Dr. Md.Selim Reja

Dr. Md.Selim Reja ডা.মোঃ সেলিম রেজা এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য),এফসিপিএস
(মেডিসিন), এফপি। এমডি(গ্যাস্ট্রোএন্টারোলজি),ফেইজ-এ।
ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা।

From now You can contact with me via Whats App.
05/12/2024

From now You can contact with me via Whats App.

Homemade Singara😋Prepared by Bou🥰🥰
10/03/2024

Homemade Singara😋
Prepared by Bou🥰🥰

গ্রামের বাসার ছাদে।PC: বউ🥰
02/02/2024

গ্রামের বাসার ছাদে।
PC: বউ🥰

22/12/2023

দিনের একটা নির্দিষ্ট ঘণ্টা নিজের জন্য রাখুন।ঐ সময় টা আপনি নিজের যত্ন নিন,মিনিমাম এক্সারসাইজ করুন।সুস্থ থাকুন।

আগে আমি ননএসিতেই ট্রেন ভ্রমণ করতাম।তারপর অনেকদিন এসিতে ট্রেন ভ্রমণ করেছি।অনেকদিন পর আজকে ননএসিতে ট্রেন  ভ্রমণ করছি।যেটা ...
08/12/2023

আগে আমি ননএসিতেই ট্রেন ভ্রমণ করতাম।তারপর অনেকদিন এসিতে ট্রেন ভ্রমণ করেছি।অনেকদিন পর আজকে ননএসিতে ট্রেন ভ্রমণ করছি।যেটা অনুধাবন করলাম,,ট্রেন ভ্রমণের আসল মজাই ননএসিতে।ট্রেনের ঝকঝক শব্দ,ঝাকুনি,অনেক লোকের ভিড়,থার্ড জেন্ডার,হকার,ভিক্ষুক আর ও অনেক ধরনের মানুষ।সবমিলিয়ে অনেক ভাল অনুভব করছি আর চুপচাপ তাকিয়ে দেখছি।এর আগে কখনো এমন ভাল লাগা কাজ করে নি।এমনকি আজকে ট্রেনে উঠার পরেও খারাপ লাগছিল।ট্রেন চলতে শুরু করার পর থেকে অনেক ভাল লাগছে।অথচ আগে ননএসিতে ভ্রমণ করলে মনে মনে ভাবতাম কবে একটু আরাম করে যেতে পারবো।

24/08/2023

আলহামদুলিল্লাহ।আল্লাহ আমাদের একটি রাজকন্যা দান করেছেন।২৪/০৮/২৩,বিকাল ৪.৩০ মিনিট।
বিশেষ কৃতজ্ঞতা Somerose pervin rinku ম্যাম,পুরো প্রেগন্যান্সির সময়ে ম্যাম এর আন্তরিকতা মুগ্ধ করেছে।সিনিয়র স্যার ম্যামদের এরকম আন্তরিকতা আমাদের মত জুনিয়র ডাক্তারদের অনুপ্রেরণা যোগায়।
সবাই দোয়া করবেন।

24/03/2023

যারা তিন বেলা ইনসুলিন নেন,তারা সকালের ফুল ডোজ ইফতারে নিবেন,দুপুরের ডোজ বন্ধ থাকবে,রাতের ডোজ সেহরিতে কিছুটা কমিয়ে নিবেন।

24/03/2023

ডায়াবেটিস রোগী ঔষধ/ইনসুলিন সকালের ডোজ ইফতারে এবং রাত্রের ডোজ সেহরিতে নিবেন।

23/03/2023

সবাইকে রমজানুল মোবারক এর শুভেচ্ছা।
ডায়াবেটিস রোগীদের আজকের সেহরীতে ঔষধ/ইনসুলিন নিতে হবে না।রাতের ডোজ আগের মতই নিবেন

22/03/2023

গাঁও গেরামের মানুষগুলো অসুস্থ হলে...বড্ড অসহায় হয়ে পড়েন...এগিয়ে আসেন এলাকারই কোন ভাই... ভাতিজা...চাচি..খালা।
এরা আবার স্বাস্থ্য বিষয়ে টুকটাক জ্ঞান রাখেন...লোকজন বিপদে পড়লে সাহায্য করেন....অমুক হাসপাতালে নিয়ে যান...তমুক হাসপাতালে নিয়ে যান...সাথে থাকেন...পথ দেখান।
ডাক্তারকে পাকনা পাকনা প্রশ্ন করেন...চুলচেরা হিসেব নেন।
বিনিময়ে তেমন কিছু পাননা...চানও না। রোগীর পরিবার তার যাতায়াত খরচ বহন করে...৩ বেলা খাওয়ায়...পান টান দেয়।
কেউ কেউ বকশিস দেয়...কেউ দেয়ও না।
রোগী সুস্থভাবে ঘরে ফিরলে এরা অনেক বেশি প্রশংসা পায়..পরবর্তীতে তাদের আপনজন অসুস্থ হলে আবারও ডাক পায়...আবারও নতুন যুদ্ধ।
ব্যাস গল্পটা এখানেই শেষ হতে পারত...অনেকে কাজটা নি:স্বার্থভাবে করলেও...কেউ কেউ ভিন্ন পথে হাটে।
রোগীর অজান্তেই বেশ কিছু অর্থ উপার্জন করে তারা।
০১.
রোগীর জন্যে যে এ্যাম্বুলেন্সট ঠিক করে দিয়েছেন...সেখান থেকে একটা কমিশন পান তিনি।
০২.
যে ক্লিনিকে নিয়ে গেছেন কমিশন আসে সেখানে থেকেও।
০৩.
কমিশন আসে অপারেশন থেকেও।
অর্থ আসে..আরো ম্যালা সোর্স থেকে।

তেমনই একজনের সাক্ষাৎ পেয়েছিলাম...লেগ এ্যাটাকের রোগী...পায়ে হঠাৎ ব্লক...পা ভাল নড়ছেনা...তীব্র ব্যথা...ঠান্ডা অনেক...দ্রুত অপারেশন করতে হবে...নয়ত পা নষ্ট হবে।
সবাইকে বের করে দিয়ে সাথে থাকা ভদ্রলোক নিজ থেকেই বললেন...স্যার, আমি গ্রামে মেডিসিন প্র‍্যাকটিস করি (পড়ুন ঔষধ বেচতে বেচতে এখন ডাক্তার)...অন্য হাসপাতালে না নিয়ে আপনার কাছে আনছি....একটু খুশী করায় দিলে আপনার এখানেই ভর্তি করাব স্যার...প্রথমে না বুঝলেও পরে বুঝলাম...
কিছু কমিশন দিলে উনি আমার আন্ডারে ভর্তি করাবেন!
আমি স্মাইলি দিয়ে বললাম....থানা আমার পাশেই আছে। রাতটা সেখানে না কাটাতে চাইলে দ্রুত এখান থেকে সরে পড়েন...
অতপর রোগীর অপারেশন হল...পা বেচে গেল....ঘরে ফেরার সময় ঐ লোকটির বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলাম...কে হয়?
রোগীর গর্বভরা উত্তর, আমার জামাই হয়।
যা হোক...চেপে গেলাম। না হয় অটুটু থাকুক তার গর্বের জায়গাটা।
কমিশন...অনেক বেশি সুস্বাদু।দেনেওয়ালা যেই হোন না কেন...লেনেওয়ালার জিভে জল আসে..সহজেই।
অভিযোগের আংগুল আমাদের সবার দিকে। আমরা সবাই পাপী..নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি...তবুও...
তবুও...বন্ধ হোক কমিশন নামের ভয়ানক প্রথা।
আর...
ভাড়াটে জ্ঞানী লোকের দরকার নাই...তার সাজানো গোছানো কথার চেয়ে রোগীর এলোমেলো অবুঝ কথা গুলো রোগ নির্ণয়ে অধিক সহায়ক।
ডাক্তারের চেম্বারে বসে...অনেক রোগী নিজেকে সম্পূর্ণভাবে চিকিৎসকের কাছে সমর্পণ করেন...সরলভাবে জানিয়ে দেন, 'বাবা, আমিতো তেমন বুঝিনা, অতো টাকা পয়সাও নাই আমার...আপনি যেটা ভাল ভাবেন করেন...উপরে আল্লাহ নিচে আপনি'..
বিশ্বাস করেন এমন রোগীদের জটিলতা কেন জানি কম হয়...কেন জানি এরা অন্যদের তুলনায় দ্রুত সুস্থ হয়...
কোন ব্যখ্যা নাই..তবে এটাই সত্যি।..এবং সব সত্যির ব্যাখ্যা হয় না।

Collected

Address

টিবি গেইট
Dhaka

Telephone

+8801780014576

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md.Selim Reja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md.Selim Reja:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category