30/09/2025
পাইলস, ফিসার, প্রসব-পরবর্তী সমস্যা, অ্যানাল বা প্রোস্টেট রোগীদের জন্য সিটজ বাথ (Sitz Bath)বা হিপবাথের (Hip Bath) সবচেয়ে উপকারী।
সিটজ বাথ (Sitz Bath) বা হিপবাথ (Hip Bath) মূলত সেইসব রোগী বা ব্যক্তিরা ব্যবহার করেন, যাদের মলদ্বার বা আশেপাশের এলাকায় ব্যথা, ক্ষত বা ইনফেকশনজনিত সমস্যা থাকে।
🩺 কারা সিটজ বাথ ব্যবহার করবেন:
🟦 হেমোরয়েড (পাইলস/অর্শরোগ) রোগী:
- ব্যথা, রক্তপাত, ফোলা ও চুলকানি কমানোর জন্য।
🟦 অ্যানাল ফিসার (মলদ্বারের ফাটল):
- তীব্র ব্যথা ও টয়লেটের পর অস্বস্তি কমাতে।
🟦 অ্যানাল ফিস্টুলা বা ফোঁড়া রোগী:
- ইনফেকশন কমাতে ও ক্ষত শুকাতে।
🟦 মলদ্বার বা রেকটামের অপারেশন-পরবর্তী রোগী:
- যেমন পাইলস অপারেশন, ফিসার/ফিস্টুলা সার্জারি— ক্ষত দ্রুত শুকানোর জন্য।
🟦 মহিলাদের প্রসব-পরবর্তী সময় (Post-partum period):
- প্রসবের পর পেরিনিয়াল (যোনি ও মলদ্বার মাঝখান) অংশে ব্যথা বা ফাটল হলে আরাম পেতে।
🟦 মূত্রনালী বা প্রোস্টেট সংক্রান্ত সমস্যা থাকলে:
- মূত্রত্যাগে অস্বস্তি বা ব্যথা কমাতে (বিশেষ করে পুরুষদের প্রোস্টেট ইনফ্লেমেশন হলে)।
🟦 দীর্ঘ সময় বসে কাজ করা ব্যক্তিরা:
- মলদ্বারে চাপ ও অস্বস্তি কমাতে।
🟦 চুলকানি, প্রদাহ বা জ্বালাপোড়া থাকা রোগী:
- গরম পানির সেঁক তাৎক্ষণিক আরাম দেয়।
মলদ্বারে গরম সেঁক বা হিপবাথের উপকারিতা...
হিপবাথ বা মলদ্বারে গরম সেঁক মলদ্বারের অনেক সমস্যার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি চিকিৎসা প্রক্রিয়া। এটি অত্যন্ত সহজ ও সাধারন একটি উপায়। তবে হিপবাথ নিয়ে অনেকের মনে অনেক রকম সংশয় আছে। বিশেষ করে কেন দিবে, কখন দিবে, কিভাবে দিবে, কতদিন দিবে এই ব্যপারে অনেক রকম মতবেদ আছে।
গরম সেঁক বা হিপবাথ কতক্ষন বসবেন...?
অপারেশনের পর প্রতি বার ১৫-২০ মিনিট করে বসবেন। তবে সমস্যা যত কমে আসবে হিপবাথ নেয়ার সময়টাও তত কমে আসবে।
গরম সেঁক বা হিপবাথ কতদিন বসবে.....?
যতদিন সমস্যা থাকে ততদিন। তবে অপারেশনের পর যদি বাহিরে কোন ক্ষত না থাকে তাহলে হিপবাথের কোন প্রয়োজন নেই। তবে বাহিরে ক্ষত থাকলে যতদিন ক্ষত থাকবে ততদিন নিতে হবে।
গরম সেঁক বা হিপবাথ কতবার নিবে.....?
অপারেশনের পর প্রথম দিকে বলা হয় দিনে ৩ বার আর সঙ্গে যতবার পায়খানা হয় ততবার নিতে হবে। তবে ১ থেকে ২ সপ্তাহ পর শুধু যতবার পায়খানা হবে ততবার পায়খানার পরপর নিবে। এখন অনেকের প্রশ্ন থাকে আমি তো অফিস করি তাহলে আমি কিভাবে নিব? তার ক্ষেত্রে অফিসে যাওয়ার আগে একবার নিবে এবং অফিস থেকে আসার পর নিবে।
গরম সেঁক বা হিপবাথের কোন সমস্যা হয় কি....?
সাধারন উত্তর হচ্ছে- না। তবে পানি খুব বেশি গরম থাকলে বার্ন হতে পারে। খুব বেশি ঠাণ্ডা থাকলে ফ্রস্ট বাইট হতে পারে।
সামান্য অস্বস্তি হতে পারে।
#সিটজবাথহিপবাথেরকাদেরজন্যবাকারাব্যাবহারকরেনতা #গরমসেঁক