03/10/2021
Please Like & Share our Page🩸🩸
ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি নিমোক্ত পরীক্ষাগুলো প্রতিনিয়ত করে দেখতে পারেন আপনার ডায়াবেটিস রয়েছে কি না।
🚥🚥খালি পেটে গ্লুকোজ পরীক্ষা (Fasting Blood Glucose) : এটি মূলত খাবার আগে অর্থাৎ খালি পেটে করতে হয়। এ পরীক্ষাটির স্বাভাবিক মাত্রা ৬.১ মিলিমোল/লিটার বা তার কম হলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত নন।
🚥🚥খাবার দু’ঘন্টার পর গ্লুকোজ পরীক্ষা (2 Hour After Breakfast) : এটি মূলত খাওয়ার দুই ঘণ্টা পরে করতে হবে আপনাকে । আর এর স্বাভাবিক মাত্রা ধরা হয়ে থাকে ১০ মিলিমোল/লিটার । অর্থাৎ ১০ মিলিমোল বা তার কম হলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত নন।
🚥🚥যে কোনো সময় রক্তের গ্লুকোজ পরীক্ষা (Random) : Random মানেই বুঝতে পারছেন এটি আপনি দিনের যেকোনো সময়ই করতে পারবেন। এই পরীক্ষাটির স্বাভাবিক মাত্রা ৫.৫ মিলিমোল থেকে ১১.১ মিলিমোল পর্যন্ত ধরা হয়।
উপরোক্ত পরীক্ষাগুলো ছাড়াও ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট বলতে একটি ব্যাপার রয়েছে। এক্ষেত্রে যা করতে হবে তা বর্ণনাসহ উপস্থাপিত করা হলো-
🚥🚥ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট (OGTT)
খালি পেটে FBG ৬.১ মিলিমোলের এর বেশি কিন্তু ৭.০ মিলিমোল/লিটারের কম কিংবা দিনের যে কোনো সময় ৫.৫ এর বেশি তবে ১১.১ মিলিমোল/লিটারের কম তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। কারণ এ পরীক্ষাটির মাধ্যমে আপনার ডায়াবেটিস আছে কি নেই সে ব্যাপারে আরো বেশি নিশ্চিত হতে পারবেন।
যা যা করতে হবে-
এ পরীক্ষাটির করাতে আপনাকে রক্ত দিতে হবে। আর অবশ্যই আপনাকে খালি পেটে থাকতে হবে।
ঠিক এরপরই আপনাকে পানিতে ৭৫ গ্রাম গ্লুকোজ মিশিয়ে খেতে হবে । আর ঠিক দুই ঘণ্টা পর আপনাকে অর্থাৎ রোগীকে আবার রক্ত নিতে হবে। এই দুই ঘণ্টার মধ্যে আপনি অন্য কোনো ধরনের খাবার খেতে পারবেন না । আবার কোনো ধরনের পরিশ্রমের কাজও করতে পারবেন না। এখানে আরেকটি বিষয় পরিষ্কার করতে চাই তা হলো ধূমপান করা যাবে না।
এ পরীক্ষায় যে আপনার খালি পেটে ৭.০ মিলিমোলের চেয়ে বেশি হলে এবং দুই ঘণ্টা পর ১১.১ মিলিমোলের চেয়ে বেশি হলে আপনার নিশ্চিত ডায়াবেটিস হয়েছে বলে চিহ্নিত করা যাবে।