23/09/2025
অনেক দিন পর পোস্ট করছি!🙂
😥
Neonatal Jaundice (নবজাতকের জন্ডিস)।
শিশুর শরীরে bilirubin জমে গেলে গায়ের রং ও চোখ হলুদ হয়ে যায়।
বেশিরভাগ সময়েই অতিরিক্ত দুঃশ্চিতার কারন নেই।কয়েক দিনের মধ্যে সেরে যায়।
কিন্তু…
অবশ্যই টেস্ট করে দেখতে হবে রক্তে bilirubin এর মাত্রা কত।স্বাভাবিক ভাবে ছাড়াও অন্য কিছু কারনে জন্ডিস হতে পারে।যদি bilirubin এর পরিমাণ রক্তে ক্রমশ বেড়ে যায়, তখন সে ছোট্ট শিশুর মস্তিষ্কে ঢুকে যেতে পারে এবং ব্রেইনে করতে পারে ভয়ঙ্কর আঘাত—যেমনঃ-
ব্রেইন ড্যামেজ
বধিরতা
অন্ধত্ব
এমনকি জীবনহানি পর্যন্ত!
চিকিৎসা :-
Phototherapy (নীল আলোয় চিকিৎসা)
Blood transfusion (রক্ত পরিবর্তন)
কি করলে হবেনা :-
প্রচুর বুকের দুধ খাওয়ান – দুধ হলো বাচ্চার জন্য ওষুধ, এতে bilirubin প্রস্রাব ও মলের সাথে বের হয়ে যায়।
২–৩ ঘণ্টা পরপর জাগিয়ে দুধ খাওয়ান – জন্ডিসে শিশুরা ঘুমায় বেশি, তাই জাগিয়ে খাওয়াতে হবে।
সকালের নরম সূর্যের আলোয় ৫–১০ মিনিট রাখুন – এতে bilirubin ভাঙতে সাহায্য হয়।
কোনো ঘরোয়া টোটকা নয় – মধু, গ্লুকোজ পানি, কিছুই দেবেন না।
লক্ষণ দেখলে দেরি করবেন না – গা/চোখ বেশি হলুদ, শিশুর দুধ না খাওয়া বা ঘুমিয়ে থাকা মানেই ডাক্তার দেখাতে হবে।
শিশুর গায়ে হলুদ আভা দেখলে দেরি করবেন না।
বাচ্চা অস্বাভাবিক ঘুমালে, দুধ না খেলে সাথে সাথে ডাক্তার দেখান।
আপনার একটি মুহূর্তের অবহেলা, হতে পারে সারাজীবনের দুঃস্বপ্ন।