06/11/2025
একটা পাত্র-হান্টিং চলাকালে এক মা বিয়ের মেলায় চিৎকার করে বললেন:
🗣️
"কেউ নড়বেন না! পাত্র আল্লাহর দান — কিন্তু খরচ দেবে শ্বশুরবাড়ি!"
সবাই তখন চুপচাপ বায়োডাটা ফোল্ডার খুললো।
📌 এটাই হলো: "চাহিদা বদলের রাজনীতি" — লাভ ম্যারেজ নয়, এখন দরকার ডাউরি-ফ্রি ডিপ্লোমেসি!
এক পাত্র গিটার বাজিয়ে নিজের ট্যালেন্ট দেখাতে গেলে, কনে’র মামা হুংকার দিলেন:
🗣️
"ভদ্র থাকুন! এটা বিয়ে — কোনো গানের প্রতিযোগিতা না!"
📌 এটাই হলো: "প্রফেশনাল থাকা শিখুন" — ক্যারিয়ার দেখান, কারাওকে না!
এদিকে, কনে’র ফেসবুক স্টকার খালামণি কানে কানে বললেন:
🎓
“দেখি তো, লাইনে কতজন পাত্র আছে।”
মা উত্তর দিলেন:
👵
“পাগলি নাকি! কমেন্ট দেখলেই বোঝা যাবে কে সত্যিই আগ্রহী।”
📌 এটাই হলো: "অভিজ্ঞতা বনাম উত্তেজনা" — বায়োডাটা দুই পাতা, কিন্তু সেরা ম্যাচ আসে ইনবক্সে!
অন্যদিকে, এক ইভেন্ট প্ল্যানার বলল:
🎉
“চলো, ডাঃ পারভেজের পোস্ট থেকে একটা ছবি 'ধার' করে নিজেদের পাত্র বলে চালিয়ে দেই।”
📌 এটাই হলো: "ফ্লো-এর সাথে যাওয়া" — নাকি বলা উচিত, গারমেন্টস এর পাত্রের সাথে যাওয়া?
পরদিন খবর বের হলো, ১০ জন কনে’র বিয়ে ফিক্সড, কিন্তু স্পর্শো কনফার্ম করলো মাত্র ৩টা আসল মিটিং।
ভুয়া এজেন্সিগুলো চিৎকার করে বললো:
😡
“আমরা ৫০টা ফেক প্রোফাইল বানিয়ে কিছুই পেলাম না! স্পর্শো একটা অ্যানিমেটেড পাত্র পোস্ট করে তিনটা বিয়ে পাকা করলো!”
📌 এটাই হলো:
"পরিমাণ না, গুণমান দরকার।"
আর Bluff না, Branding দরকার।
সব শেষে স্পর্শো হাসিমুখে লিখলো:
🌸
"সব কনে গাড়ি চায় না — কেউ কেউ শুধু চায় এমন একটা মানুষ, যে সময়মতো হাজির হয় আর ভালোবাসা দিতে জানে।"
📌 এটাই হলো:
"ঠিক মানুষটাকে খুঁজে পাওয়া"
ডাকাতি না, হালাল হাসির গল্প!
📲 আগ্রহী? বায়োডাটা পাঠান WhatsApp-এ। ভবিষ্যৎকে Bluff না, ভালোবাসা দিয়ে গড়ুন।
💬
স্পর্শো ম্যারেজ এজেন্সি — ‘Start Life With New Rhythm’