Ripon Pharma

Ripon Pharma দেশি-বিদেশি সকল প্রকার ঔষধ সুলভ মূল্যে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করা হয়।

10/08/2025

পেটে অতিরিক্ত গ্যাস হলে
ডাবের পানি পান করুন

29/04/2025

এখন গরমকাল, বাহিরের খাবার এড়িয়ে চলুন,বিশেষ করে বাহিরের শরবত,আখের রস

রাসূলুল্লাহ বলেছেন,  তোমরা চিকিৎসা গ্রহণ করো। কারণ মহান আল্লাহ একমাত্র বার্ধক্য ছাড়া সকল রোগেরই ঔষধ সৃষ্টি করেছেন।মূল হা...
20/11/2024

রাসূলুল্লাহ বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো।
কারণ মহান আল্লাহ একমাত্র বার্ধক্য ছাড়া সকল রোগেরই ঔষধ সৃষ্টি করেছেন।

মূল হাদিস। আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে দেখলাম তাঁর সাহাবীদের মাথার উপর যেন পাখী বসে আছে, অর্থাৎ শান্ত পরিবেশ বিরাজ করছে। আমি সালাম দিয়ে বসলাম। অতঃপর এদিক-সেদিক হতে কিছু বেদুঈন এসে বললো, হে আল্লাহর রাসূল! আমরা কি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবো? তিনি বলেন, তোমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো; কেননা মহান আল্লাহ একমাত্র বার্ধক্য ছাড়া সকল রোগেরই ঔষধ সৃষ্টি করেছেন।

‎حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ كَأَنَّمَا عَلَى رُءُوسِهِمُ الطَّيْرُ فَسَلَّمْتُ ثُمَّ قَعَدْتُ فَجَاءَ الأَعْرَابُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَنَتَدَاوَى فَقَالَ ‏ "‏ تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ ‏"‏ ‏.‏

উসামাহ ইবনু শরীক (রাঃ) থেকে বর্ণিতঃ
সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৮৫৫
হাদিসের মান: সহিহ হাদিস

20/11/2024

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবারের পাশাপাশি টিকার গুরুত্ব অপরিসীম,
তাই সময় মত শিশুকে টিকা দিন,শিশুর টিকারা ফুল কোর্স কমপ্লিট করুন।

16/11/2024
🗣 🟥বাচ্চাদের সিরাপ খাওয়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন-১)ঘুমের মধ্যে ওষুধ খাওয়াবেন না।২)বেশি পরিমাণ ওষুধ এক ...
16/11/2024

🗣

🟥বাচ্চাদের সিরাপ খাওয়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন-

১)ঘুমের মধ্যে ওষুধ খাওয়াবেন না।
২)বেশি পরিমাণ ওষুধ এক সাথে মুখে দিবেন না।
৩)অনেকগুলো ওষুধ এক সাথে পর পর দিবেন না।
৪)কাশি দেওয়া অবস্থায় ওষুধ খাওয়াবেন না।
৫)অতিরিক্ত কান্নাকাটির সময় ওষুধ দিবেন না।

(ছবি প্রতিকীরূপে)

বাংলাদেশে প্রতিদিন গড়ে ২৮জন নারী জরায়ুমুখ ক্যান্সারে মারা যান। তার প্রতিরোধের সর্বোত্তম উপায় হল রোগ হবার আগেই টিকা নেয়া...
16/11/2024

বাংলাদেশে প্রতিদিন গড়ে ২৮জন নারী জরায়ুমুখ ক্যান্সারে মারা যান। তার প্রতিরোধের সর্বোত্তম উপায় হল রোগ হবার আগেই টিকা নেয়া।

👉জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন ৯ থেকে ৪৫ বছর পর্যন্ত সকল সুস্থ নারীকে দেওয়া যাবে।

👉৯ বছর থেকে ১৪ বছর পর্যন্ত বয়সীদের জন্য-
🔴১ম ডোজ- যে কোন দিন
🔴২য় ডোজ- ১ম ডোজের ১ মাস পর

👉১৪ বছরের বেশি বয়সীদের জন্য-
🔴১ম ডোজ- যে কোন দিন
🔴২য় ডোজ- ১ম ডোজের ১ মাস পর
🔴৩য় ডোজ- ১ম ডোজের ৬ মাস পর

👉জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিনের প্রতি ডোজ মূল্য ২৫০০ টাকা।

👉আপনার কাছাকাছি কোনো ভ্যাক্সিন সেন্টারে টিকা পেতে খোজ নিতে পারেন।

👉ভ্যাকসিন নিয়ে আরো জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।

07/11/2024

আস্সালামু আলাইকুম
শুভ সকাল সবাইকে

ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ...
12/07/2024

ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ফিরে আসে আর এভাবে ৪ ঘণ্টা নড়াচড়া ছাড়া কস্ট সহ্য করে বিছানায় থাকতে হয়।

কীডনী বিকল রোগীদের প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয় যার অর্থ মাসে ১২ বার এবং প্রতিবার ৪ ঘন্টা করে মোট ৪৮ ঘন্টা।

আমরা যারা সুস্থ আছি, আমাদের কিডনি দিনে ৩৬ বার স্বয়ংক্রিয়ভাবে কোন প্রকার ব্যথা ছাড়াই আমাদের রক্ত পরিষ্কার করে যাচ্ছে।

আল্লাহ তায়ালার কি পরিমান দয়ায় আমরা বেঁচে আছি একবারও কি উপলব্ধি করেছেন?

তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি--
(আলহামদুলিল্লাহ)

কচ্ছপটির নাম জনাথন। দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে বসবাস এটির। এ বছর কচ্ছপটি পা দিচ্ছে ১৯২ বছর বয়সে। ফলে এটি এখন...
12/07/2024

কচ্ছপটির নাম জনাথন।
দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে বসবাস এটির। এ বছর কচ্ছপটি পা দিচ্ছে ১৯২ বছর বয়সে।
ফলে এটি এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কচ্ছপ এবং একইসঙ্গে বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী।
জন্ম ১৮৩২ সালে I সে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, রাশিয়ান বিপ্লব, সাতজন ব্রিটিশ রাজা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯ জন রাষ্ট্রপতির মধ্য দিয়ে বেঁচে ছিল।
(তথ্য ও ছবি সংগৃহিত)The turtle's name is Jonathan.
It lives on the island of Saint Helena in the South Atlantic. This year the turtle is turning 192 years old.
As a result, it is now the world's oldest living turtle and also the world's oldest land animal.
Born in 1832, he lived through World Wars I and II, the Russian Revolution, seven British monarchs and 39 US presidents.
(Information and image collected)

12/07/2024

কচুর লতির যত সব উপকারিতা।

আলহামদুলিল্লাহ
01/07/2024

আলহামদুলিল্লাহ

Address

South Keranigonj
Dhaka
1311

Telephone

+8801842189748

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripon Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram