Dr. Arafat Naim Shuvo

Dr. Arafat Naim Shuvo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Arafat Naim Shuvo, Doctor, Dhaka.

10/09/2025

যাদের এঞ্জিওগ্রাম (হার্টের রক্তনালি দেখার পরীক্ষা) এবং রিং পরানোর ব্যাপারে (হার্টের ব্লক হওয়া রক্তনালি খুলে দেয়ার জন্য রিং পড়ানো হয়) ভীতি আছে তাদের জন্য এই ভিডিও 😍😍। মাত্র সবকাজ শেষ করে রোগীর অনুমতি নিয়ে ভিডিওটি করা, যেখানে কোন রকম এডিটিং করা হয় নি। খুব সুন্দরভাবে আমরা কাজটি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ 😍।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন।
সেবা নিন- সুস্থ থাকুন।
❤️💝

এখন সময়  ১২:০৫ মিনিট,  আপনি ভাবছেন দুপুর ১২ টা?, না এটা রাত ১২ টা বেজে ৫ মিনিট😂। আর হ্যা, জানেন কি আজকে সরকারি ছুটির দিন...
05/09/2025

এখন সময় ১২:০৫ মিনিট, আপনি ভাবছেন দুপুর ১২ টা?, না এটা রাত ১২ টা বেজে ৫ মিনিট😂। আর হ্যা, জানেন কি আজকে সরকারি ছুটির দিন। আপনারা অনেকে হয়তো পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, রাতে হয়তো অনেকে ঘুমিয়ে পড়েছেন🫶🫶, অথবা পরিবারের সবাই মিলে মুভি দেখছেন 😍, গল্প করছেন। এর সবকিছুই প্রয়োজনীয়। আর আমি সহ আমার ইন্টার্ন,সিস্টার - ব্রাদার, অন্য সব স্বাস্থ্যকর্মী
জেগে আছি আপনার প্রীয়জনের স্বাস্থ্যসেবায়😍। এই কৃতজ্ঞতাটুকু কী আমরা দেখাই? দেখাই না😂। পরিশেষে আপনাদের কাছে দোয়া প্রার্থী🤲🤲,আল্লাহ যেনো আমাদের সুস্থ রাখেন, শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি করে দেন, আর পরকালে মুক্তির উছিলা বানিয়ে দেন এই পরিশ্রমকে😍।
সেবা নিন- সুস্থ থাকুন।

চিকিৎসক হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সরকারি হাসপাতালে অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি রয়েছে, এইটা সত্য🥲। কিন্তু আ...
04/09/2025

চিকিৎসক হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সরকারি হাসপাতালে অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি রয়েছে, এইটা সত্য🥲। কিন্তু আমাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই, আলহামদুলিল্লাহ। এইটা একটা সরকারি হাসপাতালের ক্যাথল্যাব(যেখানে এঞ্জিওগ্রাম, হার্টে রিং পড়ানো, পেইসমেকার স্থাপন সহ নানাবিধ হৃদরোগের চিকিৎসা করা হয়) এর ছবি, যেখানে সরকারি ছুটির দিন ব্যাতিত প্রায় প্রতিদিন মানুষের চিকিৎসা সেবা দেয়া হয়, হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের অধিকাংশ চিকিৎসক দক্ষ, সৎ এবং মানুষের প্রতি সদয়,যারা যথেষ্ট পেশাদারিত্বের সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন😍😍।

হার্ট অ্যাটাকের লক্ষণ ও প্রতিরোধের উপায়এই চিত্রটি হার্ট অ্যাটাকের লক্ষণ এবং হৃদরোগ প্রতিরোধের উপায় সম্পর্কে তথ্য প্রদা...
29/08/2025

