Dr. Marjia Jahan Surovi

Dr. Marjia Jahan Surovi Doctor
শিশু চিকিৎসক 👩‍⚕️

আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোআয় গত সেপ্টেম্বর মাসে আমি মা হয়েছি।আলহামদুলিল...
08/10/2025

আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোআয় গত সেপ্টেম্বর মাসে আমি মা হয়েছি।আলহামদুলিল্লাহ।
আপাতত নিজের সবটুকু সময় আমার সন্তান কে দেয়ার চেষ্টা করছি 🙂

আপনাদের অনেক অনেক message আমার inbox এ জমা হয়ে আছে,reply দিতে পারছি না তেমন,হয়তো অনেকেই খেয়াল করেছেন আমি পেইজে ও updated কোন পোস্ট দিচ্ছি না।আসলে সময়ের অভাবে সম্ভব হয়ে উঠছে না।

অনেক দিন পর পোস্ট করছি!🙂  😥Neonatal Jaundice (নবজাতকের জন্ডিস)।শিশুর শরীরে bilirubin জমে গেলে গায়ের রং ও চোখ হলুদ হয়ে যা...
23/09/2025

অনেক দিন পর পোস্ট করছি!🙂

😥

Neonatal Jaundice (নবজাতকের জন্ডিস)।
শিশুর শরীরে bilirubin জমে গেলে গায়ের রং ও চোখ হলুদ হয়ে যায়।

বেশিরভাগ সময়েই অতিরিক্ত দুঃশ্চিতার কারন নেই।কয়েক দিনের মধ্যে সেরে যায়।
কিন্তু…
অবশ্যই টেস্ট করে দেখতে হবে রক্তে bilirubin এর মাত্রা কত।স্বাভাবিক ভাবে ছাড়াও অন্য কিছু কারনে জন্ডিস হতে পারে।যদি bilirubin এর পরিমাণ রক্তে ক্রমশ বেড়ে যায়, তখন সে ছোট্ট শিশুর মস্তিষ্কে ঢুকে যেতে পারে এবং ব্রেইনে করতে পারে ভয়ঙ্কর আঘাত—যেমনঃ-
ব্রেইন ড্যামেজ
বধিরতা
অন্ধত্ব
এমনকি জীবনহানি পর্যন্ত!

চিকিৎসা :-

Phototherapy (নীল আলোয় চিকিৎসা)

Blood transfusion (রক্ত পরিবর্তন)

কি করলে হবেনা :-

প্রচুর বুকের দুধ খাওয়ান – দুধ হলো বাচ্চার জন্য ওষুধ, এতে bilirubin প্রস্রাব ও মলের সাথে বের হয়ে যায়।

২–৩ ঘণ্টা পরপর জাগিয়ে দুধ খাওয়ান – জন্ডিসে শিশুরা ঘুমায় বেশি, তাই জাগিয়ে খাওয়াতে হবে।

সকালের নরম সূর্যের আলোয় ৫–১০ মিনিট রাখুন – এতে bilirubin ভাঙতে সাহায্য হয়।

কোনো ঘরোয়া টোটকা নয় – মধু, গ্লুকোজ পানি, কিছুই দেবেন না।

লক্ষণ দেখলে দেরি করবেন না – গা/চোখ বেশি হলুদ, শিশুর দুধ না খাওয়া বা ঘুমিয়ে থাকা মানেই ডাক্তার দেখাতে হবে।

শিশুর গায়ে হলুদ আভা দেখলে দেরি করবেন না।
বাচ্চা অস্বাভাবিক ঘুমালে, দুধ না খেলে সাথে সাথে ডাক্তার দেখান।
আপনার একটি মুহূর্তের অবহেলা, হতে পারে সারাজীবনের দুঃস্বপ্ন।

05/09/2025

পবিত্র জুম্মা মোবারক সবাইকে 🕌

05/09/2025

কর্মক্ষেত্র এবং সংসার...দুটোকেই balance করে না চলতে পারলে অদূর ভবিষ্যতে যে কোনো একটাই ভালো ভাবে টিকে থাকবে।তবে সুন্দর ভবিষ্যৎ নির্ভর করবে আপনার priority এর উপর base করে।
না আমি দুটোকে ঠিক রাখতে পারি না,পারছি না,পারবো না...এগুলো মস্তিষ্কে ধারণ করার মধ্যে কোনো মাহাত্ম্য প্রকাশ পায় না।
কর্ম না করে যেমন আয় উপার্জন হয় না,সংসার চলবে না।
আবার সারাদিন কর্মে মনোযোগী হবার পর,দিন শেষে সংসারে অশান্তি থাকলেও আপনি সুখী হতে পারবেন না।
ঠিক balance diet এর মত,একটু হেরফের হলেই শরীর অকেজো হতে শুরু করে।

আপনাকেই বুঝতে হবে আপনি কর্ম কেন করছেন?পরিবার নিয়ে সুখী হবার জন্য নাকি শুধু লোক দেখানো টাকা উপার্জনের জন্য।

সবশেষে জীবন টা কিন্তু আপনার ই 😊
তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা টাই শ্রেয়।পরে গেলে কিন্তু আপনি ফোকলা।

জীবন যেখানে যেমন...  ছুটে চলেছে নিজের মতন 💁‍♀️কখনো বা উত্থান,  আবার কখনো পতন 😔তবুও,  জীবন ছুটে চলেছে নিজের ই মতন 👩‍⚕️
04/09/2025

জীবন যেখানে যেমন...
ছুটে চলেছে নিজের মতন 💁‍♀️
কখনো বা উত্থান,
আবার কখনো পতন 😔
তবুও,
জীবন ছুটে চলেছে নিজের ই মতন 👩‍⚕️

02/09/2025

অন্যকে কিভাবে সম্বোধন করছেন।তার সাথে কিভাবে আলাপ শুরু করছেন এবং কথার মাধ্যমে আপনি কিভাবে আপনার ভাব প্রকাশ করছেন.....এ সব কিছুতেই আপনার ব্যক্তিত্ব এবং বংশ পরিচয় এই দুটোই প্রকাশ পায় 🙂

01/09/2025



কোন প্রয়োজন ছাড়া শুধু মাত্র সালাম দেয়ার জন্য inbox এ knock দেয়ার কোনো দরকার আছে কি?কোনো help লাগলে এর সাথে কোন ব্যাপারে help লাগবে সেটা জানিয়ে রাখবেন।যারা শুধুমাত্র সালাম দিতে চান তারা আমার post এর comment box এই দিবেন।ব্যস্ততার জন্য এমনিতেই অনেকের প্রয়োজন থাকা সত্বেও response করতে দেরি হয়ে যায়।
তাই জরুরি প্রয়োজন ছাড়া inbox করার কোন দরকার ই নেই,শুধু মাত্র সালামের উত্তর দেবার জন্য কোনো রকম reply করা হয় না।

Waiting for something special...🙂Fi-amanillah 🤲
01/09/2025

Waiting for something special...🙂
Fi-amanillah 🤲

31/08/2025

বাচ্চার ঘন ঘন প্রস্রাব এর সমস্যা❓করণীয় কি❓

30/08/2025

একই সাথে শারীরিক অসুস্থতা ও ব্যস্ততার জন্য বেশ কদিন ভয়েস ওভার দিতে পারছি না।
আপনাদের অনেক অনেক প্রশ্ন জমে গেছে inbox & comment এ।চেষ্টা করছি সেগুলো নিয়ে কাজ করার।পেজেই update পাবেন,ধৈর্য ধরে সাথে থাকুন।

29/08/2025

পবিত্র জুম্মা মোবারক 🕌
আল্লাহ সবার মনের নেক নিয়ত এ থাকা ইচ্ছে গুলো পূরণ করুক 🤲

Address

BSMMU
Dhaka

Website

https://www.facebook.com/dr.marjiajahan

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Marjia Jahan Surovi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category