Rupganj Eye care center

Rupganj Eye care center (EYE CLINIC & OPTICS)
Bhulta, Rupganj, Narayaganj

দৃষ্টি এবং এর ম্যাকানিজম
20/03/2024

দৃষ্টি এবং এর ম্যাকানিজম





New ladies frame collection in Rupgonj eye care center.Bhulta Rupganj,Narayanganj
09/10/2023

New ladies frame collection in Rupgonj eye care center.
Bhulta Rupganj,Narayanganj

Rupgonj eye care center is a very old and trusted eye care center in Bhulta, Rupganj, Narayanganj.You can come with your...
21/09/2023

Rupgonj eye care center is a very old and trusted eye care center in Bhulta, Rupganj, Narayanganj.You can come with your family to ensure eye care products, frame, power glasses and also eye care medicine. If you have any kind of eye problem you can come and get the problem solved.

চোখের চাপ কমানোর উপায় ******************************বেশিক্ষণ বই পড়া বা মোবাইল দেখলে চোখে অস্বস্তি হয়। পরিত্রাণের জন্য রয়...
05/05/2023

চোখের চাপ কমানোর উপায়
******************************

বেশিক্ষণ বই পড়া বা মোবাইল দেখলে চোখে অস্বস্তি হয়। পরিত্রাণের জন্য রয়েছে উপায়।

খুব বেশি চোখের ব্যবহার চাপ সৃষ্টি করে। এর ফলে জ্বলুনি, ব্যথা ও অস্বস্থির সৃষ্টি হয়।

দীর্ঘ সময় মনোযোগ দিয়ে কাজ করার ফলে এমন সমস্যা দেখা দেয়। অতিমাত্রায় কম্পিটারের স্ক্রিন, বই পড়া বা গাড়ি চালানোর মতো মনোযোগের কাজ চোখে চাপ সৃষ্টি করে।

‘আমেরিকান অপ্টোমেট্রিক আসোসিয়েশন’য়ের তথ্যানুসারে ‘আইস্ট্রেইন’ বা চোখের চাপ সৃষ্টি হওয়ার কয়েকটি লক্ষণ হল-

চোখে ব্যথা, ক্লান্তিভাব, জ্বলুনি, অস্বস্তি হওয়া, শুষ্ক চোখ বা চোখ দিয়ে পানি পোড়া, ঘোলাটে দৃষ্টি, মাথা ব্যথা, ঘাড়, কাঁধ ও পিঠে ব্যথা।

এছাড়াও, আলোক সংবেদনশীলতা, মনযোগ দিতে ও পড়তে অসুবিধা সৃষ্টি, চোখে চোখ রাখতে না পারা ইত্যাদি।

চোখের চাপ সৃষ্টি হলে একাধিক লক্ষণ দেখা দিতে পারে। শুষ্ক চোখ, মাথা ব্যথা, চোখে ঘোলা দেখা ইত্যাদি ‘আইস্ট্রেইন’য়ের লক্ষণ।

কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে এর সমাধান করা যায়। তবে চোখে নিয়মিত ও তীব্র ব্যথা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে।

হেলথশটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ‘এশিয়ান হসপিটাল ফরিদাবাদ’য়ের চক্ষুবিদ্যা পরামর্শক ডা. সিদ্ধি গোয়েল চোখের ওপর চাপ কমানোর উপায় সম্পর্কে গোয়েল বলেন, “সাধারণত সহজ ও ঘরোয়া উপায় ‘আইস্ট্রেইন’ চিকিৎসায় সহায়তা করে। দীর্ঘায়ীত এই সমস্যা গুরুতর কোনো সমস্যার লক্ষণ হতে পারে। যেহেতু প্রতিটা ক্ষেত্রই আলাদা তাই সমস্যা সমাধানে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।”

আইস্ট্রেইন দূর করার কয়েকটি সাধারণ উপায়

২০-২০-২০ নিয়ম মেনে চলা: চোখের চাপ কমাতে ২০-২০-২০ নিয়ম অনুসরণ করা জরুরি। এর অর্থ হল প্রতি ২০ মিনিট কাজ করার পর ২০ সেকেন্ডের জন্য স্ক্রিন ২০ ফিট দূরে রাখা।

এছাড়াও, চোখের সুস্থতায় কাজে কিছু জিনিসের ভারসাম্য থাকতে পারে যেমন- সারাদিন একটানা স্ক্রিনে কাজ না করে কাজের ফাঁকে বাইরে হাঁটতে যাওয়া।

নির্দিষ্ট দূরুত্ব অনুসরণ: ডিজিটাল ডিভাইসে কাজ করার সময় সঠিক দেহভঙ্গি ও ও দূরত্ব মেনে চলা জরুরি। বৈদ্যুতিক যন্ত্রের পর্দা চোখ থেকে কয়েক ফিট দূরে এবং চোখ বরাবর বা তার থেকে কিছুটা ওপরে রাখা জরুরি।

ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলা উপকারী।

চোখের ইয়োগা করা: দৃষ্টিতে সহায়ক চোখের পেশির যোগ ব্যায়াম করার মাধ্যমে এগুলোকে সুগঠিত ও সক্রিয় রাখা যায়। এতে চোখে চাপের মাত্রা কমে।

চোখের ব্যায়ামের মধ্যে রয়েছে পলক ফেলা, চোখ সংকুচিত ও প্রসারিত করা। এতে চোখে আরাম অনুভূত হয় এবং দৃঢ়তা বাড়ে।

সঠিক আলোক ব্যবস্থা: অপর্যাপ্ত আলো যেমন অতি কম বা বেশি আলো দুটোই চোখে চাপ সৃষ্টি করে। এছাড়াও খুব বেশি মনোযোগ দিয়ে কিছু পড়ার সময় আলো পেছন থেকে আসা উচিত এবং স্ক্রিনের আলো যতটা সম্ভব পর্যাপ্ত আলোকিত থাকা উচিত।

আই ড্রপ ব্যবহার: দীর্ঘসময় গভীরভাবে স্ক্রিন দেখার কারণে চোখের পলক পড়ার মাত্রা কমতে থাকে। চোখের পলক কম পড়লে শুষ্কতা ও জ্বলুনির সৃষ্টি হয়। কৃত্রিম চোখের পানির মতো আই ড্রপ ব্যবহার এই সমস্যার সমাধানে কাজ করে।

অন্যদিকে, স্ক্রিনে কাজ করার সময় যতটা সম্ভব বার বার চোখের পলক ফেলতে হবে।

চোখ বন্ধ করা ও আরাম করা: চোখ খোলা অবস্থায় যদি অনেক বেশি জ্বালাপোড়া করে তাহলে কিছুটা বিশ্রাম দেওয়ার প্রয়োজন।

এই পরিস্থিতিতে কিছুটা সময় বন্ধ রেখে আরাম দিতে হবে। চোখ বন্ধ করে, চিন্তা শিথিল করা এবং যতটা সম্ভব মনোযোগহীনভাবে থাকার চেষ্টা করতে হবে। এমন কিছুটা সময় চললে আরাম অনুভূত হবে।

সঠিক চোখের পর্দা ব্যবহার: চোখে চাপ কমাতে বিশেষজ্ঞের পরামর্শে বিশেষ চোখের পর্দা উপকারী। বিশেষ লেন্স, ডিভাইস বা থেরাপি চোখে আরাম দিতে সহায়তা করে। এছাড়াও নির্দিষ্ট কিছু ‘টিন্ট’ বা ‘কোটিং’ চোখে আরাম দেয়।

লেন্স ব্যবহারের মাঝে কিছুটা বিরতি দিতে হবে এতে চোখ আরামে থাকবে।

©BDnews.com

 #চোখের_পাতা_লাফানো(myokymia):---------------------------------------------------------চোখের পাতা কাঁপে যে কারণেকথায় বলে...
30/04/2023

#চোখের_পাতা_লাফানো(myokymia):-
--------------------------------------------------------
চোখের পাতা কাঁপে যে কারণে
কথায় বলে চোখের পাতা কাঁপলে নাকি বিপদ আসে। তবে সব ক্ষেত্রে সেটা সত্যি নয়।

যে পেশির কারণে চোখের পাতা খোলা আর বন্ধ হয় সেটাতে কোনো কারণে খিঁচুনি ধরলে চোখের পাতা কাঁপতে পারে। চিকিৎসাশাস্ত্রে যাকে বলা হয় ‘মায়োকেমিয়া’।

“এই সমস্যা খুবই সাধারণ। আর নিজে থেকেই ঠিক হয়ে যায়। তাই চিন্তিত হওয়ার কিছু নেই,” চোখের এই সমস্যা নিয়ে এভাবেই ভরসা দেন ‘রাটগের্স নিউজার্সি মেডিকেল স্কুল’য়ের ‘ইন্সটিটিউট অফ অপথামোলজি অ্যান্ড ভিজুয়াল সায়েন্স’য়ের সহকারী অধ্যাপক ডা. রজার ই. টারবিন।

ইনসাইডার ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “তবে এই পিটপিট বা চোখের পাতা কাঁপার সময় যদি চোখ লাল হতে থাকে, আলো সহ্য করতে না পারলে, মুখে অবশভাব দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে।”

একটি নয়, বহু কারণে চোখের পাতা কাঁপার সমস্যা দেখা দিতে পারে।

(১)পুষ্টির অভাব:-
পুষ্টিহীনতার কারণে এই সমস্যা দেখা দিতে পারে।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফাইনবার্গ স্কুল অফ মেডিসিন’য়ের অপথামোলজি’র সহকারী অধ্যাপক ডা. লিজা এম. কোহেন বলেন, “সাধারণত ম্যাগনেসিয়ামের অভাবে চোখের পাতা কাঁপার সমস্যা হয়।”

এছাড়াও অন্যান্য পুষ্টিগত সমস্যার মধ্যের রয়েছে- দেহে প্রয়োজনের বেশি বা কম ক্যালসিয়াম থাকা। ভিটামিন বি-টুয়েল্ভ ও ভিটামিন ডি’র অপর্যাপ্ততা, ফসফেট কম।

তবে পুষ্টির অভাবেই শুধু নয়, শারীরিক বিভিন্ন কারণেও চোখের পাতা কাঁপার সমস্যা দেখা দিতে পারে।

যেমন- অবসাদ, অরুচি, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, পেশিতে টান ইত্যাদি।

ডা. কোহেন বলেন, “এই সমস্যা কাটাতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। ফলমূল, অপ্রক্রিয়াজাত শষ্যের খাবার, চর্বিহীন মাংস, শুঁটিজাতীয় সবজিগুলো ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ। এসব খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।”

(২)ক্লান্তি,অবসাদ:-
মুখে বলা সহজ যে ভালোমতো ঘুমাতে হবে। তবেই কাটবে অবসাদ। তবে মানসিক যন্ত্রণায় ঘুম হওয়াটাও সহজ নয়।

এজন্য ডা. কোহেন পরামর্শ দেন, “ভালো ঘুমের জন্য অভ্যাস রপ্ত করতে হবে। অ্যালকোহল ও ড্রাগ থেকে দূরে থাকার পাশাপাশি সপ্তাহে অন্তত ১৫ মিনিট ব্যায়াম করতে হবে।”

তারপরও ঘুমের সমস্যা হলে দেখাতে হবে ডাক্তার। কারণ ‘ইনসমনিয়া’, থায়রয়েডের সমস্যা বা রক্তশূন্যতার কারণেও অবসাদ লাগতে পারে।

(৩)কম্পিউটার ভিশন সিন্ড্রম:-
টিভি, কম্পিউটার, মোবাইল বা এই ধরনের যান্ত্রিক পর্দার দিকে তাকানোর পর চোখে যে কোনো অস্বস্তি বা দেখতে সমস্যা হওয়াকে ‘কম্পিউটার ভিশন সিন্ড্রম’য়ে আক্রান্ত হিসেবে ধরে নেওয়া হয়।

“অনেকক্ষণ ধরে বৈদ্যুতিক যন্ত্রের এসব পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখে চাপ পড়ে। সেখান থেকেও চোখের পাতা কাঁপতে পারে”, বলেন ডা. কোহেন।

তিনি পরামর্শ দেন, ঘণ্টা খানেক এই ধরনের বৈদ্যুতিক পর্দার দিকে তাকিয়ে থাকার মধ্যেই বিরতি নিতে হবে। বিশ ত্রিশ মিনিট পরপর দূরে তাকাতে হবে।

কোনো কিছু অনেকক্ষণ ধরে কাছ থেকে দেখলে চোখের পেশিতে চাপ পড়ে। তখন চোখের পেশিতে টান পড়ে। আর দূরে তাকালে চোখের পেশি শিথিল হয়।

(৪)চোখের শুষ্কতা:-
শুধু দুঃখে বা সুখেই মানুষের চোখ কান্না করে না, এই অশ্রুজল চোখ আর্দ্র রাখতেও সাহায্য করে। আর এই অশ্রুর পরিমাণ অপর্যাপ্ত হলেই শুষ্ক চোখের সমস্যা দেখা দেয়।

এর কারণগুলোর মধ্যে রয়েছে- বয়সের সঙ্গে অশ্রুর পরিমাণ কমা, অ্যালার্জির কারণে চোখের পানি অতিরিক্ত কারণে বের হয়ে গেলে, গাড়ি চালানো বা পড়ার সময় চোখের পাতা কম ফেলা।

কোহেন বলেন, “শুষ্কতার সমস্যা থেকে চোখে টান পড়ে, চোখ পিটপিট করার পরিমাণ বাড়ে, যা থেকে চোখের পাতা কাঁপতে পাড়ে।”

‘ড্রাই আই’য়ের আরও লক্ষণ হল- চোখ লালচে হওয়া, ঝাপসা দেখা, আলো সহ্য করতে না পারা, চোখ জ্বলা বা চুলকানো।

আর এই সমস্যা থেকে উত্তরণের উপায় হল- কৃত্রিম অশ্রুর ড্রপ ব্যবহার করা যা চিকিৎসকের পরামর্শে সংগ্রহ করা যায়। আর এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। কারণ শুষ্কতার সমস্যা থেকে চোখে স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে।

কখন যাবেন ডাক্তারের কাছে........

চোখের পাতা কাঁপা সাধারণ বিষয় হলেও, ডা. কোহেন ও টার্বিনের ভাষ্যমতে নিচের লক্ষণগুলো থাকলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে।

* দুই চোখেই সমস্যা হলে। * চোখের পাতা কাঁপার পাশাপাশি এর আশপাশের ও মুখের পেশিতে সমস্যা দেখা দিলে। * সপ্তাহখানেকের বেশি সমস্যা হলে। * সমস্যা দিন দিন বাড়তে থাকলে। * মুখে দুর্বলতা, অসাড়তা ব্যথা বা অস্বস্তি দেখা দিলে। * মাথাব্যথা ও দৃষ্টিশক্তি কমতে থাকলে।

Address

Dhaka
1462

Telephone

+8801856100252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupganj Eye care center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rupganj Eye care center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category