
18/07/2025
চাচার হার্নিয়া অপারেশন হয় মালয়েশিয়া তে। উনি তখন ওখানে কনস্ট্রাকশন এর কাজ করতেন।
অপারেশন এর কিছুদিন পর থেকে উনার সেলাইয়ের মাঝ বরাবর থেকে রস আসতে থাকে।
বাংলাদেশ এ এসে উনি পরিচিত একজন ডাক্তার দেখান। উনি বললেন কোন সমস্যা নেই কিছু করা লাগবে না।
আমার প্রশ্ন টা এখানে।
আমার কাছে উনি আসলে ৮ বছর পরে।
হ্যা ঠিক শুনেছেন , ৮ বছর উনি এই Discharge নিয়ে কাটিয়েছেন।
আমি Sinogram করালাম এবং অপারেশন করতে বললাম।
বললাম চাচা ভুগবেন কিছুদিন কিন্তু ভাল হয়ে যাবেন।
চাচা বললো হজ্ব করে আসি তারপর করাবো।
বললাম চাচা এখনও ১ মাস বাকি হজ্বের, তাও চাচা কোন কথা শুনবেন না। অবশেষে আরো ২/৩ মাস ভুগে চাচা দেশে ফেরার পরে অপারেশন করলাম।
আগের অপারেশন এ যে Mesh মানে জালি দেয়া হয়েছিল সেটা infection হয়ে এই discharging sinus.
অপারেশন করে আগের সেই জালিটা ফেলে দিলাম।
এখন ও চাচার চিকিৎসা চলমান।
আর কিছুদিন dressing এর পর হয়তো পুরাটা ঠিক করে দিতে পারবো।