Global Specialized Hospital

Global Specialized Hospital Global Specialized Hospital, a private hospital for ideal medical services
(1)

নাক বন্ধ থাকা, কান থেকে পানি পড়া, ঘন ঘন গলা ব্যথা বা টনসিল—এসব ছোট সমস্যা মনে হলেও উপেক্ষা করলে হতে পারে জটিল রোগে রূপান...
17/07/2025

নাক বন্ধ থাকা, কান থেকে পানি পড়া, ঘন ঘন গলা ব্যথা বা টনসিল—এসব ছোট সমস্যা মনে হলেও উপেক্ষা করলে হতে পারে জটিল রোগে রূপান্তর।
অনেকেই দীর্ঘদিন সমস্যায় ভুগলেও সঠিক চিকিৎসা নেন না — যা শরীরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।

👉 গ্লোবাল স্পেশালাইজড হসপিটালে রয়েছে-
অভিজ্ঞ ENT বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক প্রযুক্তির সাহায্যে নির্ভুল রোগ নির্ণয়, নিরাপদ ও কার্যকর চিকিৎসা ব্যবস্থা।

📞 ডাক্তারের পরামর্শ নিতে যোগাযোগ করুন – ০১৭১৫-৮১৮৮৮৩

🏨 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার ২৮২/১, প্রথম কলোনি মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

#নাককানগলারচিকিৎসা

🩺 নাকের পলিপাস বা টনসিলের সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন ❓সমাধান এখন হাতের নাগালে — সাশ্রয়ী প্যাকেজে সার্জারি সুবিধা!...
16/07/2025

🩺 নাকের পলিপাস বা টনসিলের সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন ❓
সমাধান এখন হাতের নাগালে — সাশ্রয়ী প্যাকেজে সার্জারি সুবিধা!

🎯 প্যাকেজে যা থাকছে:
✔️ কনসালটেশন
✔️ ওটি চার্জ
✔️ এনেস্থেসিয়া
✔️ পোস্ট অপারেটিভ কেয়ার
✔️ সার্বক্ষণিক নার্সিং সেবা
✔️ ২৪ ঘণ্টা এমারজেন্সি সুবিধা

💰 প্যাকেজ মাত্র ১৫,০০০ টাকা!

👉 দেরি না করে এখনই যোগাযোগ করুন- ০১৭১৫-৮১৮৮৮৩

🏨 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার ২৮২/১, প্রথম কলোনি মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

্যাকেজ #সাশ্রয়ীচিকিৎসা

নাক বন্ধ? বারবার সর্দি? হতে পারে পলিপাস 😢নাকের ভিতরে টিউমার সদৃশ মাংসপিণ্ড তৈরি হয়ে শ্বাস নেওয়া কঠিন করে তোলে—এটাই নাকের...
15/07/2025

নাক বন্ধ? বারবার সর্দি? হতে পারে পলিপাস 😢

নাকের ভিতরে টিউমার সদৃশ মাংসপিণ্ড তৈরি হয়ে শ্বাস নেওয়া কঠিন করে তোলে—এটাই নাকের পলিপাস।

👉 এটি শুধু সর্দির সমস্যা নয়—দীর্ঘমেয়াদে ঘ্রাণশক্তি হারিয়ে যাওয়ারও কারণ হতে পারে।

নাকের পলিপাসে করণীয়-

✅ ঔষধে চিকিৎসা (মৃদু ক্ষেত্রে):
নাকের স্প্রে (Steroid nasal spray)
অ্যান্টিহিস্টামিন
অ্যান্টিবায়োটিক (যদি ইনফেকশন থাকে)
এলার্জি নিয়ন্ত্রণের ওষুধ

✅ অস্ত্রোপচার (সার্জারি) - যদি বড় পলিপ হয়:
Endoscopic Sinus Surgery দিয়ে পলিপস সরিয়ে ফেলা হয়
এটি সাধারণত নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে করা হয়

✅ জীবনযাত্রায় পরিবর্তন:
ধুলাবালি ও ঠান্ডা এড়িয়ে চলুন
নাক পরিষ্কার রাখতে হালকা গরম পানিতে ভাপ নিন
এলার্জি থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন

📌 সময়মতো চিকিৎসায় আপনি ফিরে পেতে পারেন স্বাভাবিক শ্বাস, ঘ্রাণশক্তি এবং সুস্থতা।

👉 Global Specialized Hospital- এ রয়েছে অভিজ্ঞ ENT বিশেষজ্ঞ ও আধুনিক এন্ডোস্কপিক সার্জারির সুবিধা।

📞 পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্ট: ০১৭১৫-৮১৮৮৮৩

#নাকের_পলিপাস

🧠 মাইগ্রেন শুধু মাথায় নয় , এটা এক ধরনের নিউরোলজিক্যাল ডিজঅর্ডার! 😢মাইগ্রেন হলো পুনরাবৃত্ত ব্যথাযুক্ত মাথাব্যথা, যা সাধার...
14/07/2025

🧠 মাইগ্রেন শুধু মাথায় নয় , এটা এক ধরনের নিউরোলজিক্যাল ডিজঅর্ডার! 😢

মাইগ্রেন হলো পুনরাবৃত্ত ব্যথাযুক্ত মাথাব্যথা, যা সাধারণত মাথার এক পাশে অনুভূত হয়। তবে শুধু মাথাব্যথা নয়—এটি অনেক সময় বমি ভাব, ঝাপসা দেখা, আলো-আবেগ-গন্ধে অতিসংবেদনশীলতা সহ নানা জটিলতা তৈরি করে।

◾️ সময়মতো সঠিক চিকিৎসা নিন
◾️ প্রতিরোধে লাইফস্টাইল মেনে চলুন
◾️ বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শ নিন

🌟 গ্লোবাল স্পেশালিটি হাসপাতালে রয়েছে আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়—মাইগ্রেন মুক্ত জীবনের জন্য আজই যোগাযোগ করুন।

ডাক্তারের পরামর্শ নিতে যোগাযোগ করুন- ০১৭১৫-৮১৮৮৮৩

🏨 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার ২৮২/১, প্রথম কলোনি মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

#মাইগ্রেন #গ্লোবালস্পেশালাইজডহাসপাতাল

🎯 বিশ্বে প্রতি ১০ জনে ৩ জন পাইলস বা হেমোরয়েডস সমস্যায় ভুগছেন! যন্ত্রণাদায়ক এই রোগটি সময়মতো চিকিৎসা না নিলে হতে পারে জটি...
13/07/2025

🎯 বিশ্বে প্রতি ১০ জনে ৩ জন পাইলস বা হেমোরয়েডস সমস্যায় ভুগছেন! যন্ত্রণাদায়ক এই রোগটি সময়মতো চিকিৎসা না নিলে হতে পারে জটিল!

পাইলস-এর সাধারণ লক্ষণসমূহঃ
🔹 মলদ্বারে রক্তপাত
🔹 চুলকানি বা জ্বালা
🔹 ব্যথা ও অস্বস্তি
🔹 মল ত্যাগে কষ্ট

👉 ভয়ের কিছু নেই! উন্নত চিকিৎসা এখন হাতের মুঠোয়। GSH-এ রয়েছে দেশসেরা সার্জন ও আধুনিক প্রযুক্তি–

✅ কাটাছেঁড়া ছাড়া
✅ দ্রুত রোগমুক্তি
✅ অভিজ্ঞ বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা

👉 দেরি না করে এখনই যোগাযোগ করুন- ০১৭১৫-৮১৮৮৮৩

🏨 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার ২৮২/১, প্রথম কলোনি মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

#গ্লোবালস্পেশালাইজডহাসপাতাল

চর্ম, যৌন, এলার্জি ও কুষ্ঠ রোগে ভোগছেন? 🤔অবহেলা নয়, এখনই সময় সঠিক চিকিৎসার।চর্মরোগ, এলার্জি বা যৌনজনিত যে কোনো সমস্যাই দ...
13/07/2025

চর্ম, যৌন, এলার্জি ও কুষ্ঠ রোগে ভোগছেন? 🤔
অবহেলা নয়, এখনই সময় সঠিক চিকিৎসার।

চর্মরোগ, এলার্জি বা যৌনজনিত যে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হলে তা হতে পারে আরও জটিল। অনেকেই গোপনীয়তার কারণে চিকিৎসা নিতে দ্বিধা করেন, যা সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।
অথচ সময়মতো সঠিক চিকিৎসায় এসব সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

👉 গ্লোবাল স্পেশালাইজড হসপিটালে-এ রয়েছে অভিজ্ঞ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিরাপদ ও কার্যকর চিকিৎসা ব্যবস্থা।

ডাক্তারের পরামর্শ নিতে যোগাযোগ করুন- ০১৭১৫-৮১৮৮৮৩

🏨 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার ২৮২/১, প্রথম কলোনি মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

#গ্লোবালস্পেশালাইজডহাসপাতাল

12/07/2025

দাদ একটি ছত্রাকজনিত চর্মরোগ, যা ত্বকে লালচে, চুলকানিযুক্ত গোল দাগের সৃষ্টি করে। এটি ছোঁয়াচে, তাই সচেতনতা জরুরি।

👉 আজকের আলোচনার বিষয়- দাদ হলে কি করবেন?

আলোচনা করছেন-
🩺 চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ-
👨‍⚕️ ডা: মিনহাজুল হক পলাশ

গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার ২৮২/১, প্রথম কলোনি মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

অধ্যাপক (সার্জারি বিভাগ)অধ্যাপক ডা: এস এম কামরুল আক্তারএমবিবিএস, এফসিপিএস (সার্জারি)এমআরসিএস (এডিনবরা ও ইংল্যান্ড)এফএমএএ...
11/07/2025

অধ্যাপক (সার্জারি বিভাগ)

অধ্যাপক ডা: এস এম কামরুল আক্তার
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি)
এমআরসিএস (এডিনবরা ও ইংল্যান্ড)
এফএমএএস (ভারত), এফএসিএস (আমেরিকা)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপিটাল, ঢাকা

⏰ রোগী দেখার সময় :
(রবি, মঙ্গল ও বৃহস্পতি)
বিকেল ৫ টা - সন্ধ্যা ৭ টা

📞সেবা পেতে কল করুন
০১৭১৫-৮১৮৮৮৩

🚑 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার ২৮২/১, প্রথম কলোনি মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

#গ্লোবালস্পেশালাইজডহাসপাতাল

🌍 বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫"জনসংখ্যা বাড়ছে, চ্যালেঞ্জও বাড়ছে – সচেতনতা এখন সবচেয়ে জরুরি!"সবার জন্য একটি নিরাপদ, স্বাস্থ্য...
11/07/2025

🌍 বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫

"জনসংখ্যা বাড়ছে, চ্যালেঞ্জও বাড়ছে – সচেতনতা এখন সবচেয়ে জরুরি!"
সবার জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও সুন্দর পৃথিবী গড়তে আসুন আমরা পরিবার পরিকল্পনায় সচেতন হই।

🎯 আপনার চারপাশের মানুষকে সচেতন করুন।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তুলুন।

#জনসংখ্যা_দিবস #স্বাস্থ্য_সচেতনতা

📍 Global Specialized Hospital – আপনার জন্য সহজ, সাশ্রয়ী ও নিরাপদ সেবা।📞সেবা পেতে কল করুন০১৭১৫-৮১৮৮৮৩🏨 গ্লোবাল স্পেশালাইজ...
10/07/2025

📍 Global Specialized Hospital –
আপনার জন্য সহজ, সাশ্রয়ী ও নিরাপদ সেবা।

📞সেবা পেতে কল করুন
০১৭১৫-৮১৮৮৮৩

🏨 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার ২৮২/১, প্রথম কলোনি মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

#গ্লোবালস্পেশালাইজডহাসপাতাল

🗣️ গলা ব্যথা হতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ঠান্ডাজনিত সংক্রমণের কারণে। কিছু সহজ যত্নই দিতে পারে আরাম—◾ গরম পানি দিয়ে গ...
09/07/2025

🗣️ গলা ব্যথা হতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ঠান্ডাজনিত সংক্রমণের কারণে। কিছু সহজ যত্নই দিতে পারে আরাম—

◾ গরম পানি দিয়ে গার্গল করুন (লবণ মিশিয়ে) – দিনে ৩–৪ বার।
◾ উষ্ণ পানীয় পান করুন – যেমন গরম চা, আদা-লেবু মিশ্রিত পানি।
◾ হালকা, নরম খাবার খান – গরম স্যুপ, খিচুড়ি ইত্যাদি।
◾ ধোঁয়াবিহীন ও ঠাণ্ডা পরিবেশে থাকুন – ধুলা ও ধোঁয়া এড়িয়ে চলুন।
◾ শরীর বিশ্রাম দিন – পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে।

👉 যদি গলা ফুলে যায়, জ্বর থাকে, গিলতে কষ্ট হয় বা ৩ দিনের মধ্যে আরাম না পান—
তবে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

🎯 Global Specialized Hospital-
আপনার বিশ্বস্ত চিকিৎসা সঙ্গী।

📞 পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্ট: ০১৭১৫-৮১৮৮৮৩

আপনার শিশু কি নিয়মিত খাচ্ছে না?হালকা মনে করবেন না — হতে পারে এর পেছনে লুকিয়ে আছে গুরুতর কোনো সমস্যা।এছাড়াও আপনার শিশুর ...
09/07/2025

আপনার শিশু কি নিয়মিত খাচ্ছে না?
হালকা মনে করবেন না — হতে পারে এর পেছনে লুকিয়ে আছে গুরুতর কোনো সমস্যা।
এছাড়াও আপনার শিশুর সামান্য কাশি, হালকা জ্বর বা অস্বাভাবিক ক্লান্তি—এসব হতে পারে বড় কোনো অসুস্থতার পূর্বাভাস।

প্রতিটি ছোট পরিবর্তনেই থাকতে হবে সজাগ। কারণ সময়মতো চিকিৎসা, সঠিক যত্ন ও পুষ্টিই পারে গড়ে তুলতে আপনার শিশুর নিরাপদ ভবিষ্যৎ।

শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে পাশে আছে Global Specialized Hospital-এর শিশু স্বাস্থ্য বিভাগ।

নবজাতক থেকে শুরু করে কিশোর বয়স পর্যন্ত সকল বয়সের শিশুদের জন্য রয়েছে অভিজ্ঞ ও বিশ্বস্ত শিশু রোগ বিশেষজ্ঞদের পরামর্শ সেবা।

👉 অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কল করুন -০১৭১৫-৮১৮৮৮৩

🏨 গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল
আলমাস টাওয়ার ২৮২/১, প্রথম কলোনি মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

Address

Dhaka-1216

Alerts

Be the first to know and let us send you an email when Global Specialized Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Global Specialized Hospital:

Share

Category