ইনডেক্স ল্যাবরেটরীজ আয়ু

ইনডেক্স ল্যাবরেটরীজ আয়ু বেসরকারি প্রতিষ্ঠান
বেসরকারি ভাবে ঢাকার বিভিন্ন এলাকায় হোম সার্ভিসের মাধ্যমে ভ্যাক্সিসিন দেয়া হয়।

25/12/2024

#টাইফয়েড_এবং_এর_টীকা_সম্বন্ধে_জানুন
#টাইফয়েড_কি?
টাইফয়েড একটি সংক্রামক ব্যাধি যা জ্বর দিয়ে প্রকাশ পায়।এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ।সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া এ রোগের কারন।সারা বিশ্বে প্রতি বছর টাইফয়েড জ্বরে প্রায় ২ কোটি মানুষ আক্রন্ত হয় এবং ২ কোটি মানুষ মারা যায়। বাংলাদেশ প্রতি হাজারে ৪ জন মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়।৫ বছর বয়সের নিচের শিশুদের মধ্যে প্রতি বছর গড়ে ১ হাজার ১৯ জন টাইফয়েডে ভোগে। ৫ বছরের কম বয়সী বাচ্চারা টাইফয়েডে আক্রান্ত হয় সবচেয়ে বেশি এবং এর ৮৫% শিশুই আক্রান্ত হয় ২-৪ বছরের মাঝে।

ঢাকার মধ্যে হোম সার্ভিসের মাধ্যমে ভ্যাকসিন দিয়ে থাকি।
ভ্যাকসিন গ্রহন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ আপনার হাতেই। ভ্যাকসিন গ্রহণ করুন সুস্থ থাকুন। জরায়ুমুখ ক্যান্সার বা,জরায়ুর ক্যান্সার।জরায়ু...
24/05/2024

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ আপনার হাতেই।
ভ্যাকসিন গ্রহণ করুন সুস্থ থাকুন।
জরায়ুমুখ ক্যান্সার বা,জরায়ুর ক্যান্সার।জরায়ুমুখ ক্যান্সার ( ইংরেজি Cervical cancer) নারীদের জন্য একটি ভয়াবহ ব্যাধি এবং বিশ্বব্যাপী নারীর মৃত্যুর অন্যতম প্রধান কারণ।আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশ নারীদের মধ্যে স্তন ক্যান্সারের পরেই জরায়ুমুখ ক্যান্সারের স্থান। রিপোর্ট অনুসারে বাংলাদেশ বছরে ১৭৬৮৬ জন নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয় যায় মধ্যে ১০৩৬২ জন মারা যায়। এছাড়াও ৫ কোটিরও বেশি নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। জরায়ুমুখ বা সার্ভক্স হচ্ছে জরায়ু এর নিচের, সরু অংশ যা ভ্যাজাইনা ও জরায়ুর উপরের অংশ এর কানেক্টে করে।যখন ক্যান্সার শুরু হয় সার্ভিক্সে,একে সারভাই-কাল বা জরায়ুমুখ ক্যান্সার বলা হয়।

ঢাকার মধ্যে বিভিন্ন হোম সার্ভিসের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয়। যোগাযোগ করুন ইনবক্সে

প্রতিরোধ এখনই জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ ৯-৪৫ বছর বয়সের সকল সুস্থ নারীর ভ্যাকসিন নেয়া অত্যাবশ্যক।ঢাকার মধ্যে হোম সার্...
16/05/2024

প্রতিরোধ এখনই
জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ ৯-৪৫ বছর বয়সের সকল সুস্থ নারীর ভ্যাকসিন নেয়া অত্যাবশ্যক।
ঢাকার মধ্যে হোম সার্ভিসের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয়
যদি কারো দরকার হয় তাহলে যোগাযোগ করুন ইনবক্সে

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ইনসেপ্টার ভ্যাকসিন ‘প্যাপিলোভ্যাক্স’ বাসস   ঢাকা, ১৭ জুলাই, ২০২২ (বাসস): ইনসেপটা ভ্যাকসিন ল...
15/05/2024

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ইনসেপ্টার ভ্যাকসিন ‘প্যাপিলোভ্যাক্স’
বাসস

ঢাকা, ১৭ জুলাই, ২০২২ (বাসস): ইনসেপটা ভ্যাকসিন লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন ‘প্যাপিলোভ্যাক্স’ বাজারজাত শুরু করেছে।
প্যাপিলোভ্যাক্স ভ্যাকসিন জরায়ুমুখ ক্যান্সার থেকে সুরক্ষা দেয়, এটি জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী এইচপিভি ভাইরাসকে প্রতিরোধ করে। বাংলাদেশে ক্যান্সারে নারী মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার ২য় প্রধান কারণ। এই ক্যান্সারে মৃত্যুর প্রধান কারণ অসচেতনতা এবং অনেক বছরের অবহেলা।
প্রতি বছর দেশে ১০ হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে মারা যায় এবং ৫ কোটিরও বেশি নারী এর ঝুঁকিতে আছে। ৯ থেকে ৪৫ বছর পর্যন্ত সকল সুস্থ নারীকে এই ভ্যাকসিন দেয়ার মাধ্যমে বাংলাদেশ জরায়ুমুখের ক্যান্সার নির্মূলের পথ অনেকটা এগিয়ে যাবে।
প্যাপিলোভ্যাক্স আধুনিক প্রি-ফিলড সিরিঞ্জও বাজারজাত হচ্ছে। এখানে উল্লেখ্য যে, প্রি-ফিলড সিরিঞ্জে স¤পূর্ণ ডোজ এসেপ্টিক পরিবেশে তৈরি করা হয় এবং স¤পূর্ণ স্টেরাইল প্যাকেজিংয়ে নিয়ন্ত্রিত তাপমাত্রায় বাজারে দেয়া হয়। প্রি-ফিলড সিরিঞ্জে ভ্যাকসিন সরাসরি প্রয়োগ করা সহজ এবং আলাদা করে মাত্রা পরিমাপের প্রয়োজন নেই। ফলে আরো নিরাপদে ও সহজে সঠিকমাত্রার ডোজে ভ্যাকসিন দেয়া যাবে।

15/05/2024

বেসরকারি প্রতিষ্ঠান
বেসরকারি ভাবে ঢাকার বিভিন্ন এলাকায় হোম সার্ভিসের মাধ্যমে ভ্যাক্সিসিন দেয়া হয়।

খুব শিগ্রি আসে নতুন কিছু নিয়ে
15/11/2023

খুব শিগ্রি আসে নতুন কিছু নিয়ে

Address

Gulshan
Dhaka
1212

Telephone

+8801403995377

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনডেক্স ল্যাবরেটরীজ আয়ু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram