Hijama Expert - Hakim Shahidul Islam Qasmi

Hijama Expert - Hakim Shahidul Islam Qasmi হাকিম মাওলানাঃ শহিদুল ইসলাম কাসেমী।

সরাসরি ইন্ডিয়া থেকে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

Mobile: 01706882779

🌿 Hakim Shahidul Islam Qasmi, Certified Hijama Therapist

📍 Location: Dhaka, Bangladesh

🔍 About Me: I am passionate about holistic healing and have dedicated my career to helping individuals achieve optimal well-being through the ancient practice of Hijama (cupping therapy). With over 10 years of experience, I specialize in pain management, stress relief, & detoxification. My mission is to empowe

r my clients to lead healthier lives by restoring balance and vitality.

🌟 Services:

-Traditional dry cupping
-Wet cupping (with bloodletting)
-Scar therapy
-Stress reduction

📞 Contact: Feel free to reach out for a consultation or to schedule an appointment. Let’s embark on a healing journey together! 🌱

Hi everyone, and welcome to my channel. Today, I'm going to be talking about cupping therapy. Cupping therapy is an ancient healing method that uses suction to pull on the skin and increase blood flow to the affected area. It's been used for centuries to treat a variety of health conditions, including back pain, neck pain, headaches, and muscle tension. What is cupping therapy? Cupping therapy is a type of alternative medicine in which a therapist places cups on your skin to create suction. The cups are typically made of glass, plastic, or silicone, and they can be heated or not. When the cup is placed on the skin, the air inside the cup cools and creates a vacuum. This vacuum pulls on the skin, creating a raised area called a cupping mark. Benefits of cupping therapy:

Cupping therapy is thought to have a number of benefits, including:

-Pain relief
-Improved circulation
-Reduced inflammation
-Increased range of motion
-Relaxation
-Improved sleep
-Boosted immune system

♦️মাও: শহিদুল ইসলাম কাসেমী।
♦️দাওরায়ে হাদীস (মাস্টার্স) দারুল উলুম দেওবন্দ,ভারত।
সরাসরি ইন্ডিয়া থেকে হিজামা কাপিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।
♦️ডিপ্লোমা ইন হিজামা।
সূজা'স ইনষ্টিটিউট মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টার।
একাডেমী অফ হেলথ এন্ড এডুকেশন অল্টারনেটিভ মেডিসিন" হায়দ্রাবাদ ,ভারত।
♦️সার্টিফিকেট কোর্স অন ফায়ার কাপিং।
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত।
♦️ আকুপাংচার এবং ফসদ/ ভেনেসেকশন এর উপর বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত।
♦️ট্রেইনার এন্ড অর্গানাইজিং সেক্রেটারি।
"বাংলাদেশ হলিস্টিক হেলথ কেয়ার সেন্টার"(BHHC)

------------------------------------

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
বাড়ি-১৫, রোড-০৪, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১নং
গেটের অপজিটে ৫০ গজ ভিতরে।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
01706882779 , 01641729304 | প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা

16/07/2025

মাসেল স্পাজম সমস্যায় #হিজামা এর পাশাপাশি #আকুপাংচার দিলে সাথে সাথে পেইন রিলিফ হয়ে যায়, আলহামদুলিল্লাহ।

যোগাযোগ:
+8801706882779
+8801641729304

 #প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ:“হিজামা দ্বারা শুধু কি দূষিত রক্ত বের হয়, নাকি ভালো রক্তও বের হয়? শরীরের ভিতর...
13/07/2025

#প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ:
“হিজামা দ্বারা শুধু কি দূষিত রক্ত বের হয়, নাকি ভালো রক্তও বের হয়? শরীরের ভিতরে দূষিত রক্ত কোথায় থাকে এবং ভালো রক্ত কোথায় থাকে?”
এর উত্তর আমরা তিনটি দিক থেকে উপস্থাপন করবো:

🕌 ১. হাদীসের আলোকে:

