গর্বিত রক্তদাতা Proud Blood Donor

গর্বিত রক্তদাতা Proud Blood Donor সুস্থসবল প্রতিটি মানুষ যেনো নিজেকে এ?

17/08/2021

বর্তমানে ঢাকাসহ সারাদেশে জরুরী রক্তের সংকট উত্তরণে আমি আপনাদের হাতে-পায়ে ধরে অধিকার নিয়ে কিছু ব্যাপারে অনুরোধ করছি...

🟥আপনার রক্তের গ্রুপের সাথে মিলে যাওয়া রক্তের আবেদনের পোস্ট চোখে পরলে এড়িয়ে না গিয়ে রেসপন্স করুন।

🟥রক্তদানে প্রস্তুত হলে কোনো অজুহাত না দেখিয়ে বিস্তারিত তথ্য জেনে দ্রুত রক্তদান করতে চলে যান।

🟥নিজে নিজে নিজের জন্য বা আপনজনের জন্যে পরিবার, ফ্রেন্ড সার্কেলের মধ্য থেকে রক্ত ম্যানেজ করার চেষ্টা করুন।

🟥নিজের হাতে সময় থাকলে রক্ত ম্যানেজ করে দেয়ার চেষ্টা করুন। শেয়ার, টাইমলাইনে পোস্ট, বন্ধুদের নক করা, কল করা ইত্যাদি মাধ্যমে চেষ্টা করতে পারেন।

🟥রেনডমলি সবার পোস্টে রেসপন্স না করেন অন্তত নিজের আপনজন, পরিচিতজন, কলিগ, বন্ধু, সিনিয়র, জুনিয়র এর পোস্ট সামনে আসলে রেসপন্স করুন।

রক্ত ম্যানেজ করে দিতে পারেন আর না পারেন চেষ্টাটা অন্তত করুন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন

05/08/2021
21/07/2021
15/07/2021

রক্ত দিন জীবন বাঁচান
DONATE BLOOD SAVE LIFE

08/03/2021

রক্তগ্রহীতা নিজেই হোন
রক্ত যোগানদাতা :

★রক্তের প্রয়োজন হলে বা আপনার কাছে কেউ রক্ত চাইলে আগে বিস্তারিত তথ্য জেনে নিন।

★কেউ রক্ত চাইলে সবার আগে তাদের কাছ থেকে রোগীর সাথে আছে বা হাসপাতালে আছে এমন কারো যোগাযোগ নাম্বার নিবেন অথবা আপনার নাম্বার তাদেরকে দিতে বলবেন।

★তারপর বিস্তারিত তথ্য নিয়ে নিজের টাইমলাইনে, গ্রুপে পোস্ট করবেন।

★নিজের আশেপাশের মানুষের কাছে রক্তের আবেদন করুণ।

★তারপর না পাওয়া গেলে পরিচিত সেচ্ছাসেবী যারা রক্ত নিয়ে কাজ করে তাদেকে নক/কল করুণ।

★এর ভিতরে রক্ত পাওয়া গেলে পূর্বে যাদের কাছে রক্ত চেয়েছেন তাদেরকে জানান যে রক্ত ম্যানেজ হয়েছে।

★কোনো তথ্য না জেনে অনলাইনে রক্তের পোস্ট দেখেই পোস্ট পিক করা বন্ধ করুণ বা তথ্য না জেনে, আপডেট না জেনে কপি পেস্ট করবেন না।

★অনলাইন থেকে পোস্ট পিক করতে হলে বা কেউ আপনাকে এমন পোস্ট দিয়ে রক্ত চাইলে আগে আপডেট জেনে নিন অথবা পোস্টে দেয়া নাম্বারে কল দিয়ে আগে আপডেট জেনে নিন।

★একই জায়গায় বারবার পোস্ট দেয়ার দরকার নাই। নির্দিষ্ট একটি জায়গায় রক্তদানের পোস্ট দিন এবং রক্ত পাওয়ার পরে পোস্ট আপডেট করে দিন।

★দায়মুক্ত হওয়ার জন্যে শুধু রক্তের পোস্ট কপি পেস্ট করবেন না। দয়া করে নিজে রক্তদাতা খুঁজুন। একটু চেষ্টা করেন। দেখবেন কত সহজে রক্ত পেয়ে যাবেন

অনুরোধক্রমে
সাইদুর রহমান
কেন্দ্রীয় সভাপতি
আলো ব্লাড ডোনেশন টীম

রক্তদান হোক সুন্দর
জয়তু রক্তদাতা
জয়তু রক্তযোগানদাতা

যত দূরে যাচ্ছে চোখদেখছি শুধু রক্তদাতার মুখতাই দেখে মনে জাগলো সুখগোছাল আমার সকল দুঃখ
16/11/2020

যত দূরে যাচ্ছে চোখ
দেখছি শুধু রক্তদাতার মুখ
তাই দেখে মনে জাগলো সুখ
গোছাল আমার সকল দুঃখ

রক্তদান অতি মহৎ একটি কাজরক্তদান গর্ব করার মতো বিষয়
15/11/2020

রক্তদান অতি মহৎ একটি কাজ
রক্তদান গর্ব করার মতো বিষয়

মন সুন্দর তো সব সুন্দর। সুন্দর মনের মানুষরা নিয়মিত রক্তদান করেন।
15/11/2020

মন সুন্দর তো সব সুন্দর। সুন্দর মনের মানুষরা নিয়মিত রক্তদান করেন।

আমি ছাড়াও আরও রক্তদাতা আছে ভাই!!!অন্যরা তো দিচ্ছেই!!!অন্যরা দিচ্ছে ঠিক আছে! কিন্তু এই অন্যরা কতজন? আপনি কি জানেন, আমাদের...
25/09/2020

আমি ছাড়াও আরও রক্তদাতা আছে ভাই!!!
অন্যরা তো দিচ্ছেই!!!

অন্যরা দিচ্ছে ঠিক আছে! কিন্তু এই অন্যরা কতজন? আপনি কি জানেন, আমাদের দেশে প্রতিবছর যে পরিমাণ রক্ত লাগে, তার মাত্র ২৫-৩০ ভাগ দেন স্বেচ্ছা রক্তদাতারা?

বাকি৭০-৭৫ ভাগই দেয় হয় পেশাদার রক্ত বিক্রেতারা (ব্লাড ব্যাংক) অথবা রোগীর আত্মীয়-পরিজনরা। তার মানে প্রয়োজনীয় রক্তের বড় অংশটাই এখনো মেটাতে হচ্ছে অনিরাপদ উৎস থেকে।

আমাদের দেশে এখনও প্রয়োজনের তুলনায় রক্তের ঘাটতি রয়েছে। সুতরাং সুস্থ সবল প্রাপ্তবয়স্ক প্রত্যেকেরই রক্তদান করা উচিত।

রক্তদানের ভীতি কাটিয়ে আপনি কিন্তু এই নিরাপদ উৎসের ভাগটাই বাড়াতে পারেন।

Address

Dhanmondi 32
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when গর্বিত রক্তদাতা Proud Blood Donor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to গর্বিত রক্তদাতা Proud Blood Donor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category