Blood Donation Camp

Blood Donation Camp রক্তের প্রয়োজনে এবং রক্ত দানে পাশে পাবেন ইনশাআল্লাহ।

29/01/2025

জরুরী রক্তের প্রয়োজন।
রক্তদাতা ও রক্তযোদ্ধারা এগিয়ে আসুন।
💁রোগীর সমস্যাঃ জরায়ু অপারেশন
🔴রক্তের গ্রুপঃ এবি নেগেটিভ
🩸হিমোগ্লোবিনঃ
💉রক্তের পরিমাণঃ ১ ব্যাগ
📆রক্তদানের তারিখঃ ১৩-০২২৫
⌚রক্তদানের সময়ঃ যত দ্রুত সম্ভব
🏥রক্তদানের স্থানঃ ময়মনসিংহ মেডিকেল
☎যোগাযোগঃ01571-342204
👬রেফারেন্সেরঃ

07/06/2024

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ১১ টার মধ্যে এ পজিটিভ মানবিক হৃদয়বান রক্তদাতারা এগিয়ে আসুন..!!🙏

💁রোগীর সমস্যা:- ডেলিভারি
🔴রক্তের গ্রুপ:- "A" positive
🩸হিমোগ্লোবিন:- 5.0
💉রক্তের পরিমাণ:- 2 beg
📆রক্তদানের তারিখ:- 06/06/2024
⌚রক্তদানের সময়ঃ- সকাল ১১ ঘটিকার মধ্যে।
🏥রক্তদানের স্থান: রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল।
☎যোগাযোগ: 01619928563
👨‍👨‍👧‍👦রেফারেন্স: Saimun

একটি মানবিক আবেদন...... জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন,,,  রোগীর সমস্যাঃ-- হার্ট অপারেশন 🔴 রক্তের গ্রুপঃ বি +💉 রক্তের পর...
15/10/2023

একটি মানবিক আবেদন...... জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন,,,

রোগীর সমস্যাঃ-- হার্ট অপারেশন
🔴 রক্তের গ্রুপঃ বি +
💉 রক্তের পরিমাণঃ- ৫ ব্যাগ
⌛ হিমোগ্লোবিন পয়েন্টঃ- জানা নেই
🗓 রক্তদানের তারিখ: ১৬/১০/২৩
🕐 রক্তদানের সময়ঃ- যত দ্রুত সম্ভব
🏨 রক্তদানের স্থানঃ- হৃদ রোগ ইনস্টিটিউট
☎ যোগাযোগঃ 01707971508

রক্তদান একটি মহৎ কাজ। এর মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, অন্য কোনো কাজে সেটা পাওয়া যায় না। ...
08/07/2023

রক্তদান একটি মহৎ কাজ। এর মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, অন্য কোনো কাজে সেটা পাওয়া যায় না। আপনজন হোক বা চেনাশোনার মধ্যে কেউ, অথবা মুমূর্ষু কোনো রোগী, রক্তদান করে তাকে নতুন জীবন দান করার চেয়ে ভালো কাজ আর বা কী হতে পারে! কিন্তু শুধু রক্তদান করলেই তো হবে না, নিজের শরীরের যত্ন নেয়াও সমান জরুরি। এবিপি আনন্দ ওয়েবসাইটের এক প্রতিবেদনে উঠে এসেছে রক্তদানের আগের প্রস্তুতি এবং রক্তদানের পরের সতর্কতার বিষয়গুলো। চলুন দেখে নিই।

-

রক্তদানের আগে পর্যাপ্ত ঘুম জরুরি। পাশাপাশি আয়রনসমৃদ্ধ খাবার খেতে হবে। এতে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বজায় থাকবে।

রক্তদানের আগে অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে। রক্তদানের ৭২ ঘণ্টা আগে যাতে কোনোভাবে জ্বর-সর্দি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। হলে রক্ত দেয়া যাবে না।

ধূমপান এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর। তাই ধূমপান বন্ধ করা উচিত। তারপরও দাতা যদি ধূমপায়ী হয়, তাহলে রক্তদানের আগে অন্তত দুই ঘণ্টা ধূমপান না করা ভালো। মদ্যপানের অভ্যাস থাকলে এক দিন আগে মদ না ছোঁয়াই ভালো।

রক্ত দিতে যাওয়ার সময় ব্যাগে নিজের মেডিক্যাল রেকর্ডও রাখতে হবে। কারণ রোগীর স্বার্থে চিকিৎসকরা প্রয়োজন মনে করলে দাতার সবকিছু খুঁটিয়ে দেখতে চাইতে পারেন।

রক্তদানের পর সঙ্গে সঙ্গে শয্যা ছেড়ে ওঠা যাবে না। অন্তত পাঁচ মিনিট একইভাবে শুয়ে থাকতে হবে। পরবর্তী ২৪ ঘণ্টা সুষম খাবার খাওয়া জরুরি।

রক্তদানের পর অবশ্যই খাবার খেতে হবে। পেট খালি রাখা যাবে না। যে হাত থেকে রক্ত নেয়া হয়েছে, অন্তত পাঁচ ঘণ্টা সেই হাতে ভারী জিনিস তোলা যাবে না।

রক্তদানের পর একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। চার ঘণ্টা ধূমপান বন্ধ রাখুন। মদ্যপানও বন্ধ রাখুন ২৪ ঘণ্টা।

Alhamdulillah. Omar Chan Omit  ২ বারের মতো লাল ভালোবাসা উৎসর্গ করলেন। ☺️
02/07/2023

Alhamdulillah.
Omar Chan Omit ২ বারের মতো লাল ভালোবাসা উৎসর্গ করলেন।
☺️

Address

Shafipur
Gazipur

Telephone

+8801922004512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Donation Camp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Blood Donation Camp:

Share

Category