হার্ট অ্যাটাকের লক্ষণ ও প্রতিরোধের উপায়
এই চিত্রটি হার্ট অ্যাটাকের লক্ষণ এবং হৃদরোগ প্রতিরোধের উপায় সম্পর্কে তথ্য প্রদান করে:
#হার্ট অ্যাটাকের লক্ষণসমূহ:
১) বুকে ব্যথা বা চাপচাপ বোধ: বুকের মাঝখানে অস্বস্তিকর চাপ, ব্যথা, আঁটসাঁটতা বা ভারী হওয়া অনুভব করা, যা কয়েক মিনিট স্থায়ী হতে পারে বা আসা-যাওয়া করতে পারে।
বাম হাত, কাঁধ ও চোয়ালে ব্যথা বা অস্বস্তি বোধ: বুকে ব্যথা বা অস্বস্তি বাম হাত, কাঁধ, ঘাড়, চোয়াল, পেট বা পিঠে ছড়িয়ে যেতে পারে, বিশেষ করে বাম কাঁধে ব্যথা হলে তা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।
২) দ্রুত শ্বাস-প্রশ্বাস, নিঃশ্বাস নিতে কষ্ট বোধ: শ্বাসকষ্ট অনুভব করা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ.
মাথা ঘোরানো, ঝিমঝিম করা: দুর্বল এবং হালকা মাথা বোধ করা বা মাথা ঘোরা অনুভব করা।
#হার্টের অসুখ প্রতিরোধের উপায়:
১) ধূমপান ত্যাগ করুন: ধূমপান হৃদরোগের একটি প্রধান ঝুঁকির কারণ।
২) উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন: এই স্বাস্থ্যগত সমস্যাগুলো হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তাই এগুলোর সঠিক ব্যবস্থাপনা জরুরি।
৩) ব্যায়াম করুন: নিয়মিত ব্যায়াম উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগের প্রবণতা কমায়।
৪) হাসিখুশি থাকুন: মানসিক চাপ কমানো হৃদস্বাস্থ্যের জন্য উপকারী।
৫) শাকসবজি, ফলমূল খান: স্বাস্থ্যকর খাবার যেমন শাকসবজি ও ফলমূল গ্রহণ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

😂😂😂
28/08/2025

😂😂😂

25/08/2025

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাটুন, সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি 😍।

আলহামদুলিল্লাহ ৪ টি সুখবর:১.আগামী অক্টোবর থেকে হার্টের রিং (স্টেন্ট) দাম কমে যাচ্ছে। বেশ ভালো অংকের অর্থ কমিয়েছে সরকার। ...
17/08/2025

আলহামদুলিল্লাহ ৪ টি সুখবর:
১.
আগামী অক্টোবর থেকে হার্টের রিং (স্টেন্ট) দাম কমে যাচ্ছে। বেশ ভালো অংকের অর্থ কমিয়েছে সরকার। তবে ভাসকুলারে ব্যবহৃত রিং এর দামও কমানো জরুরি।
২.
অক্টোবরেই দেশে ৩ হাজার ডাক্তার নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এতে চিকিৎসক শুণ্যতা কিছুটা হলেও কমবে।
৩.
কিডনি ডোনারের পরিধি বাড়ছে। নিকট আত্মীয় ছাড়াও এ পরিধি বাড়ার সম্ভাবনা আছে। এতে করে বেঁচে থাকার নতুন পথ খুঁজে পাবেন কিডনি ফেইল্যর রোগীরা।
8.
অত্যাবশকীয় বেশ কিছু ঔষধের দাম কমাতে যাচ্ছে সরকার। শীগ্রই এ তালিকা প্রকাশ করা হবে।

এর দায় কার?উপদেষ্টারা নিজেদের ব্যার্থতা  ধামাচাপা দিতেই এই ডাক্তার ট্রাম্প কার্ড ব্যাবহার শুরু করেছে😂😂। সব শালারাই বাটপা...
17/08/2025

এর দায় কার?
উপদেষ্টারা নিজেদের ব্যার্থতা ধামাচাপা দিতেই এই ডাক্তার ট্রাম্প কার্ড ব্যাবহার শুরু করেছে😂😂। সব শালারাই বাটপার 💔। সরকারি হাসপাতালে বেড নাই কেনো? পরিষ্কার পরিচ্ছন্ন না কেনো? বাথরুম ময়লা কেনো? বারান্দায় রোগী কেনো? অক্সিজেন নাই কেনো? মাথার উপরে ফেন চলে না কেনো? সিসিইউ, আইসিইউ তে মনিটর নষ্ট কেনো? পর্যাপ্ত আয়া বুয়া, সিস্টার ব্রাদার, টেকনোলজিস্ট নাই কেনো? সিটি এমআরআই মেশিন চলে না কেনো? এই সকল প্রশ্নের উত্তর কি ডাক্তার দিবে?😭😭 নাকি উপদেষ্টা বা মন্ত্রী দিবে? নাকি যে ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র😎সে দিবে?বাংলাদেশের জনগণের কথা তো বলে লাভ নাই💔।
আমরা অনেক কিউট🫣🫣🫣।

16/08/2025

☀️☀️পার্কভিউ হাসপাতালে নিউরোথ্রম্বোলাইসিসঃ নতুন যুগের সূচনা

আলহামদুলিল্লাহ। আজ আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো।
অন্যভাবে বলতে গেলে আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

⚡⚡ইন্ডিয়া থেকে এসে আমি পার্কভিউ হাসপাতালে প্রাইমারী পিসিআই এর ক্যাম্পেইন শুরু করি। একই সাথে পার্কভিউ হাসপাতালের ডায়নামিক ম্যানেজিং ডিরেক্টর ডা এটিএম রেজাউল করিম ভাইকে নিউরোথ্রম্বোলাইসিস শুরু করার ব্যাপারে উদ্বুদ্ধ করি। উনি এক কথায় রাজি হোন। আমরা প্রাথমিকভাবে নিউরোমেডিসিনের নতুন তুর্কিদের সাথে দুই একটা সিটিং ও দেই। তারপরেও সব মিলিয়ে ব্যাটে-বলে হয়ে উঠছিল না। মাঝৎানে আমি ব্যক্তিগতভাবে আমার নিউরোলজিস্ট বন্ধুদের এই সেবা পার্কভিউতে চালুর ব্যাপার পীড়াপীড়ি করতে থাকি।

নিউরোথ্রম্বোলাইসিস বিষয়টা নিয়ে একটু বলতে হয়, মানুষের ব্রেনে যে স্ট্রোক হয় তার অন্যতম একটা কারণ ব্রেনের রক্তনালিতে জমাট বেঁধে ব্রেনের একটা অংশের পচন।

আমরা সবাই স্ট্রোকের পরিণতি জানি যে, স্ট্রোকের রোগীরা প্যারালাইসিস বা পঙ্গু হয়ে যান, কথা বলতে পারেন না, অনেক রোগী নিজের খাবারটা নিজে খাওয়া, এমন কি প্রসাব পায়খানাও ঠিকমত করতে পারেন না। অনেক রোগী স্ট্রোকের পর মরা পর্যন্ত বিছানায় কাটিয়ে দেন। বিভীষিকাময় এক বেঁচে থাকা।

এখন এসব রোগীকে যদি স্ট্রোকের সাড়ে চার ঘন্টার মধ্যে আই রিপিট সাড়ে চার ঘন্টার মধ্যে এই ব্লক খোলার একটা বিশেষ ঔষধ দেয়া যায়, তাহলে তার এসব ভোগান্তি থেকে অনেকাংশে মুক্তি মিলে। এই বিশেষ চিকিৎসা কে বলে থ্রম্বোলাইসিস বা রক্তের চাকা ভাঙ্গা।

আজকে সকালে পার্কভিউ তে আমার একজন পুরনো রোগী ব্রেন স্ট্রোকের ২ ঘন্টার মধ্যে ভর্তি হোন। উনার অনেক আত্মীয় স্বজনও বিশেষজ্ঞ চিকিৎসক। আমি ইন্ডিয়ায় ট্রেনিংয়ে থাকা অবস্থায় উনি আমার স্যারের কাছে হার্টের চিকিৎসার জন্য যান। সে সূত্রে পরিচয় হলেও পরিবর্তীতে উনার সাথে আমার হৃদ্যতা পারিবারিক পর্যায়ে পৌঁছায়। গত পরশু রাতেও এলাকার এক গরীব রোগী নিয়ে উনি আমার চেম্বারে আসছিলেন।

উনার ইসিজি তেও কিছু সমস্যা দেখে সিসিইউ মেডিকেল অফিসার আমাকে কল দেন। তাছাড়া উনার আত্মীয় বিশেষজ্ঞ চিকিৎসকও জানান যে উনি ভর্তি হয়েছেন। আমি যেন এটেন্ড করি। আমি তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছাই।

গিয়ে দেখি খারাপ স্ট্রোক, উনার ডানপাশের মাসল পাওয়ার একেবারে জিরো। জিরো মানে জিরো। কোন নড়াচড়া নাই। কোন কথা বলতে পারেন না। অনেকবার ডাকলাম কোন রেসপন্স নাই। আমাকে একদম চিনলেন না। মনটা খারাপ হয়ে গেল, দুদিন আগেই কথা বললাম। বাঁশখালীতে উনার বাগানবাড়ি বেশ কয়েকবার দাওয়াত করছিলেন আমার যাওয়া হয়ে উঠে নাই।

সাথে সাথে সিটিস্ক্যান করলাম। দেখি ইস্কেমিক স্ট্রোক। মাথা আসলো উনাকে এখনই থ্রম্বোলাইসিস করতে হবে। উনার আত্মীয়ের সাথে কথা বললাম। চিকিৎসক ভাইয়া বললেন এটাই তো বেস্ট ট্রিটমেন্ট, তুমি এরেঞ্জ করো।

এসব আপগ্রেডেশনের ব্যাপারে আমি এমনিতেই নাচুনে বুড়ি, ঢোলের বাড়ি পেলে আর কি লাগে?

সাথে সাথে আমার বন্ধু নিউরোলজিস্ট ডা Shawkat Emran কে কল দিয়ে বললাম, এই ব্যাপারে আপনাকে আসতেই হবে। তার সাথে আমার এই বিষয়ে একাধিকবার লম্বা আলোচনা হয়েছে। সে বললো আমি ১০ মিনিটের মধ্যে আসছি। চট্টগ্রামের নিউরোলজির পরিচিত ও নির্ভরযোগ্য একজন, প্রফেসর শিউলী মজুমদার ম্যাডামকে আমি কল দিয়ে বললাম ম্যাডাম আপনাকে আসতে হবে, ইমরান অন দ্য ওয়ে। উনি বললেন উনিও আসতেছেন।

হার্টে ব্লক খোলার বেস্ট ওষুধ টা আমাদের স্টকে আছে। নিউরো টা কখনো ইউজ হয় নাই। তাই হাসপাতালেই নাই। দামী হওয়াতে অযথা এনে রাখা হয় নাই।

ডিস্ট্রিবিউটর কে ফোন করলাম, ঔষুধটা আমার লাগবে এবং এখনই। শুক্রবার হলেও সে রেসপন্স করলো। বললো তার কলিগ ১৫-২০ মিনিটের মধ্যে ওষুধ নিয়ে পৌঁছাবেন।

এর মধ্যে ডা ইমরান চট্টগ্রাম মেডিকেলের থ্রম্বোলাইসিসে এক্সপার্ট আরেক ছোটভাই ডা রাফিদকেও ডেকে নেয়। তারা স্কোরিং, এসেসমেন্ট করে ডিসিশন নেয় যে থ্রম্বোলাইসিস করা যাবে। শিউলী ম্যাডাম আমাদের টিমকে লীড দেন। আমরা স্ট্রোকের সাড়ে ৩ ঘন্টার মধ্যে রোগীকে থ্রম্বোলাইসিস করি। একটু পরেই প্রফেসর হাসানুজ্জামান স্যারও রোগীকে দেখতে আসেন ও আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

আমি পার্কভিউয়ের পক্ষ থেকে পুরো নিউরোটিম কে ধন্যবাদ ও উনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।

১ ঘন্টা পর দেখি রোগীকে ডাকলে চোখ মেলে তাকাচ্ছেন, রেসপন্স করছেন। ৬ ঘন্টা পর দেখলাম উনার মাসল পাওয়ার আসতে শুরু করেছে। নিউরোলজিস্টগণ ব্রিফ করলেন থ্রম্বোলাইসিস পাওয়া রোগীর পরবর্তী রেজাল্ট খুব ভালো। মানে যে রোগী পায় নি তাদের ৩ মাসে যা উন্নতি হয়, থ্রম্বোলাইসিস করতে পারলে সেটা বহুগুণে বেশি হয়।আল্লাহ রহমত করলে অনেক রোগী স্বাভাবিক চলাফেরার ক্ষমতাও ফিরে পান।
আমরা পুরো টিম ঔষুধ শেষ করার পর আরো ১ ঘন্টা রোগীকে অবজার্ভ করি। ডা শওকত ইমরান রাতে আবার এসে দেখে যান। যদিও শুক্রবার আমার মেয়ের ফ্রাইডে ( তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা), তবু এসব রোগী ছেড়ে যেতে আমি কখনো পারি না। আমার দিবসো রজনী কাটে রোগীর পাশে। রাত ১০ টায় বাসায় ফিরি।

পরবর্তীতে আমরা আজকেই ডিসিশন নি যে, পার্কভিউ সিসিইউতে আমরা রেগুলার নিউরোথ্রম্বোলাইসিস করবো ইনশাআল্লাহ।

যেখানে আমাদের নিউরোলজিস্ট ডা শওকত ইমরান লিড দিবেন, তার সাথে ২৪ ঘন্টা কাভার দেয়ার জন্য তাদের একটা টিম থাকবে। আমি এমডি সাহেবকে এই প্রস্তাব রাখলে, উনি বলেন তোমার যা যা লাগে সব দেয়া হবে। তুমি সার্ভিস এনসিওর করো।

আজকে আমার অসম্ভব ভালো লাগছে যে, পার্কভিউতে আমার স্বপ্নের নিউরোথ্রম্বোলাইসিস শুরু হয়েছে। আমার সব সময় মনে হয় আধুনিক চিকিৎসাগুলো পার্কভিউতে না হলে আর কোথায় হবে??

চট্টগ্রামে প্রাইভেট সেক্টরে দুই একটা সেন্টারে নিউরোথ্রম্বোলাইসিস শুরু হয়েছে এটার আশার দিক। তবে ২৪/৭ সেবা দেয়ার মতো কোন প্রোগ্রাম এখনো নাই।

আমি আশা রাখি পার্কভিউ প্রাইমারীর পিসিআই এর মতো স্ট্রোক চিকিৎসায় ও চট্টগ্রামে ভরসা স্থান হয়ে উঠবে।

স্ট্রোকের সাথে সাথে রোগীকে পার্কভিউতে পাঠাবেন, ঔষুধটা স্ট্রোকের সাড়ে ৪ ঘন্টার মধ্যে দিতে হবে। তাই দেরি করা যাবে না। মনে রাখতে হবে যত তাড়াতাড়ি থ্রম্বোলাইসিস করা যায় তত লাভ ( "Time is Brain")। আমরা প্রস্তুত আছি, আপনিও সচেতন হোন।
Iqbal Mahmud (The Writer & Heart specialist)

14/08/2025

#হাই_প্রেশারের জন্য একের পর এক ওষুধ বদলাচ্ছেন, কিন্তু প্রেশার কমছে না? ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশে যতো হাই প্রেশারের রোগী আছে তার মাত্র শতকরা ১৪ জনের প্রেশার নিয়ন্ত্রণে থাকে। অনিয়ন্ত্রিত প্রেশারের অন্যতম সমাধান প্রেশারের ওষুধ এত ঘনঘন না বদলে নিজেকে বদলে ফেলা। কিভাবে বদলাবেন নিজেকে??

১. ধূমপান ও মদ্যপান, তামাকজাত সামগ্রী (জর্দা,গুল,সাদাপাতা) একদম ছেড়ে দিন। ধূমপায়ীর ধারে কাছেও থাকা যাবে না।

২. সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট হাটুন। হাটার গতি হবে স্বাভাবিক হাটার চেয়ে একটু বেশি কিন্তু জগিং বা দৌড়ানো না। পারলে প্রতিদিন ২৫ মিনিট করে হাটুন।

৩. ওজন বেশি থাকলে ওজন কমাবেন। কিভাবে বুঝবেন ওজন বেশি কিনা? আপনার ওজন মাপুন কেজি তে। উচ্চতা মাপুন মিটারে। উচ্চতাকে আবার উচ্চতা দিয়ে গুণ করুন। এরপর ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করুন। যদি ফলাফল ২৫ বা তার বেশি হয় তাহলে ওজন বেশি।

৩. পাতে আলগা লবণ খাবেন না।

৪. প্রতিদিন কমপক্ষে ২ কাপ পরিমাণ রান্না করা সজ্বি ও একটি কলা বা আপেল খান।

৫. পুরো মাসে ৪ বা ৫ দিনের বেশি লাল মাংশ তথা গরু বা খাশির মাংস খাবেন না।

৬. সপ্তাহে অন্তত ২ দিন মাছ খাবেন। সামুদ্রিক মাছ হলে আরো ভালো।

৭. মিষ্টি, কেক, ফাস্ট ফুড, কোক-পেপসি জাতীয় পানীয় এগুলো পরিহার করুন।

এভাবে নিজেকে বদলানোর চেষ্টা করুন। অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ খুব খারাপ ফল ডেকে আনে যেমন হার্ট এট্যাক, ব্রেইন স্ট্রোক, কিডনি সমস্যা আরো অনেক কিছু। সতর্ক থাকুন, সুস্থ থাকুন।

06/08/2025
আপনাদের হাত ধরেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হবে,ইনশাআল্লাহ 😍।
02/08/2025

আপনাদের হাত ধরেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হবে,ইনশাআল্লাহ 😍।

Address

Dhaka

Telephone

+8801820578787

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Arafat Naim Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Arafat Naim Shuvo:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category