22/08/2024
সম্মিলিত প্রচেষ্টায় এই দূর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করতে হবে, মানবিক আচরণ সবার প্রতি কাম্য। একে অপরকে সাহায্য-সহযোগিতা চালু রাখতে হবে।
যারা সরাসরি হেল্প করতে পারছেন না কিন্তু মন পড়ে আছে বন্যার্তদের কাছে তারা অন্তত কিছু ডোনেশন দিয়ে সাহায্য করুন। হোক সেটা ১০-২০-৫০-১০০ টাকা প্রত্যেকটা পয়সাও কাজে আসবে।
একটা ভালো দিক হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন অনলাইনে তহবিল কালেক্ট করছে এবং অলরেডি শুকনো খাবার বিতরনের বড় ধরনের উদ্যোগ নিয়েছেন। উনাদের বন্যা তহবিলে সর্বনিম্ন ডোনেশন এর এমাউন্ট ১০ টাকা।
আপনার কাছে ১০ টাকা কিছুই না হতে পারে কিন্তু যারা এখন এফেক্টড তাদের কাছে ১০ টাকা মানে ১ জনের ১ বেলার শুকনো খাবার।
আস-সুন্নাহ ফাউন্ডেশন এর বন্যা তহবিল এর লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি।
বি.দ্র: আস-সুন্নাহ ফাউন্ডেশন এর মাধ্যমে দিতে হবে এমন কিছু না, আমার কাছে এটা কনভেনিয়েন্ট এবং ভরসার মনে হয়েছে তাই বলা।