✅ হাদীস: হিজামা দ্বারা দূষিত রক্ত বের হয়।
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: نِعْمَ الْحَجَّامُ يُذْهِبُ الدَّمَ الْخَبِيثَ وَيُقَوِّي الظَّهْرَ وَيَجْلُو الْبَصَرَ.
ইংরেজি অনুবাদ:
Ibn Abbas (RA) narrated: The Messenger of Allah (SAW) said: "What an excellent person the cupper is; he removes bad blood, strengthens the back, and sharpens the eyesight."
বাংলা অনুবাদ:
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “হিজামাকারী কতই না উত্তম ব্যক্তি; সে দূষিত রক্ত বের করে, মেরুদণ্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে।”
রেফারেন্স: সুনান তিরমিযী, হাদিস নং: ২০৫৩।
জার্নাল: Journal of Pain Research (2020): হিজামা দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে কার্যকর।
বাংলা অনুবাদ: হিজামা দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ন্ত্রণে সহায়ক, তবে আরও গবেষণা প্রয়োজন।

✅ হাদীস: হিজামা শিফার মাধ্যম

عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ فِي الْحِجَامَةِ شِفَاءً "

উচ্চারণ:
ʿAn Jābirin raḍiyallāhu ʿanhu, qāla: qāla Rasūlullāhi ṣallallāhu ʿalayhi wa sallam: "Inna fī al-ḥijāmah shifāʾan."

বাংলা অনুবাদ:
জাবির (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“হিজামার মধ্যে নিঃসন্দেহে রয়েছে আরোগ্য।”

📚 সূত্র:
সহীহ মুসলিম, হাদীস: 2205
সহীহ বুখারী (আল-আদাবুল মুফরাদ), হাদীস: 1200

📌 হিকমত (তাত্ত্বিক দিক):

হাদীসটি হিজামাকে "শিফা" বা চিকিৎসা ও দূষণ দূরীকরণ" হিসেবে স্বীকৃতি দিচ্ছে। রাসূলুল্লাহ ﷺ কখনও শরীর থেকে ভালো কিছু অপসারণ করতে বলেননি। বরং যা “ضَرّ” বা ক্ষতি করে, তা দূর করার জন্য বলেছেন।

🧬 ২. বৈজ্ঞানিক গবেষণার আলোকে:

📌 তত্ত্ব:
মানবদেহে দুই ধরনের রক্তপ্রবাহ রয়েছে:
1. Capillary (ক্যাপিলারি) রক্ত – যা ত্বকের নিচে, পৃষ্ঠে ঘনভাবে থাকে।
2. Venous blood (শিরার রক্ত) – যা বড় শিরা দিয়ে প্রবাহিত হয়।

হিজামার মাধ্যমে ক্যাপিলারি স্তর থেকে রক্ত বের হয়, যা মূলত:

দূষিত টক্সিনবাহী

অক্সিজেনের ঘাটতিসম্পন্ন

কোষের বর্জ্য পদার্থে পূর্ণ

🔬 জার্নাল রেফারেন্স #1:

🧪 Title: "Effect of Wet Cupping on Biochemical Markers in Blood"
Journal: Journal of Traditional and Complementary Medicine, 2016
Findings:
Wet cupping removes oxidative waste products, uric acid, and heavy metals from capillary blood—reducing inflammation and oxidative stress.

📌 উপসংহার: হিজামা মূলত দূষিত বা ব্যবহৃত রক্ত ও টক্সিন বের করে দেয়।

🔬 জার্নাল রেফারেন্স #2:

🧪 Title: "Comparative Biochemical Study Between Venous and Wet Cupping Blood Samples"
Journal: Journal of Integrative Medicine, Vol. 12(5), 2014
Findings:

Wet cupping blood had significantly higher uric acid, LDL cholesterol, ferritin, and toxins.

Cupped blood was “metabolically spent” (দেহের ব্যবহৃত ও টক্সিক রক্ত)।

It contains high inflammatory markers (যেমন: C-reactive protein)।

🧠 ৩. হাকিম ও প্রাচীন চিকিৎসাবিদদের ব্যাখ্যা:

🩺 ইবনু সিনা (আবু আলী আল-হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা):

📗 Al-Qānūn fī al-Ṭibb (القانون في الطب)
বলেন:

> "হিজামা শরীরের এমন স্থানের রক্ত অপসারণ করে, যেখানে জমে থাকা বা বিষাক্ত উপাদান সংরক্ষিত থাকে। এসব রক্ত শিরা দিয়ে না সরালে তা রোগ সৃষ্টি করে।"
(কিতাব: القانون, খণ্ড ১, পৃষ্ঠা ٥٠٤)

🧾 উপসংহার:

বিষয় ব্যাখ্যা

❓ কি ধরনের রক্ত বের হয়? হিজামার মাধ্যমে দূষিত, বিষাক্ত, ব্যবহৃত ও অক্সিজেনবিহীন রক্ত বের হয়।
🧍 ভালো রক্ত কোথায় থাকে? ভালো রক্ত থাকে ধমনী ও মূল শিরা (arteries & deep veins) তে, যা হিজামায় ক্ষতিগ্রস্ত হয় না।
📍 দূষিত রক্ত কোথায় জমে থাকে? ত্বকের নিচের স্তরে (capillaries) ও নির্দিষ্ট “হিজামা পয়েন্ট”-এ — যেখানে রক্ত জমে, বিষাক্ত উপাদান পড়ে থাকে।

✅ শেষ কথা:

রাসূল ﷺ হিজামার মাধ্যমে শরীরকে পরিষ্কার করার এবং রোগ থেকে বাঁচার উপায় হিসেবে সুপারিশ করেছেন। আধুনিক গবেষণাও দেখিয়েছে যে হিজামা দূষিত রক্তই অপসারণ করে — ভালো রক্ত নয়।

🩺 সংকলন ও পরিচিতি

মাওলানা শহিদুল ইসলাম কাসেমী

📖 দাওরায়ে হাদীস (মাস্টার্স)
দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর, উত্তর প্রদেশ, ভারত।

📚 দারুল ইফতা (Specialization in Islamic Jurisprudence – Ifta)
দারুল উলুম হানাফিয়্যাহ, দেওবন্দ, সাহারানপুর, উত্তর প্রদেশ, ভারত।

🎓 ডিপ্লোমা ইন হিজামা (Cupping Therapy)
সুজা’স ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার (অল্টারনেটিভ মেডিসিন), হায়দারাবাদ, ভারত।

🔥 ফোর্স অন ফায়ার কাপিং প্রশিক্ষণ
হিজামা উইলনেস সেন্টার, বেঙ্গালুরু, ভারত।

🧬 বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত: আকুপাংচার থেরাপি

🏅 বর্তমান পদবীসমূহ:

ট্রেইনার ও অর্গানাইজিং সেক্রেটারি, বাংলাদেশ হলিস্টিক হেলথ সেন্টার

প্রতিষ্ঠাতা ও পরিচালক, Hijama Care Bangladesh: Treatment & Ruqyah Center
🔗 ফেসবুক পেইজ: https://www.facebook.com/hijama.care.bd.info
🌐 অফিসিয়াল ওয়েবসাইট: https://hijamacarebangladesh.com
📺 ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/channel/UCbzEWdMafuu17Y5OjHGnK-g

📍 অবস্থান:

মিরপুর-২, ঢাকা-১২১৬

📞 যোগাযোগ:
📱 +8801641 729304
📲 WhatsApp: https://wa.me/8801706882779

📢 বিশেষ নোট:

হিজামা সেবা, রুকইয়া ও প্রশিক্ষণের জন্য আজই যোগাযোগ করুন।

01/07/2025

১০ই মহররম - ০৬ জুলাই ২০২৫ 'পবিত্র আশুরা' উপলক্ষে থাকছে আমাদের সেন্টারে #হিজামা / #কাপিং থেরাপীতে স্পেশাল ডিসকাউন্ট অফার!

আমাদের স্পেশাল অফার গুলো হচ্ছে-
👉 প্যাকেজ ১:
• হিজামা কাপিং সেশন মাত্র ২০০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ২৫ টি পয়েন্টে।

👉 প্যাকেজ ২:
• হিজামা কাপিং সেশন মাত্র ২৫০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ৩০টি পয়েন্টে।

👉 প্যাকেজ ৩:
• হিজামা কাপিং সেশন মাত্র ৩০০০ টাকা
• ফুল বডি ৩৫ কাপ।

🌹 (১) হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয় হিজামায় রয়েছে নিরাময়।
সহীহ মুসলিম হাদীস নাম্বর: ২২০৫

🌹 (২) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নাম্বর: ২০৫৩

🌹 (৩) হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল (আঃ)আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীস নাম্বর: ৭৪৭০

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট।

যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের ঠিকানাঃ
রোড নং-০৪, বাড়ি নং-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

30/06/2025

হিজামা কাপিং নিচ্ছেন বিসিবির ক্রিকেট খেলোয়ার (আরিফুল ইসলাম)
নিচে হিজামা (Wet Cupping) থেরাপির পরেই শরীরে যে উপকারিতা বা পরিবর্তনগুলো ফিল হয় — তা চিকিৎসাশাস্ত্র, হাদীস, রোগীদের অভিজ্ঞতা ও জার্নাল ভিত্তিতে সংক্ষেপে দিচ্ছি:
✅ হিজামার পর শরীরের অনুভূত উপকারিতা
1. 🧠 হালকা লাগা (Mental Clarity): মাথা ও শরীর হালকা লাগে, মস্তিষ্কে স্বস্তি আসে।
2. 😌 আরাম ও প্রশান্তি: শরীরের অস্থিরতা, উত্তেজনা ও মানসিক চাপ কমে যায়।
3. 🩸 রক্তচাপ স্বাভাবিক হওয়া: হাই প্রেশার থাকলে তা দ্রুত কমে আসে।
4. 💤 ঘুম ভালো হয়: অনিদ্রা বা দুশ্চিন্তার কারণে যারা ঘুমাতে পারেন না, তারা হিজামার পর গভীর ঘুমে যেতে পারেন।
5. 💪 পেশী ও জয়েন্টে ব্যথা কমে: ঘাড়, পিঠ, কোমর ও হাঁটুর ব্যথা হিজামার পরেই অনেকটা হালকা হয়ে যায়।
6. 🔥 বডি ডিটক্স ফিলিং: শরীর থেকে যেন ময়লা বের হয়ে গেছে — এমন একটা পরিষ্কার ও ফ্রেশ অনুভূতি হয়।
7. 🍽️ ক্ষুধা ও হজমশক্তি বাড়ে: পাচনতন্ত্র ভালো কাজ করে, ক্ষুধা বাড়ে।
8. 🦴 পেশী শক্তি ফিরে পাওয়া: দুর্বলতা কমে, কাজে মন বসে।
9. 👁️ দৃষ্টিশক্তিতে পরিষ্কারভাব আসে: চোখ ঝাপসা কমে অনেকেই “চোখ পরিষ্কার দেখতে পাচ্ছি” বলেন।
10. 🕊️ রুহানি প্রশান্তি: অনেকেই বলেন, "হিজামার পর মন অদ্ভুত শান্ত হয়ে গেছে" — এটা হাদীসেও উল্লেখ আছে।
📖 হাদীস:
قال رسول الله ﷺ: "الشفاء في ثلاث... وشَرْطَةِ مِحْجَمٍ..."
(বুখারী, হাদীস: ৫৬৮০)
🔸 অর্থ: “তিন জিনিসে শিফা রয়েছে, তার মধ্যে একট হলো হিজামার কোপ।”
➡️ হাদীস দ্বারা বোঝা যায় — হিজামা তাৎক্ষণিক উপকার দিয়ে থাকে।
📚 গবেষণা বলছে:
Evidence-Based Complementary and Alternative Medicine (2015) জানায়:
🔸 “Patients reported improved energy, pain relief, and better mood within hours of wet cupping.”
🔸 বাংলা: রোগীরা বলেন, হিজামার পরপরই শক্তি, ব্যথা উপশম ও মানসিক প্রশান্তি অনুভব করেন।

