Nutrition house bd

Nutrition house bd we provide world best Health & Beauty related natural and organic supplement products.

01/07/2025

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন।
——————-
প্রিয় সন্তান,,

আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি.....

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:-

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।🌸

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা। 🌸

3. #জীবন_সংক্ষিপ্ত......
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। 🌸

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।🌸

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।🌸

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে। 🌸

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। 🌸

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। 🌸

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি। 🌸

——————
ভালোবাসা সহ,
তোমার বাবা
বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য....!!!

03/04/2025
FOREVER ABSORBENT - C (Made in USA)বিঃদ্রঃ এটি কোন মেডিসিন নয়। টোটালি ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট।✒️প্রতিদিন ভিটামিন গ্রহণ...
29/09/2023

FOREVER ABSORBENT - C (Made in USA)

বিঃদ্রঃ এটি কোন মেডিসিন নয়। টোটালি ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট।

✒️প্রতিদিন ভিটামিন গ্রহণ আমাদের সুস্বাস্থ্য রক্ষার সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সব রকমের বিখ্যাত ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সুবিধা আহরণ করে ফরএভার বৈজ্ঞানিক পদ্ধতিতে Absorbent-C তৈরি করে আমাদেরকে উপহার দিয়েছে।
🎃 রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করে।
✳️ফ্রি-রেডিক্যালস্ এর ক্ষতিকর প্রভাব থেকে মানব দেহের কোষ কে সুরক্ষাকারী অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ।
✳️এটা ত্বকের জন্য উপকারী খাদ্যদ্রব্য হিসেবে ত্বকের অন্তঃকোষ সমূহে তরল পদার্থের প্রবেশ ঘটিয়ে ত্বককে মোলায়েম করে।
✳️জীব শরীরের কোষ সমষ্টির সংযোগকারী হিসেবে ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজন।

ভিটামিন-সি পানিতে দ্রবণীয় এবং শরীর থেকে সহজে নিঃসরণ হয়। যেহেতু মানুষের শরীর ভিটামিন-সি তৈরি করতে পারে না সুতরাং আমরা খাবার, পানীয় ও সম্পূরক খাদ্য যেমন- Absorbent- C থেকে পেয়ে থাকি।
আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি' সেবন করা উচিত। শরীরের জমে থাকা টক্সিন রিমুভ করে। অতিরিক্ত মানসিক চাপ, ঔষধের অতিরিক্ত প্রয়োগ এবং পরিবেশগত বিপর্যয়ের কারণে আমাদের শরীর ভিটামিন-সি শূন্য হয়ে যায়।
এই ভিটামিনের ঘাটতির ফলে চুলের মত কৈশিক নালি ভেঙ্গে যায় এবং মাড়ি দিয়ে রক্ত পরে। Absorbent - C এর সাথে "Oat Bran" এর মিশ্রন বর্তমান বিশ্বের দুর্লভ পুষ্টিসমৃদ্ধ শরীরের ঘাটতি পূরণে সক্ষম খাদ্যদ্রব্য।
পুষ্টির দুটি গুরুত্বপূর্ণ উপাদাননের মিশ্রণে তৈরি একটি চমৎকার খাদ্যদ্রব্য। প্রতিটি ট্যাবলেটে আছে 500 মি.গ্রা."Oat Bran" এর সাথে পুরোপুরি ৬০ মি.গ্রা. ভিটামিন-সি এর মিশ্রণ সমৃদ্ধ দুটি পদার্থের উৎকৃষ্ট ও সুশৃংখল একত্রীকরণ। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন ভিটামিন-সি সেবন করা উচিৎ।

👉এতে আছেঃ
✴️Oat Bran - ভিটামিন-সি কে শরীরে সঠিকভাবে শোষণে সাহায্য করে।
✴️ শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ।
✴️ সুস্থ ও সুন্দর ত্বক ধরে রাখতে সাহায্য করে।
✴️ ধুমপায়ীদের জন্য বিশেষ উপকারী।

👉উপকারিতাঃ
১। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ।
২। রেডিয়েশনের বিরুদ্ধে কাজ করে।
৩। শ্বাস-প্রশ্বাসের সমস্যায় কার্যকরী।
৪। সুস্থ ও সুন্দর ত্বক ধরে রাখতে সাহায্য করে।
৫। শরীরকে আয়রণ শোষণ করতে সাহায্য করে।
৬। মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় ও স্নায়ুকে সুদৃঢ় করে।
৭। দাতের মাড়ি দিয়ে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে।
৮। নিয়মিত সেবনে স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
৯। ধমনীয় প্রবহমান রক্ত চলাচলকে সাবলীল রাখতে সহায়তা করে।
১০। চুলের মত কৈশিক নালী ভেঙে যাওয়া প্রতিরোধে সহায়তা করে।
১১। Healthy gum, Skin or Connective tissue এর জন্য ভিটামিন-সি অত্যন্ত প্রয়োজন।
১২। ধুমপায়ী, মদ্যপায়ী ও মানসিক চাপ, ঔষধ ব্যবহারকারীদের অতিরিক্ত হিসেবে Absorbent-C সেবন করা উচিত।
১৩। বিজ্ঞান ভিত্তিক তথ্য হচ্ছে "একটি সিগারেট সেবনে ২৫ মি.গ্রা. ভিটামিন-সি ধ্বংস হয়"।
১৪। ভিটামিন-সি ত্বকের অন্তঃকোষ সমূহে তরল পদার্থের প্রবেশ ঘটিয়ে ত্বককে মোলায়েম করে।

👉পরিমাণ : ১০০ টি ট্যাবলেট।(প্রতিটি ট্যাবলেটে আছে ৬০ মি.গ্রা. ভিটামিন-সি)

👉 প্রয়োজনে অর্ডার করতে ইনবক্স করুন।

২০০ টির বেশি পুষ্টি গুনাগুন সমৃদ্ধ ১০০% হালাল সার্টিফাইড আ্যলোভেরা জুস। আমেরিকার তৈরি।
22/09/2023

২০০ টির বেশি পুষ্টি গুনাগুন সমৃদ্ধ ১০০% হালাল সার্টিফাইড আ্যলোভেরা জুস। আমেরিকার তৈরি।

The world's only fluoride-free toothgel.Made in USA. To collect or more details please call 01737222464 (sumon) or visit...
14/09/2023

The world's only fluoride-free toothgel.Made in USA.
To collect or more details please call 01737222464 (sumon) or visit link below
880000230813.fbo.foreverliving.com

Address

Moghbazar,Hatirjheel
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Nutrition house bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram