Local Champ Cuisine

Local Champ Cuisine বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পেতে আমাদের সাথেই থাকুন

06/04/2025

ইন শা আল্লাহ... বগুড়ার দই, মিস্টি, ঘি, ক্ষিরসা নিয়ে আবার ফিরছি আপনাদের রসনা মিটাতে।

13/02/2021

২১ ফেব্রুয়ারী উপলক্ষে Local Champ Cuisine এ চলছে বিশাল ছাড়‼️

এখন যে কোনো পণ্য ১০০০ টাকার অর্ডার করলেই পাচ্ছেন ২৫% পর্যন্ত মূল্যছাড়।

আমাদের কাছে পাবেন #বগুড়ার বিখ্যাত দই, #পাবনার বিখ্যাত মিষ্টি এবং খাঁটি #ঘি এবং আরো নানা পদের নানা সমারোহের মুখরোচক খাবার ( সবগুলো প্রোডাক্টের দাম ছবিতে বর্ণনা করা আছে)

♨️ দইঃ প্রিমিয়াম দই , স্পেশাল দই, শাহী দই, বারকি দই, চিনিপাতা দই, সাদা দই এবং ক্ষিরসা।

♨️ মিষ্টিঃ ছানার জিলাপি, কাটাভোগ,মালাইকারি,ক্রিমচপ/ক্ষীরচপ,
সাগরিকা, অবাক সন্দেশ, রসকদম, ইলিশপেটি, প্যারা মিষ্টি, চমচম, বেবি মিষ্টি, ল্যাংচা, রাঘবসাই, রসমালাই, ছানা, মতিচুর লাড্ডু, লালমোহন, কাটারিভোগ ইত্যাদি।

♨️ অন্যান্যঃ ঘি, কটকটি এবং আকবরিয়ার স্পেশাল লাচ্ছি, মধু।

অর্ডার করতে সরাসরি ইনবক্স করুন আমাদের পেজে।

Meet your food here ❤️

আসসালামু আলাইকুম পাবনার বিখ্যাত মিষ্টি এখন ঢাকায় আপনাদের দোরগোড়ায়। দ্রুত মিষ্টির রস আস্বাদন করতে ঝটপট কমেন্ট করে ফেলুন। ...
05/02/2021

আসসালামু আলাইকুম

পাবনার বিখ্যাত মিষ্টি এখন ঢাকায় আপনাদের দোরগোড়ায়। দ্রুত মিষ্টির রস আস্বাদন করতে ঝটপট কমেন্ট করে ফেলুন।

➡️ ছানার জিলাপি

➡️ কাটাভোগ

➡️ মালাইকারি

➡️ ক্রিমচপ/ক্ষীরচপ

➡️ সাগরিকা

➡️ অবাক সন্দেশ

➡️ রসকদম

➡️ ইলিশপেটি

➡️ প্যারা মিষ্টি

➡️ চমচম

➡️ বেবি মিষ্টি

➡️ ল্যাংচা

➡️ রাঘবসাই

➡️ ছানা

➡️ মতিচুর লাড্ডু

তো, দেরি কেনো?

Meet your food here ❤️

20/01/2021

বাংলাদেশের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার এবং বুয়েটের প্রথম ছাত্রী ডোরা রহমান আজ সকালে মারা গেছেন। 😥
ইন্ননিল্লাহিওয়া ইন্না ইলাইহে রাজিউন।

আসসালামু আলাইকুম ভিন্ন ভিন্ন মুখরোচক স্বাদের দই পেতে এখনই অর্ডার করুন আমাদের ইনবক্সে। অন্যান্য পেজের মতো দাম লুকিয়ে রাখি...
03/01/2021

আসসালামু আলাইকুম

ভিন্ন ভিন্ন মুখরোচক স্বাদের দই পেতে এখনই অর্ডার করুন আমাদের ইনবক্সে।

অন্যান্য পেজের মতো দাম লুকিয়ে রাখি না, তাই দাম জানতে কষ্ট করে ইনবক্স করতে হবে না, প্রতি ছবির সাথে নাম এবং দাম দেওয়াই আছে 😁😁😁

দেখুন আর অর্ডার করে ফেলুন আপনার পছন্দের দইটি🚚



Meet your food here ❤️

আসসালামু আলাইকুম পাবনার বিখ্যাত মিষ্টি এখন ঢাকায় আপনাদের দোরগোড়ায়। দ্রুত মিষ্টির রস আস্বাদন করতে ঝটপট কমেন্ট করে ফেলুন। ...
29/12/2020

আসসালামু আলাইকুম

পাবনার বিখ্যাত মিষ্টি এখন ঢাকায় আপনাদের দোরগোড়ায়। দ্রুত মিষ্টির রস আস্বাদন করতে ঝটপট কমেন্ট করে ফেলুন।

