17/08/2021
বর্তমানে ঢাকাসহ সারাদেশে জরুরী রক্তের সংকট উত্তরণে আমি আপনাদের হাতে-পায়ে ধরে অধিকার নিয়ে কিছু ব্যাপারে অনুরোধ করছি...
🟥আপনার রক্তের গ্রুপের সাথে মিলে যাওয়া রক্তের আবেদনের পোস্ট চোখে পরলে এড়িয়ে না গিয়ে রেসপন্স করুন।
🟥রক্তদানে প্রস্তুত হলে কোনো অজুহাত না দেখিয়ে বিস্তারিত তথ্য জেনে দ্রুত রক্তদান করতে চলে যান।
🟥নিজে নিজে নিজের জন্য বা আপনজনের জন্যে পরিবার, ফ্রেন্ড সার্কেলের মধ্য থেকে রক্ত ম্যানেজ করার চেষ্টা করুন।
🟥নিজের হাতে সময় থাকলে রক্ত ম্যানেজ করে দেয়ার চেষ্টা করুন। শেয়ার, টাইমলাইনে পোস্ট, বন্ধুদের নক করা, কল করা ইত্যাদি মাধ্যমে চেষ্টা করতে পারেন।
🟥রেনডমলি সবার পোস্টে রেসপন্স না করেন অন্তত নিজের আপনজন, পরিচিতজন, কলিগ, বন্ধু, সিনিয়র, জুনিয়র এর পোস্ট সামনে আসলে রেসপন্স করুন।
রক্ত ম্যানেজ করে দিতে পারেন আর না পারেন চেষ্টাটা অন্তত করুন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন