। মনে হচ্ছিল তারা এইমাত্র এভারেস্টের চূড়া জয় করে ভোরের তাজা আলোর আভা সারা মুখে মেখেছে। জানতে পারলাম, এভাবেই সারারাত ধরে নতুন কোনো রোগীর সেবায় দৌড় শুরু করে তারা।



[আমরা যারা প্রতিদিন নিশ্চিন্তে ঘুমাই, ঠিক সেই মুহূর্তে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে প্রতি রাতে চলে জীবন-মৃত্যু নিয়ে “দরকষাকষির খেলা”। প্রতিরাতে গড়ে কমপক্ষে চারজন মারা যায়। আমরা কখনো কখনো সে খবর পত্রিকায় পড়ি, কিন্তু আমাদের ডাক্তার-নার্সদের অক্লান্ত পরিশ্রমে যে আরও ২০-৩০ জন বেঁচে যায়, তাদের গল্প কোনোভাবে পত্রিকার পাতায় জায়গা পায় না।]

ভালোবাসা— এই সমস্ত নিবেদিত প্রাণ ডাক্তার ও নার্সদের প্রতি।

© (বাস্তবিক ঘটনা — একজন ডাক্তারের লেখা অনুভূতি)

24/10/2025

সাতক্ষীরায় ডা. হাবিব স্ট্রেচারের উপর উঠে গিয়ে সিপিআর দিয়েছেন। টানা ৩৯ মিনিট সিপিআর দিয়েছেন কার্ডিয়াক অ্যারেস্টের এক পেশেন্টকে। সিপিআর দিতে দিতেই সিসিউতে নিয়ে যান। আল্লাহর রহমতে পেশেন্ট বেঁচে আছে। তবে পেশেন্ট মারা গেলে ঘটনা আবার এরকম নাও হতে পারতো। হয়তো প্রশ্ন উঠত সেই মানুষটার ওপরই, যে জীবন বাঁচাতে সব কিছু উজাড় করে দিয়েছিলল। হয়তো নিরাপত্তা ঝুঁকিতে পড়তেন ডা. হাবিব।

বাংলাদেশের শত শত হাসপাতালে প্রতিদিন এমন দুঃসাহসী বীরোচিত উপাখ্যান লেখেন ডা. হাবিবেরা। যারা নিজেদের ক্লান্তি, ভয়, অপবাদ—সবকিছুর ঊর্ধ্বে উঠে কাজ করে যান শুধু দায়িত্ববোধের জায়গা থেকে।

বিদেশের ভিডিও দেখে অনেকেই বলেন, “বাংলাদেশে হলে ডাক্তার পেতেন না,” বা “মেরে ফেলত।” কিন্তু তারা বোঝেন না—এই দেশেও ডা. হাবিবদের মতো অসংখ্য ‘নাম না জানা বীর’ প্রতিদিন নীরবে লড়ে যান মানুষকে সুস্থ করে তোলার লক্ষ্যে।

Salute and respect to Dr. Habibur Rahman

অভিনন্দন ❤️Dr. Amir Faysal সভাপতি, রউফিয়ানস' মেডিকেল এন্ড ডেন্টাল ফোরামDr. Muaz Rahmanসাধারণ সম্পাদক,রউফিয়ানস' মেডিকেল এ...
11/09/2025

অভিনন্দন ❤️

Dr. Amir Faysal
সভাপতি,
রউফিয়ানস' মেডিকেল এন্ড ডেন্টাল ফোরাম

Dr. Muaz Rahman
সাধারণ সম্পাদক,
রউফিয়ানস' মেডিকেল এন্ড ডেন্টাল ফোরাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ায় আপনাদের আন্তরিক মুবারক বাদ ও আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অফুরান দোয়া। ❤️

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ সকল নব্য চিকিৎসগণদের Roufian's Medical & Dental For...
11/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ সকল নব্য চিকিৎসগণদের Roufian's Medical & Dental Forum-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনাদের নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও আত্মত্যাগের এই সাফল্য সত্যিই প্রশংসনীয়। আপনাদের ভবিষ্যৎ চিকিৎসা জীবন শুভ ও সমৃদ্ধ হোক—এই শুভকামনা রইল!✨

অপারেশন থিয়েটারের লাইটের অসাধারণ রহস্য!আপনি কি কখনো ভেবে দেখেছেন, অপারেশন থিয়েটারে ডাক্তাররা এত উজ্জ্বল আলোর নিচে কাজ ...
10/09/2025

অপারেশন থিয়েটারের লাইটের অসাধারণ রহস্য!

আপনি কি কখনো ভেবে দেখেছেন, অপারেশন থিয়েটারে ডাক্তাররা এত উজ্জ্বল আলোর নিচে কাজ করেন, কিন্তু তাদের নিজের বা যন্ত্রপাতির কোনো ছায়া সেখানে পড়ে না কেন? এর পেছনে রয়েছে এক দারুণ বৈজ্ঞানিক কারণ!