29/05/2025

যেকোনো ধরনের #এলার্জি ও #ব্যথা জনিত সমস্যায় আপনিও সুস্থ হতে পারেন হিজামা কাপিং দ্বারা। ইনশাআল্লাহ।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের ঠিকানাঃ
রোড নং-০৪, বাড়ি-১৫ ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

28/05/2025

ভিডিওতে যে ক্রিকেট খেলোয়ারকে দেখতে পাচ্ছেন উনি দীর্ঘদিন মাইগ্রেন জনিত ব্যথা, সোল্ডার পেইন, ব্যক পেইন সহ এলার্জি জনিত সমস্যায় ভুগছিলেন।

অনেক ব্যথার ওষুদ সেবন করেও যখন কোন সমাধান পাচ্ছিলেন না, তখন কাপিং থেরেপী বা হিজামা সম্পর্কে বিস্তারিত জেনেই উনি আমাদের এখানে এসেছেন।

তাই যারা এমন সমস্যায় ভুগছেন এবং অনেক ঔষধ খেয়েছেন কোনোভাবেই ব্যথা ভালো হচ্ছে না?

তারা অনায়াশে কাপিং থেরাপি ( হিজামা ) নিয়ে সমস্যা থেকে মুক্ত হতে পারেন। কাপিং থেরাপির মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন আপনার সুস্থ সবল প্রাণবন্ত জীবন।

ব্যথা জনিত সমস্যায় হিজামা খুবই উপকারী আলহামদুলিল্লাহ প্রথম সেশানেই ৭০ থেকে ৯০% ব্যথা ভালো হয়ে যায়।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট। যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের ঠিকানাঃ
রোড নং-০৪, বাড়ি-১৫ ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)







10/05/2025

১৬ ই মে শুক্রবার, (১৭ই যিলকদ)
১৮ ই মে রবিবার, (১৯ই যিলকদ)
২০ শে মে মঙ্গলবার, (২১ই যিলকদ)

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। [বুখারী শরীফ]

🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
[সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২]

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট।
যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।

আমাদের সেন্টারের প্রধান ‌আকর্ষণ হচ্ছে হাকিম মাওঃ শহিদুল ইসলাম কাসেমী যিনি হিজামা জগতে বেশ পুরানো ও দক্ষ এবং সকল পুরুষ পেশেন্টকে তিনি নিজ হাতে খুব যত্ন সহকারে চিকিৎসা প্রদান করে থাকেন ।

আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।

এ ছাড়া ও রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ। ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং মডান মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

হিজামাই একমাত্র চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
রোড-০৪, বাড়ি-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

13/04/2025

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-

১৬ ই এপ্রিল বুধবার, (১৭ই শাওয়াল)
১৮ ই এপ্রিল শুক্রবার, (১৯ই শাওয়াল)
২০ শে এপ্রিল রবিবার , (২১ই রজব)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। (বুখারী শরীফ)

🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
(সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট।
যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।

আমাদের সেন্টারের প্রধান ‌আকর্ষণ হচ্ছে হাকিম মাওঃ শহিদুল ইসলাম কাসেমী যিনি হিজামা জগতে বেশ পুরানো ও দক্ষ এবং সকল পুরুষ পেশেন্টকে তিনি নিজ হাতে খুব যত্ন সহকারে চিকিৎসা প্রদান করে থাকেন ।

আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।
এ ছাড়া ও রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ। ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং মডান মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

হিজামাই একমাত্র চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
রোড-০৪, বাড়ি-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

19/03/2025

ক্রিকেট খেলোয়ার আল-আমীন ভাইয়ের হিজামা চলছে। উনি বেশ কিছুদিন যাবৎ ঘাড় ব্যথা ও কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন। কাপিং থেরেপী বা হিজামা সম্পর্কে বিস্তারিত জেনেই উনি আমাদের সেন্টারে এসেছেন। এটি নিয়ে তার দ্বিতীয় বার আগমন। প্রথমবার হিজামা নেয়ার পর দীর্ঘ দিন সুস্থ ছিলেন আলহামদুলিল্লাহ।

তাই যারা এমন সমস্যায় ভুগছেন এবং অনেক ঔষধ খেয়েছেন কোনোভাবেই ব্যথা ভালো হচ্ছে না? তারা অনায়াশে কাপিং থেরাপি (হিজামা) নিয়ে সমস্যা থেকে মুক্ত হতে পারেন। কাপিং থেরাপির মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন আপনার সুস্থ সবল প্রাণবন্ত জীবন।

ব্যথা জনিত সমস্যায় হিজামা খুবই উপকারী আলহামদুলিল্লাহ প্রথম সেশানেই ৭০ থেকে ৯০% ব্যথা ভালো হয়ে যায়।
আমাদের সেন্টারে দেশ-বিদেশের অনেক গন্যমান্য ব্যক্তি থেকে শুরু করে, প্রতিদিনই অসংখ্য রোগী হিজামা / কাপিং থেরাপি নিয়ে উপকার পাচ্ছে আলহামদুলিল্লাহ।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট। যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের ঠিকানাঃ
রোড নং-০৪, বাড়ি-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)








10/02/2025

শবে বরাত ও হিজামা কাপিং সুন্নাহ তারিখ উপলক্ষে থাকছে স্পেশাল ডিসকাউন্ট অফার!

11/01/2025

সুন্নাহ তারিখ উপলক্ষে থাকছে স্পেশাল ডিসকাউন্ট অফার!

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-

১৮ শে জানুয়ারি শনিবার, (১৭ই রজব)
২০ শে জানুয়ারি সোমবার, (১৯ই রজব)
২২ শে জানুয়ারি বুধবার, (২১ই রজব)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। (বুখারী শরীফ)

🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
(সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট।

যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।

আমাদের সেন্টারের প্রধান ‌আকর্ষণ হচ্ছে হাকিম মাওঃ শহিদুল ইসলাম কাসেমী যিনি হিজামা জগতে বেশ পুরানো ও দক্ষ এবং সকল পুরুষ পেশেন্টকে তিনি নিজ হাতে খুব যত্ন সহকারে চিকিৎসা প্রদান করে থাকেন ।

আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।

এ ছাড়া ও রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ।

ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং মডান মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

হিজামাই একমাত্র চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
রোড-০৪, বাড়ি-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641-729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

12/12/2024

১৬ই ডিসেম্বর 'বিজয় দিবস' উপলক্ষে থাকছে আমাদের সেন্টারে #হিজামা / #কাপিং থেরাপীতে স্পেশাল ডিসকাউন্ট অফার!

আমাদের স্পেশাল অফার গুলো হচ্ছে-
👉 প্যাকেজ ১:
• হিজামা কাপিং সেশন মাত্র ২০০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ২৫ টি পয়েন্টে।

👉 প্যাকেজ ২:
• হিজামা কাপিং সেশন মাত্র ২৫০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ৩০টি পয়েন্টে।

👉 প্যাকেজ ৩:
• হিজামা কাপিং সেশন মাত্র ৩০০০ টাকা
• ফুল বডি ৩৫ কাপ।

🌹 (১) হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয় হিজামায় রয়েছে নিরাময়।
সহীহ মুসলিম হাদীস নাম্বর: ২২০৫

🌹 (২) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নাম্বর: ২০৫৩

🌹 (৩) হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল (আঃ)আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীস নাম্বর: ৭৪৭০

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট।

যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের ঠিকানাঃ

রোড নং-০৪, বাড়ি নং-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

Address

Dhaka

Telephone

+8801641729304

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Expert - Hakim Shahidul Islam Qasmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Expert - Hakim Shahidul Islam Qasmi:

Share