Dr. Halder Kumar Golap

Dr. Halder Kumar Golap Dr. Halder Kumar Golap, MBBS, FCPS (Surgery), FICS_USA, General, Colo-Rectal, Breast & Cancer Surgery

এটা একটা ভয়ংকর ল্যাপারস্কপির গল্প। ফিটনেস জনিত জটিলতা তো ছিলোই তারউপর পেটের ভিতর ঢুকে দেখি পিত্ত থলির অবস্থা ও জটিল। পাথ...
01/12/2025

এটা একটা ভয়ংকর ল্যাপারস্কপির গল্প।
ফিটনেস জনিত জটিলতা তো ছিলোই তারউপর পেটের ভিতর ঢুকে দেখি পিত্ত থলির অবস্থা ও জটিল।
পাথর গুলো নেকে আটকে দলা পাকিয়ে আছে সাথে adhesion তো ছিলোই। যাই হোক আমাদের অপারেশন করতে অনেক কষ্ট হলেও এখন যে রুগী ভালো আছে😎 এটাই আমাদের ভালোলাগা। 💙
Thanks Mirza Sir Sharafat Milonon & my beloved internee for their tremendous efforts 💜

আমাদের মেডিকেল কলেজে ৩ টা ক্লাব ছিল। সন্ধানী মেডিসিন ক্লাবআধুনিক ক্লাবএই ক্লাব গুলোর একটা প্রধান কাজ ছিল রুগীদের রক্ত দর...
29/11/2025

আমাদের মেডিকেল কলেজে ৩ টা ক্লাব ছিল।
সন্ধানী
মেডিসিন ক্লাব
আধুনিক ক্লাব
এই ক্লাব গুলোর একটা প্রধান কাজ ছিল রুগীদের রক্ত দরকার হলে সেটার ব্যবস্থা করা। মেম্বার রা সব কিছু ম্যানেজ করে দিত কখোনও ক্লাবের ব্লাড ব্যংক থেকে , ডোনার লিস্ট থেকে ফোন করে অথবা নিজেরা রক্ত দিয়ে।
ক্লাব মেম্বার রা ছিল মেডিকেল স্টুডেন্ট রাই।
তাই আমরা ১ম বর্ষ থেকে ব্লাড গ্রুপিং করতে পারতাম & মাঝে মাঝেই রক্ত দিতাম।
আমি এখনও প্রায়ই দেই কিন্তু এখন যেখানে আছি সেখানে এই ক্লাব গুলো নেই। তারপর ও আমার ইন্টার্ন দের রক্ত দেয়ায় যেই আগ্রহ সেদিন আমি BLOOD DONATE করার সময় দেখলাম তাতে আমার মনটা ভরে গেল।
মনে হলো এটা যেন উত্তরাধিকার সূত্রে পেয়েছে ওরা💜

27/11/2025

Bloodless Laparoscopic Cholecystectomy 🌹

আগে এই নখে ২ বার অপারেশন করা। তারপরও নখের কোনায় ব্যথা হতো এবং মাঝে মাঝে ফুলে যেত পুঁ জ ও বের হতো। এই অপারেশন টা আমি প্রা...
26/11/2025

আগে এই নখে ২ বার অপারেশন করা। তারপরও নখের কোনায় ব্যথা হতো এবং মাঝে মাঝে ফুলে যেত পুঁ জ ও বের হতো। এই অপারেশন টা আমি প্রায় ১০ নভেম্বর মানে ১৭ দিন আগে করেছিলাম।
অপারেশন এর ছবি কমেন্টে দেয়া আছে। এখন বোঝারই উপায় নাই কোন অপারেশন হয়েছিল। আগের সমস্যা গুলো এখন নাই।
রুগী একজন মেডিকেল স্টুডেন্ট। এই রোগটার নাম Ingrowing Toe nail (IGTN)
NOO: Modified zadek procedure.

আগে ৩/৪ বার এই রোগের জন্য অপারেশন করা এই ঘটনা আমার কাছে নতুন না।
নিচে আগের একটা পোস্ট এর লিংক দেয়া হলো।

https://www.facebook.com/share/1MWDBTvcz2/?mibextid=wwXIfr

1 st International Cancer Workshop 2025Date: November  23-24Location : Dhaka Medical College.
24/11/2025

1 st International Cancer Workshop 2025
Date: November 23-24
Location : Dhaka Medical College.

23/11/2025
কি অসুখ হয়েছিল? সেটা কতোটা ভয়ংকর ছিল সেই গল্পটা আর একদিন বলবো। কিন্তু  যাবার সময় এরকম হাসি মুখে যেন সব রুগী বাসায় যায় এট...
21/11/2025

কি অসুখ হয়েছিল?
সেটা কতোটা ভয়ংকর ছিল সেই গল্পটা আর একদিন বলবো। কিন্তু যাবার সময় এরকম হাসি মুখে যেন সব রুগী বাসায় যায় এটাই আমাদের প্রত্যাশা থাকে।

20/11/2025

Morning Laparoscopy 🌹

late upload....

মলদ্বার এর যেই রোগ ই হোক না ক্যানো আমাদের রুগীরা এসে বলে পাইলস হইছে।এর মানে হলো এটা এতোটাই কমন অসুখ যে আমরা সবাই পাইলস জ...
18/11/2025

মলদ্বার এর যেই রোগ ই হোক না ক্যানো আমাদের রুগীরা এসে বলে পাইলস হইছে।
এর মানে হলো এটা এতোটাই কমন অসুখ যে আমরা সবাই পাইলস জিনিসটা জানি 😎
নিচের ছবি গুলো আমার গত সপ্তাহে করা Stapled hemorrhoidopexy অপারেশন এর। এই অপারেশন আবার আমরা Longo operation নামে বেশি চিনি।

অপারেশন শেষ। আমি গ্লভস খুলে বের হয়ে যাচ্ছিলাম। আমার CA & intern রা skin stitches করছিল। হটাৎ তুহিনের ডাকে রুম থেকে বের হ...
16/11/2025

অপারেশন শেষ।
আমি গ্লভস খুলে বের হয়ে যাচ্ছিলাম। আমার CA & intern রা skin stitches করছিল।
হটাৎ তুহিনের ডাকে রুম থেকে বের হয়ে আবার ফিরে আসলাম। ১ ঘন্টা ৩০ মিনিটের যে ল্যাপারস্কপি টা করলাম তার একটা স্মৃতি রাখা উচিৎ।
Severe dense adhesion
Thick wall , Distended GB
Impacted stones

এছাড়াও রুগীর Cardiac Comorbidity ছিল।
যাই হোক এতো জটিলতা এবং Difficulties এর পরেও আমরা অবশেষে সফল তাই আমাদের পুরো টিমের হাসি মাখা ছবি💜

কুমিল্লা থেকে রুগী একদিন আগেই ঢাকায় আমার অধীনে ভর্তি হলো পিত্ত থলিতে পাথর নিয়ে।অনেকদিন ধরে উনি পেটে ব্যাথা এবং গ্যাসের স...
15/11/2025

কুমিল্লা থেকে রুগী একদিন আগেই ঢাকায় আমার অধীনে ভর্তি হলো পিত্ত থলিতে পাথর নিয়ে।
অনেকদিন ধরে উনি পেটে ব্যাথা এবং গ্যাসের সমস্যায় ভুগছিলেন। আমাদের এনেস্থিসিয়া স্যার সিরাজ স্যার এর কাছ থেকে উনারা আমার সম্পর্কে জানতে পারেন।
সিদ্ধান্ত নিলেন ঢাকায় এসে আমার কাছেই অপারেশন করাবেন। আমি অনলাইনে রিপোর্ট দেখে অপারেশন এর ডেট দিলাম।
সকাল ৭.৩০ মিনিটে অপারেশন শুরু করলাম। ক্যামেরা পেটে ঢুকানোর পরে দেখা গেলো অনেক দিন রোগটা পুষে রাখার জন্য অনেক এডহেশন মানে আশেপাশে জট পাকিয়ে আছে। কোন জটিলতা ছাড়াই শেষ হলো অপারেশন। এবং পরদিন সকালে রুগী কুমিল্লা ফিরে গেল।
ধন্যবাদ সিরাজ স্যার কে আমার উপর ভরসা রাখার জন্য 💙

Address

Anwer Khan Modern Medical College Hospital
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Halder Kumar Golap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Halder Kumar Golap:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category