21/07/2025
🔴 রক্তদাতা বন্ধুদের প্রতি একটি বিশেষ অনুরোধ! 🔴
আজ আমি বাংলাদেশ হাসপাতাল ও মুনসুর মেডিকেল কলেজে রক্তের প্রয়োজন জানতে গিয়ে ছিলাম। সেখানে বর্তমানে রক্তের সংকট না থাকলেও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা অনেক বেশি।
🩸 বিশেষ করে নিচের রক্ত গ্রুপগুলোর চাহিদা বেশি:
O Negative
A Negative
B Negative
AB Negative
আমাদের ব্লাড ডোনেশন গ্রুপের প্রত্যেক সদস্যকে অনুরোধ করছি— যারা এই গ্রুপগুলোতে রক্ত দিতে পারেন বা পরিচিত এমন কাউকে জানেন, প্লিজ সামনে এগিয়ে আসুন।
📍 আপনি যেসব এলাকায় আছেন সেগুলোতে পাশে থাকা হাসপাতালগুলোর খোঁজ নিয়ে যোগাযোগ করুন। 📱 আপনার নাম, রক্তের গ্রুপ এবং কন্টাক্ট নম্বর ইনবক্সে দিন বা নিচে কমেন্ট করুন।
✅ রক্তদানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচাতে আপনি হতে পারেন সেই অদৃশ্য নায়ক!
মানবতার পাশে থাকুন। রক্ত দিন, জীবন বাঁচান। ❤️
---