22/09/2025
আপনার কি হঠাৎ মাংস পেশি লাফানো বা যে কোনো অঙ্গ লাফানো জনিত সমস্যায় ভুগছেন?
Description:- আপনার কি হঠাৎ কোনো মাংসপেশি লাফানো, চোখের পাতা কাঁপা, পায়ে ঝাঁকি বা শরীরের যেকোনো অংশে অনিচ্ছাকৃতভাবে কাঁপা বা লাফানোর সমস্যা হচ্ছে? এই উপসর্গকে "Muscle Twitching" বা "Fasciculation" বলা হয়। এটি সাধারণত স্ট্রেস, ঘুমের অভাব, ইলেকট্রোলাইটের ঘাটতি বা অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের কারণে হতে পারে। তবে মাঝে মাঝে এটি স্নায়ুবিক সমস্যার ইঙ্গিতও হতে পারে, যেমন ALS বা Neuropathy। যদি এটি দীর্ঘস্থায়ী হয় বা ব্যথার সাথে হয়, তাহলে একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।
#স্বাস্থ্য_সচেতনতা #মাংসপেশির_সমস্যা #নিউরোলজি