Dr. Halder Kumar Golap

Dr. Halder Kumar Golap Dr. Halder Kumar Golap, MBBS, FCPS (Surgery), FICS_USA, General, Colo-Rectal, Breast & Cancer Surgery

চাচার হার্নিয়া অপারেশন হয় মালয়েশিয়া তে। উনি তখন ওখানে কনস্ট্রাকশন এর কাজ করতেন।অপারেশন এর কিছুদিন পর থেকে উনার সেলাইয়ের ...
18/07/2025

চাচার হার্নিয়া অপারেশন হয় মালয়েশিয়া তে। উনি তখন ওখানে কনস্ট্রাকশন এর কাজ করতেন।
অপারেশন এর কিছুদিন পর থেকে উনার সেলাইয়ের মাঝ বরাবর থেকে রস আসতে থাকে।
বাংলাদেশ এ এসে উনি পরিচিত একজন ডাক্তার দেখান। উনি বললেন কোন সমস্যা নেই কিছু করা লাগবে না।
আমার প্রশ্ন টা এখানে।
আমার কাছে উনি আসলে ৮ বছর পরে।
হ্যা ঠিক শুনেছেন , ৮ বছর উনি এই Discharge নিয়ে কাটিয়েছেন।
আমি Sinogram করালাম এবং অপারেশন করতে বললাম।
বললাম চাচা ভুগবেন কিছুদিন কিন্তু ভাল হয়ে যাবেন।
চাচা বললো হজ্ব করে আসি তারপর করাবো।
বললাম চাচা এখনও ১ মাস বাকি হজ্বের, তাও চাচা কোন কথা শুনবেন না। অবশেষে আরো ২/৩ মাস ভুগে চাচা দেশে ফেরার পরে অপারেশন করলাম।
আগের অপারেশন এ যে Mesh মানে জালি দেয়া হয়েছিল সেটা infection হয়ে এই discharging sinus.
অপারেশন করে আগের সেই জালিটা ফেলে দিলাম।
এখন ও চাচার চিকিৎসা চলমান।
আর কিছুদিন dressing এর পর হয়তো পুরাটা ঠিক করে দিতে পারবো।

17/07/2025



ছবিটি গতবছর পুজোতে বাড়ি যেয়ে তোলা।আমার নিজের বাড়িতে এখন বছরে ১/২ বার যাওয়া হয়।কিন্তু ছোটবেলায় ৫ দিন শিডিউল ভাগ করা থাকতো...
16/07/2025

ছবিটি গতবছর পুজোতে বাড়ি যেয়ে তোলা।
আমার নিজের বাড়িতে এখন বছরে ১/২ বার যাওয়া হয়।
কিন্তু ছোটবেলায় ৫ দিন শিডিউল ভাগ করা থাকতো কবে কোথায় ঘুরবো।
যাই হোক আমি ঢকাতে থাকায় আমার সাথে আমার গ্রামের মানুষ দের যোগাযোগ তেমন একটা হয় না।
শুধু বন্ধু বান্ধব যারা ছিল তারাই মাঝে মাঝে Advice চেয়ে ফোন দেয়।
নতুন যারা আছে তারা হয়তো আমার নাম ও জানে না।
প্রথম ছবিতে যিনি উনি আমার গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। খুলনা তে অনেক টেস্ট Even MRCP করিয়ে কোন সিদ্ধান্তে যেতে পারছিলেন না। কিন্তু রুগীর জন্ডিস তখন ৩.৩ আমার কাছে যখন আসল।
উনার Co morbidity মিলিয়ে অনেক ডিফিকাল্ট & চ্যালেঞ্জিং কেস ছিল।
ধন্যবাদ milon আমরা পেরেছিলাম তাই বাড়ি যেয়ে এই ছবিটা তুলতে পারলাম।
আত্মতুষ্টি এটাই যে যেই গ্রামে বেড়েওঠা সেখানের করো উপকারে আসতে পারলাম।💜

16/07/2025
রুগী যখন নিজেই ডাক্তার ,অপারেশন এর আগে এরকম একটা সেল্ফি হতেই পারে😎আগের পোস্ট এর লিংক :https://www.facebook.com/share/p/1...
15/07/2025

রুগী যখন নিজেই ডাক্তার ,
অপারেশন এর আগে এরকম একটা সেল্ফি হতেই পারে😎

আগের পোস্ট এর লিংক :

https://www.facebook.com/share/p/1Ahe8qE5QR/?mibextid=wwXIfr

লিডার + ডাক্তার বন্ধু 💜
এরকম হাসিখুশি যেন থাকা হয় সবসময়।
N.B: ছবিটা অনেক আগের তোলা।

We are enjoying our job💜Among the different options we do the best for our patients. Already we have stuied hard,appeare...
14/07/2025

We are enjoying our job💜
Among the different options we do the best for our patients.
Already we have stuied hard,
appeared the most difficult Exams for being a MBBS Doctors .
Fewer of them become able to get FCPS and it tooks many years.
We search for newer invention in our medical field.
All of our tasks are only to make our patients happy.

রুগী যখন নিজেই তার বাবার উপর ডাক্তারি করা শুরু করে💜আমার প্রতি শুক্রবার মুন্সিগঞ্জের চেম্বার এর ছবি। ফেমাস ক্লিনিক মুন্সি...
13/07/2025

রুগী যখন নিজেই তার বাবার উপর ডাক্তারি করা শুরু করে💜
আমার প্রতি শুক্রবার মুন্সিগঞ্জের চেম্বার এর ছবি।
ফেমাস ক্লিনিক
মুন্সিগঞ্জ সদর।
সকাল ৯ টা থেকে দুপুর ২ টা।

সময়ের এক ফোড় আর অসময়ের দশ ফোড়।২০২৩ সালে রোগীর পিত্ত থলিতে পাথর ধরা পরে।কিন্তু সে অপারেশন না করিয়ে ওষুধ খান।অনেকেই নাকি ত...
12/07/2025

সময়ের এক ফোড় আর অসময়ের দশ ফোড়।
২০২৩ সালে রোগীর পিত্ত থলিতে পাথর ধরা পরে।
কিন্তু সে অপারেশন না করিয়ে ওষুধ খান।
অনেকেই নাকি তাকে বলেছেন ওষুধ দিয়ে পাথর গলিয়ে বের করে দেয়া যাবে😎
গলেতোনি বরং পাথরগুলো বাচ্চা পেড়ে পেড়ে অনেক হয়েছে।
এবং একটা পাথর আবার অনেক দুস্টু তাই সে ঘর মানে পিত্তথলি থেকে বের হয়ে নালিতে চলে গেছে।
এখন পিত্ত নালিতেও পাথর 😪
আগের অপারেশনটা (পিত্ত থলির পাথর) আমি সকালে অপারেশন করে বিকালে ছুটি দিতাম আর এখন কেটে করলে ২/৩ দিন।
সাথে আরো বিপদ হলে Obostructive jaundice , Pancreatitis etc.
Ideal option ERCP followed by Laparoscopic Cholecystectomy.
তাই সময়মত বিশেষজ্ঞ ডাক্তার এর কথা মেনে চলুন।

# choledocolithotomy

বাচ্চাদের ছবি তোলা মুসকিল 😎যাই হোক গল্পে আসি,এই ছোট বাবুটার গলার এক পাসে অনেকখানি ফুলে গেল,সাথে জ্বর।  বাচ্চার মা কান্না...
11/07/2025

বাচ্চাদের ছবি তোলা মুসকিল 😎
যাই হোক গল্পে আসি,
এই ছোট বাবুটার গলার এক পাসে অনেকখানি ফুলে গেল,
সাথে জ্বর। বাচ্চার মা কান্নাকাটি জুড়ে দিল।
ঢাকা মেডিকেল এ নিয়ে আসলো বাবুটাকে।
কিন্তু ওখানে একজন ডক্টর বললেন High Risk bond দিতে হবে।
Emergency OT তে নিতে হবে কিন্তু কোন গ্যারান্টি দেয়া যাবে না।
এটা শুনে বাচ্চার মা আরো কান্নাকাটি শুরু করে দিল।
আমার বন্ধু বিদ্যুৎ উনাদের রিলেটিভ হন।
আমাকে ফোন দিয়ে নিয়ে আসলো আমার চেম্বার এ।
আমি দেখে আমিও ঘাবড়ে গেলাম।
বললাম বড়দের হলে আমার কাছে ১/২ মিনিটের ব্যাপার কিন্তু বাচ্চাকে এনেস্থেটিস্ট এর সহযোগিতায় ঘুম পাড়িয়ে অপারেশন করতে হবে। কিছু রিক্স তো আছেই।
ওরা আমার সব কথায় রাজি। আমিও কিছু পরীক্ষা করিয়ে Emergency basis এ অপারেশন করলাম।
নিয়মিত Dressing করে কয়েকদিন পরে রুগী যখন আমার চেম্বার এ আসলো তখন আমি নিজেই দেখে চিনতে পারলাম না।
মুখটা একদম আগের মতো হয়ে গেছে।
তখন বন্ধু আমাকে বললো ,ওখানে বলেছিল এই বাচ্চাকে বাচানো যাবে না।
আমি বললাম আমাকে আগে বলোনি ক্যানো তাহলে তো আমি আরো ভয় পেয়ে যেতাম 😎💜

ব্রেস্ট ক্যান্সার..... মেয়েদের অন্যতম কমন একটা খারাপ রোগ। উন্নত বিশ্বে এটাই মেয়েদের প্রধান ক্যান্সার। বাংলাদেশে মেয়েদের ...
10/07/2025

ব্রেস্ট ক্যান্সার.....
মেয়েদের অন্যতম কমন একটা খারাপ রোগ।
উন্নত বিশ্বে এটাই মেয়েদের প্রধান ক্যান্সার। বাংলাদেশে মেয়েদের ক্যান্সার এ মারা যাবার প্রধান কারন হলো Cervical Cancer কিন্তু Now a days Breast cancer is also increasing and it takes upper hand almost.
আমরা হতোভাগা যে এই প্রাইভেট পার্ট এর রোগ গুলো নিয়ে আমাদের কাছে রুগীরা অনেক দেরি করে আসে।
কিন্তু প্রাথমিক পর্যায়ে আসলে ব্রেস্ট ক্যান্সার খুভ ভালো ভাবে নিরাময় করা সম্ভব।
এই অপারেশন এর রোগীর অনেক Comorbidity ছিল।
সেই গল্প আর একদিন বলবো।



ঢাকা থেকে অনেক দুরের একটা  দ্বিপ থেকে আগের দিন দুপুরে লঞ্চে উঠে পরের দিন ভোরে এসে পৌঁছালো।খুব বড় কিছু না কিন্তু  ইনফেকটে...
09/07/2025

ঢাকা থেকে অনেক দুরের একটা দ্বিপ থেকে আগের দিন দুপুরে লঞ্চে উঠে পরের দিন ভোরে এসে পৌঁছালো।
খুব বড় কিছু না কিন্তু ইনফেকটেড ছিল।
কাজটা করে বললাম চলে যান আর কোন প্রবলেম আশাকরি হবে না।
কিন্তু বাচ্চার বাবা আমাকে না জানিয়েই ঢাকা থেকে পরদিন আবার আমাকে একবার দেখিয়ে তারপর বাড়ি গেল💜

বাচ্চার বয়স ১২ বছর। ৫/৬ দিন ধরে পেটে ব্যাথায় ভুগছিল। আমাদের কাছে আসার আগে অন্য একটা হাসপাতালে ভর্তি ছিল।অনেক দেরি হয়ে গে...
08/07/2025

বাচ্চার বয়স ১২ বছর।
৫/৬ দিন ধরে পেটে ব্যাথায় ভুগছিল। আমাদের কাছে আসার আগে অন্য একটা হাসপাতালে ভর্তি ছিল।
অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে 😔 Lap Converted Open করা লাগলো। এপেন্ডিস টা পুরাই পচে গেছিলো সাথে বড় একটা Fecolith.
কাল দুপুরে অপারেশন করে আজ সকালে ফলোআপ এ দেখলাম বাচ্চাটা ভালো আছে।
তাই এপেন্ডিসাইটিস হলে আপনার কাছাকাছি কোয়ালিফাইড সর্জন এর কাছে যান।

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Halder Kumar Golap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Halder Kumar Golap:

Share

Category