➡️ ছানার জিলাপি - ৪৫০ টাকা

➡️ কাটাভোগ - ৪০০ টাকা

➡️ মালাইকারি- ৪২০ টাকা

➡️ ক্রিমচপ/ক্ষীরচপ - ৩৮০ টাকা

➡️ সাগরিকা - ৫৫০ টাকা

➡️ অবাক সন্দেশ - ৪৮০ টাকা

➡️ রসকদম- ৪৫০ টাকা

➡️ ইলিশপেটি - ৫৫০ টাকা

➡️ প্যারা মিষ্টি - ৬০০ টাকা

➡️ চমচম - ৩২০ টাকা

➡️ বেবি মিষ্টি - ৪৫০ টাকা

➡️ ল্যাংচা - ৩৫০ টাকা

➡️ রাঘবসাই - ৪৯০ টাকা

➡️ রসমালাই - ৪৭০ টাকা

➡️ ছানা - ৬২০ টাকা

➡️ মতিচুর লাড্ডু - ৩৩০ টাকা

তো, দেরি কেনো?

Meet your food here ❤️

14/12/2020
14/12/2020

বিশিষ্ট ভাষাবিদ ও দার্শনিক ড. মুহম্মদ শহীদুল্লাহ তার অফিসকক্ষে বসেছিলেন। তার রুমের বাইরে ইংরেজী ডিপার্টমেন্টের একজন ছাত্র দাঁড়িয়ে আছে। ছাত্রটি রুমে প্রবেশ করে স্যারের হাতে একটি নাটকের পান্ডুলিপি তুলে দিলেন। আর বললেন, 'স্যার দয়া করে আমাকে জানাবেন নাটকের লেখনি আর সংলাপ কেমন হয়েছে?'

ড. মুহাম্মদ শহীদুল্লাহ খুব মনোযোগ দিয়ে তার লেখাটি পড়লেন। লেখাটি পড়ে মন্তব্য করেছিলেন, 'বাঙলা সাহিত্য হয়তো একটি রত্ন পেতে যাচ্ছে।'

নাটকটির নাম ছিলো 'রাজার জন্মদিনে'। নাটকটি লিখেছিলেন মুনীর চোধুরী। এই মুনীর চৌধুরী ৫২' ভাষা আন্দোলন করেছিলেন। ৬৬'তে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পূর্ব-পাকিস্তানে নিষিদ্ধ করলে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন।

খুব সহজেই পাকিস্তানি দোসরদের চোখের কাঁটা হয়ে উঠেছিলেন। ১৪ ডিসেম্বর রাতে নির্মমভাবে খুন করা হয় মুনীর চৌধুরীকে।

পূর্ব-পাকিস্তানে তখন একজনই নামকরা চোখের ডাক্তার ছিলেন। নাম ছিলো তার অধ্যাপক ডাঃ আলিম চৌধুরী। বঙ্গবন্ধু দেশে ফেরার পর একদিন চোখে সমস্যা অনুভব করেন। খুব দুঃখ নিয়ে তিনি বলেছিলেন, 'এখন আমি কার কাছে চোখ দেখাবো। আমার চোখের ডাক্তার আলীমকে হারামির বাচ্চারা মেরে ফেলেছে।'

আরেকজন লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক ছিলেন শহীদুল্লাহ কায়সার। তিনি জীবনের অনেকটা সময় জেলেই কাটিয়েছেন। ভাষা আন্দোলন করতে গিয়ে ৫২' তে জেলে যান। সাড়ে তিন বছর জেল খেটে আবার আইয়ুব সরকার কর্তৃক ৫৮' সালে আটক হন।

কাজ করতেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায়। পরবর্তীতে 'দৈনিক সংবাদ' এর সহকারী সম্পাদক হিসাবে কাজ করেন। পত্রিকায় লিখতেন পাকিস্তানী দোসরদের অন্যায়ের বিরুদ্ধে। চক্ষুশুল হন পাকিস্তানি দোসরদের। দুই শিশু সন্তানের সামনে বেয়নট চার্জ করতে করতে পাকিস্তানী হানাদাররা তাকে বাসা থেকে ধরে নিয়ে যায়।

তার আরেক ভাই জহির রায়হানের গল্প হয়তো সবারই জানা। দেশ স্বাধীন হওয়ার পর জহির রায়হানকে হারিয়েছি এরচেয়ে বড় দুঃখ আর নাই।

আরেকজন মানুষের কথা না বললেই নয়, ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে যিনি পাকিস্তানের গণপরিষদের প্রথম দাবি উত্থাপন করেন।

তাকে মুক্তিযুদ্ধের শুরুতে ২৯ মার্চ রাতেই আটক করা হয়। ময়নামতি সেনানিবাসে তাকে অমানসিক নির্যাতন করা হয়। তার দেহে ছিলো ৫২টি বুলেটের চিহ্ন। এই ৫২টি বুলেট ছিলো আমার ভাষা আন্দোলন ১৯৫২ বিসর্জনের চিহ্ন।

আলতাফ মাহমুদ আমাদের ভাষা আন্দোলনের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির সুরকার। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী তাকে চোখ বেধে সার্কুলার রোডের বাসা থেকে ধরে নিয়ে যায়। তিনি আর ফিরেননি। খুব আশ্চর্যের বিষয় আলতাফ মাহমুদ যখন 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি সুর করেন তখন তার বয়স ছিলো ২১ বছর।

বুদ্ধিজীবীদের নাম নিয়ে লিখতে শুরু করলে হয়তো এ লেখা আর কখনো শেষ হবে না। হওয়ার কথাও নয়। খুব শ্রদ্ধাভরে স্মরণ করছি ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী ও ৩০ লক্ষ শহীদদের।

যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন আপনাদের নাম বাঙলার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

"মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে"

কার্টেসিঃ Tanveer Rafi

  কোন প্রডাক্টটি আপনাদের বেশি পছন্দ? তোন প্রডাক্টটি আপনারা আপনাদের প্রিয় Local Champ Cuisine এ দেখতে চান- তা দ্রুত কমেন্...
13/12/2020



কোন প্রডাক্টটি আপনাদের বেশি পছন্দ? তোন প্রডাক্টটি আপনারা আপনাদের প্রিয় Local Champ Cuisine এ দেখতে চান- তা দ্রুত কমেন্ট করে জানান 🙂

🔪 সেট- নাড়ু

১. তিলের নাড়ু
২. নারিকেল গুড়ের নাড়ু
৩. চিনির নাড়ু
৪. চানাচুরের নাড়ু

🔪 সেট - মোয়া

১. মুড়ির মোয়া
২. চিড়ার মোয়া
৩. চাল ভাজার মোয়া

কোনটি?

একটা অফার দিয়ে শুরু করা যাক! বিজয়ের মাস উপলক্ষে এখন প্রতি ৫৯৯ টাকার উপরে যেকোনো অর্ডারে পাচ্ছেন ১৬% ডিসকাউন্ট। পুরো বিজয়...
12/12/2020

একটা অফার দিয়ে শুরু করা যাক!

বিজয়ের মাস উপলক্ষে এখন প্রতি ৫৯৯ টাকার উপরে যেকোনো অর্ডারে পাচ্ছেন ১৬% ডিসকাউন্ট। পুরো বিজয়ের মাস জুড়েই চলবে এ অফার ❤️

আমাদের কাছে পাবেন #পাবনার প্রায় ২০ রকমের মিষ্টি, #বগুড়ার ৪-৫ প্রকারের পদের দই, ঘি, মধু, কটকটি, বিখ্যাত ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই এবং #নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা ( নিচে সব প্রডাক্টের ছবি দেয়া আছে 😁 )

🤵👰 বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের জন্যে অর্ডার নেওয়া হয়।

🚒 অর্ডার করতে ইনবক্স করুন (ডেলিভারি চার্জ প্রযোজ্য)

🚚 শুধুমাত্র সন্দেশ, ঘি, মধু, সেমাই এবং কটকটি সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়।

বিদ্রঃ যেহেতু আসল এবং টাটকা দই মিষ্টি এর গ্যারান্টি দিচ্ছি তাই প্রি অর্ডারের মাধ্যমে আমরা কাজ করে থাকি। মিষ্টি ২দিন এবং দই তিনদিনের প্রি অর্ডারের মাধ্যমে এনে দিয়ে থাকি।

তো আর দেরি কেনো! ঝটপট করে ফেলুন আপনাদের অর্ডার



Meet your food here ❤️

আসসালামু আলাইকুম বগুড়ার দইয়ের পর আপনাদের জন্যে নিয়ে এসেছি  #পাবনা এর ঐতিহ্যবাহী মিষ্টি সকল।চলুন কথা না বাড়িয়ে ঝটপট মিষ্ট...
10/12/2020

আসসালামু আলাইকুম

বগুড়ার দইয়ের পর আপনাদের জন্যে নিয়ে এসেছি #পাবনা এর ঐতিহ্যবাহী মিষ্টি সকল।

চলুন কথা না বাড়িয়ে ঝটপট মিষ্টিগুলো দেখে আসি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন :)

♨️ অর্ডার করতে ইনবক্স করুন



Meet your food here ❤️

Address

Dhanmondi
Dhaka

Telephone

+8801624412969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Local Champ Cuisine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share