25/12/2024
#টাইফয়েড_এবং_এর_টীকা_সম্বন্ধে_জানুন
#টাইফয়েড_কি?
টাইফয়েড একটি সংক্রামক ব্যাধি যা জ্বর দিয়ে প্রকাশ পায়।এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ।সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া এ রোগের কারন।সারা বিশ্বে প্রতি বছর টাইফয়েড জ্বরে প্রায় ২ কোটি মানুষ আক্রন্ত হয় এবং ২ কোটি মানুষ মারা যায়। বাংলাদেশ প্রতি হাজারে ৪ জন মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়।৫ বছর বয়সের নিচের শিশুদের মধ্যে প্রতি বছর গড়ে ১ হাজার ১৯ জন টাইফয়েডে ভোগে। ৫ বছরের কম বয়সী বাচ্চারা টাইফয়েডে আক্রান্ত হয় সবচেয়ে বেশি এবং এর ৮৫% শিশুই আক্রান্ত হয় ২-৪ বছরের মাঝে।
ঢাকার মধ্যে হোম সার্ভিসের মাধ্যমে ভ্যাকসিন দিয়ে থাকি।
ভ্যাকসিন গ্রহন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে