জামদানি নিয়ে কিছু আলাপ 💙
জামদানী শাড়ি হলো মেয়েদের👰 একটা দূর্বলতার জায়গা💔। এর যত্নে হেলাফেলা করা যাবেনা কিন্তু একদমই। তাই শখের জামদানী টি ভালো রাখতে কিছু তথ্য জেনে নিন।
👉🍁🌿 জামদানি শাড়ি ব্যবহারের পর ভাঁজ করে অনেক দিন রেখে দিলে তা ভাঁজে ভাঁজে ফেঁসে যেতে পারে। আবার হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখলেও শাড়ি মাঝখানে ফেটে যায়। তাই জামদানি শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে বা ভাঁজ করে রাখতে নেই। রোল করে রাখতে পারেন কোন শক্ত কাঠের ঊপর, যেভাবে রাখা হয় থান কাপড়। এভাবে রাখলে জামদানি কখনোই নষ্ট হবে না।
👉🍁🌿 জামদানি শাড়ি অন্যান্য সাধারণ শাড়ির মতো ঘরে ধুইলে নষ্ট হয়ে যাবে নিশ্চিত। তাই ঘরে না ধুয়ে ড্রাইওয়াশ করানো ভালো। এ ছাড়া সবচেয়ে ভালো হয় জামদানি শাড়ি কাটা ওয়াশ করালে। এ ক্ষেত্রে যারা জামদানি তৈরি করেন তারাও এ কাজটি করে থাকেন। কাটা ওয়াশ করিয়ে নিলে আপনার শখের জামদানি শাড়িটি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
👉🍁🌿 কিছুদিন পর পর শাড়ী গুলো খুলে রোদে দিয়ে ভালো করে বাতাসে ঠান্ডা করে আবার যত্ন সহকারেই আলমারিতে রেখে দেবেন। মনে রাখবেন রোদ থেকে এনে সাথে সাথেই তা আলমারিতে ঢুকিয়ে রাখলে আপনার শাড়ীটি আর ভালো থকার সম্ভাবনা নেই।
👉🍁🌿 জামদানি পরার পর যদি কোন দাগ পড়ে যায়, তাহলে তা নিজের হাতে ঘসে ঘসে না উঠিয়ে সেখানে ট্যালকম পাউডার ছিটিয়ে দিন, তারপর ড্রাই ক্লিনিং এ দিন।
👉🍁🌿 জামদানির নিচের পাড়ে অবশ্যই ফলস পাড় লাগিয়ে নেবেন কেনার পর পরই, তাহলে ময়লা বা জূতার ঘসাতে নিচের পাড়টা নষ্ট হবে না, টেকসই থাকবে।
👉🍁🌿 সুতি কিংবা হাফ সিল্ক, যা-ই হোক না কেন , কোন ভাবেই জামদানী পানিতে ওয়াশ করতে যাবেন না। আর যদি জুতা'র হিলে, রিক্সায় বা কোনভাবে খোঁচা লেগে শখের জামদানিটি ছিঁড়ে যায়, তাহলে সেটা সুই সুতা দিয়ে ঠিক না করে কোন তাতি'র কাছে দিন, এমনভাবে ঠিক করে দেবে যে আপনি নিজেও ধরতে পারবেন না জামদানী টা কোন জায়গায় ছিঁড়ে গিয়েছিলো।
👉🍁🌿 ৪/৫ বার পরার পরই জামদানী কাটা করিয়ে নেবেন, তাহলে তা ভালো থাকবে। কাটা করা মানে কেটে ফেলা মনে করবেন না, জামদানি বানানোর সময় তাঁতিরা সুতাতে মাড় ব্যবহার করে। কয়েকবার পরার পর সেই মার গুলো নষ্ট হয়ে যায় বলে শাড়িতা নেতিয়ে পড়ে। কাটা করা মানে হলো সেই জামদানিটিতে মাড় প্রয়োগ করা। এটা করলে একদম নতুনের মতো হয়ে যাবে আপনার প্রিয় শাড়িটি।
✍জামদানী শাড়ি গুলা যদি উপরের নিয়মে যত্ন করতে পারেন তবে আপনার শাড়িটি দীর্ঘদিন থাকবে নতুনের মতো।
👉চিকন সুতার হাল্ফ সিল্ক ঢাকাইয়া জামদানি শাড়ি
বিশেষ দিনগুলোর জন্য বিশেষ রঙ এর শাড়ি পড়তে অনেকেই পছন্দ করেন। শাড়ি ছাড়া যেন বাঙালী নারীর কথা ভাবাই যায় না।
অর্ডার করতে ইনবক্স অথবা কল করুনঃ
☎ ☎ 01684411172 📞📞
**ডেলিভারি প্রক্রিয়া :
সার্ভিস চার্জ ঢাকা শহরের মধ্যে মাত্র ৬০ টাকা (হোম ডেলিভারি), এবং ঢাকার বাহিরে ১০০ টাকা।
*আপনি পাচ্ছেন পন্য হাতে পেয়ে টাকা দেয়ার সুবিধা*
আমরা সারা বাংলাদেশে ( এস,এ পরিবহন,সুন্দরবন,এর মাধ্যমে ডেলিভারি করে থাকি।)