সাধারণত, একটি মাত্র আলোর উৎস থেকে আলো এলে তার সামনে কোনো বস্তু থাকলে তার একটি গাঢ় ছায়া তৈরি হয়। যেমন, দিনের বেলায় সূর্য একটি একক আলোর উৎস হিসেবে কাজ করে, তাই আমাদের ছায়া পড়ে। কিন্তু সার্জিক্যাল লাইটের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন।

ছায়া না পড়ার মূল কারণ কী?

সার্জিক্যাল লাইটগুলো একটি একক উৎস থেকে তৈরি হয় না। বরং, এতে অনেকগুলো ছোট ছোট LED লাইট এমনভাবে সাজানো থাকে, যেন তারা সবাই একটি নির্দিষ্ট বিন্দুর ওপর আলো ফেলে। যখন একজন সার্জন বা তার হাত কোনো একটি লাইটের সামনে আসে, তখন অন্য দিক থেকে আসা বাকি লাইটগুলো সেই সম্ভাব্য ছায়ার জায়গাটিকে উজ্জ্বল করে তোলে। ফলে, কোনো গাঢ় বা স্থায়ী ছায়া তৈরি হতে পারে না। এই প্রযুক্তির কারণে চিকিৎসকরা অপারেশন চলাকালীন কোনো বাধা ছাড়াই কাজ করতে পারেন, যা রোগীর জীবন বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি।

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ও হাইকোর্টের রায় অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী ব্যতীত অন্যান্য পেশা...
20/08/2025

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ও হাইকোর্টের রায় অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী ব্যতীত অন্যান্য পেশাজীবী (হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ও ইউনানী) নামের পূর্বে "ডাক্তার (ডা.)" পদবী ব্যবহার করতে পারবেনা।

21/07/2025

দেশের এই ক্রান্তিলগ্নে রক্তদানে আগ্রহী সবাইকে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
স্বেচ্ছায় রক্তদাতাগণ, দয়া করে নিজ উদ্যোগে এগিয়ে আসুন।

RMU এর অধীনে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ সকল নব্য চিকিৎসকদের Roufian's Medical & Dental Forum এর পক্ষ থেকে আন্তরিক ...
09/07/2025

RMU এর অধীনে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ সকল নব্য চিকিৎসকদের Roufian's Medical & Dental Forum এর পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও ফুলেল শুভেচ্ছা। 🌸

আপনাদের এই কৃতিত্ব নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগের প্রতিফলন। ভবিষ্যৎ চিকিৎসাজীবনে সাফল্য, মানবসেবা ও মর্যাদার এক নতুন অধ্যায় সূচিত হোক—এই কামনা আমাদের সকলের। ❤️

*৪২ বছরের গর্ব, একসাথে উদ্‌যাপনের সময়!*✨বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের ৪২ বছর পূর্তি উপলক্ষে আসছে একটি *গ্র্যান্ড প...
27/06/2025

*৪২ বছরের গর্ব, একসাথে উদ্‌যাপনের সময়!*✨

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের ৪২ বছর পূর্তি উপলক্ষে আসছে একটি *গ্র্যান্ড পুনর্মিলনী,* *আমাদের প্রিয় ক্যাম্পাসে*!

প্রত্যেক ব্যাচের প্রাক্তনরা থাকবে, থাকবে পুরোনো বন্ধুদের মুখোমুখি হবার সুযোগ, আর প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের সাথে দেখা করার এক অনন্য ক্ষণ।

📢 আয়োজনে দায়িত্বশীল টিম কাজ করছে দিন-রাত। বিস্তারিত ও তারিখ খুব তাড়াতাড়ি জানানো হবে।

এই পোস্টের উদ্দেশ্য — এখন থেকেই প্রস্তুতি নিন, কারণ আসছে কিছু বিশাল আর স্মরণীয়! ✨

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে, ১৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল রউফিয়ানসহ সকল পরী...
16/06/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে, ১৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল রউফিয়ানসহ সকল পরীক্ষার্থীদের প্রতি রইল হৃদয়ের গভীর থেকে অফুরন্ত দোয়া ও আন্তরিক শুভকামনা।

আল্লাহ সবাইকে সুস্থতা, মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা সম্পন্ন করার তাওফিক দান করুন। সকলের নিরলস পরিশ্রম ও অধ্যবসায় হোক সফলতার সোপান।

May your efforts be crowned with success.❤️

ঢাকা মেডিকেল কলেজ এর পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের এমন প্রশংসনীয় উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই 💙
08/06/2025

ঢাকা মেডিকেল কলেজ এর পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের এমন প্রশংসনীয় উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই 💙

Eid Mubarak 🌙
06/06/2025

Eid Mubarak 🌙

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roufian's Medical & Dental Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram